Ahad Ali -Lalin

Ahad Ali -Lalin Assalamualaikum, I'm Ahad Ali Lalin.This is my personal pages

❤
23/08/2024

23/08/2024

দেশের এই ক্রান্তি লগ্নে যখন বেশির ভাগ মানুষ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার পাশাপাশি নিজের অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। তখন কিছু অমানুষ যাদের মানবিকতা বলতে কিছু নেই তারা ব্যানার হাতে দাবী নিয়ে দাড়িয়ে পড়ছে।
তোদের দাবি জানানোর অনেক সময় পাবি এই বিপদের সময় তোদের মত দশজনের হাত আসলে বিষয় আরো সহজ হতো।তোর সুবিধা বাদি যে সরকারই আসুক তোরা পরিবর্তনের পরে পরে এভাব দাড়িয়ে যাস।

দেশ ও দেশের জনগণের কথা তোদের চিন্তাচেতনাতে নাই থাকলে এভাবে এতগুলো মানুষের বিপদের সময় ব্যানার নিয়ে দাড়াতে পারতিস না।

ধিক্কার জানাই তোদের মতো শিক্ষিত নামধারী মূর্খদের
তোরা সঠিক ভাবে এখনো নৈতিকতা শিখতে পারিসনি। তোদের সার্টিফিকেট কাগজে সীমাবদ্ধ বাস্তবতার কাছে মূল্যহীন টিসু পেপার।

টিএসসিতে গাড়ির লাইন লেগে গেছে। প্রত্যেকটা গাড়ি ভর্তি ব্যক্তিগত উদ্যোগে সংগ্রহ করা ত্রাণ।এতো মানুষ ত্রাণ দিতে এসেছে যে ভল...
23/08/2024

টিএসসিতে গাড়ির লাইন লেগে গেছে। প্রত্যেকটা গাড়ি ভর্তি ব্যক্তিগত উদ্যোগে সংগ্রহ করা ত্রাণ।
এতো মানুষ ত্রাণ দিতে এসেছে যে ভলান্টিয়াররা রীতিমতো হিমশিম খাচ্ছে ত্রাণ নিতে।
এই প্রথমবার জীবনে অতিরিক্ত ভীড়ে কারো হিমশিম খাওয়া দেখে বিরক্ত না লেগে শান্তি লাগল।
এমন স্বাধীনতাই তো আমরা চেয়েছিলাম, না?

একদম তথ্য বহুল একটি ইনভেস্টিগেশন দেখতে পারেন।
21/08/2024

একদম তথ্য বহুল একটি ইনভেস্টিগেশন দেখতে পারেন।

Here's the spiciest roast of the history. Trust me, you won't regret waiting for it. ENJOY 😈FOLLOW MY SOCIAL LINKS 🔻👻 SNAPCHAT - TahseeNationFollow me on...

07/08/2024

আমি কাউকে ব্যক্তিগত ভাবে আক্রমণে বিশ্বাসী না আর দলের কথা বললে কোন রাজনৈতিক দলের বস্যতা স্বীকার করতে আমি কখনই রাজি নই কারো পা চাটা পছন্দও করি না।
গণ-অভ্যুত্থানের সময়ে কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়ে থাকে আর এ সময়ে কোন প্রশাসন একটিভ থাকে না, তাই এই সুযোগে চোর বাটপার ও খারাপ শ্রেনীর লোকেরা কাজে লাগাচ্ছে।
যারা এই ছাত্রআন্দোলনে ছাত্রদের জন্য সাহস করে কোন কথা বলেনি তাদের একটা অংশ এভাবে বিভ্রান্ত ছড়াচ্ছে আর একটা অংশ বিজয় উদজাপনের নামে প্রতিশোধ নিচ্ছে, তারা ভুলে গেছে এগুলো সব বিচারের আওতায় আসবে। তারা উভয়ে নির্লজ্জ বেহায়া অকৃতজ্ঞ।
যারা বিগত বছর গুলোতে একটি ন্যায্য দাবির জন্য জনগণের পক্ষে কথা বলতে পারেনি তারা রাতারাতি দেশটাকে একদম ফিনল্যান্ডের মতো দেখতে চায় তারা হলো সুবিধাবাদি।
তোদের এই নৈতিকথা কিছুদিন আগে কই ছিলোরে যখন আমাদের নির্বিচারে গুলি করা হচ্ছিল । তোরাত জানতি আমরা কোন রাজনীতির সাথে জাড়িত না খারাপ কিছুর প্রতিবাদ করলে রাজাকার বিরোধী রাজনীতির ট্যাগ ।তোরা উচ্চ শিক্ষার সার্টিফিকেট পেয়েছিস মানবিকতা নৈতিকতা বিসর্জন দিয়েছিস।
বঙ্গবন্ধু কারোর একার না নিসন্দেহে উনি বাংলার একজন জনপ্রিয় নেতা যার কাছে অন্য কারোর তুলনা হয়না। আমরা উনাকে যথেষ্ট সম্মান করি শ্রদ্ধা করি। তোদের মতো কিছু সুবিধাবাদিরা এই রাজনৈতিক দলগুলোকে বিপথ গামী করে ও ভিতরে ঝামেলা তৈরী করে।

আচ্ছা সরকারের পতনের পর থেকে যারা বিভিন্ন অভিযোগ দিচ্ছিস গতকাল অব্দি ছাত্ররা যে এত ভালো ভালো কাজ করল কই কেউতো শেয়ার দিচ্চিস না তাদের কাজকে অভিবাদন জানাচ্ছিস না। তোদের কি বলব বলত স্বর্থপর নাকি অকৃতজ্ঞ । সবাই এরকম না কিছু লোকরে দেখে আরনিতে পারছি না তারা বিষয়টি নিয়ে পুরো রাজনীতি মেতে উঠছে।

আবার যারা বিগত বছর গুলোতে জনগণকে জাগিয়ে তুলতে পারেনি তারা ও তাদের কিছু অতিউৎসাহী জনতা বিশৃঙ্খলা তৈরীকরতেছে।লজ্জা থাকা দরকার । একটু ভাবেন বিবেক বান হন সময় রাজনীতি পরিবির্তন প্রতিনিয়ত কিন্তু আপনার বিবেকহীন কাজ ও কথা মানুষের মনে দাগ কেট রবে ।

আসুন খারাপ বিষয়গুলোকে পরিহার করে ভালোর দিকে কিভাবে দেশকে এগিয়ে নেওয়া যায় সেই চিন্ত করি। দেশ আমার আপনার সবাই।

আমাদের মন যতদিন না ব্যাক্তিপুজা থেকে স্বাধীন করতে পারব ততদিন নিজেরা স্বাধীন হতে পারব না।

রাতরাতি কখনই কোন সিস্টেম পরিবর্তন করা যায় না সময় দেন , নিজের ভালো চিন্তা গুলোকে তুলেধরেন তাহলে হবে।

সমাজের সকলের প্রয়োজন আছে সকলকে এগিয়ে নিতে হবে।
আমার কথায় কোন কস্ট পেয়ে থাকলে আন্তরিক ভাবে দু:খিত ।

একটি শব্দের গণঅভ্যুস্থান
লেখক আহাদ আলী লেলিন

04/08/2024

আমরা শান্তি চাই, আমরা বর্বরোচিত হত্যা কান্ডের বিচার চাই।

15/07/2024

যৌবনের গান / কাজী নজরুল ইসলাম
''বার্ধক্য তাহাই—যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে, বৃদ্ধ তাহারাই—যাহারা মায়াচ্ছন্ন নব মানবের অভিনব জয় যাত্রার শুধু বোঝা নয়, বিঘ্ন; শতাব্দীর নব যাত্রীর চলার ছন্দে ছন্দ মিলাইয়া যাহারা কুচকাওয়াজ করিতে জানে না, পারে না; যাহারা জীব হইয়াও জড়; যাহারা অটল সংস্কারের পাষাণস্তূপ আঁকড়িয়া পড়িয়া আছে। বৃদ্ধ তাহারাই যাহারা নব অরুণোদয় দেখিয়া নিদ্রাভঙ্গের ভয়ে দ্বার রুদ্ধ করিয়া পড়িয়া থাকে। আলোক-পিয়াসী প্রাণ চঞ্চল শিশুদের কল কোলাহলে যাহারা বিরক্ত হইয়া অভিসম্পাত করিতে থাকে, জীর্ণ পুঁতি চাপা পড়িয়া যাহাদের নাভিশ্বাস বহিতেছে, অতি জ্ঞানের অগ্নিমান্দ্যে যাহারা আজ কঙ্কালসার—বৃদ্ধ তাহারাই। ইহাদের ধর্মই বার্ধক্য। বার্ধককে সব সময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের উর্দির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। আবার বহু বৃদ্ধকে দেখিয়াছি যাঁহাদের বার্ধক্যের জীর্ণাবরণের তলে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন। তরুণ নামের জয়-মুকুট শুধু তাহারই যাহার শক্তি অপরিমাণ, গতিবেগ ঝঞ্ঝার ন্যায়, তেজ নির্মেঘ আষাঢ় মধ্যাহ্নের মার্তণ্ডপ্রায়, বিপুল যাহার আশা, ক্লান্তিহীন যাহার উৎসাহ, বিরাট যাহার ঔদার্য, অফুরন্ত যাহার প্রাণ, অটল যাহার সাধনা, মৃত্যু যাহার মুঠিতলে। তারুণ্য দেখিয়াছি আরবের বেদুইনদের মাঝে, তারুণ্য দেখিয়াছি মহাসমরে সৈনিকের মুখে, কালাপাহাড়ের অসিতে, কামাল-করিম-মুসোলিনি-সানইয়াৎ লেনিনের শক্তিতে। যৌবন দেখিয়াছি তাহাদের মাঝে—যাহারা বৈমানিকরূপে অনন্ত আকাশের সীমা খুঁজিতে গিয়া প্রাণ হারায়, আবিষ্কারকরূপে নব-পৃথিবীর সন্ধানে গিয়া আর ফিরে না, গৌরীশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার শীর্ষদেশ অধিকার করিতে গিয়া যাহারা তুষার-ঢাকা পড়ে, অতল সমুদ্রের নীল মঞ্জুষার মণি আহরণ করিতে গিয়া সলিলসমাধি লাভ করে, মঙ্গলগ্রহে, চন্দ্রলোকে যাইবার পথ আবিষ্কার করিতে গিয়া নিরুদ্দেশ হইয়া যায়। পবন-গতিকে পশ্চাতে ফেলিয়া যাহারা উড়িয়া যাইতে চায়, নব নব গ্রহ-নক্ষত্রের সন্ধান করিতে করিতে যাহাদের নয়ন-মণি নিভিয়া যায়—যৌবন দেখিয়াছি সেই দুরন্তদের মাঝে। যৌবনের মাতৃরূপ দেখিয়াছি—শব বহন করিয়া যখন সে যায় শ্মশানঘাটে, গোরস্থানে, অনাহারে থাকিয়া যখন সে অন্ন পরিবেশন করে দুর্ভিক্ষ বন্যা-পীড়িতদের মুখে, বন্ধুহীন রোগীর শয্যাপার্শ্বে যখন সে রাত্রির পর রাত্রি জাগিয়া পরিচর্যা করে, যখন সে পথে পথে গান গাহিয়া ভিখারী সাজিয়া দুর্দশাগ্রস্তদের জন্য ভিক্ষা করে, যখন দুর্বলের পাশে বল হইয়া দাঁড়ায়, হতাশের বুকে আশা জাগায়।

ইহাই যৌবন, এই ধর্ম যাহাদের তাহারাই তরুণ। তাহাদের দেশ নাই, জাতি নাই, অন্য ধর্ম নাই। দেশ-কাল-জাতি-ধর্মের সীমার ঊর্ধ্বে ইহাদের সেনানিবাস। আজ আমরা—মুসলিম তরুণেরা— যেন অকুণ্ঠিত চিত্তে মুক্তকণ্ঠে বলিতে পারি—ধর্ম আমাদের ইসলাম, কিন্তু প্রাণের ধর্ম আমাদের তারুণ্য, যৌবন। আমরা সকল দেশের, সকল জাতির, সকল ধর্মের, সকল কালের। আমরা মুরিদ যৌবনের। এই জাতি-ধর্ম-কালকে অতিক্রম করিতে পারিয়াছে যাঁহাদের যৌবন, তাঁহারাই আজ মহামানব, মহাত্মা, মহাবীর। তাহাদিগকে সকল দেশের সকল ধর্মের সকল লোক সমান শ্রদ্ধা করে।

পথ-পার্শ্বের ধর্ম-অট্টালিকা আজ পড় পড় হইয়াছে, তাহাকে ভাঙিয়া ফেলিয়া দেওয়াই আমাদের ধর্ম, ঐ জীর্ণ অট্টালিকা চাপা পড়িয়া বহু মানবের মৃত্যুর কারণ হইতে পারে। যে-ঘর আমাদের আশ্রয় দান করিয়াছে, তাহা যদি সংস্কারাতীত হইয়া আমাদেরই মাথায় পড়িবার উপক্রম করে, তাহাকে ভাঙিয়া নতুন করিয়া গড়িবার দুঃসাহস আছে একা তরুণেরই। খোদার দেওয়া এই পৃথিবীর নিয়ামত হইতে যে নিজেকে বঞ্চিত রাখিল, সে যত মোনাজাতই করুক, খোদা তাহা কবুল করিবেন না। খোদা হাত দিয়াছেন বেহেশত ও বেহেশতি চিজ অর্জন করিয়া লইবার জন্য, ভিখারীর মতো হাত তুলিয়া ভিক্ষা করিবার জন্য নয়। আমাদের পৃথিবী আমরা আমাদের মনের মতো করিয়া গড়িয়া লইব। ইহাই হউক তরুণের সাধনা।''

15/07/2024

# #জাগো বাহে কোনঠে সবায়

15/05/2024

Success is not final; failure is not fatal: It is the courage to continue that counts.
— Winston S. Churchill

26/02/2024

#এখন তোমার আর আমাকে নোই কোন প্রয়োজন

ইংরেজি নববর্ষ ২০২৪ এর শুভেচছা।
31/12/2023

ইংরেজি নববর্ষ ২০২৪ এর শুভেচছা।

 #হও যদি তুমি নীল আকাশ , আমি মেঘ হব আকাশেহও যদি অথৈ সাগর , আমি ঢেউ হব সাগরেহও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়
31/12/2023

#হও যদি তুমি নীল আকাশ , আমি মেঘ হব আকাশে
হও যদি অথৈ সাগর , আমি ঢেউ হব সাগরে
হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়

20/12/2023

নীলফামারী জেলা কিশোরগঞ্জ উপজেলা মাগুরা ইউনিয়নের একটি গ্রামে একটি বাঘ ঢুকে পড়ে।চারদিকে মানুষ জন আতংকিত হয়ে পড়ে।প্রাণ ভয়ে বাঘ কে বন্দী করতে সবাই মাঠে নামে। বাঘের আক্রমণে বেশ কজন আহত হয় এবং অবশেষে বন্দি করতে না পারলে বাঘটি আঘাতে মারা যায়।

এর পূর্বে বাহাগীলি ইউনিয়নে বাঘ ঢুকে পড়ছিলো এবং সেই বাঘটি প্রাই সারাদিন পর সন্ধ্যার দিকে মারা হয়েছিলো সালটা মনে নাই।

ভিডিও টি বাঘ বন্দির উপস্থিত থাকা একজনের ফেসবুক আইডে থেকে নেওয়া।
#বাঘ আক্রম
#লোকালয়ে বাঘের প্রবেশ
#নীলফামারী
#রংপুর

20/12/2023

Address

Rangpur
5320

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahad Ali -Lalin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share