Around Media BD

Around Media BD সকল প্রকার বিনোদন মূলক আপডেট পেতে আমা?

শুভ জন্মদিন।আপনার ভবিষ্যত সাফল্যময় হোক।শাহ্ পারভেজ সংগ্রামপরিচালকআ্যরাউন্ড মিডিয়া বিডি
13/01/2024

শুভ জন্মদিন।আপনার ভবিষ্যত সাফল্যময় হোক।

শাহ্ পারভেজ সংগ্রাম
পরিচালক
আ্যরাউন্ড মিডিয়া বিডি

গাইবান্ধায় সাপ দিয়ে ঐতিহ্যবাহী পাতাখেলা।শাহ্ পারভেজ সংগ্রাম।আজ বুধবার গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়ন এর চৌরাস্তা ...
03/08/2023

গাইবান্ধায় সাপ দিয়ে ঐতিহ্যবাহী পাতাখেলা।

শাহ্ পারভেজ সংগ্রাম।
আজ বুধবার গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়ন এর চৌরাস্তা বাজার এলাকায় গ্রামীন ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হয়।গ্রামীন এ পাতা খেলায় হরহামেশায় দেখা যায় পাতা হিসেবে উপস্থিত থাকে মানুষ।কবিরাজরা তন্ত্র সাধনার মধ্য দিয়ে পাতাকে নিজের ঘরে টানে।

আজ বিকেল ৪ ঘটিকায় সরেজমিনে গিয়ে দেখা যায়,পাতা খেলায় পাতা হিসেবে ছিল বিরাট দুটি সাপ।বিশাল ফসলি জমির মাঠে চারপাশে মাটিতে দাগ দিয়ে নির্দিষ্ট এরিয়া করে দেয় আয়োজক গোষ্ঠী।মাঠের মাঝে পুতে রাখা হয়েছে একটি কলাগাছ।কলাগাছ এর উপরে রেখেছিল বিশাল দুটি সাপ।কবিরাজরা তাদের মন্ত্র পাঠের মধ্যে দিয়ে তাদের ঘরের দিকে টানছিল সাপ দুটিকে।যে কবিরাজ যতবার পাতা বেশি ঘরে টানবে সেই কবিরাজ জয়ী হবে।ব্যতিক্রম এই পাতা খেলা দেখতে ছুটে আসে অর্ধলক্ষ মানুষ।অগনিত নারীর উপস্থিতি ছিলো পাতা খেলার মাঠে।

খেলা দেখতে আসা দর্শক সম্পদ বলেন,আমি অনেক জায়গা পাতা খেলা দেখেছি,কিন্তু সাপ দিয়ে পাতা খেলা দেখি নাই।তাই বন্ধুদের সাথে এই ব্যতিক্রম খেলা দেখতে এসেছি।

সাপ দিয়ে পাতা খেলার আয়োজক গোষ্ঠীর সভাপতি আব্দুল লতিফ মিয়া জানান,তিনি বিভিন্ন যায়গায় এই খেলা দেখে তার ভালো লাগে।তাই গ্রামবাসীদের বিনোদন দিতেই তার এই আয়োজন।

বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছিলো হাজার হাজার মানুষ।খেলার নিয়ম কানুন সহ সব টিক ছিল।আয়োজক গোষ্ঠীর নিয়ম অনেক কঠোর ছিল।

খেলা শেষে প্রথম স্হান অধীকারীদের হাতে রঙ্গিন টেলিভিশন তুলে দেন অতিথি ও আয়োজক গোষ্ঠীরা।
দ্বিতীয় পুরস্কার ছিল রাইচ কুকার ও তৃতীয় পুরস্কার ছিল আকর্ষণীয় সংকর ছাতা।

সবশেষে আয়োজক গোষ্ঠী জানান, দর্শক সহ এলাকাবাসীর সহযোগিতা পেলে নতুন নতুন বিনোদন এর ব্যবস্থা করবে তারা।

01/08/2023

পানির অভাবে কৃষকের মাথায় হাত।
বিরাট ক্ষতির আশঙ্কা।

২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত-----------------------------------------------------------
27/07/2023

২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত
-----------------------------------------------------------

গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক সুশান্ত কুমারের বিচার দাবিতে ছাত্রীদের সড়ক অবরোধগাইবান্ধা প্রতিন...
23/07/2023

গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমারের বিচার দাবিতে ছাত্রীদের সড়ক অবরোধ

গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব কর্তৃক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্রীরা।

রোববার (২৩ জুলাই) দুপুরে গাইবান্ধা শহরে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে দাঁড়িয়ে এবং পরবর্তীতে পৌরপার্কের সামনে প্রধান সড়কে অবস্থান নিয়ে প্রায় আধা ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এসময় শহরে যানজটের সৃষ্টি হয়।

এ সময় শিক্ষার্থীরা জানায়, তাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব যোগদানের পর থেকেই বিদ্যালয়ের কর্মচারি থেকে শুরু করে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকের সঙ্গে প্রায়ই খারাপ আচরল করে আসছে। এরই ধারবাহিকতায় আজ রোববার সকালে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী অসুস্থতার কারণে ছুটি চাইতে গেলে ছুটি না দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তখন সেই শিক্ষার্থী ভয় পেয়ে সেখান থেকে দৌঁড়ে এসে সহপাঠিদের জানালে তারা ক্ষোভে ফেটে পড়ে এবং তাৎক্ষনিক ক্লাস বর্জন করে রাস্তায় নেমে আসে।

ছাত্রীরা আরও জানায়, তাদের একটাই দাবি এই প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেবকে স্কুল থেকে প্রত্যাহার করতে হবে নয়তো তারা স্কুলে ফিরবে না। সড়ক অবরোধ চলা কালে প্রশাসনের পক্ষ থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করলে শির্ক্ষাথীরা অবরোধ তু্লে নেয়। পরে তার জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করে।

বেদে সম্প্রদায়ের মানবেতর জীবন-যাপন।গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়ন এর সরকারপাড়ার পূর্ব পাশে ৯টি বেদে পরিবার ৫০ জন ...
19/07/2023

বেদে সম্প্রদায়ের মানবেতর জীবন-যাপন।

গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়ন এর সরকারপাড়ার পূর্ব পাশে ৯টি বেদে পরিবার ৫০ জন সদস্য নিয়ে অস্থায়ী ভাবে পলিথিন এ মোড়া ঘরে বসবাস করছে।ছোট ছোট ঘরে পলিথিনে তৈরী এসব ঘরের বাসিন্দারা বেদে সমপ্রদায়ের বা বাদিয়া।তারা অস্থায়ী ভাবে বিভিন্ন যায়গায় বসবাস করে।

আজ বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়,মালিবাড়ী ইউনিয়ন এর সরকারপাড়ার পূর্ব পাশে ভ্রাম্যমাণ বেদে পল্লিতে মানবেতর জীবন পার করছেন বেদে পরিবারের নারী,পুরুষ ও শিশুরা।
জীবন বাঁচানোর তাগিদে পরিবারের সদস্যদের বাঁচিয়ে রাখার জন্য তারা বাজারে বাজারে ও মানুষের বাড়ি বাড়ি ঘুরতে হয় বেদে সম্প্রদায়ের লোকজনকে।তারা মানুষের সিঙ্গা লাগানো, দাঁতের পোকা ফেলানো, বিষ-বেদনা অপসারণ ও সাপের খেলা দেখানো,এসব কাজেই এক গ্রাম থেকে অন্য গ্রামে ঘুরে বেড়ায় বেদেরা।গ্রামে গ্রামে বিভিন্ন ধরনের সাপ খেলা বানর খেলা দেখিয়ে মানুষের সাহায্য সহযোগিতায় তারা জীবনযাপন করছে।
বেদে পরিবার এর সরদার সাদেক হোসেন জানান,
সামান্য আয়ে পরিবারের সদস্যদের ভরণপোষণ চালাতে হিমশিম খাচ্ছেন।সমাজ এর বিত্তশালী লোকজন সহ সরকার এর সাহায্য সহযোগিতা প্রয়োজন।

বর্তমানে নানা কারনে তাদের এসব কাজ কমিয়ে গেছে।যার ফলে তাদের পরিবার-পরিজন নিয়ে খেয়ে না খেয়ে চলছে তাদের অসহায় জীবন-যাপন।দিন দিন হারিয়ে যাচ্ছে বেদে সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতি।

16/07/2023

গাইবান্ধার চান্দেরঘাটে ঐতিহ্যবাহী পাতা খেলা।

আজ ১৬ জুলাই রবিবার গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়ন এর চান্দেরঘাট নামক এলায় বিশাল পাতা খেলার আয়োজন করে চান্দেরঘাট যুব সমাজ।প্রাচীন ঐতিহ্যবাহী গ্রাম বাংলার পাতা খেলা দেখতে ছুটে আসে হাজার হাজার নারী পুরুষ।এলাকায় ফসলি মাঠ ঘিরে এ খেলার আয়োজন হওয়ায় নারী দর্শক এর উপস্থিতি ছিলো চোখে পরার মতো।

খেলার আকর্ষণীয় মুহুর্তগুলো তুলে ধরা হলো।
সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন।

গাইবান্ধা জেলার নতুন ডিসি কাজী নাহিদ রসুল ম্যাডামকে Around Media BD এর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন।তিনি নোয়াখালীর কৃতি স...
15/07/2023

গাইবান্ধা জেলার নতুন ডিসি
কাজী নাহিদ রসুল ম্যাডামকে Around Media BD এর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন।

তিনি নোয়াখালীর কৃতি সন্তান, তার বাবা ছিলেন একজন জেলা ও দায়রা জজ।

গাইবান্ধা জেলা ট্রাফিক ইনচার্জ (এডমিন) নুরে আলম সিদ্দিক ভাই তাঁর দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশ পুলিশের অনেক গুরুত্বপূর্ণ দায়...
12/07/2023

গাইবান্ধা জেলা ট্রাফিক ইনচার্জ (এডমিন) নুরে আলম সিদ্দিক ভাই তাঁর দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশ পুলিশের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব সততা ও দক্ষতার সঙ্গে পালন করেছেন। অর্জন করেছেন সাধারণ মানুষের আন্তরিক ভালোবাসা। অনেক গুণে গুণান্বিত মানবিক এই পুলিশ কর্মকর্তার বিদায় বেলায় গাইবান্ধা প্রেস ক্লাব এর পক্ষ থেকে সম্মাননা ও ভারাক্রান্ত মনে বিদায় জানানো হয়।

সচেতন হোন। সুস্থ থাকুন। নিরাপদ থাকুন।
11/07/2023

সচেতন হোন।
সুস্থ থাকুন।
নিরাপদ থাকুন।

09/07/2023

ঐতিহ্যবাহী প্রাচীন স্মৃতি ধরে রাখতে এবার শিশুদের পাতা খেলা।

07/07/2023

গাইবান্ধার জানেরবাতা যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঐতিহ্যবাহী পাতা ও লাঠি খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশসুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে গাইবান্ধা বিক্ষোভ মিছিল ...
07/07/2023

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে গাইবান্ধা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার বাদ জুম্মা বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি গাইবান্ধা কাচারী বাজার মসজিদ থেকে বের হয়ে গাইবান্ধা ১ নং ট্রাফিক মোড় দিয়ে দাস বেকারী হয়ে পৌর মার্কেটের সামনে এসে শেষ হয়।
পরে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার আমীর মোঃ আব্দুল করিম, জেলা নায়েবে মোঃ মাজেদুল ইসলাম মাজেদ, জেলা সেক্রেটারী মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলাম প্রমুখ।
তথ্য ও ছবিঃ রাহুল ইসলাম রুবেল।

খোলাহাটী ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ড ভোলার বাজার এর উত্তর পাশে দাড়িয়াপুর গামী রাস্তার অবস্থা এটি,পারিবারিক বিরোধের জেরে রাস্তা...
07/07/2023

খোলাহাটী ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ড ভোলার বাজার এর উত্তর পাশে দাড়িয়াপুর গামী রাস্তার অবস্থা এটি,পারিবারিক বিরোধের জেরে রাস্তা অবৈধ ভাবে পানি রোধ করে রেখেছে।

ভোলার বাজারেও একই অবস্থা।
খোলাহাটী ইউনিয়ন সদর উপজেলা ঘেঁষা একটি ইউনিয়ন, এখানে রাস্তাঘাট এর বেহাল দশা দেখেও যেন না দেখার কেউ নেই,চেয়ারম্যান, ইউপি সদস্য শুধুমাত্র ভোটের সময় প্রতিশ্রুতি দিলেও গত ১৫ বছরে এই রাস্তার উন্নয়ন এ কোনো কাজ হয় নাই।

এর থেকে পরিত্রাণ চায় এলাকার সর্বস্তরের মানুষ।

01/07/2023

গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়ন এর আইডিয়াল মোড়ে (কাবিলের বাজার এর দক্ষিণ পাশে) ঐতিহ্যবাহী গ্রাম বাংলার পাতা খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধা সদর উপজেলার ২নং কিসামত মালিবাড়ী ইউনিয়ন এর আইডিয়াল মোড়ে (কাবিলের বাজার এর দক্ষিণ পাশে) ঐতিহ্যবাহী গ্রাম বাংলার ...
30/06/2023

গাইবান্ধা সদর উপজেলার ২নং কিসামত মালিবাড়ী ইউনিয়ন এর আইডিয়াল মোড়ে (কাবিলের বাজার এর দক্ষিণ পাশে) ঐতিহ্যবাহী গ্রাম বাংলার পাতা খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে। সময়- দুপুর ২ ঘটিকা।

30/06/2023

আষাঢ় মাসের বৃষ্টি। প্রচন্ড গরমের দাবদাহ শেষে আষাঢ় মাসে হিমেল আবহাওয়া বিরাজ করছে।

30/06/2023

আষাঢ়ের রিমঝিম বৃষ্টি।প্রচন্ড গরমের দাবদাহ শেষে আষাঢ়ে বৃষ্টির হিমেল আবহাওয়া বিরাজ করছে।

Address

Rangpur

Telephone

+8801786004212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Around Media BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category