Faruque Hossain

Faruque Hossain documentary video creator

14/11/2024

শিলিগুড়ির একটি বিয়ের অনুষ্ঠানের ব্যাান্ড পার্টি। যেখানে ছাতা এবং অটোরিকশা ( টোটো ) আলোকসজ্জার কাজে ব্যবহার করা হয়েছে।

শতবর্ষী কোলকাতা টেকনিক্যাল স্কুল --------------------------------------------------১৮ শতকে কলকাতা ছিল ব্রিটিশ ভারতের কার...
12/11/2024

শতবর্ষী কোলকাতা টেকনিক্যাল স্কুল
--------------------------------------------------
১৮ শতকে কলকাতা ছিল ব্রিটিশ ভারতের কার্যকলাপের কেন্দ্রবিন্দু। শিল্প বিপ্লবের পর এটি তার বিশাল সাম্রাজ্যে শিল্প সম্প্রসারণ চাইছিল। বাংলার বিপুল শিল্প সম্ভাবনা উদ্যোক্তাদের দৃষ্টি আকর্ষণ করেছিল। এর ফলে কলকাতা ও তার আশেপাশে গড়ে ওঠে অনেক শিল্প। এই শিল্পগুলির প্রকৌশলীদের প্রয়োজনীয়তা তখনকার কয়েকটি ইঞ্জিনিয়ারিং কলেজ দ্বারা মেটানো হয়েছিল। সমস্যাটি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। বাংলার এবং কলকাতা টেকনিক্যাল ইনস্টিটিউট কমিটি ১৯১২ সালে সরকারকে পরামর্শ দেওয়ার জন্য নিযুক্ত করা হয়েছিল। কলকাতায় একটি টেকনিক্যাল ইনস্টিটিউট তৈরির প্রশ্নে। দুটি প্রতিষ্ঠান যেমন। ক্যালকাটা টেকনিক্যাল নাইট স্কুল, বউবাজার এবং বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট, আপার সার্কুলার রোড প্রস্তাবিত টেকনিক্যাল ইনস্টিটিউট দ্বারা গৃহীত হতে সম্মত হয়েছিল। সরকার কর্তৃক অধিগ্রহণকৃত জমিতে ভবন নির্মাণ শুরু হয়েছিল ১৯২২ সালে। ১ফেব্রুয়ারী ১৯২৬ এ স্কুলের চূড়ান্ত উদ্বোধনের আগে, গভর্নিং বডি যুক্তরাজ্য থেকে তার প্রথম অধ্যক্ষ মিঃ ইজি হগবেনকে নিযুক্ত করে। স্কুলটি ১৯৮৮ সালে একটি পূর্ণাঙ্গ পলিটেকনিকে রূপান্তরিত হওয়ার আগে অফার করা হয়েছিল, নিম্নলিখিত পাঠ্যক্রমগুলি:

১. শিক্ষানবিশ প্রশিক্ষণ বোর্ডের ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স (4 বছর)
২. স্টেট কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, পশ্চিমবঙ্গের সিভিল ইঞ্জিনিয়ারিং-এ খণ্ডকালীন ডিপ্লোমা কোর্স
৩. শিপরাইট কোর্স
৪. ইলেকট্রিক সুপারভাইজার কোর্স
৫. AMIE পরীক্ষার জন্য কোচিং ক্লাস
৬. শিক্ষানবিশ আইন 1961 এর অধীনে ট্রেড শিক্ষানবিশদের জন্য সম্পর্কিত নির্দেশিকা ক্লাস
বিভাগসমূহ
সম্পাদনা
CTS মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা স্তরের শিক্ষা প্রদান করে।

09/11/2024

তিস্তা নদীর চিকন বালা
রংপুরের নির্মাণ শ্রমিকরা যখন খাবার শেষে গান গায়

কি ছিলে আমার বলনা তুমিআছিতা আগেরই মতো এখনো আমি।                                     - মনি কিশোরসকলের অজান্তেই চলে গেলেন ...
23/10/2024

কি ছিলে আমার বলনা তুমি
আছিতা আগেরই মতো এখনো আমি।
- মনি কিশোর
সকলের অজান্তেই চলে গেলেন এই গুণি শিল্পী।

23/10/2024

প্রধামন্ত্রীর পদত্যাগ পত্র প্রসংগ-
------------------------------------------
মহামান্য রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন নাকি মিথ্যাচার করানো হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার গঠনের সময় কেন পদত্যাগ পত্র খোঁজেননি ? প্রধানমন্ত্রীর পদত্যাগ নাকি উৎখাত ? কোন পরিপ্রেক্ষিতে তত্বাবধায়ক সরকার শপথ গ্রহন করেছেন রাষ্ট্রপতির নিকট ? জনগণ ভাবছে আপনারা মহামান্য রাষ্ট্রপতিকে ব্যবহর করেছেন, ব্যবহার শেষ এখন তাকে ছুঁড়ে ফেলে দিবেন। ধোঁয়াশা নয় পরিষ্কার রাজনৈতিক অবস্থান চর্চা করুন। আমরা বারবার আন্দোলন আর মৃত্যুর মিছিল দেখতে চাইনা। আমাদের বাংলাদেশ আহামরি কোনো ধনী রাষ্ট্র নয়। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শান্তি শৃঙ্খলা নিয়ে খেলবেন। সারজিস হাসনাত বারবার রাজপথে ডাকবে আর আমাদের সন্তান ( ছাত্ররা ) লেখাপড়া চাংগে তুলে দিয়ে শহীদ আবু সাঈদ হয়ে ফিরবে এমনটা আশা করবেননা। যার প্রস্হান সারা দেশবাসী দেখেছেন জানেন তার পদত্যাগ পত্র খুঁজছেন আজব ব্যাপার। আপসোস আপনাদের রাজনৈতিক ধ্যান ধারণা বেগবান হতে এতো সময় লাগছে।

10/10/2024

এই বাসগুলো বাংলাদেশের পথে দেখলে অনেকে বলবে মুড়ির টিন। অথচ ভারতের কোলকাতা সহ অনেক রাজ্যে এই বাসগুলো যাত্রীসেবা দিয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশিরা পুরাতনকে উপহাস আর বিদ্রুপ করতে জানি। কিন্তু পুরাতনের যত্ন নিয়ে নতুন করে আগামীর পথ চলতে এখনো অভ্যস্ত হতে পারিনি।

প্রসংগ : রংপুরের মহিপুর ব্রীজ এর নামকরণ।-------------------------------------------------------------রংপুরের মহিপুর ব্রী...
09/10/2024

প্রসংগ : রংপুরের মহিপুর ব্রীজ এর নামকরণ।
-------------------------------------------------------------
রংপুরের মহিপুর ব্রীজ এর নামকরণের প্রস্তাবনা দেয়া যেতে পারে।
১| কবি শেখ ফজলল করিম সেতু।
২| সাংবাদিক মোনাজাত উদ্দিন সেতু।
৩| সগীর উদ্দিন বয়াতি সেতু।

বাংলাদেশের উত্তরে শীতের আমেজ। কুয়াশাচ্ছন্ন শীতের সকাল। সকাল ৮ টা ৪৫ মিনিট, রংপুর।
08/10/2024

বাংলাদেশের উত্তরে শীতের আমেজ। কুয়াশাচ্ছন্ন শীতের সকাল। সকাল ৮ টা ৪৫ মিনিট, রংপুর।

এক বাড়ির মালিক ইঁদুরের হাত থেকে রক্ষা পেতে ইঁদুরের ফাঁদ পাতল। ইঁদুরটা সেই ফাঁদ দেখে কর্তার পালা মুরগির কাছে গিয়ে বলল ফ...
02/10/2024

এক বাড়ির মালিক ইঁদুরের হাত থেকে রক্ষা পেতে ইঁদুরের ফাঁদ পাতল। ইঁদুরটা সেই ফাঁদ দেখে কর্তার পালা মুরগির কাছে গিয়ে বলল ফাঁদটা ছিঁড়ে ফেলতে তাকে যেন সাহায্য করে। কিন্তু মুরগি বলল যেহেতু ফাঁদের কারণে তার নিজের কোন সমস্যা হচ্ছে না তাই সে সাহায্য করতে ইচ্ছুক নয়। ইঁদুরটা মালিকের পালা ছাগল আর গরুর কাছে সাহায্য চেয়েও একই উত্তর পেল। যেহেতু ফাঁদের কারণে ছাগল বা গরুর কোন বিপদ হবে না তাই তারা ইঁদুরের অনুরোধকে অগ্রাহ্য করল।
এদিকে রাতের বেলা ইঁদুরের বদলে ফাদে আটকা পড়ল এক বিষধর সাপ। মালিক ইদুর ধরা পড়েছে ভেবে কাছে আসতেই সাপ কামড় দিল। তাড়াতাড়ি ডাক্তার ডাকা হল। ডাক্তার বিষ নামাতে পারলেন বটে, কিন্তু বললেন সুস্থ্ হয়ে উঠতে মালিকের স্যুপ খাওয়া প্রয়োজন। তাই স্যুপ রান্না করতে মালিক প্রথমেই তাঁর মুরগিটাকে জবাই করলেন।
এদিকে মালিককে দেখতে বাড়িতে অনেক মেহমান আসলেন। তাদের আপ্যায়ন করতে ছাগলটা জবাই করতে হল। কিছুদিন পর মালিকের অবস্থার উন্নতি হচ্ছে না দেখে ডাক্তার উন্নত চিকিৎসার কথা উল্লেখ করলেন। তার জন্য অনেক টাকার দরকার ছিল বলে মালিক তাঁর গরুটাকে কসাইখানায় বিক্রি করলেন।
কয়েকদিন পর দেখা গেল শুধু ইঁদুরটাই বেঁচে আছে; মুরগি-গরু-ছাগল কেউ নেই। ইদুর ভাবল, সেদিন যদি ওরা আমার ডাকে সাড়া দিয়ে সাহায্য করত, আজ ওরাও বেঁচে যেত।

আগমনী- তিলোত্তমাদের গল্প :আরজি কর নিয়ে এখনো নানা তথ্য সামনে আসছে।তথ্য ঘিরে আসছে নানা প্রশ্ন। ময়নাতদন্তে কোনো তথ্য লোপাট ...
30/09/2024

আগমনী- তিলোত্তমাদের গল্প :
আরজি কর নিয়ে এখনো নানা তথ্য সামনে আসছে।তথ্য ঘিরে আসছে নানা প্রশ্ন। ময়নাতদন্তে কোনো তথ্য লোপাট হয়নি। পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি ময়নাতদন্ত রিপোর্টে সই করেছেন। ময়নাতদন্ত যদি সঠিক সময়ে সঠিকভাবে হয়ে থাকে তাহলে এতো দেরিতে প্রকাশ হলো কেন?
মহালয়ার দিন আরজি কর কাণ্ড নিয়ে আসছে আগমনী তিলোত্তমাদের গল্প। ইউ টিউবে জানান দেয়া এই শর্ট ফিল্মে মুখ্য ভূমিকায় দেখা যাবে তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী রাজন্যা হালদারকে। পরিচালনা করেছেন তৃণমূলের আরেক নেতা প্রান্তিক চক্রবর্তী। এই ছবির পোস্টার প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়া জুড়ে বইছে কটাক্ষের বন্যা। তারপরই এদিন কুণাল ঘোষ এই বিষয়ে মুখ খুললেন। জানিয়ে দিলেন এই ছবির সঙ্গে দলের যোগ নেই! তাঁরা এটিকে অনুমোদন করেন না।
অতি লজ্জার বিষয় এই যে- একজন ডক্টর ধর্ষিতা হলেন, খুন হলেন। একটি পরিবার শোকাবহ বেদনাদায়ক দিনাতিপাত করছেন। প্রথমে পরিবারকে জানানো হয়েছে সে আত্মহত্যা করেছে। তারপর মামলা হয়েছে। মামলা যাতে থেমে যায় তার জন্য তদবীর হয়েছে। অবশেষে সত্য প্রকাশ্যে আসছে। এখনো মামলার রায় হয়নি। লোকান্তরিত ডক্টরের পরিবারে শোক কাটেনি। ঠিক এই সময়ে কি এমন প্রয়োজন ছিলো একটি সিনেমা করার ? কত টাকা আয় করবেন এই সিনেমায় ? আমরা মানুষকে পুঁজি করতে শিখেছি, আমরা কারোর সর্বনাশকে পৌষ মাস করতে শিখেছি। এমন ঘটনা যদি আপনার আমার পরিবারে ঘটে যেত। তাহলে সিনেমাটা টিভির পর্দায় বা মোবাইলে দেখার সাথে সাথেই আছড়ে ভেঙে ফেলতেন নিশ্চিত। দয়া করে সিনেমাটা পরে করবেন। কাটা ঘায়ে লবণ ছিটাবেন না।

তীব্র গরমে সুস্থ থাকার উপায়১. বাইরে বের হওয়ার সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করতে হবে।২. শরীরে পানিশূন্যতা এড়াতে অতিরিক্ত পান...
24/09/2024

তীব্র গরমে সুস্থ থাকার উপায়

১. বাইরে বের হওয়ার সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করতে হবে।

২. শরীরে পানিশূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করতে হবে এবং বাইরে বের হওয়ার সময় পানি, শরবত বা স্যালাইনের বোতল বহন করতে হবে।

৩. সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করতে হবে।

৪. ভারি ও কালো কাপড় বাদ দিয়ে হালকা রং ও পাতলা কাপড় পরতে হবে।

৫. ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সানস্ক্রিন এবং প্রয়োজনে সানগ্লাস ব্যবহার করতে হবে।

৬. খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না। বিশেষত যারা হৃদরোগ, লিভার ও কিডনির স্থায়ী রোগে ভুগছেন তাদের।

৭. সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সময় তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে। তাই এই সময়ে বাইরের কাজ কমিয়ে আনার চেষ্টা করতে হবে।

৮. শ্রমিক ও রিকশাচালকদের মাথায় ক্যাপ কিংবা কাপড় ব্যবহার করতে হবে।

৯. একটানা কেউ রোদে কাজ করবেন না। কাজের মধ্যে কিছু সময় পরপর ছায়াযুক্ত জায়গায় বিশ্রাম নিতে হবে।

১০. বারবার মুখ ও শরীরে পানির ঝাপটা দিতে হবে, বারে বারে পানি পান করতে হবে। হালকা লবণ মিশ্রিত পানি কিংবা স্যালাইন এক্ষেত্রে সবচেয়ে উপকারী।

১১. রাস্তা ও ফুটপাতের অপরিষ্কার ও নোংরা পরিবেশে তৈরি শরবত, চা বা অন্যান্য খাবার খাওয়া পরিহার করতে হবে।

১২. যাদের দিনে আউটডোর ব্যায়ামের অভ্যাস আছে তারা সময় পরিবর্তন করে সন্ধ্যা বা রাতে করতে পারেন।

১৩. শরীরের তাপমাত্রা কমাতে প্রতিদিন গোসলের অভ্যাস করতে হবে।

১৪. প্রচুর পানি ও লবণ আছে এমন খাবার বিশেষত তরমুজ, ডাব, পাকা কলা, শসা, স্ট্রবেরি এসব ফল খেতে হবে। যথেষ্ট বিশ্রাম নিতে হবে।

BMW---------Everyone is sharing 10 unknown facts about BMW cars. I dont know what we benefit from it ? Will any person d...
17/09/2024

BMW
---------
Everyone is sharing 10 unknown facts about BMW cars. I dont know what we benefit from it ? Will any person develop because of this share ? BMW car is a dream for many people. Because not everyone can afford it. Moreover, I don't know if this car manufacturing company has done any philanthropic work in the past. So why should I share them?

পদ্মা সেতুর দুই প্রান্তে মুরাল নির্মাণ ব্যয় ১১৭ কোটি টাকা --------------মাওয়া ও জাজিরায় ভূমি উন্নয়ন ও পাইলিং বাবদ ব্যয় দ...
13/09/2024

পদ্মা সেতুর দুই প্রান্তে মুরাল নির্মাণ ব্যয় ১১৭ কোটি টাকা --------------

মাওয়া ও জাজিরায় ভূমি উন্নয়ন ও পাইলিং বাবদ ব্যয় দেখানো হয়েছে ৭ কোটি ৪৪ লাখ টাকার কিছু বেশি। মাওয়া প্রান্তে উদ্বোধনী কমপ্লেক্স নির্মাণ, বৈদ্যুতিক কাজ, ফোয়ারা নির্মাণ ও শিল্পকর্ম বাবদ খরচ হয়েছে ৬৬ কোটি টাকা। একই কাজ জাজিরায় করতে ব্যয় হয়েছে ৪২ কোটি ৫৩ লাখ টাকা।
সেতুর দুই প্রান্তে দুটি উদ্বোধনী কমপ্লেক্সে একটি করে ম্যুরাল ও উদ্বোধনের ফলক রয়েছে। এর চারপাশে নির্মাণ করা হয়েছে বেদি। সামনে আছে ফোয়ারা। মাওয়া প্রান্তে কয়েকটি ও জাজিরায় একটি ইস্পাতের তৈরি মাছের ভাস্কর্য রয়েছে। মাওয়া প্রান্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ম্যুরালের উচ্চতা ৯০ ফুট ও প্রস্থ ৪৫ ফুট। জাজিরা প্রান্তে ম্যুরালের উচ্চতা ৭২ ফুট ও প্রস্থ ৩৬ ফুট। ম্যুরাল দুটি মোট ৬ হাজার ৬৪২ বর্গফুটের।

ম্যুরাল দুটির নির্মাণ ব্যয় দেখানো হয়েছে পদ্মা সেতু প্রকল্পের নদীশাসনের অংশ থেকে। সেতু বিভাগ সূত্রের দাবি, তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশেই বিতর্কিত ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্সকে ম্যুরাল নির্মাণের কাজ দেওয়া হয়।
মজিদ সন্স কনস্ট্রাকশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ‘বালিশ-কাণ্ড’ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের ছাদধসের ঘটনায় আলোচিত। ২০১৯ সালে রূপপুর প্রকল্পে আবাসিক ভবনের জন্য ‘অস্বাভাবিক’ দামে বালিশ কেনার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়। তখন ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল, যার মধ্যে ছিলেন মজিদ সন্স কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক আসিফ হোসেন। ওই কাজের অন্যতম ঠিকাদার ছিল মজিদ সন্স কনস্ট্রাকশন। এতে প্রতিটি বালিশ কিনতে খরচ দেখানো হয় ৫ হাজার ৯৫৭ টাকা। একেকটি বালিশ ভবনে তোলার মজুরি দেখানো হয়েছিল ৭৬০ টাকা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ১০ তলাবিশিষ্ট শহীদ এ এইচ এম কামারুজ্জামান হলের একাংশ গত ৩০ জানুয়ারি ধসে পড়ে। এই কাজের ঠিকাদারও মজিদ সন্স কনস্ট্রাকশন।

11/09/2024

রংপুর অঞ্চলে ভয়াবহ লোডশেডিং

কলকাতায় নেই বাংলাদেশের পর্যটক। ৬০% বিক্রি কমেছে। বর্তমান বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও চিনের নিজ নিজ রাজনৈতিক টানাপোড়েন এর...
10/09/2024

কলকাতায় নেই বাংলাদেশের পর্যটক। ৬০% বিক্রি কমেছে। বর্তমান বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও চিনের নিজ নিজ রাজনৈতিক টানাপোড়েন এর মুল কারণ।

সীমান্ত হত্যা বন্ধ হবে কবে ???? --------------------------------------------বহুল আলোচিত ভারতীয় সীমান্তরক্ষী ( বি এস এফ) ...
09/09/2024

সীমান্ত হত্যা বন্ধ হবে কবে ????
--------------------------------------------
বহুল আলোচিত ভারতীয় সীমান্তরক্ষী ( বি এস এফ) বাহিনীর গুলিতে নিহত হওয়া ফেলানির ঘটনা আজও বাংলাদেশের মানুষের হৃদয়ে নাড়া দেয়। বাংলাদেশের সীমান্তে ভারতীয় বিএসএফ ধারাবাহিক হত্যাকাণ্ড ঘটিয়ে চললেও বাংলাদেশের বিগত সরকারের দিক থেকে তেমন কোনো প্রতিবাদ জানানো হয়নি। আওয়ামী সরকার একদিকে ভারতকে একতরফাভাবে ট্রানজিট, বন্দর, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যবসাসহ নানা ধরনের সুবিধা দিয়ে গেছে, অন্যদিকে ভারত বাংলাদেশকে আন্তঃসীমানা নদীর পানির ন্যায্য হিস্যা দেয়নি এবং সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে একের পর এক বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে।

গত ১ সেপ্টেম্বর রোববার রাতে মায়ের সঙ্গে ভারতের ত্রিপুরায় থাকা ভাইকে দেখতে যাওয়ার সময় মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হয় ৮ম শ্রেণি পড়ুয়া ছাত্রী স্বর্না দাস।

এই ঘটনার পর আজ ৯ সেপ্টেম্বর সোমবার ভোরবেলায় ঠাকুরগাঁও এর বালিয়াডাংগী উপজেলার ধনতোলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্ত এলাকায় বি এস এফ এর গুলিতে নিহত হলো ১৯ বছর বয়সী শ্রী জয়ন্ত কুমার।

জাতীয় সংগীত নিয়ে আমার অভিমত---------------------------------------------------জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে সম্প্রতি বাংলাদে...
08/09/2024

জাতীয় সংগীত নিয়ে আমার অভিমত
---------------------------------------------------
জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে সম্প্রতি বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় বেশ দাবি উঠেছে। এতে কবি ও কবির গান নিয়ে অনেকে অনেক মত প্রকাশ করেছেন। কেউ বলছেন কবি রবীন্দ্রনাথ বাংলাদেশের নয় এবং 'আমার সোনার বাংলা' এখানে বাংলাদেশ শব্দটা নেই। এই গান শুনলে নাকি ঘুম আসে। আবার কাজী নজরুলের গান নিয়েও কথা উঠেছে। বলা হচ্ছে তার জন্ম ভারতের আসানসোল চুরুলিয়ায় বাংলাদেশে নয় যদিও তিনি জীবদ্দশায় বাংলাদেশের ময়মনসিংহ আসেন। আবার তিনি হিন্দু মহিলা বিবাহ করেছেন। এরকম অনেক অনেক কথা। আবার একটা গান আছে- ইঞ্চি ইঞ্চি মাটি, গাইতে গেলে আমার বুড়ো দাদার দাঁত সবকয়টা পড়ে যাবে। আমার সোনার বাংলা যেমন আছে তেমনি থাক। কারণ তখন যারা এই গানকে জাতীয় সংগীত হিসেবে নির্বাচন করেছিলেন তাদের চিন্তা ভাবনা দুরদর্শিতা আমাদের চেয়ে কম ছিল বলে মনে হয়না।

যদি সম্ভব না হয় তাহলে আমরা খাঁটি বাংগালী কবি গীতিকার চাই। তাহলে, কাকে খুঁজে নিবেন জানিনা। আমি খুঁজতে খুঁজতে একজনকে পেয়েছি। তিনি হলেন গীতিকার নজরুল ইসলাম বাবু। জন্ম ১৯৪৯ সনের ১৭ জুলাই, জামালপুর জেলার মাদারগঞ্জের চরনগর গ্রামে। বাবা বজলুল কাদের ছিলেন স্কুল শিক্ষক এবং মা রেজিয়া বেগম গৃহিনী। তিনি জামালপুর আশেক মাহমুদ কলেজ থেকে বি এস সি ডিগ্রি সম্পন্ন করেন। ১৯৭১ সনের মুক্তিযুদ্ধে তিনি ১১ নং সেক্টরে যুদ্ধ করেন। তিনি একজন স্বনামধন্য গীতিকার ছিলেন। সবকটা জানালা খুলে দাওনা, আমায় গেঁথে দাওনা মাগো একটা পলাশ ফুলের মালা; এই গানগুলো তারই লিখা। যা বিভিন্ন অনুষ্ঠানে না বাজালে বা না গাইলে যেন সেই অনুষ্ঠান পূর্ণতা পায়না।

'একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার' - এই কালজয়ী গানটি তারই লিখা। এই গানটিকে জাতীয় সংগীত করলে আমার মনে হয়না আর কোনো দ্বিধা দ্বন্দ থাকে। বর্তমান প্রেক্ষাপট সেই ইংগিত বহন করে।

১৯৯০ সনের ১৪ সেপ্টেম্বর গীতিকার নজরুল ইসলাম বাবু ইন্তেকাল করেন। ১৯৯১ সনে পদ্মা মেঘনা যমুনা চলচ্চিত্রের জন্য গান লিখে তিনি শ্রেষ্ট গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

ছবি সংগ্রহিত

Stop war, Save the wold.Where guns roar, gunpowder smells, truce is effective to provide polio vaccination to future chi...
04/09/2024

Stop war, Save the wold.
Where guns roar, gunpowder smells, truce is effective to provide polio vaccination to future children. At the end of the ceasefire, these children will hear the roar of weapons again. Maybe a bullet will graze that child's chest. Bloody frozen bodies will lie in war torn areas. The dreams of the next generation will fall. Why are we so addicted to fighting war games? Can't we make this world habitable for children? So 'peace not war' should be our vow.

Address

Kukrul
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Faruque Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Faruque Hossain:

Videos

Share

Category