অন্ধকার সরণি ধরে শেষ হবে এ চলার
Banjhakri waterfall, Gangtok Sikkim
#mountainview #travelling #Romantic
শিলিগুড়ির একটি বিয়ের অনুষ্ঠানের ব্যাান্ড পার্টি। যেখানে ছাতা এবং অটোরিকশা ( টোটো ) আলোকসজ্জার কাজে ব্যবহার করা হয়েছে।
তিস্তা নদীর চিকন বালা
রংপুরের নির্মাণ শ্রমিকরা যখন খাবার শেষে গান গায়
অন্ধ রাজকুমারের বাঁশি। #বাঁশি #flute
প্রধামন্ত্রীর পদত্যাগ পত্র প্রসংগ-
------------------------------------------
মহামান্য রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন নাকি মিথ্যাচার করানো হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার গঠনের সময় কেন পদত্যাগ পত্র খোঁজেননি ? প্রধানমন্ত্রীর পদত্যাগ নাকি উৎখাত ? কোন পরিপ্রেক্ষিতে তত্বাবধায়ক সরকার শপথ গ্রহন করেছেন রাষ্ট্রপতির নিকট ? জনগণ ভাবছে আপনারা মহামান্য রাষ্ট্রপতিকে ব্যবহর করেছেন, ব্যবহার শেষ এখন তাকে ছুঁড়ে ফেলে দিবেন। ধোঁয়াশা নয় পরিষ্কার রাজনৈতিক অবস্থান চর্চা করুন। আমরা বারবার আন্দোলন আর মৃত্যুর মিছিল দেখতে চাইনা। আমাদের বাংলাদেশ আহামরি কোনো ধনী রাষ্ট্র নয়। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শান্তি শৃঙ্খলা নিয়ে খেলবেন। সারজিস হাসনাত বারবার রাজপথে ডাকবে আর আমাদের সন্তান ( ছাত্ররা ) লেখাপড়া চাংগে তুলে দিয়ে শহীদ আবু সাঈদ হয়ে ফিরবে এমনটা আশা করবেননা। যার প্রস্হান সারা দেশবাসী দেখেছেন জানেন তার পদ
মঞ্চ ভেঙ্গে গেল বি এন পি নেতাদের। ক্ষমতায় গেলে কি হবে?
#রাজনীতি, #বৈষম্যবিরোধী, #মঞ্চ
এই বাসগুলো বাংলাদেশের পথে দেখলে অনেকে বলবে মুড়ির টিন। অথচ ভারতের কোলকাতা সহ অনেক রাজ্যে এই বাসগুলো যাত্রীসেবা দিয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশিরা পুরাতনকে উপহাস আর বিদ্রুপ করতে জানি। কিন্তু পুরাতনের যত্ন নিয়ে নতুন করে আগামীর পথ চলতে এখনো অভ্যস্ত হতে পারিনি।
গতকাল সন্ধ্যা ৬ টা থেকে রাত ১১ টা ৩০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ ( পল্লী বিদ্যুৎ ) না থাকায় ৩০ বছর পরে অতীতের ঐতিহ্যবাহী হারিকেন জ্বালানো হয়েছিল।
------------------------------------------
লোকেশন : ৪ নং ওয়ার্ড, রংপুর সিটি কর্পোরেশন।
এমন মানুষ গুলো হয়তো পশু জবাই করে কুরবানি দিতে পারেনা, কিন্তুু তাদের ভালোবাসা কুরবানি দিতে হয় টাকার জন্য