Hemonto Hamim 00

Hemonto Hamim 00 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hemonto Hamim 00, Video Creator, Rangpur.

26/05/2024

বিষ খাচ্ছেন নাকি আম খাচ্ছেন?

; আম কেনার আগে যে বিষয়গুলো খেয়াল রাখবেন!

04/05/2024

চলেন আমার ১২ বছরের বন্ধু শাওনের সাথে একটু গপসপ করি৷ ও কই থাকে, কি খায়, বাবা-মা ছাড়া দিনকাল কেমনে চলে— সবকিছু শুনি।

26/03/2024

একাত্তরের নির্মম গণহত্যার দৃশ্য স্বচক্ষে দেখেছিলেন বুয়েট তথা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রয়াত অধ্যাপক ড. নূরুল উলা। পোর্টেবল ভিসিআরের সাহায্যে গোপনে তুলেছিলেন তার বিরল ভিডিওচিত্র। দুর্লভ এই ভিডিওচিত্রটিকে প্রাধান্য দিয়ে তৈরি "২৫শে মার্চ কালরাতের নির্মমতা" শীর্ষক আমাদের এই কাজটি। টেকনিক্যাল ইস্যুস সহ বিভিন্ন জটিলতার কারণে কাজটি আসতে অতিরিক্ত সময় লেগে যায়। তা যাই হোক মার্চ আমাদের কাছে সবসময়ই যেমন গৌরবের তেমন বেদনার-ও।

06/01/2024

রেসিপি—টেসিপি

প্রথমবার রান্নার অভিজ্ঞতা এবং হ য ব র ল আলাপ....

ভিডিওটি আপলোড দিতে দেরি হওয়ায় আন্তরিক দুঃখিত, আর ক'দিন আগে আপলোড করলে বেশি প্রাসঙ্গিক হতো— চার-পাঁচ দিন আগে শুট করলেও বিভিন্ন ব্যস্ততায় আপলোড করা হয়ে ওঠেনি।

Everyone

ম্যাক্সওয়েলের শততম টি-টোয়েন্টিতে দানবীয় শতক 🔥🔥
28/11/2023

ম্যাক্সওয়েলের শততম টি-টোয়েন্টিতে দানবীয় শতক 🔥🔥

Find the perfect Tests, ODIs, T20Is photos and editorial news pictures for all teams from ESPNcricinfo Images. Check out from the wide range of on-field and off-field photos

28/11/2023

আজ ইন্ডিয়া VS অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে একটা কথাই বলতে পারি,
What an unbelievable run chase this has been 😱
ইন্ডিয়া ২২৩ রানের বিশাল টার্গেট দিয়েও ধারাবাহিকভাবে তৃতীয় ও সিরিজ জয় নিশ্চিত করতে পারলো না, ম্যাক্সওয়েল তা হতে দিলেন না- ৪৮ বলে ১০৪ রান! ম্যাক্সওয়েল আজ রাতে গোয়াহাটিতে তাই করলেন যেমনটা তিনি বিশ্বকাপে করে দেখিয়েছেন- তিনি বারবার যা করতে পারেন তাই করে দেখালেন।
শেষ ১২ বলে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ৪৩ রান, হয়ে গেল ৪৫!
আজকের ম্যাচে দুই ইনিংস মিলিয়ে রান হয়েছিল মোট- ৪৪৭!

সত্যিই আধুনিক যুগের টি-টোয়েন্টি ফ্লেভার...

20/11/2023

ভারতের এত এত ঢাকঢোল পিটিয়ে লাভ হলো কই, মন তো সেই ভেঙ্গে দিল অজিরাই

অস্ট্রেলিয়াই পারে ভারতের মতো দলকে, তাদের হোমগ্রাউন্ডে লক্ষ লক্ষ দর্শকের সামনে ফাইনালে এভাবে হারিয়ে দিতে!

18/11/2023

মাগুরা ১, মাগুরা ১ ও ঢাকা ১০ আসেন মনোনয়ন কিনলেন সাকিব আল হাসান।
কোনো রিস্ক নেননি, যে আসনেই নৌকার মনোনয়ন পাবেন সেটাতেই নির্বাচন করতে পারবেন- এই লোকের বুদ্ধি আছে।

16/11/2023

গত ২৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সারা দেশে ১১৭টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।

তথ্য সূত্র: প্রথম আলো

16/11/2023

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।
- নির্বাচন কমিশন (ইসি)

King kohli, ODI GOAT
15/11/2023

King kohli, ODI GOAT

'মিছিলে না যাওয়ায়' ছাত্রলীগের হামলা, আহত ১০ শিক্ষার্থী  - প্রথম আলোখবর পড়তে নিচের লিংকে ক্লিক করুন,
15/11/2023

'মিছিলে না যাওয়ায়' ছাত্রলীগের হামলা, আহত ১০ শিক্ষার্থী - প্রথম আলো

খবর পড়তে নিচের লিংকে ক্লিক করুন,

মিছিলে না যাওয়ায় সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ এ হামলা করেছে বলে অভিযোগ ভুক্তভোগী শিক্ষার্থীদের। তবে অভিযু...

২০১৫ সালের মুক্তি প্রাপ্ত ভারতীয় অভিনেতা এবং পরিচালক শংকর দেবনাথের, "পাকারাম" মুভিটা দেখেছেন?  না দেখে থাকলে, দেখে নিতে...
13/11/2023

২০১৫ সালের মুক্তি প্রাপ্ত ভারতীয় অভিনেতা এবং পরিচালক শংকর দেবনাথের, "পাকারাম" মুভিটা দেখেছেন?
না দেখে থাকলে, দেখে নিতে পারেন। এই মুভির গল্প আপনার শৈশবের স্মৃতি মনে করিয়ে দিবে।
পাকারাম, তপু এবং রাজা নামে দুজন বন্ধুর গল্প বলে। যেখানে ১০ বছর বয়সী তপু স্বপ্নের রাজ্যে বসবাস করে, সে কল্পনা বিলাসী- তার কল্পনা সে চিত্রাঅঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলে। তপু মনে করে, মানুষ যদি সাঁতার শিখে মাছের মত পানিতে সাঁতরাতে পারে তাহলে সেও উড়া শিখে পাখির মতো উড়তে পারবে। তপুর সব থেকে ভালো বন্ধু রাজা তাকে খুবই ভালোবাসে, বিশ্বাস করে।
মুভির গল্প শেষ হতে হতে বার্তা দিয়ে যায়, শিশুদের যা ভালো লাগে তা তাদের করতে দেওয়া উচিত, জোর করলে; তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়।

ইউটিউবে এভাইলেভল এই দারুণ মুভিটি দেখে নিতে পারেন।

08/11/2023

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমার নির্বাচনী এলাকার মানুষ কষ্টে নেই। নারীরা দিনে তিনবার ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে। চারবার করে স্যান্ডেল বদলাচ্ছে।

সোর্স: যমুনা টেলিভিশন

আরেকটু বললে ভালো হতো না? প্রতিবেলা মাছ-মাংস, ডিম দুধ খাচ্ছে, বর্তমান বাজারের এই দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আরামছে ক্রয় করছে- তারা খুবই ভালো আছে।
মুখে বললে তো আর কিছু আসে যায় না; বলাই যায়।🙂

08/11/2023

নেদারল্যান্ড বনাম ইংল্যান্ড ম্যাচে, ইংল্যান্ডের কয়জন সমর্থক "WE BEAT BANGLADESH" লেখা প্লেকার্ড নিয়ে দলকে সমর্থন যোগাচ্ছে, এই দলটার সাথে কল্পনা করা যায়?
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের যে কি হলো, সাদা বলের নিউ ব্র্যান্ড অফ ক্রিকেট কিভাবে খেলতে হয় তারা শেখালো- এখন তারাই ভুলে গেছে। দলের খারাপ সময়ে ভক্ত সমর্থকদের এমন সমর্থন সত্যিই দারুণ।

07/11/2023

আজকে আফগানিস্তান অস্ট্রেলিয়া ম্যাচে যা হলো, ক্রিকেট বিশ্ব এর আগে এমন কিছু দেখেনি ভবিষ্যতে দেখার সম্ভাবনা নেই বললেই চলে।
এরকম ম্যাচ আসলে ভাগ্য গুণে দেখা যায়, সবার কপালে এমন ম্যাচ দেখার সৌভাগ্য থাকে না।
ম্যাক্সওয়েল যা করে দেখালে, এই কৃতিত্ব যতদিন ক্রিকেট থাকবে ততদিন অম্লান থাকবে। একটা দলের ৯১ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর, ৩ ওভার এক ১ বল বাকি থাকতেই তিন ৩ উইকেট হাতে রেখে ২৯২ চেইজ করে ফেলেছে- যখন দুজনের পার্টনারশীপের মধ্যে একজন খেলোয়াড় ৬৮ বলে ১২ রান করেছে- অপরজন ব্যাড ব্যাক, ব্যাড ক্রাম্প ও অবসাদ নিয়ে footwork ছাড়া এনিমেটেড ক্যারেক্টারের মত ব্যাট চালিয়ে জয় নিশ্চিত করেছে- এটা না ঘটলে হয়তো বিশ্বাস করা যেত না।
আপনারা যারা মিস করেছেন, হাইলাইটস হলেও দেখে নিয়েন।

Maxwell you just showed the world.
201 off 128 balls

Address

Rangpur
5640

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hemonto Hamim 00 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hemonto Hamim 00:

Videos

Share

Category