আলোকিত সংবাদ

আলোকিত সংবাদ প্রতিনিয়ত বিশ্বের সকল খবর জানতে ও জানাতে লাইক দিয়ে আমাদের পাশেই ধাকুন,ধন্যবাদ প্রতিনিয়ত বিশ্বের সকল খবর জানতে ও জানাতে লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন,ধন্যবাদ

আলোকিত পরিবারের সকল সদস্যদের দৃষ্টি আকর্ষণ করতেছি... এখন থেকে নিউজ সংগ্রহ করার পাশাপাশি ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনকারী...
08/08/2024

আলোকিত পরিবারের সকল সদস্যদের দৃষ্টি আকর্ষণ করতেছি...

এখন থেকে নিউজ সংগ্রহ করার পাশাপাশি ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের খোজ খবর ও বাজার মনিটরিং করবেন।

আদেশক্রমেঃ
আফ্ফান হোসাইন আজমীর
প্রকাশক ও সম্পাদক, আলোকিত

সরকারের দেওয়া সংলাপের আহ্বান প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে ...
04/08/2024

সরকারের দেওয়া সংলাপের আহ্বান প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে লাখো মানুষের সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম এই ঘোষণা দেন। আজ থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চলবে বলেও ঘোষণা দেওয়া হয় সমাবেশে।

গতকাল সকালে আন্দোলনরত শিক্ষার্থীদের গণভবনে তার সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না। আমি আবারও বলছি, আন্দোলনকারীরা চাইলে আমি এখনো আলোচনায় রাজি। তারা যে কোনো সময় (গণভবনে) আসতে পারে। দরকার হলে তারা তাদের অভিভাবকদের নিয়েও আসতে পারে।’

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পরে আনুষ্ঠানিকভাবে বিকাল সাড়ে ৫টায় সমন্বয়ক নাহিদ ইসলাম মাইকে সমবেত জনতার উদ্দেশে বলেন, ‘মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। এই দাবিতে আগামীকাল (আজ রবিবার) থেকে সারা দেশে অসহযোগ চলবে। এই আন্দোলন সরকারের পতন না হওয়া পর্যন্ত চলমান থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে তিনি বলেন, এ সরকারকে জনগণ প্রত্যাখ্যান করেছে। আপনারা সরকারকে সমর্থন না দিয়ে জনগণকে সমর্থন দিন।’

সারা দেশে ছাত্র-নাগরিকদের আন্দোলনে হামলা ও খুনের প্রতিবাদে গতকাল পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশ ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। এই কর্মসূচিতে অংশ নেন চিকিৎসক, শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবী, রাজনীতিক, নাট্যব্যক্তিত্ব, শিল্পীসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিকাল ৩টায় পূর্বনির্ধারিত এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২টা থেকেই শহীদ মিনার চত্বরে উপস্থিত হতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিকাল ৩টায় জনসমুদ্রে পরিণত হয় কেন্দ্রীয় শহীদ মিনারসহ আশপাশের এলাকা। দোয়েল চত্বর থেকে পলাশী মোড়, শহীদ মিনার থেকে বেগম বদরুন্নেসা কলেজ মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তি ও গণতন্ত্র তোরণ থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনের সড়ক পর্যন্ত অবস্থান নেয় ছাত্র-জনতা। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, বঙ্গবন্ধু টাওয়ারের সামনে, শেখ রাসেল টাওয়ারের সামনেসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ছিল আন্দোলনকারীদের সরব উপস্থিতি। এই আন্দোলন ছড়িয়ে যায় চানখাঁরপুল, বকশিবাজার মোড়সহ আশপাশের এলাকাতেও।

জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধ...
04/08/2024

জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার সেনাসদর, হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে 'অফিসার্স অ্যাড্রেস' গ্রহণ করেন।

এ সময় জেনারেল ওয়াকার-উজ-জামান তার বক্তব্যে সব সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির ওপর আলোকপাত করেন। তিনি সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পাশাপাশি তিনি যেকোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে বলেন।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।

এছাড়াও সেনাপ্রধান সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি সততা, সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

এ সময় সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ সব সেনানিবাস থেকে ফরমেশন কমান্ডার ও সব পদবির সেনাকর্মকর্তা ভিডিও টেলিকনফারেন্স (ভিটিসি) এর মাধ্যমে অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীদের চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে তৈ‌রি পোশাক ও টেক্সটাইল শিল্পের ৪৮ শীর্ষ ব্যবসায়...
04/08/2024

শিক্ষার্থীদের চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে তৈ‌রি পোশাক ও টেক্সটাইল শিল্পের ৪৮ শীর্ষ ব্যবসায়ী। তারা জা‌নিয়েছেন প্রাণহানির মধ্যে ব্যবসায়ীরা চুপ করে বসে থাকতে পারে না। শ‌নিবার পোশাক ব্যবসায়ীরা সংহতি প্রকাশ করে একটি বিবৃতি দেন। তরুণ এই উদ্যোক্তারা দেশের বৃহত্তর স্বার্থে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন।

বিবৃতিতে পোশাক ব্যবসায়ীরা বলেন, ‘আমরা দেশের সব নাগরিকের জন্য উদ্বেগ প্রকাশ করছি। একটি স্বাধীন জাতির গর্বিত সদস্য হিসেবে আমরা মনে করি যে সবারই নিজস্ব অধিকার শান্তিপূর্ণভাবে প্রয়োগ করতে পারা উচিত। যারা সাম্প্রতিক ঘটনাবলির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা দেখতে চাই, সঠিক তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা হয়েছে।’

বিবৃতিতে বলা হয়, ‘যারা জীবন হারিয়েছেন এবং যারা হয়রানির মুখোমুখি হয়েছেন, তাদের প্রতি আমাদের গভীর দুঃখ ও সমবেদনা রয়েছে। সব জীবনই গুরুত্বপূর্ণ। আমরা ন্যায়বিচার নিশ্চিত করা এবং এই দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় অর্থনৈতিক কর্মকাণ্ড দ্রুততার সঙ্গে স্বাভাবিক করার জন্য আহ্বান জানাচ্ছি।’

তরুণ এই উদ্যোক্তারা দেশের বৃহত্তর স্বার্থে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন।

সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে হত্যার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে রংপুরে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ...
03/08/2024

সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে হত্যার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে রংপুরে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রেসক্লাব প্রাঙ্গনে জমায়েত হতে থাকে। এ সময় তারা প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীদের উপর গুলি বর্ষণের নিন্দা ও সরকারের সমালোচনা জানিয়ে স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীদের আন্দোলনে অভিভাবকরা যোগ দেন।

এরপর বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাব থেকে বের হয়ে জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, সিটি বাজার, কাচারী বাজার, বঙ্গবন্ধু ম্যুরাল, চেকপোস্ট, মেডিকেল মোড়সহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করে আইনশৃঙ্খলা বাহিনী।

কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে রংপুরে গ্রেফতার হওয়া ৮ শিক্ষার্থীকে জামিনে মুক্তি দিয়েছে আদালত। গতকাল শুক্রবার রাতে চিফ মেট...
03/08/2024

কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে রংপুরে গ্রেফতার হওয়া ৮ শিক্ষার্থীকে জামিনে মুক্তি দিয়েছে আদালত। গতকাল শুক্রবার রাতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শিক্ষার্থীদের জামিন আবেদন করা হলে বিচারক এফএম আহসানুল হক তাদের জামিন মঞ্জুর করেন। এরপর রাত সাড়ে ১১টার দিকে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে শিক্ষার্থীরা মুক্তি পেয়ে বাড়ি ফিরে যান।

জামিনপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন নগরীর পশ্চিম বাবুখাঁর মঞ্জিল হোসেনের ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, পুরাতন ট্রাকস্ট্যান্ডের জাহাঙ্গীর আলমের ছেলে মহিন (১৯), হাজিরহাট অভিরাম সুকানচৌকির ফারুক মিয়ার ছেলে আমির হামজা ওরফে আমির, কামাল কাছনার আবু তাহেরের ছেলে তৌফিক ওমর ধ্রুব (১৭), আশরতপুর এলাকার আব্দুল মালেকের ছেলে পাভেল মিয়া (১৭), হারাগাছের নিউ জুম্মাপাড়ারবিটুল মিয়ার ছেলে আল মারজান (২০), বেনুঘাট ময়নাকুটির হামিদুল ইসলামের ছেলে নিয়াজ আহম্মেদ রকি এবং কাউনিয়ার বাওয়াটারীর রবিউল ইসলামের ছেলে সৌরভ মিয়া।

জামিন পাওয়া শিক্ষার্থী আল মারজান বলেন, হারাগাছ থানার পেছনে আমার বাড়ি। আন্দোলনের সময় আমি রাস্তায় একবার গিয়েছিলাম। পুলিশের কাছে নাকি আমার ভিডিও ফুটেজ ছিল। রাত ৪টার দিকে পুলিশ আমার বাড়িতে এসে বলে থানায় যেতে হবে, এসআইয়ের সাথে কথা বলে আমি বাড়ি ফিরতে পারবো। আমি থানায় গেলে তারা আমাকে জেলে পাঠিয়ে দেন।

জামিন পাওয়া অরেক শিক্ষার্থী মুহিন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে ডিসির মোড়, পার্কের মোড়ে আন্দোলন করছিলাম। এরপর রাতে আমি আপুর বাসায় গিয়েছিলাম। সেখান থেকে রাত ১২টার সময় আমাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে আসে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামীম আল মামুন বলেন, সরকারি উদ্যোগে লিগ্যাল এইডের সহযোগিতায় বিশেষ আদালত ৮ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছে। আদালত চলমান এইচএসসি পরীক্ষা ও শিক্ষার্থী বিবেচনায় তাদের জামিন দিয়েছে।

শিক্ষার্থীদের আইনজীবী জোবাইদুল ইসলাম বলেন, যাদের গ্রেফতার করা হচ্ছে তারা শিশু। পুলিশ নিরাপরাধ ছেলেদের গ্রেফতার করছে, হত্যা করছে। আমরা এর প্রতিবাদ জানাই।

বৃষ্টিতে ভিজে স্লোগান আর করতালিতে উত্তাল হয়ে ওঠে পঞ্চগড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে হাজার হাজার শিক্ষার্থী অংশ নে...
03/08/2024

বৃষ্টিতে ভিজে স্লোগান আর করতালিতে উত্তাল হয়ে ওঠে পঞ্চগড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে হাজার হাজার শিক্ষার্থী অংশ নেয় এই মিছিলে।

আজ শনিবার সকালে সদর আধুনিক হাসপাতাল এলাকায় শিক্ষার্থীরা জড়ো হতে থাকলে পুলিশ তাদের ছত্র ভঙ্গ করে দেয়। কিন্তু কয়েক মিনিট পরেই ওই এলাকার একটু সামনে মুহূর্তেই হাজার হাজার শিক্ষার্থী জড়ো হতে থাকে। পরে তারা মহাসড়কে মিছিল নিয়ে চৌরঙ্গী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নেয়। তারা রাস্তা অবরোধ করে সমাবেশ শুরু করে। সমাবেশে শিক্ষক, আইনজীবী, সাংস্কৃতিক কর্মীরা বক্তব্য রাখেন। এ সময় রাস্তার দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

সমাবেশে অভিভাবক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের জনতা অংশ নেয়। অনেক অভিভাবক তাদের সন্তানদের সাথে এসেছেন। অনেকে সন্তানদের আন্দোলনে কাজ করার জন্য উৎসাহও দিচ্ছেন। শিক্ষার্থীদের করতালি আর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চৌরঙ্গী চত্বর। শিক্ষার্থীরা এসময় বলেন আগামী কাল থেকে অসহযোগ আন্দোলন। তারা সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন। বিকেল ৩ টার দিকে সমাবেশ শেষ হয়। এসময় ৪ ঘণ্টা ব্যাপী সড়ক আটকে রাখে শিক্ষার্থীরা।

পাহাড়ি ঢলে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে প্রায় ৩৮০ জন পর্যটক আটকা পড়েছেন।এদিকে শনিবার (০৩ আগস্ট) খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্...
03/08/2024

পাহাড়ি ঢলে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে প্রায় ৩৮০ জন পর্যটক আটকা পড়েছেন।

এদিকে শনিবার (০৩ আগস্ট) খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে কোনো পর্যটকবাহী গাড়ি যায়নি।

পাহাড়ি ঢলে মাইনি নদীতে পানি বাড়ায় সৃষ্ট পাহাড়ি ঢলের কারণে সাজেক সড়কের খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার কবাখালী অংশ ডুবে গেছে। এতে রাঙ্গামাটির সাজেক পর্যটন কেন্দ্রের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন জানান, বর্তমানে সাজেকে ৩৮০ জন পর্যটক আছেন। সড়ক থেকে পানি নেমে গেলে পর্যটকরা ফিরতে পারবেন।

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানিয়েছেন, কেবল খাগড়াছড়ির কবাখালীতেই নয়; সাজেক সড়কের মাচালং ও বাঘাইহাট অংশের সড়কেও পানি উঠেছে। এ জন্য সাজেক পর্যটন কেন্দ্রে আটকা রয়েছেন ৩৮০ জন পর্যটক। ফের প্রবল বৃষ্টি না হলে বিকেলের মধ্যেই তারা ফিরতে পারবেন।

তিনি জানান, এসব পর্যটকদের বেশিরভাগই শুক্রবার (০২ আগস্ট) সাজেকে এসেছিলেন।

চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী শিক্ষার্থীদের ওপর হামলা, হত্যা, নির্যাতনে জোরদার হয়েছে আন্দোলন। ফলে বর্ধিত ১৫৮ সদস...
03/08/2024

চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী শিক্ষার্থীদের ওপর হামলা, হত্যা, নির্যাতনে জোরদার হয়েছে আন্দোলন। ফলে বর্ধিত ১৫৮ সদস্য বিশিষ্ট নতুন সমন্বয়ক টিম ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার সকালে সংগঠন কর্তৃক পরিচালিত ‌‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নামের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে নতুন সমন্বয়ক রিফাত রশিদ এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন। তাছাড়া, আন্দোলনের সুবিধার্থে সামনের দিনে সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়কদের নিয়ে সমন্বয়ক টিম বর্ধিত করা হবে বলেও জানানো হয়।

আন্দোলনকে আরও গতিশীল করতে কমিটিতে সমন্বয়ক হিসেবে ৪৯ জন এবং সহ-সমন্বয়ক হিসেবে ১০৯ জন শিক্ষার্থীকে পদায়ন করা হয়।

এর আগে, গত ৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ৬৫ সদস্য বিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করেছিল ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।

সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে হত্যার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে অনির্দিষ্টকালের ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী যে ব্যাপক সংঘর্ষ-সহিংসতা ও হতাহতের ঘটনা ঘটেছে, তা দেখে উদ্বেগ ও উৎকণ্ঠা প্র...
03/08/2024

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী যে ব্যাপক সংঘর্ষ-সহিংসতা ও হতাহতের ঘটনা ঘটেছে, তা দেখে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন অনেকেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে টেলিভিশন ও সংগীত অঙ্গনের অনেক তারকা কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।

ক্রীড়াঙ্গনের অনেক খেলোয়াড়ও কোটা আন্দোলনকারীদের সমর্থন জানিয়েছেন। বাদ যাননি বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও।

শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে সমর্থন জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তা দিয়েছেন এই মিডফিল্ডার।
জামাল সঙ্গে আহ্বান করেছেন যেন দেশের সম্পদের কেউ ক্ষতি না করে। ভিডিও বার্তায় তিনি বলেছেন,‘ছাত্রদের আন্দোলনকে সবাই সমর্থন করুন। তবে আমাদের খেয়াল রাখতে হবে যে কোনোভাবে যেন দেশের সম্পদ আর মানুষের ক্ষতি কেউ না করে। দেশের সকল ছাত্রদের পক্ষে আমরা সবসময় আছি।’

জামাল আরও বলেছেন, ‘সবাইকে অনুরোধ করব সচেতন থাকার জন্য। যেন কোনোভাবে কারও জানমালের ক্ষতি না হয়। আল্লাহ হাফেজ।’

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বো...
03/08/2024

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন দুইবার করে তাকে পর্যবেক্ষণ করছেন।

শুক্রবার রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ, গত ৮ জুলাই ভোর ৪টা ৪৫ মিনিট এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ শনিবার সারাদেশে বিক্ষোভ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একইসঙ্গে রবিবার থেকে ‘সর্বাত্মক অসহযোগ কর্মসূচি’ ঘোষণা দিয়েছ...
03/08/2024

আজ শনিবার সারাদেশে বিক্ষোভ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একইসঙ্গে রবিবার থেকে ‘সর্বাত্মক অসহযোগ কর্মসূচি’ ঘোষণা দিয়েছে তারা।

শুক্রবার এক ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এ কর্মসূচি ঘোষণা দিয়ে বলেন, সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার (৩ আগস্ট) সারাদেশে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো।

শনিবার সারাদেশের প্রতিটি পাড়া-মহল্লায়, প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে।

হান্নান আরও বলেন, সারা দেশের ছাত্র-নাগরিক, অভিভাবক, মা-বোন যে যেখানে আছেন প্রত্যেকে রাজপথে নেমে আসবেন। কেউ বাড়িতে বসে থাকবেন না। এটা আপনাদের দায়বদ্ধতা, প্রতিটি শহীদের প্রতি আপনাদের এই দায়বদ্ধতা আছে। প্রয়োজনে আপনি আপনার ভবনের নিচে এসে অবস্থান করবেন, তবুও রাস্তায় থাকবেন।

প্রসঙ্গত, শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচি ছিল। দেশের বিভিন্ন এলাকায় এই মিছিলকে ঘিরে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসব সংঘর্ষে পুলিশ সদস্যসহ দুই জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচি কেন্দ্র করে সংঘর্ষে ফের উত্তাল সারা দেশ। গতকাল ঢাকার উত্তরায় ত্রিমুখী সংঘর্ষে...
03/08/2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচি কেন্দ্র করে সংঘর্ষে ফের উত্তাল সারা দেশ। গতকাল ঢাকার উত্তরায় ত্রিমুখী সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। হাই কোর্টের সামনে বিক্ষোভকারীরা পুলিশের সাঁজোয়া যান ভাঙচুর করেন। খুলনায় বিক্ষোভকারীরা একটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ সময় সংঘর্ষে একজন পুলিশ নিহত হন। হবিগঞ্জে পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষের মধ্যে পড়ে একজন শ্রমিক মারা গেছেন। হামলা চালানো হয় অ্যাডভোকেট মো. আবু জাহির এমপির বাসভবনে। চট্টগ্রামে বিক্ষোভকারীরা পুলিশ বক্সে ভাঙচুর করেন। সিলেটে একজন সাংবাদিক গুলিবিদ্ধ হন। সংঘর্ষের এসব ঘটনায় রাজধানীসহ সারা দেশে দুই শতাধিক আহত হয়েছেন। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, নরসিংদী, কিশোরগঞ্জ, জামালপুর, রাজবাড়ী, গাইবান্ধা, টাঙ্গাইল, লক্ষ্মীপুর, ফেনী, পাবনা, লালমনিরহাট ও ভোলায় গণমিছিল হয়েছে। ঢাকায় আন্দোলন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে গণমিছিল করেছে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।

গণমিছিল কর্মসূচি কেন্দ্র করে ঢাকার উত্তরা ছিল রণক্ষেত্র। বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে এলে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে এক শিক্ষার্থীসহ দুজন গুলিবিদ্ধ এবং অনেকে আহত হয়েছেন। বিকালে উত্তরার জমজম টাওয়ারের মোড় ও ১১ নম্বর সেক্টর মাইলস্টোনের সামনে গণমিছিলের সময় এ সংঘর্ষ হয়। এতে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১ নম্বর রোডে অবস্থিত ভুবন লন্ড্রি হাউসের মালিক দুলাল হাওলাদার এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাহমিদ হুজাইফা গুলিবিদ্ধ হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ছাত্র আন্দোলন কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং বিভিন্ন সড়ক ও মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও আনসার মোতায়েন করা হয়। সকাল থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অবস্থান কর্মসূচি ও সড়কে বিক্ষোভ মিছিল করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচি সামনে রেখে পুলিশ ও আওয়ামী লীগের সমর্থকরা উত্তরা ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে অবস্থান নেন। শিক্ষার্থীরা মাইলস্টোন কলেজের সামনে অবস্থান নেন। তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে পুলিশ, শিক্ষার্থী ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। শিক্ষার্থীরা সেক্টরের বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়েন। পরে আবার শিক্ষার্থীরা প্রধান সড়কে ওঠার চেষ্টা করেন। তখন আবার তাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় শিক্ষার্থীরা আবার ছত্রভঙ্গ হয়ে যান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে খুলনায় পুলিশের বাধা ভেঙে গণমিছিল করেছে ছাত্র-জনতা। শুক্রবার জুমার নামাজের পর কয়েক হাজা...
02/08/2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে খুলনায় পুলিশের বাধা ভেঙে গণমিছিল করেছে ছাত্র-জনতা।

শুক্রবার জুমার নামাজের পর কয়েক হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ খুলনার নিউমার্কেট এলাকায় পুলিশের বাধা উপেক্ষা করে জড়ো হয়। তারা মিছিল নিয়ে নিউমার্কেটের পশ্চিম দিকের সড়ক দিয়ে শিববাড়ি মোড় হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হয়। পরে শিক্ষার্থীরা সড়কের বিভিন্ন স্থানে থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দের বিভিন্ন বিলবোর্ড ভাঙচুর করে।

মিছিল নিয়ে শিক্ষার্থীরা সোনাডাঙ্গা থানার সামনে উপস্থিত হলে সেখানে টান টান উত্তেজনা দেখা দেয়। এ সময় বিপুল সংখ্যক পুলিশ থানার গেটের সামনে অবস্থান নিয়ে দাঁড়িয়ে থাকে। এ সময় বৃষ্টিতে ভিজে মিছিলকারীরা কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষকে গুলি করে হত্যার বিচার দাবি করেন। পরে মিছিল নিয়ে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হয়।

এর আগে সকাল থেকে খুলনার বিভিন্ন সড়কে কড়াকড়ি অবস্থান নেয় পুলিশ। তারা সড়কে শিক্ষার্থীদের জড়ো হতে বাধা দেয়। তবে দুপুরের পর মিছিলকারীরা পুলিশের বাধা ভেঙে অগ্রসর হলেও পুলিশ কোনো ধরনের প্রতিরোধ করেনি।

কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ...
02/08/2024

কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার এ মামলায় দুই দফায় আট দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ মিয়া। অপরদিকে আসামি পক্ষে জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, এ মামলায় গত ২৫ জুলাই পাঁচ দিনের ও ৩০ জুলাই তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আদালতে বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রংপুরসহ উত্তরাঞ্চলের তিস্তাসহ বিভিন্ন নদ-নদীর পানি আবারও বাড়তে শুরু কয়েছে। ফলে নদীপাড়ে আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে। র...
02/08/2024

রংপুরসহ উত্তরাঞ্চলের তিস্তাসহ বিভিন্ন নদ-নদীর পানি আবারও বাড়তে শুরু কয়েছে। ফলে নদীপাড়ে আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

রংপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এই অঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার, ঘাঘট, যমুনাশ্বরী, আপার করতোয়া, পুনর্ভবা, টাঙ্গন, ইছামতি-যমুনা এবং আপার আত্রাই নদীসমূহের পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে।

শুক্রবার বিকেল ৩টায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে প্রবাহিত হয়েছে ৫১ দশমিক ৪৪ সেন্টিমিটার। এই পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

অপরদিকে, পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় উভয় নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে।

আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এ সময় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রধান নদীসমূহের পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায়, মুহুরি নদী পরশুরাম পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করে সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

Address

Guptapara Road
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when আলোকিত সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আলোকিত সংবাদ:

Videos

Share

Category