![**মোঃ মাসুদ রহমান ----------------------*মাসুদ রহমান ২০০০ সাল থেকে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কলেজ শাখার রাজনীতি দিয়েই র...](https://img4.medioq.com/750/009/1113003557500090.jpg)
27/12/2024
**মোঃ মাসুদ রহমান ----------------------
*মাসুদ রহমান ২০০০ সাল থেকে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কলেজ শাখার রাজনীতি দিয়েই রাজপথের সংগ্রাম শুরু। হাতীবান্ধা আলুমুদ্দিন ডিগ্রি কলেজের তৎকালীন ছাত্রদলের একজন তুখড় বলিষ্ঠ কন্ঠস্বর। প্রতিনিয়ন কলেজ ছাত্রদলের নানা কর্মসূচীতে ছিল তার বলিষ্ঠ নেতৃত্ব। সামনের সারি থেকেই কলেজ ছাত্রদলের নেতৃত্ব দেয়ার সু্যোগ হয়েছিল তার।
*কলেজ শাখা ছাত্রদলের রাজনীতি করেই হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সিন্দুর্ণা ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটির যুগ্ন-আহবায়ক হিসেবে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। কেন্দ্র ঘোষিত কর্মসূচী পালনে মাসুদ রহমানের নেতৃত্ব ছিল চোখে পরার মতো। তৎকালীন ছাত্রদলকে সুসংগঠিত করতে ব্যাপক ভুমিকা রেখেছেন তিনি। তখনকার ছাত্রদলের প্রতিটি মিছিল মিটিয়ে বলিষ্ঠ কন্ঠস্বর হিসেবে বেশ পরিচিতি অর্জন করেছিলেন সাবেক এই ছাত্রনেতা। স্বৈরাচার বিরোধী আন্দোলন সফল করতে অনেক ত্যাগ স্বীকার করেছেন তিনি। প্রতিটি মিছিলে তার সরব ভুমিকা চোখে পড়ার মতো। তিনি আন্দোলন করতে গিয়ে অনেক নির্যাতন ও হামলার শিকার হয়েছেন। তবুও থেকে থাকেনি তার স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম।
*মোঃ মাসুদ রহমান-----
তিনি বর্তমান হাতীবান্ধা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য। জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল হাতীবান্ধা উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত হওয়ার পর প্রতিটি আন্দোলনে আবারও নিজেকে সক্রিয় করে তুলেছিলেন এই নেতা।
দলের সব ক্রান্তিকালে মাসুদ রহমান দায়িত্ব পালন করতেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। মামলা-হামলা, নিপীড়ন-নির্যাতন সহ্য করেও গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে থাকতেন সামনের কাতারে। ছাত্রজীবন থেকেই তিনি আইনের শাসন, মানবিক মর্যাদা, মৌলিক-মানবাধিকারসহ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন দৃঢ় প্রত্যয় নিয়ে। আদর্শের রাজনীতিতে আপসহীন, অত্যন্ত সাহসী এবং বলিষ্ঠ নেতৃত্বদানের অধিকারী মাসুদ রহমান। এখন সময় এসেছে এরকম আদর্শবাদী নেতার মূল্যায়ন করার।