News Update

News Update ডিজিটাল মাল্টিমিডিয়া নিউজ প্ল্যাটফর্ম- 🇧🇩
Youtube:

**মোঃ মাসুদ রহমান ----------------------*মাসুদ রহমান ২০০০ সাল থেকে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কলেজ শাখার রাজনীতি দিয়েই র...
27/12/2024

**মোঃ মাসুদ রহমান ----------------------
*মাসুদ রহমান ২০০০ সাল থেকে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কলেজ শাখার রাজনীতি দিয়েই রাজপথের সংগ্রাম শুরু। হাতীবান্ধা আলুমুদ্দিন ডিগ্রি কলেজের তৎকালীন ছাত্রদলের একজন তুখড় বলিষ্ঠ কন্ঠস্বর। প্রতিনিয়ন কলেজ ছাত্রদলের নানা কর্মসূচীতে ছিল তার বলিষ্ঠ নেতৃত্ব। সামনের সারি থেকেই কলেজ ছাত্রদলের নেতৃত্ব দেয়ার সু্যোগ হয়েছিল তার।

*কলেজ শাখা ছাত্রদলের রাজনীতি করেই হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সিন্দুর্ণা ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটির যুগ্ন-আহবায়ক হিসেবে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। কেন্দ্র ঘোষিত কর্মসূচী পালনে মাসুদ রহমানের নেতৃত্ব ছিল চোখে পরার মতো। তৎকালীন ছাত্রদলকে সুসংগঠিত করতে ব্যাপক ভুমিকা রেখেছেন তিনি। তখনকার ছাত্রদলের প্রতিটি মিছিল মিটিয়ে বলিষ্ঠ কন্ঠস্বর হিসেবে বেশ পরিচিতি অর্জন করেছিলেন সাবেক এই ছাত্রনেতা। স্বৈরাচার বিরোধী আন্দোলন সফল করতে অনেক ত্যাগ স্বীকার করেছেন তিনি। প্রতিটি মিছিলে তার সরব ভুমিকা চোখে পড়ার মতো। তিনি আন্দোলন করতে গিয়ে অনেক নির্যাতন ও হামলার শিকার হয়েছেন। তবুও থেকে থাকেনি তার স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম।

*মোঃ মাসুদ রহমান-----
তিনি বর্তমান হাতীবান্ধা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য। জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল হাতীবান্ধা উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত হওয়ার পর প্রতিটি আন্দোলনে আবারও নিজেকে সক্রিয় করে তুলেছিলেন এই নেতা।

দলের সব ক্রান্তিকালে মাসুদ রহমান দায়িত্ব পালন করতেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। মামলা-হামলা, নিপীড়ন-নির্যাতন সহ্য করেও গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে থাকতেন সামনের কাতারে। ছাত্রজীবন থেকেই তিনি আইনের শাসন, মানবিক মর্যাদা, মৌলিক-মানবাধিকারসহ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন দৃঢ় প্রত্যয় নিয়ে। আদর্শের রাজনীতিতে আপসহীন, অত্যন্ত সাহসী এবং বলিষ্ঠ নেতৃত্বদানের অধিকারী মাসুদ রহমান। এখন সময় এসেছে এরকম আদর্শবাদী নেতার মূল্যায়ন করার।

27/12/2024

হাসিনার দালালেরা তাদের অপকর্মের ফাইল পুড়িয়ে দিয়েছে: সারজিস

মিজানুর রহমান আজহারী মাহফিল পেকুয়া কক্সবাজার এ যেন ক্যামেরার ফ্যাক্টরি..!😮
27/12/2024

মিজানুর রহমান আজহারী মাহফিল পেকুয়া কক্সবাজার এ যেন ক্যামেরার ফ্যাক্টরি..!😮

27/12/2024

তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন করতে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি,কয় এক লক্ষ মানুষের উপস্থিতিতে তিস্তা পারে অবস্থান করবো।এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে। আহবানে, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

♦️ফটো নিউজ --------লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলাধীন দইখাওয়া আলোর ছায়া ক্লাব কর্তৃক আয়োজিত তারেক জিয়া ফুটবল টুর্নামে...
27/12/2024

♦️ফটো নিউজ --------
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলাধীন দইখাওয়া আলোর ছায়া ক্লাব কর্তৃক আয়োজিত তারেক জিয়া ফুটবল টুর্নামেন্ট-২৪ প্রথম সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হাতীবান্ধা উপজেলা শাখার আহ্বায়ক, খন্দকার নুরুন্নবী কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হাতীবান্ধা উপজেলা শাখার সিনিয়র যুগ্ন-আহ্বায়ক মোঃ সাদেকুল ইসলাম ও যুগ্ম-আহ্বায়ক মোঃ লাভলু মিয়া ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ।।

26/12/2024

রাত ন’টা ১৫ মিনিটে দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

26/12/2024

সচিবালয়ে যারা আগুন লাগিয়েছে তারা রমজানে সিন্ডিকেট করবে -জয়নুল আবদীন ফারুক

"এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল,কখন যেন মেখে দিয়েছ এই দু'চোখে ভালবাসার কাজল।"লালমনিরহাট বড়বাড়ীর বউ-জামাই মেলার বিশ...
26/12/2024

"এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল,
কখন যেন মেখে দিয়েছ এই দু'চোখে ভালবাসার কাজল।"
লালমনিরহাট বড়বাড়ীর বউ-জামাই মেলার বিশাল কনসার্টে গান গাইতে আসছেন বেবী নাজনীন
স্হানঃ শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠ, বড়বাড়ি,

26/12/2024

জানুয়ারির প্রথম সপ্তাহে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

পৌত্রিক সম্মতির অংশীদার দাবি করে সাত মায়ের সন্তানদের সংবাদ সম্মেলন নিউজ ডেস্ক:লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগৎবের ইউনিয়...
25/12/2024

পৌত্রিক সম্মতির অংশীদার দাবি করে সাত মায়ের সন্তানদের সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগৎবের ইউনিয়নে জমি সংক্রান্ত জেরে নিজস্ব আত্মিয়ের দ্বারা বিভিন্ন ভাবে লাঞ্চিত বঞ্চিত হয়রানি অপমানিত হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শামসুল আলম ও তার বোনের পরিবারবর্গ।

সংবাদ সম্মেলন উল্লেখ করে শামসুল আলম বলেন, ভাই ভাতিজার দ্বারা আমি আমার মা ও আমার দুই বোন দীর্ঘদিন যাবৎ সম্পত্তি থেকে বঞ্চিত। আমরা মৃত বছির উদ্দিন এর ওয়ারিশ হওয়া সত্তে ও আমাদের কে আমাদের পৌত্রিক সম্পত্তি থেকে তারা বঞ্চিত করে রেখেছে বিভিন্ন প্রভাব খাটিয়ে। আমার মা শেষ বয়সে অসহায় জীবন যাপন করে বিনা চিকৎসায় মৃত্যু বরণ করেন। নেছিরন নেছা অনেক লাঞ্চিত অবস্থায় মৃত্যু বরণ করেন ও আকলিমা বেগম বর্তমানে মানবতার জীবন যাপনে রয়েছেন।

মায়ের ও বোনের পৌত্রিক সম্পত্তি দাবি করলে তারা বিগত সরকারের ক্ষমতার প্রভাব খাতিয়ে আমাদের কে বিভিন্ন ভাবে লাঞ্চিত করে। আমার পিতা মৃতঃ বছির উদ্দিনের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে গত ১৮/১২/২০২৪ তারিখে নির্মিত একটি টিনের ঘর একটি চালা সহ ১৫/২০ টি সুপারির চাড়া ও ১০/১২ টি গাছ কেটে নিয়ে যায়। মোঃ রেজাউল ইসলাম, মোঃ সফিকুল ইসলাম, মোঃ সফিউল ইসলাম সকলের পিতাঃ আফতাপ উদ্দিন এবং সাবেক ছাত্রলীগ কেডার বাহিনীর সদস্য ওয়ার্ড সভাপতি মোঃ সাজেদুল ইসলাম স্বাধীন। আমাকে ও আমার পরিবারের অন্য সদস্য দের কে এবং আমার বড় বোনের ছোট ছেলে মোঃ মাহবুবুর রহমান নয়ন কে তারা বিভিন্ন ভাবে হুমকি প্রদান সহ ও বড় ধরনের ক্ষতি করার চেষ্টা চালিয়েছিল এবং বর্তমানে ও চেষ্টা চালাচ্ছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি।

25/12/2024

♦️Live>>>>
পাটগ্রামে জোর জবরদস্তি ওয়ারিশ বর্গের জমি দখল প্রসঙ্গে সংবাদ সম্মেলন>>>

 #হাতীবান্ধা  #মেডিকেল  #প্রবেশদ্বার  #যেন  #অটো  #স্ট্যান্ডএই চিত্রটি হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের। অ...
25/12/2024

#হাতীবান্ধা #মেডিকেল #প্রবেশদ্বার #যেন #অটো #স্ট্যান্ড
এই চিত্রটি হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের। অটোচালক গুলো কোন নিয়ম তোয়াক্কা না করেই যেখানেই পাচ্ছে সেখানেই যাত্রী তুলছে। মেডিকেলে সেবা নিতে আসা রোগীরা এই বেপরোয়া অটোদের কারনে স্বাধীনভাবে মেডিকেলে ঢুকতে পারছে না। এতে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছে। ট্রাফিক বিভাগের নজরদারি জরুরি।।

25/12/2024

মিছিল'টা যখন ছোট ছিলো তখন ১০০% জাতীয়তাবাদী আদর্শের লোক ছিলো,এখন মিছিলগুলো বড় তাই অধিকাংশ চিটিং-টাউট-বাটপার দেখা যায়-তৃণমুল বিএনপি কর্মীদের ক্ষোপে ফেসবুক পোস্ট

24/12/2024

আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যবধানে কমেছে আলু-পেয়াজের দাম,জনমনে স্বস্তি----

মানবিক বন্ধনকে সুদৃঢ় করতে এসেছিলেন যিশু খ্রিস্ট : তারেক রহমান
24/12/2024

মানবিক বন্ধনকে সুদৃঢ় করতে এসেছিলেন যিশু খ্রিস্ট : তারেক রহমান

24/12/2024

স্ত্রীসহ কানাডা যাওয়ার সময় বিমানবন্দরে বিজিবির সাবেক মহাপরিচালক আটক

24/12/2024

"অছাত্র,অনিয়মিত ও ছাত্রলীগ নিয়ে জবি ছাত্রদলের পকেট কমিটি গঠন" করা হয়েছে আখ্যা দিয়ে কমিটির বিরুদ্ধে বিক্ষোভ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একাংশ।

24/12/2024

অর্থ আত্মসাতের অভিযোগ: যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ

Address

Rangpur

Telephone

+8801987260386

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Update posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Update:

Videos

Share