হায়া-তুদ দুনইয়া Haya-tud Duniya

হায়া-তুদ দুনইয়া  Haya-tud Duniya আল্লাহর কাছে যদি মানুষের দাম না থাকে, মূল্য না থাকে! তাহলে সেই মানুষ মূল্যহীন, ঠিকানা বিহীন!

ব্রীজ ভেঙে পড়ে গেলো বিয়ের মাইক্রোবাস😭😭আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন আর চাওড়া ইউনিয়নের সংযোগ ব্রীজটিতে বিয়ের একটা মাইক্রো...
23/06/2024

ব্রীজ ভেঙে পড়ে গেলো বিয়ের মাইক্রোবাস😭😭

আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন আর চাওড়া ইউনিয়নের সংযোগ ব্রীজটিতে বিয়ের একটা মাইক্রোবাস আর একটি আটো উঠলে ব্রীজটি ভেঙে পরে ১১+ জন লোক নিহত হয় 😢

ব্রীজ ভেঙে খালে মাইক্রোবাস পড়লেও আল্লাহর অশেষ রহমতে বেঁচে যায় ৫ মাসের এই শিশুটি।

( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) 😭
আল্লাহ সুবাহান আল্লাহ তায়ালা মরহুমদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন। (আমিন)🤲

সেই সাথে পরিবারের শোক কাটিয়ে উঠার তৌফিক দান করুক। আমিন 🤲

#কপি_পোস্ট

22/06/2024

যদি ভুল ট্রেনে উঠে পড়ো, তাহলে পরের স্টেশনেই নেমে যেও, কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরার ক'ষ্টটা ততো বেশি হবে! S M Sumon

২ লাইন লেখায় ৩টা বানান ভুল। হায় মাতৃভাষা!*পৌঁছা, দেরি, বাড়ি
21/06/2024

২ লাইন লেখায় ৩টা বানান ভুল। হায় মাতৃভাষা!

*পৌঁছা, দেরি, বাড়ি

ইন্না-লিল্লাহ 😭😭🤲ময়মানসিংহের ফুলপুরের ৮নং রুপসী ইউনিয়নের রামকৃষ্ণপুর উত্তরপাড়া মসজিদের পাশে খাঁ বাড়িতে পুকুর পাড়ের খেঁজু...
13/06/2024

ইন্না-লিল্লাহ 😭😭🤲
ময়মানসিংহের ফুলপুরের ৮নং রুপসী ইউনিয়নের রামকৃষ্ণপুর উত্তরপাড়া মসজিদের পাশে খাঁ বাড়িতে পুকুর পাড়ের খেঁজুর গাছ থেকে খেঁজুর কুড়াতে গিয়ে পুকুরে ডুবে একই পরিবারের তিনজন শিশুর মৃত্যু হয়েছে।

আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের পিতা মাতাকে শোক সইবার তৌফিক দান করেন।

 #মর্মান্তিক_মৃত্যু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ১ নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন দনা এলাকায় মোটরসাইকেল এবং ট্...
15/05/2024

#মর্মান্তিক_মৃত্যু
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ১ নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন দনা এলাকায় মোটরসাইকেল এবং ট্রলি সংঘর্ষে ভাই টির মৃত্যু বরণ হয়।

মহান আল্লাহ তায়া’লা যেন এই ভাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। #আমিন

13/05/2024

মৃত্যু নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। অথচ বেশির ভাগ মানুষ এ বিষয়ে উদাসীন।

একজন মুসলিমের করণীয় হলো, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা এবং তার জন্য সর্বদা প্রস্তুত থাকা। অনুরূপভাবে দুনিয়াতে থাকতে সময় ফুরিয়ে যাওয়ার আগেই পরপারের পথে সঞ্চয় করা।

13/05/2024

#মর্মান্তিক_মৃত্যু 😭
লালমনিহাট কালীগঞ্জ শ্রুতিধর নিবাসী মৌঃ মোঃ বাচ্চা মিয়া ট্রাক দুর্ঘটনার শিকার হয়ে জায়গায় মৃত্যুবরণ করেন।

🚫 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অর্থ (তারাই ধৈর্যশীল) যারা তাদের ওপর কোনো বিপদ এলে বলে আমরা তো আল্লাহরই।
আর নিশ্চিতভাবে আমরা তাঁরই দিকে ফিরে যাব।

✅মহান আল্লাহ তায়া’লা মর্হুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক।
#আমিন

13/05/2024

✅ মুমিন বান্দা যে কাজে নিজের জীবন অতিবাহিত করবে, সে কাজের ওপরই তার মৃত্যু হবে।⏰

যদি কেউ কোরআন-সুন্নাহ মোতাবেক জীবন-যাপন করে তবে তার মৃত্যুও কোরআন-সুন্নাহর আলোকে হবে। এ কারণেই দুনিয়ার জীবনে কোরআন-সুন্নাহর নির্দেশনা অনুযায়ী নেক আমলে জীবন সাজানো জরুরি।

✅হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর দিকে ফিরে আসো। #আমিন 🤲😭🕋

⏰মৃত্যু আসবেই। এটা এক অবধারিত বিষয়। কেউ তা থেকে পলায়ন করতে পারবে না। এমনকি কার মৃত্যু কখন হবে, কোথায় হবে এ কথাও কেউ জানে...
13/05/2024

⏰মৃত্যু আসবেই। এটা এক অবধারিত বিষয়। কেউ তা থেকে পলায়ন করতে পারবে না। এমনকি কার মৃত্যু কখন হবে, কোথায় হবে এ কথাও কেউ জানে না। মৃত্যুর বিষয়টি শুধু আল্লাহই জানেন। তাইতো তিনি বলেন-

وَمَا تَدْرِي نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا ۖ وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ ۚ إِنَّ اللَّـهَ عَلِيمٌ خَبِيرٌ
উচ্চারণঃ ইন্নাল্লা-হা ‘ইনদাহূ‘ইলমুছছা-‘আতি ওয়া ইউনাঝঝিলুল গাইছা ওয়া ইয়া‘লামুমাফিল আরহা-মি ওয়ামা-তাদরী নাফছুম মা-যা তাকছিবুগাদাওঁ ওয়ামা-তাদরী নাফছুম বিআইয়ি আরদিন তামূতু ইন্নাল্লা-হা ‘আলীমুন খাবীর।

'কেউ জানে না আগামীকাল সে কী উপার্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত।' (সুরা লোকমান: আয়াত ৩৪)।
✅হে মানুষ তোমরা আল্লাহকে ভয় কর, আল্লাহর দিকে ফিরে আসো। #আমিন 🤲😭🕋

13/05/2024

Address

Rangpur

Telephone

+8801540315759

Website

Alerts

Be the first to know and let us send you an email when হায়া-তুদ দুনইয়া Haya-tud Duniya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share