সূরা আল আনকাবূত, আয়াত নংঃ ৬৪
وَ مَا هٰذِهِ الْحَیٰوةُ الدُّنْیَاۤ اِلَّا لَهْوٌ وَّ لَعِبٌؕ-وَ اِنَّ الدَّارَ الْاٰخِرَةَ لَهِیَ الْحَیَوَانُۘ-لَوْ كَانُوْا یَعْلَمُوْنَ ﴿٦٤﴾
উচ্চারণঃ ওয়ামা-হা-যিহিল হায়া-তুদ দুনইয়া-ইল্লা-লাহউওঁ ওয়ালা‘ইবুওঁ ওয়া ইন্নাদ দা-রাল আখিরাতা লাহিয়াল হায়াওয়া-ন । লাও কা-নূইয়া‘লামূন।
অনুবাদঃ এই পার্থিব জীবন তো ক্রীড়া-কৌতুক ব্যতীত কিছুই নয়। পারলৌকিক জীবনই তো প্রকৃত জীবন, যদি উহারা জানিত! #viralshorts #pageforyou #highlights @followers
👑 ইসলামিক ভিডিও 👑 #viralshorts #highlights @followers
🚫হে প্রশান্ত আত্মা!
তুমি তোমার প্রতিপালকের
নিকট ফিরিয়া আসো সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হইয়া,🕧। সূরা আল ফাজর, আয়াত নংঃ( ২৭,২৮)। #viralshorts #pageforyou #ইস্তেগফার #follower @followers S M Sumon Atif Aslam
যদি ভুল ট্রেনে উঠে পড়ো, তাহলে পরের স্টেশনেই নেমে যেও, কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরার ক'ষ্টটা ততো বেশি হবে! @followers S M Sumon
হে আল্লাহ সিলেটবাসিকে আপনি হেফাজত করুন। #pageforyou #Sylhet #viralshorts @followers
বিষাক্ত সাপ কামড়ালে এই দোয়া পড়বেন। #viralshorts #pageforyou #highlights @followers Hafeez Ashifur Rahman
হে আল্লাহ সিলেটবাসিকে আপনি হেফাজত করুন। @followers #viralshorts #pageforyou #Sylhet
প্রেম করার আগে ভিডিওটা একবার হলেও শুনুন। জামশেদ মজুমদার #highlights #viralshorts #follower @followers S M Sumon Ahmadullah
নূহ নবীর নৌকার নাম ব্যবহার করে যখন ফেরাউন মাঝি হয়! তখনই মুসা নবীর লাঠির প্রয়োজন হয়। @followers #viralshorts S M Sumon Ahmadullah #highlights
মানুষ মরণশীল। ক্ষণস্থায়ী পৃথিবীতে স্থায়ী নয় কেউ-ই। দুনিয়ার টাকা-পয়সা, ধন-সম্পদ, পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব সবাইকে ছেড়ে একদিন পাড়ি জমাতে হবে ওপারে। যেখানে বন্ধু হবে না কেউ, হবে না শত্রুও। #highlightt S M Sumon #follower
মৃত্যু নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। অথচ বেশির ভাগ মানুষ এ বিষয়ে উদাসীন।
একজন মুসলিমের করণীয় হলো, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা এবং তার জন্য সর্বদা প্রস্তুত থাকা। অনুরূপভাবে দুনিয়াতে থাকতে সময় ফুরিয়ে যাওয়ার আগেই পরপারের পথে সঞ্চয় করা।
#মর্মান্তিক_মৃত্যু 😭
লালমনিহাট কালীগঞ্জ শ্রুতিধর নিবাসী মৌঃ মোঃ বাচ্চা মিয়া ট্রাক দুর্ঘটনার শিকার হয়ে জায়গায় মৃত্যুবরণ করেন।
🚫 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অর্থ (তারাই ধৈর্যশীল) যারা তাদের ওপর কোনো বিপদ এলে বলে আমরা তো আল্লাহরই।
আর নিশ্চিতভাবে আমরা তাঁরই দিকে ফিরে যাব।
✅মহান আল্লাহ তায়া’লা মর্হুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক।
#আমিন