RITU HASAN BLOG

RITU HASAN BLOG Please Follow My New Blog Page
Rangpur Bd

19/09/2024
ওভার স্পিডে কখনোই বাইক চালাবেন না।।বাইকের স্প্রিট যাতে আপনার নিয়ন্ত্রণের মধ্যেই থাকে। নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বড় ধ...
16/09/2024

ওভার স্পিডে কখনোই বাইক চালাবেন না।।
বাইকের স্প্রিট যাতে আপনার নিয়ন্ত্রণের মধ্যেই থাকে।
নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটতে পারে

লোকমান মামার কাবাব ঘর লোকেশন : রংপুর
16/09/2024

লোকমান মামার কাবাব ঘর
লোকেশন : রংপুর

আমও গেল ছালাও গেল, জমির রেজিঃ বাবদ টাকাটাও গেল।।।  উনি বঙ্গবন্ধুকে নিয়ে বানানো ছবিতে মাত্র ১ টাকা পারিশ্রমিকে অভিনয় করেছ...
05/09/2024

আমও গেল ছালাও গেল, জমির রেজিঃ বাবদ টাকাটাও গেল।।। উনি বঙ্গবন্ধুকে নিয়ে বানানো ছবিতে মাত্র ১ টাকা পারিশ্রমিকে অভিনয় করেছিলেন

কথাটা ভালো লাগছে
15/08/2024

কথাটা ভালো লাগছে

একজন পলকের জায়গায় আরেক জন পাপনের জায়গায়।।।  এবার আশা করা যায় ভাল কিছু হবে এরা এই জেনারেশনের চাহিদা কি ভাল করেই জানে
09/08/2024

একজন পলকের জায়গায় আরেক জন পাপনের জায়গায়।।। এবার আশা করা যায় ভাল কিছু হবে এরা এই জেনারেশনের চাহিদা কি ভাল করেই জানে

অভিনন্দন ❤
08/08/2024

অভিনন্দন ❤

আবশেষে B-3 GROUP তাদের ল্যাপটপ এবং সার্ভিসিং,  ইলেকট্রিক পণ্য বিক্রয়ের জন্য রংপুরে শোরুম দিলো, আজকে তাদের শোরুম উদ্বোধন...
04/06/2024

আবশেষে B-3 GROUP তাদের ল্যাপটপ এবং সার্ভিসিং, ইলেকট্রিক পণ্য বিক্রয়ের জন্য রংপুরে শোরুম দিলো, আজকে তাদের শোরুম উদ্বোধন করলো। রিকন্ডিশন্ড ল্যাপটপের অনেক কালেকশন আছে তাদের কাছে।।।
রংপুর সমবায় শপিং কমপ্লেক্সের(প্রেসক্লাবের পাশে)তৃতীয় তলায় (লিফটে- ২) প্রেসক্লাব মার্কেটের পাশে। আশা করি রংপুরের মানুষকে ভাল সার্ভিস দিবেন।।

আনন্দ বা দুঃখের মধ্যে ফুল আমাদের অবিরাম বন্ধু
05/05/2024

আনন্দ বা দুঃখের মধ্যে ফুল আমাদের অবিরাম বন্ধু

26/03/2024

৩৫ মিনিটে স্পেন ব্রাজিল কে ২ গোল দিলো আজকে ব্রাজিলের কপালে কি যে আছে

12/03/2024

গতবছর ও রমজান মাসে কত লোক বেচে এখন এ বছর তারা বেছে নেই, আগের বছর অনেকে রোজা রেখেছিলো কিন্তু অসুস্থতার কারনে এবছর রোজা রাখতে পারছে না।।
আল্লাহ আমাদের কে মাফ করে দেও

27/02/2024

Breaking News -

আগামী ৩০ ও ৩১ তারিখ ফেইসবুকের সকল কার্যক্রম বন্ধ থাকবে ! মার্চের ১ তারিখ থেকে আবারো ফেইসবুক ব্যবহার করতে পারবেন 🔥

২৩ ফেব্রুয়ারী রংপুর মাতাতে রংপুর আসছে চিরকুট সহ রক সেরা কয়েকটি ব্যান্ড।
10/02/2024

২৩ ফেব্রুয়ারী রংপুর মাতাতে রংপুর আসছে চিরকুট সহ রক সেরা কয়েকটি ব্যান্ড।

যখন আমি জানতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না..;;তখন থেকে আমার হৃদয় চিন্তামুক্ত ও প্রশান্ত..।।সেদ...
08/02/2024

যখন আমি জানতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না..;;
তখন থেকে আমার হৃদয় চিন্তামুক্ত ও প্রশান্ত..।।

সেদিন থেকে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দী ভাবিনি, কারও ভালো দেখে আমি হিংসায় জ্বলিনি..।।
জীবনে যা যা পাইনি তার কোনটাই আমার রিজিকে ছিলো না বিশ্বাস করেছি এবং সেজন্য আফসোস হয়নি আর কোনদিন..।।

একটা শান্তির দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। কারন আমার জন্য যা ছিল সেটাই হয়েছে। আর যা হারিয়েছি সেটাও আমার ভালোর জন্যই হয়েছে, আলহামদুলিল্লাহ..।।

নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নেই। আমার বা আপনার ভাগেরটুকু কেও নিতে পারবে না, এই দু:সাহস আল্লাহ তায়ালা কাউকে দেননি..।।

কারন রিজিকের ফায়সালা আসমানে হয়,জমিনে না
শুধু খাদ্যদ্রব্যই কিন্তু রিজিক নয় টাকা পয়সা,
পেশাজীবনের সফলতা,নেক জীবনসঙ্গী,নেক সন্তান,
উত্তম আখলাক,নেককার বন্ধুও রিজিকের অন্তর্ভুক্ত।

টাকা পয়সা রিজিকের নিম্ন স্তর..।।

সুতরাং হতাশ না হয়ে স্রেফ আল্লাহর উপর ভরসা করুন। আপনার আমার জন্য আল্লাহই-যথেষ্ট.।। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ।

______ (সংগৃহীত)

05/02/2024
দৃশ্যটা খুবই মানবিক। একজন দরিদ্র মানুষ। হাত থেকে প্যাকেটের সব চাল পড়ে গেছে। কাঁপাকাঁপা হাতে চালগুলো উঠাচ্ছে। আশপাশের লোক...
31/01/2024

দৃশ্যটা খুবই মানবিক। একজন দরিদ্র মানুষ। হাত থেকে প্যাকেটের সব চাল পড়ে গেছে। কাঁপাকাঁপা হাতে চালগুলো উঠাচ্ছে। আশপাশের লোকজন চাল তুলে দিতে হেল্প করছে।

আমি এগিয়ে গিয়ে বললাম, এই নেন ১০০ টাকা। বাজার থেকে কিনে নিয়েন, এগুলো উঠানোর দরকার নেই। আমার দেখাদেখি আরো কিছু মানবিক মানুষ ভালোই টাকা দিলো। ঘটনাটা ১৫ দিন আগের।

আজকে বিকালে ধানমন্ডিতে একই ঘটনা, একই ব্যক্তি, শুধু জায়গাটা ভিন্ন। আমি অবাক হয়ে কাছে গেলাম।

পাশে এটিএমবুথের সিকিউরিটিকে বললাম, কদিন আগেও এই লোকের চাল পড়ে গিয়েছিল। সিকিউরিটি বলল, " আজকে সকালেও পড়েছিল। উনার জিনিস প্রায়ই এভাবে পড়ে যায়। আমি বসে বসে অন্য মানুষের এটিএমের টাকার শব্দ শুনি, আর এই লোকের টাকা গোনা দেখি। জীবনে কি করলাম।"

আমি থ! হোয়াট এ্যান আইডিয়া ম্যান!!! এই জীবনে আর কি কি দেখার বাকী আছে মাবুদ!!!

এই লোক এপলের হেড অব মার্কেটিং হবার যোগ্যতা রাখে।

©SM Nahidur

LEDP নেএকোনা ২০১৭
30/01/2024

LEDP নেএকোনা ২০১৭

26/01/2024

একটা ছেলে কখন নিজেকে নিয়ে ভাবে।।।

Address

Rangpur
Rangpur
5400

Website

Alerts

Be the first to know and let us send you an email when RITU HASAN BLOG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RITU HASAN BLOG:

Videos

Share

Category