Learning CT

Learning CT Welcome to our Educational Page Learning CT Welcome to our Educational page (চলো শিখি) NOORNABIedu. (চলো শিখি) NOORNABIedu is an educational Page.

I will be educated with good education, I will build a happy and prosperous country. I am Noornabi, I have passed Masters in Political Science from Bhawal Badre Alam Government College (Gazipur). Here English Grammar, Spoken English, Learning English, Fluent Speaking English, Magic Math, Math's shortcut method, BCS and government jobs preparation are discussed regularly in a very easy way. Thank y

ou very much for supporting us, without your support our work is worthless. Contact :[email protected]

11/08/2024

Gen Z কাকে বলে?

Gen Z মানে ১৯৯৯ সাল পরবর্তী প্রজন্ম, প্রযুক্তির উন্নয়নে ইন্টারনেটের সাহায্যে তথ্য প্রাপ্তি এবং যোগাযোগ ক্ষেত্রে সুবিধা পাওয়া প্রথম প্রজন্ম। এরা জন্মের পর থেকেই ইন্টারনেট সম্পর্কে ধারণা রাখে এবং এর ব্যবহারে অভ্যস্ত।

একটা শ্রেণী বলতে চাচ্ছে, ৭১ এ দেশ স্বাধীন না হলে আজ পাকিস্তানের অত্যাচার সহ্য করে বেঁচে থাকতে হতো। ৭১ এর ত্যাগকে অস্বীকা...
16/07/2024

একটা শ্রেণী বলতে চাচ্ছে, ৭১ এ দেশ স্বাধীন না হলে আজ পাকিস্তানের অত্যাচার সহ্য করে বেঁচে থাকতে হতো।
৭১ এর ত্যাগকে অস্বীকার করার উপায় আমার নেই। আমার পরিবারেও মুক্তিযোদ্ধা আছে, তাদেরকে শ্রদ্ধা করি।

তবে যারা এ প্রজন্মকে কটাক্ষ করার চেষ্টা করছে তাদের বলতে চাই।
নতুন প্রজন্ম হাবাগোবা নয়, দেশের প্রয়জনে এরাও যুদ্ধে নামতে এক বিন্দু ভাববে না বরং আজ যারা হীনস্বার্থে এ প্রজন্মের ন্যাজ্য দাবিকে কটাক্ষ করছে এদেরই বেশি অংশ জীবন বাঁচাতে রাতের আঁধারে দেশ ছেড়ে পালাবে।
আর দেশ স্বাধীন না হলে বলে কোনো শব্দ নেই, ৭১ এর এই যুদ্ধ একদিনের বা এক সালের ফল নয়, ৪৭ থেকে ৭০ এর নির্বাচন পুরোটাই আছে এতে।

যুদ্ধ ৭১ এ না হলে ৮৪ তে হতো , ৮৪ তে না হলে ২০০৪ হতো , সে প্রজন্মেও না হলে ২০২৪ এ এই প্রজন্মের দ্বারা হলেও দেশ স্বাধীন হতোই। আমি না পারলে আমার সন্তানেরা করতো। অত্যাচারীরা চিরদিন টিকে থাকতে পারে না। যেমন থাকতে পারেনি ব্রিটিশরা, বহুবার স্বাধীনতার চেষ্টার পর তারাও পালাতে বাধ্য হয়েছে।

দেশ কোনো না কোনো প্রজন্মের হাতেই স্বাধীন হয়, জন্মের আগে এসে কেউ দেশ স্বাধীন করে রেখে যেতে পারে না।

06/05/2024

সরকারী চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো টা খুবই সহজ কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অত্যন্ত ক্ষতিকর।

বাংলাদেশের গড় আয়ু ৭৩ বছর। ৩৫ বছর বয়সে চাকুরী হলে ৩৭ এ বিয়ে ৪০ এ বাচ্চা । অবশেষে আপনার ছেলে মেয়ের চাকরি বিয়ে হবার আগেই আপনি ওপারে।

১। ৩৫ বছর বয়স পর্যন্ত কোনো ছেলেকে কোনো পরিবার বসিয়ে খাওয়াবে না। মেয়েদের তো আরও না।
২। যেহেতু দেশের চাকরির পদ সংখ্যা তুলনামুলক কম তাই ১০০ বছর করলেও দিন শেষে অনেক বেকার থাকবে। এতে বেকারত্ব সমস্যা আরও প্রকট হবে।
৩। সেই বয়সে হতাশার কারণে আত্মহত্যা বাড়বে।
৪। দেশের অর্থনীতি ভেঙে পড়বে।
৫। পড়াশোনায় জীবনের অনেক সময় ব্যয় হওয়ার কারনে হতাশা ও ঝড়ে পড়ার হার বাড়বে।
৬। অর্থনৈতিক চাপে অপরাধ প্রবনতা বাড়বে।
৭। গরিব ছেলে মেয়েদের কাছে পড়াশোনা সোনার হরিণের ন্যায় হয়ে যাবে।

চাকুরিতে প্রবেশের বয়স সীমা না বাড়িয়ে বরং এমন শিক্ষা ব্যবস্থা চালু করা উচিৎ, যাতে একজন শিক্ষার্থী তার বয়স ২০ বছর হবার আগেই গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারে।

১। এতে চাকরির প্রস্তুতির যথেষ্ট সময় পাওয়া যাবে।
২। অল্প বয়সে প্রতিষ্ঠিত হওয়া যাবে।
৩। হতাশা কমবে।
৪। স্টুডেন্ট ঝড়ে পড়ার হার কমবে।
৫। জাতীয় উৎপাদন বাড়বে।
৬। সবচেয়ে বড় কথা সময় মতো বিয়ে এবং ব্যভিচারের হার কমবে।

30/04/2024

মাঝে মাঝে নিজের নামে সমালোচনা হতে দিতে হয়, কেননা দাগ থেকে যদি ভালো কিছু হয়, তবে দাগই ভালো।

14/04/2024
12/04/2024

পৃথিবীর জনসংখ্যা প্রায় ৮শ কোটি, এর মানে এই না যে এগুলো সব মানুষ।
মানুষ হবার জন্য দুটি জিনিস আবশ্যিক-
১, মান .
২ হুস।
অর্থাৎ- আত্ম মর্যদা বোধ এবং জ্ঞান।

02/04/2024

"দেশ ভালো হয়, যদি তার বিশ্ববিদ্যালয় গুলো ভালো হয়"

জওহরলাল নেহেরু

23/03/2024

যে ব্যক্তি নিজেকে নিজের বশে রাখতে পারে, পৃথিবীকে বশে আনা তার কাছে তুচ্ছ।

16/03/2024

আপনি যাকে বোকা ভাবছেন, হতে পারে আপনার সাথে বোকামি করতে তার ভালো লাগে।

15/02/2024

জনগন যেদিন দলের চেয়ে নেতার ব্যাক্তিত্বের প্রাধান্য দিয়ে নেতা নির্বাচন করতে শিখবে, কেবল সেদিনই প্রকৃত গনতন্ত্র প্রতিষ্ঠা পাবে।

14/02/2024

যদি কখনো নিজেকে বাদে বাকি সবাইকে পাগল মনে হয়, বুঝে নিয়েন আপনি নিজেই পাগল হয়ে গেছেন।
কিন্তু প্রশ্ন হচ্ছে, পাগলের কি তা বোঝার ক্ষমতা থাকে!

01/02/2024

জন্মগত ভাবে অসুস্থ হলে তাতে তার কোনো দোষ নাই!
কিন্তু যদি মানুষিক ভাবে অসুস্থ হয় তবে তাকে মেন্টাল হসপিটালে রাখা উচিৎ।

Address

Dhaka
Rangpur
5350

Telephone

+8801710322832

Website

https://www.youtube.com/@NOORNABiSir

Alerts

Be the first to know and let us send you an email when Learning CT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Learning CT:

Videos

Share