Nil Emon

Nil Emon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nil Emon, Digital creator, Rangpur Division.
(9)

25/04/2024

আমরা যারা হারাম রিলেশনশিপ এ ও বিবাহিত বহির্ভূত সম্পর্কে জরিত তো আমরা ইনশাআল্লাহ এগুলো হতে বিরত থাকবো।

বিবাহ বহির্ভূত যৌনতার অবশ্যম্ভবী পরিণতি খুন। ছেলে শিশুদের খুন করতো ফেরাউন। আর অন্ধকার যুগে মেয়ে শিশুদের জিবন্ত পুঁতে রাখা হতো। হিটলার ৬০লাখ উহুদিদের খুন করেছিল।

অন্যদিকে প্রেমের জয়গান গেয়ে যাওয়া এই বিশ্বতে শুধু আমেরিকাতেই গত ৪৭বছরে ৬কোটি ২০লাখের ও বেশি শিশুকে গর্ভপাতের মাধ্যমে খুন করা হয়েছে।

২০১৪সালে বাংলাদেশে প্রায় ১২লাখ অনিরাপদ গর্ভপাত করানো হয়েছে।২দেশের ক্ষেত্রেই গর্ভপাতের বেশিরভাগই অবিবাহিতদের।

গর্ভপাতের প্রক্রিয়াটি খুবই নির্দয়, নিষ্ঠুর। ছুরি, কাচি দিয়ে গর্ভের শিশুকে টুকরো টুকরো করা হয়।

তুমি কি ফেরাউন, হিটলার বা অন্ধকার যুগের খুনিদের চেয়েও নির্দয় খুনিদের দলে নাম লেখাতে চাও। ডাস্টবিনে, কমোডে, কুকুরের মুখে সদ্যোজাত শিশুকে ফেলে আসার গ্লানি এক জীবনে ভুলতে পারবে। আখিরাতের ভয়াবহ শাস্তির কথা বাদই দেও।

দয়া করে আমরা সকলেই এ সব কাজ থেকে বিরত থাকি এবং মানবিক হই।

Support হিউম্যানিটি
Post by :Nil Emon
Write from:আকাশের ওপরে আকাশ

24/04/2024

চোরের খনি কত দিনে যে শেষ হবে

সাধারণত ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাস্তার পিচ গলার সম্ভাবনা নাই। যদি বিটুমিন ব্যবহার না করে তাহলে গলার সম্ভাবনা আছে। কারণ, বিটুমিন ১০০ ডিগ্রি তাপমাত্রাতেও গলে না। যদি বিটুমিনের পরিবর্তে 'টার' ব্যবহার করে তবেই এরকম ঘটতে পারে, কারণ 'টার' ৪০ ডিগ্রিতেই নরম বা গলতে পারে।

সাউদি আরব কাতার কুয়েতে প্রায় ৪০~৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও হয়ে থাকে সেখানে পিচ গলেনা কারণ ১০০% বিটুমিন ব্যবহার করা হয়ে থাকে। এখন আপনি হিসেব করে দেখেন আমাদের রাস্তায় বিটুমিনের পরিবর্তে কি ব্যবহার করা হয়েছে !

ভিন্ন তথ্য মোতাবেক, সাউদি, কাতার দুবাই ইউরোপ আমেরিকার চেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল খরচের রাস্তা কিন্তু বাংলাদেশেই হয়ে থাকে!

Source: Nasir Uddin | Short Stories Community

24/04/2024

দীর্ঘদিন একই রাস্তায় চলাচল করলে সেই রাস্তার ধারেকাছের বিল্ডিং থেকে শুরু করে প্রতিটা দোকান চেনা হয়ে যায়। মুখস্থ হয়ে যায়, কোথায় কি আছে।
দীর্ঘদিন একই জুতা পড়ার পর হুবহু আরেকটা জুতো ভুলবশত পায়ে দিলেও দেখার আগেই টের পাওয়া যায় এবং অনুভব করা যায়, জুতা জোড়াটা অন্য কারো!

কিন্তু বহুবছর ধরে মার্বেল আকৃতির দুইটা চোখের দিকে তাকাবার পরও মানুষ চেনা যায় না।🌸

মানুষ চেনা অসম্ভব; একেবারেই অসম্ভব, অসম্ভব রকম অসম্ভব।🌸

24/04/2024

খুব প্রিয় একটি দোয়া!🌸

হে আমার রব! যারা আমাকে কষ্ট দিয়েছে, আমার উপর জুলুম করেছে, আমার হক নষ্ট করেছে, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম! আমিও যাদের সাথে অনুরূপ তাই করেছি, আপনি তাদের পক্ষ হতে আমাকে ক্ষমার ব্যবস্থা করে দিন! আমীন!🌼

24/04/2024

❝প্রতিটি মানুষই ভুলকারী আর ভুলকারীর মধ্যে, তারাই উত্তম যারা তওবাকারী।❞

(তিরমিযী:২৪৯৯)🌸

24/04/2024

দুর্বলতা জেনেও যারা মানুষকে কষ্ট দেয় না,
নিশ্চয়ই তারা সুন্দর মনের মানুষ!!🌸

24/04/2024

গাজায় ১৭০ দিন পর আবারও রুটি উৎপাদন শুরু

#খবরের_কাগজ
আলহামদুলিল্লাহ ♥️

24/04/2024

'কষ্ট'যদি নেয়ামত-ই না হবে তবে 'কষ্ট' কেনো আল্লাহকে স্মরণ করায়?
"নিশ্চয়ই, কষ্টের সাথে রয়েছে স্বস্তি"

আলহামদুলিল্লাহ!🌸

24/04/2024

"ভেঙে পড়ো না, নিরাশ হইও না, আল্লাহর সাহায্য আসবেই - এটা আল্লাহর ওয়াদা। জেনে রেখো আল্লাহর সাহায্য অতি নিকটে।"🌼

[সূরা বাকারাঃ-২১৪]

24/04/2024

– এ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ সে, যে বিশ্বাস করে এক আল্লাহ ছাড়া তার আর কোন বন্ধু নেই। মানুষের কাছ থেকে তার আশা করা তখন কমে যায়। কারো ভাল ব্যবহারে সে খুব বেশি উৎফুল্লও হয় না, খারাপ ব্যবহারেও পায় না তেমন কষ্ট। কেননা সে জানে, মানুষ পরিবর্তনশীল, তার রব তো নন। মানুষ ধোঁকা দিতে পারে, তার ইলাহ তো নন।

আলহামদুলিল্লাহ! আমার একজন রব আছেন, যিনি সব শুনেন সব জানেন। যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, সবচেয়ে দয়ালু, একজন দূর্বল বান্দার জন্য এর চেয়ে বড় সান্ত্বনা তো আর কিছু হতে পারে না।

ওয়ালিল্লাহিল হামদ _✨❤️

©

23/04/2024

নারকেল পাতার তৈরি ঘড়িটাই🕑ভালো ছিল!
না ছিল সময়, না ছিল সময়ের চিন্তা।

23/04/2024

পিছনে লোকে কিছু বলে।"

*চারজন খ্যাতনামা মহান ব্যাক্তির চারটি উক্তিঃ*

*— এক লোক এসে খালেদ বিন ওয়ালিদ (রা.)কে বলল, ‘অমুক ব্যক্তি আপনাকে গালি দিয়েছে।’ তিনি বললেন, ‘সে তার আমল নামা যেভাবে ইচ্ছা ভর্তি করুক, তাতে আমার কি?’*

*— এক ব্যক্তি এসে ওয়াহাব বিন মুনাব্বেহ (রহ.) বলল, ‘অমুক ব্যক্তি আপনার সমালোচনা করেছে।’ তিনি বললেন, ‘শয়তান তোমাকে ছাড়া কাউকে পিয়ন হিসেবে পেল না?’*

*— এক লোক ইমাম শাফেয়ী (রহ.)কে বলল, ‘অমুক ব্যক্তি আপনার সম্পর্কে খারাপ কথা বলেছে।’ জবাবে তিনি বললেন, ‘যদি তুমি সত্যবাদী হও, তবে তুমি চুগলখোর, আর যদি মিথ্যাবাদী হও, তবে লোকটির উপর অপবাদ আরোপকারী ফাসেক। একথা শুনে লোকটি লজ্জা পেল এবং চলে গেল।’*

*— এক ব্যক্তি জনৈক আলেমকে বলল, ‘অমুক ব্যক্তি আপনার সম্পর্কে এই বাজে কথা বলেছে।’ তিনি বললেন, ‘দেখ লোকটি আমাকে একটি তীর ছুঁড়েছিল, কিন্তু তা আমাকে বিদ্ধ করেনি। কিন্তু তুমি নিজ হাতে সেটা নিয়ে এসে আমার কলিজায় গেঁথে দিলে।’*

*আল্লাহ আমাদের এই সমস্ত কথা গুলো থেকে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করুন। আমিন।*

কপি পোস্ট।

23/04/2024

22 April world EARTH Day
তো এই দিনে পৃথিবীকে পরবর্তী প্রজন্মের কাছে বসবাসযোগ্য রাখার অঙ্গীকারে চলেন সকলেই অঙ্গীকারবদ্ধ হই

পাবলিক ইচ্ছে করলে কি করতে পারে একটি খালি বোতলও কোকাকোলার নেই
23/04/2024

পাবলিক ইচ্ছে করলে কি করতে পারে একটি খালি বোতলও কোকাকোলার নেই

গাছ কাটিয়া ফার্নিচার বানিয়াছি। রাস্তার ধারের বহু গাছ কাটিয়াছি রাস্তা চওড়া করিবার জন্য। বহু বাড়ি বানাইয়াছি ভাড়া দিবার জন্...
23/04/2024

গাছ কাটিয়া ফার্নিচার বানিয়াছি। রাস্তার ধারের বহু গাছ কাটিয়াছি রাস্তা চওড়া করিবার জন্য। বহু বাড়ি বানাইয়াছি ভাড়া দিবার জন্য। এখন বাড়ি ভাড়া পাই আর বসিয়া বসিয়া খাই।

ভালোই আছি কিন্তু ইদানীং তাপমাত্রা বাড়িয়া যাইতেছে। অবশ্য এসি লাগাইয়া তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখিতে পারিবো কিন্তু আবহাওয়া বিজ্ঞানীরা বলিতেছে এদেশের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস হইয়া যাইবে। আমরা হয়তো সেন্টু গেঞ্জি পড়িয়া, লুঙ্গি খুলিয়া দিন পার করিতে পারিবো কিন্তু আমাদের সন্তানরা কি করিবে?

৫০ ডিগ্রির তাপমাত্রা তো এসিতে কমাইতে পারিবে না। তাছাড়া এসি কিনিতে যাইয়া তো তারা চাল-ডাল কিনিতে পারিবে না। কারন ৫০ ডিগ্রি তাপমাত্রায় ধান চাষ করিবে কিভাবে?
তাছাড়া ধান গাছ তো পুড়িয়া যাইবে!

হঠাৎ করে কারো ভালোবাসা অপ্রত্যাশিত ভাবে বেড়ে গেলে বুঝতে হবে কোথাও একটা ঘাপলা আছে....!!
23/04/2024

হঠাৎ করে কারো ভালোবাসা অপ্রত্যাশিত ভাবে বেড়ে গেলে বুঝতে হবে কোথাও একটা ঘাপলা আছে....!!

প্রাণ, প্রকৃতি আর পরিবেশকে ধ্বংস করে এ কেমন নববর্ষ উদযাপন! বাংলা নববর্ষকে বরণ করে নিতে আয়োজন করা হয়েছে আলপনা উৎসব ‘আল্পন...
22/04/2024

প্রাণ, প্রকৃতি আর পরিবেশকে ধ্বংস করে এ কেমন নববর্ষ উদযাপন!

বাংলা নববর্ষকে বরণ করে নিতে আয়োজন করা হয়েছে আলপনা উৎসব ‘আল্পনায় বৈশাখ ১৪৩১’। এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল মার্কেটিং লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের যৌথ উদ্যোগে দেশের তিন স্থানে এই আলপনা আঁকা হয়। গত ১২ এপ্রিল কিশোরগঞ্জের মিঠামইনের জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কে আলপনা আঁকা হয়। প্রায় ১০ হাজার লিটার রং দিয়ে ৬৫০ জন শিল্পী মিলে আলপনা আঁকার মাধ্যমে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে যুক্ত হওয়ার আশা করছেন। গত ১৩ এপ্রিল খুলনার শিব বাড়ি মোড় ও ঢাকার মানিক মিয়া এভিনিউতেও আলপনা আঁকা হয়।

রঙ হলেই কি শিল্পকলা হয়! রঙের মিশ্রণ যখন আপনার চোখের জন্য পীড়নের কারণ হয় সেটা কি? গাড়ীচালক অনেকের জন্যই এটা সুখকর হবে না। যে রাস্তায় হরেক রকমের ট্রাফিক সংকেত থাকে, সেটার ওপর আলপনা দিয়ে রাস্তার চরিত্রই বদলে দেয়া হয়েছে। পরিবেশ, জলবায়ু ও বায়ু মান বিষয়ে গবেষক অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার লিখেছেন, ‘হাওরের রাস্তায় এই রঙের খেলায় নববর্ষ উদযাপন প্রকৃতপক্ষে প্রকৃতি হত্যার উৎসব ছাড়া কিছু নয়। পরিবেশ বিধ্বংসী এই ধরনের কাজ অনতিবিলম্বে বন্ধ করা উচিত।’ এই পরিমান রাসায়নিক পদার্থ হাওড়ের পানিতে মিশে জীব বৈচিত্রের অপূরনীয় ক্ষতি সাধন করবে আগামী কয়েক মাস জুড়ে।

পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থার (ইএসডিও) সাধারণ সম্পাদক ডা. শাহরিয়ার হোসেন বলেন, ‘এই রং মাছের পেটে যাবে, মানুষ আবার সেই মাছ খাবে। ফলে এভাবেই ফুড চেইনের (খাদ্য শৃঙ্খল) মাধ্যমে আবার মানুষের শরীরে এই রং প্রবেশ করবে যা অনেক ক্ষতির কারণ হবে বলে ধারণা করা যায়। এছাড়া এই আল্পনা করা জায়গায় যদি কেউ খালি পায়ে হাঁটে বা বসে, তবেও ত্বকের ক্ষতি করবে সেটা। তিনি আরও জানান, ‘এই আল্পনায় ব্যবহৃত রঙগুলোতে সাধারণত টক্সিক কেমিক্যাল ছাড়াও অ্যাক্রিলেট পলিমার, এক্সপিও পলিমারসহ নানা ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থ থাকে। বিশাল হাওরে এই রঙ খুব সহজেই পানিতে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকায় এই কেমিক্যাল (রাসায়নিক পদার্থ) যুক্ত পানি দিয়ে যদি কেউ হাতমুখ ধোয় বা অন্য কোনো কাজে ব্যবহার করে তবে ত্বকের লোমকূপের মাধ্যমে মাধ্যমে শরীরে প্রবেশ করে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে।

হাওরে আলপনা!♦️কেউ কইতাছে অহেতুক টাকা অপচয়!♦️কেউ কইতাছে কেমিক্যালে ক্ষেত নষ্ট হবে!♦️কেউ কইতাছে কেমিক্যাল দিয়ে পানি দূষিত ...
22/04/2024

হাওরে আলপনা!
♦️কেউ কইতাছে অহেতুক টাকা অপচয়!
♦️কেউ কইতাছে কেমিক্যালে ক্ষেত নষ্ট হবে!
♦️কেউ কইতাছে কেমিক্যাল দিয়ে পানি দূষিত হবে!
♦️কেউ কইতাছে মানুষের বাড়ীতে রঙ নাই,রাস্তায় রঙ

আইচ্ছা,
টাকাগুলান কি কেউ আপনার কাছ থেইকা নিছে নাকি আপনার বাপের কাছ থেকে নিছে?এই টাকা সরকারও খরচ করে নাই যে আপনি কইবেন ----আপনার ট্যাক্সের টাকা নয় ছয় করছে। সরকার অপচয় করছে।

এই প্রকল্পটা ছিল বাংলালিংক,এশিয়াটিক আর বার্জার পেইন্টস এর যৌথ উদ্যোগে।এখন তিনারা কি আপনারে জিগাইয়া কাজ করবে?আপনার টেকা দিয়া কোন কিছু করবার আগে কি আপনি কাউরে জিগান?

এবার আসি দ্বিতীয় আর তৃতীয় ধাপে। মানে পড়ালেখা না করা ব্যক্তিটাও যখন পরিবেশবিদ হইয়া ওঠে।আচ্ছা আপনার কি মনে হয় ---এতো বড় একটা কাজ করবার অনুমতি কি সরকার না বুইঝাই দিছে? কেমিক্যাল দিয়া পরিবেশ ধ্বংসের কথা বলছেন। একবারও কি ভাবছেন যে বৃষ্টিতে এ রঙ ধুয়ে যাবার আগেই রোদে এর টেম্পার নষ্ট হয়ে যাবে।

এবার আসি শেষ ধাপে। মানে মানুষের বাড়ীতে রং নাই, রাস্তায় রং কেন? হাহাহা!আপনার বাড়ীর রং কি বার্জার পেইন্টস আইসা কইরা দিবে? আপনি কোনহানের কোন কুতুব? বাংলালিংক বা এশিয়াটিকেরই কি ঠেকা পড়ছে আপনার বাড়ী রং করে দেয়ার।আপনি কি তার বেয়াই?

--------
-------------------
বুড়িগঙ্গা আর শীতলক্ষ্যা নদী যে রাসায়নিকের প্রভাবে মৃতপ্রায়, সেটা নিয়ে আপনি কি কখনো কথা বলেছেন? হাজার হাজার কোটি টাকা পাচারের কেউকেউ বিদেশে লুকাইয়া আছে। তাদের নিয়া কি কখনো কথা বলছেন? আপনি নিজেও অনেক বাজে খরচ করেন।সেই খরচের লাগাম টেনে কারো কোন উপকার করেছেন কি? নাকি পরিবেশের প্রেমে দশ-বিশটা গাছ আপনি লাগাইছেন?

আমি জানি আপনি কিছুই করেন নাই এবং ভবিষ্যতেও করবেন না। ৭ কোটি কেন, ৭ হাজার কোটি টাকাও যদি অন্য কোন খাতে অপচয় হতো, তখনও আপনি একটা শব্দও করবেন না।

তো হঠাৎ এতো যাতা লাগলো কেন?
কারণ বাঙালিয়ানাটা আপনাদের পছন্দ নয়। আপনারা অনুভূতির দোহাই দিয়ে বাঙালিয়ানাটা ঠেকাইতে চান। পহেলা বৈশাখ নিয়ে আপনাদের চুলকানি নতুন নয়।এই চুলকানি আপনারা ফি বছর ছড়িয়ে দিচ্ছেন। তারপরও যখন দেখছেন লোকজন চুলকাচ্ছেনা।তখনই আপনারা আসলেন বৈশাখের এই আলপনার সমালোচনা করতে।

এইসব আমরা বুঝিরে পাগলা!
বাঙালির আবেগ আর সৃজনশীলতাটাকে রোখার সাধ্য আপনাদের নাই। কোন ঔষধেই কাজ হবেনারে পাগলা। পহেলা বৈশাখ আমাদের আবেগ। বাঙালির আবেগকে রুখবার সাধ্য কারো নাই। তোরাতো আগলা চুলকানি।

উৎপল কর

22/04/2024

যে ব্যক্তি তওবা করে ফিরে আসে, আল্লাহ তা'য়ালা তাঁর পূর্বের গুনাহ্ গুলোকে নেকী দ্বারা পূর্ণ করে দেন
সুবহানাল্লাহ
সূরা ফুরকান -৭০

22/04/2024

"বান্দা যখন গুনাহ স্বীকার করে ও তাওবাহ করে, আল্লাহ তার তাওবাহ কবুল করেন"।
আলহামদুলিল্লাহ🤲❤️
(সহীহ বুখারী ২৫১৪)

22/04/2024

-রাসুলুল্লাহ (সাঃ) বললেন, ‘প্রত্যেক প্রাণীর উপকার করার ফলেও রয়েছে অনেক পুণ্য ও পুরস্কার!🖤
(বুখারি : ২৩৬৩)

22/04/2024

রিজিক ও সম্মান কারো হাতে নেই আল্লাহ্ পাক যাকে চান,তাকে এই গুরুত্বপূর্ণ নেয়ামত দুটি দান করেন!🌼
সুবহান আল্লাহ!

22/04/2024

মেধাবী মানুষ আর ভালো স্টুডেন্ট এক জিনিস নয়। বুঝতে শিখুন।

স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ভালো স্টুডেন্ট বানাতে পারে, কিন্তু মেধাবী মানুষ ভিন্ন জিনিস। ভালো স্টুডেন্ট বানানো যায়, আর মেধাবী মানুষ তৈরি হয়।

কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করে যারা, ওদেরকে দেখলেই দুম করে 'মেধাবী মানুষ' বলে ফেলবেন না, 'ভালো স্টুডেন্ট' বলুন।

একজন মেধাবী মানুষ চাইলেই ভালো স্টুডেন্ট হতে পারে, কিন্তু একজন ভালো স্টুডেন্ট চাইলেও মেধাবী মানুষ না-ও হতে পারে।

With SSC BATCH 25

22/04/2024

এতো গরমের ভিতর ও আল্লাহ আমাদের কে সুস্থ সবল রেখেছেন
,, আলহামদুলিল্লাহ 🌺🥰

22/04/2024

হে "আল্লাহ" মেহেরবানী করে রহমতের বৃষ্টি দিয়ে 🌧️ পৃথিবীটা শীতল করে দাও,,
আমিন।

22/04/2024

যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার কখনো রিজিক উঠে না
আলহামদুলিল্লাহ♥️❤️

22/04/2024

~তুরস্কের একটি ফোক কবিতা ~

“তুমি বলো, তুমি বৃষ্টি ভালোবাসো,
কিন্তু তার তলে তুমি ছাতা নিয়ে হাঁটো।
তুমি বলো, তুমি সূর্য ভালোবাসো,
কিন্তু রোদের দিনে তুমি ছায়া খোঁজো।
তুমি বলো, তুমি বাতাস ভালোবাসো,
কিন্তু যখন সে আসে তুমি জানালা বন্ধ করে দাও।
তাই আমি ভয় পাই
যখন তুমি বলো, তুমি আমাকে ভালোবাসো।”

লেখা ~ বোব ম্যারলি

Address

Rangpur Division

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nil Emon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Rangpur Division

Show All

You may also like