Poems -কবিতা

Poems -কবিতা This page is for those who are lost and will help guide them.

হে মানুষ পাপ কাজে লিপ্ত হইয়ো না।
15/03/2024

হে মানুষ পাপ কাজে লিপ্ত হইয়ো না।

আল্লাহ বলেন, আমি ৬টি জিনিসকে লুকিয়ে রেখেছি ৬টি স্থানে। কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায়।১. আমি দ্বীন ইসলামকে...
14/03/2024

আল্লাহ বলেন, আমি ৬টি জিনিসকে লুকিয়ে রেখেছি ৬টি স্থানে। কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায়।

১. আমি দ্বীন ইসলামকে রেখেছি ক্ষুধা, দারিদ্রতা ও ধৈর্যের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে উদরপূর্তি ও দুনিয়ার স্বচ্ছলতার মধ্যে।

২. আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে, কিন্তু মানুষ খোঁজে, শাসক ও ক্ষমতাবানের সাহচর্যে।

৩. আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতে, কিন্তু মানুষ তা খোঁজে দুনিয়াতে।

৪. আমি বড়ত্ব রেখেছি বিনয় ও নম্রে, কিন্তু মানুষ তা খোঁজে অহংকারে।

৫. আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে, কিন্তু মানুষ তা খোঁজে লোভ- লালসার মধ্যে।

৬. আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে হারাম উপার্জনে।

আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমল করার তাওফিক দান করুন,
আমিন

একেই বলে শাক দিয়ে মাছ ধাকা।
11/03/2024

একেই বলে শাক দিয়ে মাছ ধাকা।

05/03/2024

আম্বানির সম্পত্তি ১১ লক্ষ কোটি টাকা; ছেলের বিয়েতে খরচ হইছে ১০০০ কোটি। যেটা ওর সম্পদের ০.০৮%।

আপনার জমানো সম্পদ ৫ লাখ, সাথে আরো৫ লাখ ধারকর্য করে ১০ লাখ দিয়ে বিয়ের প্রোগ্রাম করলেন। যেটা আপনার সম্পদের ২০০%।

বিয়েতে কে বেশী খরচ করল, আম্বানি না আপনি?

MÄHÃBÜB

অল্প কিছুক্ষণের ফিলিং কেমন ছিল?চিন্তা করেন,আপনি কতটা আসক্ত।
05/03/2024

অল্প কিছুক্ষণের ফিলিং কেমন ছিল?
চিন্তা করেন,আপনি কতটা আসক্ত।

05/03/2024
Ahh ha.... Ahh ha..
28/02/2024

Ahh ha.... Ahh ha..

আমরা যদি একটি ফুলের অলৌকিক বিষয় পরিষ্কারভাবে দেখতে পেতাম তবে আমাদের পুরো জীবনটাই বদলে যেত।”
23/02/2024

আমরা যদি একটি ফুলের অলৌকিক বিষয় পরিষ্কারভাবে দেখতে পেতাম তবে আমাদের পুরো জীবনটাই বদলে যেত।”

👽👽
22/02/2024

👽👽

এই রাস্তায় কার হাতটি ধরে হাততে চাও?
22/02/2024

এই রাস্তায় কার হাতটি ধরে হাততে চাও?

ফুল পছন্দ করা মানুষগুলোর মন ফুলের মতোই সুন্দর।
21/02/2024

ফুল পছন্দ করা মানুষগুলোর মন ফুলের মতোই সুন্দর।

বাংলা ভাষা, আমি তোমাকে ভালোবাসি, মাতৃভাষা আমার গর্ব, আমার অহংকার।২১ শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসউপলক্ষে সকল...
20/02/2024

বাংলা ভাষা, আমি তোমাকে ভালোবাসি,
মাতৃভাষা আমার গর্ব, আমার অহংকার।

২১ শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
উপলক্ষে সকল শহিদদের জানাই গভীরভাবে বিনয়ী শ্রদ্ধাঞ্জলি।

সাইকোলজি বলে-❝সমবয়সীকে বিয়ে করা পার্ফেক্ট, আন্ডারস্ট্যান্ডিং ও ম্যাচিউরড থাকে সবচেয়ে বেশি।মেডিকেল সাইন্স বলে-❝জৈবিক চ...
20/02/2024

সাইকোলজি বলে-

❝সমবয়সীকে বিয়ে করা পার্ফেক্ট, আন্ডারস্ট্যান্ডিং ও ম্যাচিউরড থাকে সবচেয়ে বেশি।

মেডিকেল সাইন্স বলে-

❝জৈবিক চাহিদা পরিপূর্ণ ভাবে পেতে সমবয়সীকে বিয়ে করা উত্তম,দুজন দুজনের চাহিদার বিষয়ে গভীর ভাবে সতর্ক থাকে।

কেউ আমাদের দাবায়ে রাখতে পারবা না!
20/02/2024

কেউ আমাদের দাবায়ে রাখতে পারবা না!

রঙিন ফুলের সমারোহ, মনের আনন্দে করে অভিভূত।
19/02/2024

রঙিন ফুলের সমারোহ, মনের আনন্দে করে অভিভূত।

গভীর রাতে যে তারা আপনাকে পথের দিশা দেখায়, রাত শেষে দিনের আগমনে সেই তারারাই লুকিয়ে পড়ে অচেনায়।
18/02/2024

গভীর রাতে যে তারা আপনাকে পথের দিশা দেখায়, রাত শেষে দিনের আগমনে সেই তারারাই লুকিয়ে পড়ে অচেনায়।

🖤🖤
18/02/2024

🖤🖤

পৃথিবীর বুকে ফুলের চেয়ে অতি সুন্দর জিনিস আর কিছু নেই,, তাই তো অতি মুগ্ধ দৃষ্টিতে ফুলের সৌন্দর্য উপভোগ করি।
18/02/2024

পৃথিবীর বুকে ফুলের চেয়ে অতি সুন্দর জিনিস আর কিছু নেই,, তাই তো অতি মুগ্ধ দৃষ্টিতে ফুলের সৌন্দর্য উপভোগ করি।

স্বাধীন হবার জন্য যেমন সাধনার প্রয়ােজন , তেমনই স্বাধীনতা রক্ষার জন্য প্রয়ােজন সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার.
17/02/2024

স্বাধীন হবার জন্য যেমন সাধনার প্রয়ােজন , তেমনই স্বাধীনতা রক্ষার জন্য প্রয়ােজন সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার.

তুমি মোরে নিয়ে যাও ঐ বাসুরির ধলে,     যেখানে তে ফুটে শুধু বাসুরির ফুল।
16/02/2024

তুমি মোরে নিয়ে যাও ঐ বাসুরির ধলে,
যেখানে তে ফুটে শুধু বাসুরির ফুল।

ভালেবাসা সুন্দর 🖤
16/02/2024

ভালেবাসা সুন্দর 🖤

অসময়ে সঙ্গ দিও! সুসময়ে সঙ্গী কেনা যায়।
15/02/2024

অসময়ে সঙ্গ দিও! সুসময়ে সঙ্গী কেনা যায়।

পিঠা গুলা খুব সুন্দর 🫵🫵
15/02/2024

পিঠা গুলা খুব সুন্দর 🫵🫵

ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। চারপাশে গাছে গাছে ফুলের সমারোহ আমাদের জানান দিচ্ছে বসন্ত এসে গেছে।
15/02/2024

ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। চারপাশে গাছে গাছে ফুলের সমারোহ আমাদের জানান দিচ্ছে বসন্ত এসে গেছে।

Address

Kismat Saidpur
Rangpur Division

Telephone

+8801306169259

Website

Alerts

Be the first to know and let us send you an email when Poems -কবিতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Rangpur Division

Show All