RUBEL TV 767

RUBEL TV 767 পাশে থাকলে-পাশে পাবেন Like Follow share দিয়ে সাপোর্ট করুন।সাপোর্ট -পাবেন ইনশাআল্লাহ ❤

17/06/2024

পুরুষের যৌনতাকে সম্মান কর।

পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি দুনিয়ার মুখ দেখতে পেরেছো। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তার কাছে তুমি এত স্পেশাল। আকর্ষণ আছে বলেই তুমি এত পাত্তা পাও, প্রায়োরিটি পাও। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি রাস্তায় সেজেগুজে বের হও, যাতে পুরুষরা তোমায় দেখে মুগ্ধ হয়। তুমি মুখে অস্বীকার করলেও তোমার অবচেতন মন এটাই চায়। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি বিপদে পড়লে বহু পুরুষ এগিয়ে আসে সাহায্যের জন্য।

পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই সারাদিন খেটে তোমার পছন্দের শাড়ি নিয়ে বাড়ি ফেরে। দুলাইনের ছন্দ লিখে অথবা কয়টা সেলফি দিয়ে যে শতশত রিয়্যাক্ট পাও, সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই। সাদা চামড়াকে পুঁজি করে স্বল্পবসনা হয়ে যে সেলিব্রেটি বনে যাও, সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই। যৌন আকর্ষণ আছে বলেই সৃষ্টির শ্রেষ্ঠ বুদ্ধিমান ও মানবকূলের সেরা শক্তিশালী প্রাণী পুরুষ তোমার দুর্বলতাকে বিদ্রূপ না করে ভালবাসার চাদরে ঢেকে দেয়। যৌন আকর্ষণ আছে বলেই পুরুষ তোমাকে ভালবাসে, সমীহ করে চলে।

পুরুষের যৌন আকর্ষণ না থাকলে সাদা বিড়াল রাস্তা দিয়ে হেঁটে গেলে যেমন কারো ভ্রূক্ষেপ হয় না, তোমার বেলাতেও তেমন ঘটতো। যৌন আকর্ষণ না থাকলে পুরুষ এতোটাই ডমিনেটিং হতো যে নারীজাতি তথা মানবজাতি বিলুপ্ত হয়ে যেতো। যৌন আকর্ষণ না থাকলে প্রতিটি পুরুষ হতো নারীবিদ্বেষী।

সুতরাং, ঢালাওভাবে পুরুষের যৌনতাকে দায়ী না করে নিজেদের ত্রুটিগুলোও শুধরে নিতে শেখো। স্থান-কাল-পরিস্থিতিভেদে যৌনতা নিয়ন্ত্রণের শতভাগ ক্ষমতা পুরুষকে দেওয়া হয়নি।

17/06/2024

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ❤️❤️❤️❤️
দেশে বিদেশে আত্মীয় স্বজন প্রতিবেশি পাড়া মহল্লার ভাই ভাতিজা পরিচিত অপরিচিত। ❤️❤️❤️❤️❤️❤️❤️
সকল মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

16/06/2024

#দেখা জাক কি হয় আল্লাহ্ ভরসা

16/06/2024

মান‍্যাবতা আছে কিন্তু মানুষের নাই

 #যে দোকানে  #থাকবে কোক   সেই  #দোকান'ই  #বয়কট।ফলো করুন:  ধন্যবাদ
15/06/2024

#যে দোকানে #থাকবে কোক
সেই #দোকান'ই #বয়কট।

ফলো করুন: ধন্যবাদ

15/06/2024

আগামীকাল রবিবার ফজরের পর থেকে বৃহস্পতিবার আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর নারী-পুরুষ সকলকে তাকবীরে তাশরিক পড়তে হবে।

15/06/2024

#আমার #বিল্লু #হবেনাকি
বন্ধুদের #ভালোবাসা চাই #ধন‍্যাবাদ #প্লিজ লাইক কমেন্ট ধন্যবাদ

এ পরিস্থিতিতে বাজারে গিয়ে কোরবানির ঈদের প্রয়োজনীয় মসলা কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। বিশেষত, নিম্নবিত্ত ও নিম্ন মধ্...
12/06/2024

এ পরিস্থিতিতে বাজারে গিয়ে কোরবানির ঈদের প্রয়োজনীয় মসলা কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। বিশেষত, নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে নাজেহাল

 #পাশে থাকলে-পাশে পাবেন Like Follow  share দিয়ে সাপোর্ট করুন।সাপোর্ট -পাবেন ইনশাআল্লাহ ❤
11/06/2024

#পাশে থাকলে-পাশে পাবেন Like Follow share দিয়ে সাপোর্ট করুন।সাপোর্ট -পাবেন ইনশাআল্লাহ ❤

07/06/2024
জীবনের হিসাব  মিলানো খুবই কষ্ট কর হয়ে যাচ্ছে  মানুষের আলু ৬০টাকাআদা ২৮০ টাকা পিয়াজ ৮০/৮৫ টাকারসুন ২০০/২৪০ টাকা এক সময় ...
06/06/2024

জীবনের হিসাব মিলানো খুবই কষ্ট কর হয়ে যাচ্ছে মানুষের
আলু ৬০টাকা
আদা ২৮০ টাকা
পিয়াজ ৮০/৮৫ টাকা
রসুন ২০০/২৪০ টাকা
এক সময় পাঙ্গাস মাছ কিনলে বলতো এই মাছ মানুষ খায় নাকি?
সেটাও আজকে অনেকের স্বপ্ন ২০০ টাকা কেজি
ব্রয়লার মুরগি কিনতে গেলে বলতো এই মুরগী মানুষ খায়?
সেটা এখন অনেকের স্বপ্ন ২১০ টাকা কেজি
চাউল ৭০/৮০ টাকা
সয়াবিন তেল ১৮০টাকা
গরুর গোস্তো ৮০০ টাকা
খাসির গোস্তো ১২০০ টাকা
৬০ টাকার নিচে কোন সবজি নাই
শাক কিনতে গেলে ১৫/২০ টাকা আটি

চিনি প্রতিকেজি ১৪০৳ টাকা মাত্র।

একটা সময় আমি নিজেকে মনে করতাম আমি মধ্যবিত্ত পরিবারের একজন

এখন বাজারে গেলে বুঝি আমি মধ্যবিত্ত নয় আমি গরিব এবং নিম্ন মধ্যবিত্ত গরীব

চারিদিকে হতাশা
আয় করি দুই টাকা আর ব্যায়ের হিসাব লম্বা।
কোথায় যাবে এই অসহায় জনগন?
বাজারে গেলে মাথা ঠিক থাকে না।
আমার মত মধ্যবিত্ত পরিবারগুলো হিমসিম খাচ্ছেন সংসার চালাতে

জীবনের হিসাব মিলানো খুব কষ্ট।

🔴❤️ মোহাম্মদ রুবেল ইসলাম

06/06/2024

একজন পুরুষ নিজের জন্য কিছুই করে না।
যা কিছু করে তার পরিবারের জন্য।
সেই পরিবার কোন একটি সময়। পুরুষের ভাষাটাও বোঝে না।

মোহাম্মদ রুবেল ইসলাম

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মিসরের জ্যোতির্বিদ্যা ইনস্টিটিউট। সংস্থাটি বলেছে, চলতি হিজরি সন ১৪৪৫ এর জিল...
31/05/2024

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মিসরের জ্যোতির্বিদ্যা ইনস্টিটিউট। সংস্থাটি বলেছে, চলতি হিজরি সন ১৪৪৫ এর জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী ৭ জুন। সে হিসেবে আগামী ১৬ জুন (রোববার) ঈদুল আজহা উদযাপিত হতে পারে

29/05/2024

নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। এমন কিছু দোয়া রয়েছে যেগুলো নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঠিত দোয়াগুলো উম্মতের জন্য সুমহান শিক্ষা। সে দোয়াগুলো হচ্ছে-


হযরত উম্মে সালামা (রা.) কে একবার জিজ্ঞাসা করা হলো নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন দোয়াটি সবচেয়ে বেশি পড়েন। তখন তিনি এ দোয়াটির কথা উল্লেখ করেন-

يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ উচ্চারণ : ইয়া মুক্বাল্লিবাল ক্বুলুব; সাব্বিত ক্বলবি আ’লা দীনিক। অর্থ : হে অন্তর পরিবর্তনকারী! আমার অন্তরকে তোমার দ্বীনের ওপর দৃঢ় ও মজবুত রাখো। (তিরমিজি: ৩৫২২)

মহান আল্লাহ মানুষের অন্তরের একমাত্র পরিবর্তনকারী। সে কারণেই নবীজি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য এবং তার উম্মতের জন্য শিক্ষা স্বরূপ এ দোয়াটি বেশি বেশি পাঠ করতেন।

হযরত জুওয়াইরিয়া (রা.) বর্ণনা করেন, একদিন আল্লাহর নবী সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় আমার ঘর থেকে বের হয়ে গেলেন। তখন আমি জায়নামাজে ছিলাম। তিনি চাশতের সময় আমার ঘরে ফিরে এলেন। তখনও আমি জায়নামাজে ছিলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, ‘জুওয়াইরিয়া! আমি যাওয়ার পর থেকে এ পর্যন্ত এভাবেই ওজিফা আদায়ে ছিলে? আমি বললাম, হ্যাঁ।
আরও পড়ুন: ইসলামে ব্যবসার দশ মূলনীতি

তিনি আমাকে বললেন, আমি তোমার পরে চারটি বাক্য তিনবার বলেছি। যদি এগুলোকে ওজন করা হয় তবে তোমার কৃত সমস্ত ওজিফার চেয়ে এগুলোই বেশি ভারী হবে। আর তা হলো-

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ وَرِضَا نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ وَمِدَادَ كَلِمَاتِهِ
উচ্চারণ: সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। অর্থ: আমি আল্লাহ তায়ালার প্রশংসাসমেত পবিত্রতা ঘোষণা করছি। তার সৃষ্টিকুলের সংখ্যার পরিমাণ, তিনি সন্তুষ্ট হওয়া পরিমাণ, তার আরশের ওজন সমপরিমাণ, তার কথা লিপিবদ্ধ করার কালি পরিমাণ। (মুসলিম: ৭০৮৮)


হযরত আয়েশা (রা.) বর্ণনা করেছেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যুর আগে এই দোয়াটি বেশি বেশি পড়তেন,

سبحان الله وبحمده، أستغفر الله وأتوب إليه
উচ্চারণ : সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি; আস্তাগফিরুল্লাহ; ওয়া আতুবু ইলাইহি।
অর্থ : আল্লাহর প্রশংসাসহ তার পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আর তার কাছে তাওবাহ করছি। (মুসলিম)

যতটা পারেন বাজারের মশলা, প্যাকেটজাত খাদ্য এড়িয়ে চলুন। ওরিজিনাল কিনে গুড়া করে নিন। প্যাকেট মশলার থেকে নিজেদের তৈরি করা মশ...
28/05/2024

যতটা পারেন বাজারের মশলা, প্যাকেটজাত খাদ্য এড়িয়ে চলুন। ওরিজিনাল কিনে গুড়া করে নিন। প্যাকেট মশলার থেকে নিজেদের তৈরি করা মশলা হাজার গুণ মানসম্মত।

24/05/2024

দুধ যদি খাঁটি হয় তাহলে দুধের কোনও রং পরিবর্তিত হবে না। বা হলেও হালকা হলদে হতে পারে। কিন্তু দুধে যদি স্টার্চ মেশানো থাকে, তাহলে দুধের রং বদলে নীল হয়ে যাবে। এভাবে সহজেই আপনি বুঝতে পারবেন বাজার থেকে যে দুধ আপনি কিনে এসেছেন, তা খাঁটি না পানি মেশানো।

24/05/2024

কিন্তু দুধে যদি পানি মেশানো থাকে, তাহলে তা দ্রুত গড়িয়ে যাবে এবং পাত্রের গায়ে দুধের দাগ পড়বে না। কারণ খাঁটি দুধের সান্দ্রতা ও পৃষ্ঠটান পানি মেশানো দুধের থেকে অনেক বেশি। সে জন্যই এই পার্থক্য লক্ষ্য করা যায়।

এটিও দুধে শর্করা মেশানো রয়েছে কি না, তা বোঝার একটি নির্ভরযোগ্য পদ্ধতি। এই পদ্ধতিতে ঘরে পরীক্ষা করার জন্য প্রথমে কয়েক (৪-৫) মিলিলিটার দুধ ফুটিয়ে নিন। তার পর তা ঠান্ডা হতে দিন। এর পর ২-৩ ফোঁটা আয়োডিন দ্রবণ দুধের ওপর ফেলে দিন

24/05/2024

দুধের বিশুদ্ধতা পরিমাপের জন্য অন্যতম উপায় হলো ওয়াটার অ্যাডালটেরেশন পরীক্ষা। এই পরীক্ষার জন্য একটি ঝকঝকে পাত্রে এক ফোঁটা দুধ ফেলে দিন। সেই দুধ যদি পুরোপুরি খাঁটি হয়, তাহলে পাত্রের গা বেয়ে ধীরে ধীরে এগিয়ে যাবে এবং দুধের দাগ পাত্রে পড়বে

24/05/2024

দুধ এমন এক পানীয়, যা শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষই খেয়ে থাকেন। বাজারের সব দুধ যে একেবারে খাঁটি তা বলা যায়। অনেক সময়ই দুধে ভেজাল মেশানোর অভিযোগ ওঠে। দুধে পানি তো হামেশাই মেশানো হয়। পাশাপাশি স্টার্চের মতো জিনিসও মেশানো অসাধু কারবারিরা। তাই বাজার থেকে যে দুধ কিনেছেন, তা কতটা খাঁটি তা জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ।

আজকে  চট্টগ্রামে গরম বেশি 37 °©
24/05/2024

আজকে চট্টগ্রামে গরম বেশি 37 °©

১৯৯৫ সালে ১২ কেজি মাংস পাওয়া যেত এই নোটে  আর এখন ১ কেজিও পাইনাবর্তমান ৫০০ টাকার মূল্য  ২৫ টাকা মাত্র । আগের দিন বাঘে খাই...
20/05/2024

১৯৯৫ সালে ১২ কেজি মাংস পাওয়া যেত এই নোটে আর এখন ১ কেজিও পাইনা
বর্তমান ৫০০ টাকার মূল্য ২৫ টাকা মাত্র । আগের দিন বাঘে খাইছে , উন্নয়নে খাইছে বাংলাদেশ..
কি জে কষ্ট

12/05/2024

 #বাংলাদেশের আলুতে  #এতটাও দাম সুন্দর ভালো
12/05/2024

#বাংলাদেশের আলুতে #এতটাও দাম সুন্দর ভালো

12/05/2024

12/05/2024

06/05/2024

আলুতে এসব ক্ষতিকর ভারী ধাতুর উপতিস্থিতির ফলে মানুষের শরীরে ক্যান্সারসহ বিভিন্ন রোগ-বালাই তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

গবেষকরা বলছেন, এসব ভারী ধাতু খাবারের সঙ্গে মিশে মানুষের শরীরের হজমশক্তি বিঘ্নিত করে এবং রক্তে মিশে কিডনি ও লিভার নষ্ট করে।

গবেষণায় প্রতি গ্রাম আলুতে সর্বোচ্চ ২.৯৩৮ মাইক্রোগ্রাম নিকেল ও ০.০১৩৯ মাইক্রোগ্রাম ক্যাডমিয়ামের উপস্থিতি শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। যদিও এ দুটি ধাতু সামান্য পরিমাণ গ্রহণও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

ময়মনসিংহ জেলার মুক্তাগাছা, ঈশ্বরগঞ্জ, ফুলপুর ও গফরগাঁওয়ের মোট ২৪টি এলাকায় কৃষকের খেত থেকে আলু ও আলু উৎপাদনের মাটির নমুনা সংগ্রহ করেন গবেষকরা। এসব নমুনায় ক্যাডমিয়াম, নিকেল, লেড, ক্রোমিয়াম, কপার, জিংক, আয়রন, কোবাল্ট ও ম্যাঙ্গানিজ—এ নয়টি ধাতুর মাত্রা পরীক্ষা করা হয়।

আলুর মধ্যে লেড, ক্রোমিয়াম ও কোবাল্টের উপস্থিতি পাননি বিজ্ঞানীরা।

ধানের পরই দেশের সবচেয়ে বেশি উৎপাদিত ফসল আলু। প্রায় সব শ্রেণি-পেশার মানুষের নিয়মিত খাবার তালিকায় আলু থাকে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর খানা আয় জরিপ ২০২২-এর তথ্য অনুযায়ী, প্রতিদিন একজন মানুষ গড়ে ৬৯.৭ গ্রাম আলু খেয়ে থাকেন।

এই পরিপ্রেক্ষিতে প্রতিদিন মানুষকে ০.০৯১৩ মিলিগ্রাম নিকেল ও ০.০০০৫ মিলিগ্রাম ক্যাডমিয়াম শুধু আলু থেকে গ্রহণ করতে হচ্ছে।

আলু উৎপাদনে ব্যবহৃত মাটির নমুনাগুলোর মধ্যে গবেষণায় দেখা যায়, প্রতি গ্রাম মাটিতে ৪.৬৯–১৯.৯২ মাইক্রোগ্রাম লেড, ২১.২৭–৯৯.৮৪ মাইক্রোগ্রাম নিকেল, ০.০৪–০.৩২ মাইক্রোগ্রাম ক্যাডমিয়াম, ২.০১–১০.৬০ মাইক্রোগ্রাম কোবাল্ট, ৪৪.৭৯–৮৮.৬১ মাইক্রোগ্রাম ক্রোমিয়াম, ১১.৯৪–৩০.০৩ মাইক্রোগ্রাম কপার, ৫৩.২০–৭০.৪২ মাইক্রোগ্রাম জিংক, ১৪৫৪১–৪১,১৫৩ মাইক্রোগ্রাম আয়রন ও ৫৭২–৭৮২.২ মাইক্রোগ্রাম ম্যাঙ্গানিজ পাওয়া গেছে। অর্থাৎ মাটিতে মাত্রাতিরিক্ত লেড, নিকেল ও ক্যাডমিয়ামের উপস্থিতি রয়েছে।

গবেষণা দলের মুখপাত্র, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সাধারণত জমিতে শিল্পবর্জ্যের মাধ্যমে ফসলে ভারী ধাতু মিশতে পারে। এ কারণে যে স্থানে শিল্পকারখানা নেই, গবেষণার জন্য তারা ওইসব জায়গাকে বাছাই করেছেন।

তিনি বলেন, 'জমি ও আলুতে যে পরিমাণ নিকেল ও ক্যাডমিয়ামের উপস্থিতি পেয়েছি, তা অবশ্যই ভয়ের কারণ। সেচে ব্যবহৃত ভূগর্ভস্থ পানি বা নদ-নদীর পানি, সার ও কীটনাশকের মাধ্যমে এসব ভারী ধাতু ফসলে আসতে পারে। পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে ও নিরাপদ খাদ্য তুলে দিতে বিষয়টি নিয়ে নীতি-নির্ধারণী পর্যায়ে ভাবতে হবে।'

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. লেনিন চৌধুরী টিবিএসকে বলেন, ভারী ধাতু মানুষের শরীরে ক্যান্সার তৈরিতে কাজ করে। এসব ভারী ধাতু খাবারের সঙ্গে মিশে মানুষের শরীরের হজমশক্তি বিঘ্নিত করে এবং রক্তে মিশে কিডনি ও লিভার নষ্ট করে। এর ফলে নারী-পুরুষের বন্ধ্যাত্ব সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, 'প্রতি বছর প্রায় আড়াই থেকে তিন লাখ মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় ১০ শতাংশ কিডনি রোগে ভুগছে। বন্ধ্যাত্বের হার দিন দিন বাড়ছে। এসবের পেছনে শস্যে বা মাটিতে যে ভারী ধাতু রয়েছে, সেটির ভূমিকা আছে।'

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস টিবিএসকে বলেন, 'আলুতে ভারী ধাতু নিয়ে গবেষণাটি সম্পর্কে জানি না। আমাদের কৃষকেরা সার ও কীটনাশক ব্যবহারে সচেতন নন। আমরা সবসময় সুষম সার ও কীটনাশক ব্যবহারে উৎসাহ দিই।'

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে দেশে আলু উৎপাদন হয়েছে প্রায় ১ কোটি ৯ লাখ টন।

02/05/2024

বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এখন থেকে গ্রামীণফোনের ২০-৪৯ টাকা রিচার্জের ক্ষেত্রে মেয়াদ হবে ৩৫ দিন, যা আগে ছিল ১৫ দিন। ৫০-১৪৯ টাকা রিচার্জের মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৪৫ দিন এবং ১৫০-২৯৯ টাকা রিচার্জের মেয়াদ ৪৫ দিন থেকে বাড়িয়ে ৬৫ দিন করা হয়েছে। ২৯৯ টাকার বেশি যে কোনো রিচার্জের মেয়াদ হবে ৩৯৫ দিন

Address

Rangpur City

Telephone

+8801624558874

Website

Alerts

Be the first to know and let us send you an email when RUBEL TV 767 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category



You may also like