গংগাচড়া টিভি

গংগাচড়া টিভি রংপুর বিভাগের একটি আঞ্চলিক টেলিভিশন

15/11/2022

সদ্য সংবাদঃ
আফগানিস্তানে আবারও শরিয়াহ আইন চালু করতে যাচ্ছে তা লে বা ন সরকার

08/11/2022

শোক সংবাদঃ
রংপুরের ঐতিহ্যবাহী বুড়িরহাট উচ্চ স্কুল এর সহকারী শিক্ষিকা সাহানা বেগম আজ রাত ১০টা ১৫ মিনিটে ইন্তেকাল (ইন্নাল ইল্লাহী ওয়া ইন্না ইলাইহির রাজিউন)

29/10/2022

রংপুরে বিএনপির গন সমাবেশে যা বললেন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

06/10/2022

২ মিনিটে রংপুর টার্মিনাল টু পাগলাপীর 💚

14/09/2022

সদ্য সংবাদঃ
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সহ সকল পদ পদবী থেকে মশিউর রহমান রাঙ্গা এমপি'কে অব্যাহতি প্রদান।

17/08/2022

গত রাতে নির্মমভাবে খু ন হওয়া রংপুরের পীরগাছা উপজেলাধীন বড়দরগাহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তারের বাবার বক্তব্য।

ভিডিও কৃতজ্ঞতা : উত্তরের আয়না।

20/07/2022

শোক সংবাদঃ
রংপুরের ❛গোলাম মোস্তফা ক্লথ স্টোর❜ এর স্বত্বাধিকারী গোলাম মোস্তফা সাহেব ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

04/07/2022

সদ্য সংবাদঃ
বুয়েটোর পর, ঢাবির ক ইউনিটে ৪৪ তম হয়ে ভর্তির সুযোগ পেয়েছেন আবরার ফাহাদের ছোট ভাই, আবরার ফাইয়াজ।

22/05/2022

শোক সংবাদঃ
ভিন্ন জগৎতের মালিক ডক্টর কামাল চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

20/05/2022

🛑 সরাসরি 🛑
সরকারি চাকরি কতটা মুল্যোবান
সেটা ভিডিও টা দেখলেই বুঝতে পারবেন।
প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষা দিতে রংপুর ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে এসে হাজারো পরিক্ষার্থী।

16/05/2022

জেনে নিন রংপুর জেলার
ইতিহাস ঐতিহ্য ও বর্তমান অবস্থান

15/05/2022

ধাপ মামনি হোটেলের সাইনবোর্ড খুলে মাথায় পরে সদর উপজেলা মৎস্য জীবিলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন আহত হয়ে রংপুর মেডিকেলে ভর্তি।

22/04/2022

রংপুর সিটি করপোরেশন এর ৬নং ওয়ার্ড এর আওতাধীন বুড়ির হাট বাহাদুর সিংহ নিবাসী এবং উত্তর বঙ্গের কৃতি সন্তান ডাক্তার মোঃ শামসুজ্জামান (মিষ্টু ডাক্তার) এর সার্বিক সহযোগিতা ১২০০ অধিক মানুষকে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান সৌখিন-সফুরা-আমজাদ গার্লস স্কুল এন্ড কলেজ প্রঙ্গানে ইফতার করানো হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ সহ রংপুরের সনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠানের ডাক্তার এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ।

লালমনিরহাটে পুলিশের হেফাজতে রবিউলের মৃত্যুতে, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ও সংসদ বিরোধী দলীয় উপ নেতা জিএম কাদের  ...
16/04/2022

লালমনিরহাটে পুলিশের হেফাজতে রবিউলের মৃত্যুতে, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ও সংসদ বিরোধী দলীয় উপ নেতা জিএম কাদের তার পরিবারকে সমবেদনা জানান ও প্রতি মাসে ৫০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

13/04/2022

গরিব রিক্সা চালকের মেয়ে বলে তার স্বামী তাকে ডিভোর্স দিয়েছে, আল্লাহর রহমতে শত বাধা প্রতিবন্ধকতা পেরিয়ে সে আজ রংপুর মেডিকেল কলেজ এ চান্স পেয়েছে।
তার কান্না জড়িত কথা গুলো ফিল করুন।
কতটা কষ্ট পেলে মানুষ তা মনে করা মাত্রই কেঁদে দেয়।
এই ঘটনা গুলো আমাদের জন্য অনুপ্রেরণা।

08/04/2022

"গর্বের সাথে বলতে চাই আমার বাবা একজন রিকশা চালক"
রিকশা চালিয়ে বাবা চাল নিয়ে আসতেন দুপুরে, রান্না করে ভাত খেতাম সন্ধ্যায়, ক্লান্ত শরীরে রাতে পড়তে পারতাম না- মেডিকেলে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী সাদিয়া আফরিন হারিছা।।
চান্স পেলেন মেডিকেল কলেজে।
হারিছার জন্য প্রভাত বাংলার পক্ষ
থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

উন্নত প্রশিক্ষণের জন্য রংপুর সদর উপজেলার ৪ নারী ফুটবলার ইউরোপের দেশ পর্তুগাল এবং জেলার পীরগঞ্জ ফুটবল একাডেমি থেকে একজন ত...
07/04/2022

উন্নত প্রশিক্ষণের জন্য রংপুর সদর উপজেলার ৪ নারী ফুটবলার ইউরোপের দেশ পর্তুগাল এবং জেলার পীরগঞ্জ ফুটবল একাডেমি থেকে একজন তরুণ ফুটবলার ব্রাজিলে যাচ্ছেন। সোমবার (৪ এপ্রিল) বালক ও বালিকা বিভাগে মনোনীত খেলোয়াড়দের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাবের নাছরিন আক্তার, মৌরাশি আক্তার, শাম্মি আক্তার ও রেখা আক্তার এবং বালকদের (অনূর্ধ্ব-১৭) দলে পীরগঞ্জ ফুটবল একাডেমির মেধাবী ফুটবলার লিয়ন প্রধান।

প্রিয় ভাইয়েরা এখন আর ইসলাম অবমাননার জন্য আপনাকে ফ্রান্সে যেতে হবে না। বাংলাদেশের মধ্যেই হচ্ছে ইসলাম অবমাননা। এমনিতেই বাং...
31/03/2022

প্রিয় ভাইয়েরা এখন আর ইসলাম
অবমাননার জন্য আপনাকে ফ্রান্সে যেতে হবে না।
বাংলাদেশের মধ্যেই হচ্ছে ইসলাম অবমাননা।
এমনিতেই বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে নানা বিধ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ইসলামবি-দ্বেষী না/নাস্তিক ও সেকুলার গোষ্ঠী।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কে নিয়ে চলচ্চিত্র, নাউযুবিল্লাহ, চিন্তা করতে পারেন তারা কি চাচ্ছে আসলে?
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের মেয়ের সাথে পর্যন্ত একাকী এক ঘরে অবস্থান করেন নাই।
দৌড়িয়ে বের হতে গিয়ে মাথায় লেগে
কপাল মোবারক ফেটে রক্ত বের হয়েছিল।
এমন ঘটনাও তার জীবনদশায় খুঁজে পাওয়া যায়, আর আজকে তারা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর চরিত্রে অভিনয় করার মত দুঃসাহস দেখায়; নাউযুবিল্লাহি মিন যালেক।
এই অনুষ্ঠানটির আয়োজক প্রযোজক- অভিনেতা এবং খোদ টিভি চ্যানেলটির মালিকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে মামলা করা উচিত এবং একইসঙ্গে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী এদের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করা উচিত।

#প্রতিবাদ_করুন,
#এটা_ঈমানী_দায়িত্ব

ভ্যান অটোরিক্সা মালিক শ্রমিক ইউনিয়নের ডাকা আধা বেলা ধর্ম ঘটের কারনে, রংপুর মটর মালিক সমিতির উদ্যোগে রংপুরে চালু করা হয়েছ...
21/03/2022

ভ্যান অটোরিক্সা মালিক শ্রমিক ইউনিয়নের ডাকা আধা বেলা ধর্ম ঘটের কারনে, রংপুর মটর মালিক সমিতির উদ্যোগে রংপুরে চালু করা হয়েছে সিটিং সার্ভিস।

09/03/2022

মহিপুর ব্রীজ হয়ে বুড়িমারী পর্যন্ত চারলেন মহাসড়ক নির্মাণ প্রি-একনেকে পাশ। রাস্তার দুপাশে স্থাপনা ভেবে-চিন্তে নির্মান করবেন।

27/02/2022

খুলনার দিঘলিয়ায় জেলেদের জালে ধরা পরলো ভারতের স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো কচ্ছপ।

26/02/2022

ব্রেকিং নিউজঃ
১ মার্চ থেকে মোবাইলের ডাটার কোনো মেয়াদ থাকবে না।
বিষয়টি সম্পুর্ন গুজব।

 #আলহামদুলিল্লাহ বাংলাদেশে আসছেন মিসরের বিখ্যাত কারী শায়খ আব্দুল বাসেতের ছেলে কারী ইয়াসির আবদুল বাসেত মোহাম্মদ আব্দুস সা...
26/02/2022

#আলহামদুলিল্লাহ
বাংলাদেশে আসছেন মিসরের বিখ্যাত কারী শায়খ আব্দুল বাসেতের ছেলে কারী ইয়াসির আবদুল বাসেত মোহাম্মদ আব্দুস সামাদ।

আগামী ২৭ মার্চ তিনি ঢাকায় আসবেন বলে জানিয়েছেন আমন্ত্রণকারী প্রতিষ্ঠান মারকাজুত তাহফিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরী।

তিনি জানান, সফরকালে কারী ইয়াসির আব্দুল বাসেত মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত কুরআনিক বিশ্ববিদ্যালয় উদ্বোধন করবেন, মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের ৪৭তম হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্সে ক্লাস করাবেন এবং মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের ১১তম প্রতিযোগিতার ফাইনালে প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন।

25/02/2022

বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহমেদ ঝন্টু
আজ তার চতুর্থ মৃত্যু বার্ষিকী।
বাংলাদেশে তিনিই প্রথম ব্যক্তি যিনি একাধারে উপজেলা, পৌরসভা, সংসদ সদস্য ও মেয়র নির্বাচিত হয়েছিলেন।

বণার্ঢ্য জীবনের অধিকারী সরফুদ্দিন আহমেদ ঝন্টু ১৯৫২ সালের ৭ জুলাই রংপুরের ইঞ্জিনিয়ার পাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালে তিনি রংপুর জিলা স্কুল থেকে দুবিষয়ের ওপর স্টার মার্ক নিয়ে মেট্রিক প্রথম বিভাগে উত্তীর্ণ হন এবং প্রথম বিভাগে এইচএসসি পাস করেন। পরবর্তীতে তিনি রংপুর সরকারি কলেজ থেকে বিকম পাস করেন।

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি নিজের জীবন বাজি রেখে হানাদার বাহিনীর হাত থেকে দেশকে মুক্ত করেন। সরফুদ্দীন আহমেদ ঝন্টু ৮০ দশকের শুরু থেকে রাজনীতিতে জড়িত।

তার দীর্ঘ রাজনীতি জীবনে তিনি ধীরে ধীরে মাঠ পর্যায় থেকে ১৯৮৭ সালে প্রথম উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন এবং ১৯৮৭ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

এরপর ১৯৯২ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত রংপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন ১৯৯৬ সালে তিনি এরশাদের জাতীয় পার্টি থেকে রংপুরের গঙ্গাচড়া আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।২০১২ সালে রংপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে তিনি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে দেশের দশম সিটি করপোরেশনের রংপুরের প্রথম মেয়র নির্বাচিত হন এবং দ্বিতীয়বারে রসিক নির্বাচনে আওয়ামিলীগ প্রার্থী হিসেবে নির্বাচন করলে বর্তমান মেয়র জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফার কাছে পরাজিত হন।

একটানা ২৬ দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০১৮ সালে ২৫ শে ফেব্রুয়ারি বিকাল সাড়ে তিনটায় মৃত্যুর কাছে হার মানে বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহমেদ ঝন্টু।

তিনি রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন। তার মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর।তিনি স্ত্রী ও একমাত্র ছেলে সন্তানসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন। তিনি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর তাকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকায় নেয়া হয়েছিল।

Yasir Arafat Shuvo

নবীন উদ্যোক্তা সম্মাননা -২০২১ এ সেরা ৪০ জন উদ্যোক্তাদের মধ্যে আমাদের কৃষি বাজার  স্থান পেয়েছেন। কৃষি বাজার এর চেয়ারম্যান...
25/02/2022

নবীন উদ্যোক্তা সম্মাননা -২০২১ এ সেরা ৪০ জন উদ্যোক্তাদের মধ্যে আমাদের কৃষি বাজার স্থান পেয়েছেন। কৃষি বাজার এর চেয়ারম্যান মোঃ গাউসুল আজম টুটুল এর হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাওলানা শায়খ আহমাদুল্লাহ।

এই সম্মাননা কৃষি বাজার এর জন্য অনেক বড় পাওয়া। এই সম্মাননা গুলো আমাদের আরও ভালো ভালো কাজ উপহার দেয়ার জন্য উৎসাহ দেয়।আমরা আরও ভালো কাজ করতে চাই আপনাদের সাপোর্ট আমাদের আরও সাহস যোগাচ্ছে।

16/02/2022

সদ্য সংবাদঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করার অভিযোগে রংপুর সিটি মেয়র মোস্তফাকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম আওয়ামী লীগের।

 #শোক_সংবাদঃ #ইন্না_লিল্লাহি_ওয়া_ইন্না_ইলাইহি_রাজিউনঅত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ ও...
13/02/2022

#শোক_সংবাদঃ
#ইন্না_লিল্লাহি_ওয়া_ইন্না_ইলাইহি_রাজিউন

অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব মোঃ মসিউর রহমান রাঙ্গা এমপি মহোদয়ের সহধর্মিনী রাকিবা নাসরিন রাত ১২টায় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন, ঢাকা ইউনাইটেড হাসপাতালে লাইফ সার্পোটে থাকা অবস্থায় মারা গেলেন।।

বার্তা প্রেরক
মোঃ শাহিন হোসেন জাকির
ব্যক্তিগত সহকারী জাতীয় সংসদের
বিরোধী দলীয় চিফ হুইপ,

10/02/2022

সদস্য সংবাদঃ
আগামী ১৩ ফেব্রুয়ারি রোববার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

09/02/2022

সেই সাহসী বোনের সাক্ষাতকার।
যার "আল্লাহু আকবর" ধ্বনিতে প্রকম্পিত হচ্ছে সারা দুনিয়া।

স্যালুট বোন তোমায়।
একদিন সারা দুনিয়া আল্লাহু আকবর ধ্বনিতে জয় হবে, ইনশাআল্লাহ ....

#আল্লাহু_আকবার
ভারতের প্রতিবাদী বোন "মুসকান খান"-এর সাক্ষাৎকারের বাংলা অনুবাদ।

ভারতের অত্যন্ত প্রভাবশালী টেলিভিশন NDTB এর কার্যনির্বাহী সম্পাদক ও প্রধান সংবাদ উপস্থাপক বিশ্নু সম ( Vishnu Som) আজকে কার্নাটাকা এর সেই লড়াকু বোন বিবি মুসকান খাঁন এর একটি সাক্ষাতকার নিয়েছেন।

স্নেহের ছোট ভাই Anwer Ahmed অনুবাদ করেছে। অসংখ্য ধন্যবাদ।

#সাক্ষাতকারটি হুবহু তুলে ধরা হলো।

উপস্থাপক: আমরা দেখেছি অত্যন্ত লড়াকু একজন কলেজ ছাত্রী বিবি মুসকান খাঁন এর বিডিও যে কর্নাটকের (ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় একটি প্রদেশ) এর মান্ডীয়ার (কর্নাটকের একটি জেলা) বাসিন্দা। সে আমাদের সাথে কথা বলতে যোগ দিয়েছে। বিবি! ধন্যবাদ তোমাকে আমাদের সাথে কথা বলতে যোগ দেওয়ার জন্য।
আচ্ছা, তুমি তো সেখানে একদম একাকী ছিলে (বিডিওতে)। আচ্ছা, কেন তুমি ভীত ছিলে না যখন তুমি তোমার আশেপাশের নিগ্রহের মোকাবিলা একাই করছিলে?

বিবি মুসকান খাঁন: হ্যাঁ স্যার!

উপস্থাপক: তুমি কি কিছুটা ভীত ছিলে যখন তুমি ঐ সকল যুবকদের (এমন লোক যারা লাল গামছা পড়েছিল) দ্বারা বেষ্টিত ছিলে?
বিবি মুসকান খাঁন: আসলে আমি ভীত ছিলাম না (আল্লাহু আকবার)। আমি এসাইনমেন্ট জমা দেওয়ার জন্য কলেজে প্রবেশ চেষ্টা করছিলাম এবং তারা (যুবেকেরা) আমাকে কলেজে প্রবেশ করতে দিচ্ছিলো না একারণে যে আমি বোরকা পরছিলাম।
উপস্থাপক: ঠিক আছে।
বিবি মুসকান খাঁন: অতপর আমি যে কোন ভাবেই হোক ভিতরে প্রবেশ করলাম এর অমনি তারা 'জয় শ্রী রাম, ....... , ....." বলে চিৎকার দিতে শুরু করলো। (এর প্রতিবাদে) আমি 'আল্লাহু আক্ববার' বলে ধ্বনিত করলাম।

উপস্থাপক: মুসক্বান! তুমি কি তাদের পূর্বে দেখেছো কিংবা তারাকি একই প্রতিষ্ঠানের ছাত্র? ........
উপস্থাপক: আমি তোমার থেকে জানতে চাচ্ছি যে তুমি কি তাদের পূর্বে দেখেছো নাকি এরা বহিরাগত?

বিবি মুসকান খাঁন: কিছু কলেজের ছিলো যা 10% এর মতো হবে এবং সকলেই বহিরাগত ছিলো। আমাদের প্রিন্সিপাল এবং সকল শিক্ষক আমাকে সাহায্য করেছেন।

উপস্থাপক: (ঢিভি পর্দায়দেখিয়ে) আচ্ছা মুসক্বান! আমরা একটা পর্যায়ে দেখতে পাচ্ছি যে তুমি কলেজে ঢুকতেছো। এটা কি তখন, যখন প্রিন্সিপাল এবং শিক্ষকেরা সম্ভবতো তোমাকে রক্ষা করতেছেন যাতে (উন্মত্ত যুবকদের) কেউ তোমাকে আঘাত করতে না পারে?

বিবি মুসকান খাঁন: ঠিক বলেছেন স্যার, প্রিন্সিপাল এবং অন্যান্য সকল শিক্ষক আমার নিরাপত্তা নিশ্চিত করেছেন যাতে, ঐ সকল (বখাটে) তরুণ যারা আমাকে ঘিরে 'জয় শ্রী রাম" ও অন্যান্য খারাপ শব্দ দ্বারা হুমকি দিচ্ছিলো, তাদের কেউ আমাকে আঘাত করতে না পারে।

উপস্থাপক: মুসক্বান! তুমি কি সব সময় বোরকা কিংবা হিজাব পরিধান করো এই কলেজে?

বিবি মুসকান খাঁন: অবশ্যই স্যার, যখন থেকে আমি পড়াশোনা করতেছি তখন থেকে আমি বোরকা ও হিজাব পরিধান করতে অভ্যস্ত (আলহামদুলিল্লাহ!!!)। আর যখন আমি ক্লাসে যাই ( এখানে বুঝানো হচ্ছে যখন মুসক্বান তাঁর ক্লাসে প্রবেশ করে) তখন বোরকা খুলে শুধুই হিজাব পরি।

বি.দ্র.: শালিন পোষাক পরে সমস্ত দেহ আবৃত করে হিজাব (নিকাব) পরলে মেয়েদের পর্দা হয়ে যাবে। যদিও বাইরে ঢিলেঢালা বোরকা পরাই উত্তম। আর ক্লাসের পরিবেশে শালিন পোশাকের সহিত হিজাব পর্দার সমস্ত হক্ব আদায়ে সক্ষম ইনশাআল্লাহ।

উপস্থাপক: আচ্ছা, তাহলে হিজাব কি প্রাতিষ্ঠানিক পোষাক নাকি এটা (শুধু) অনুমোদিত?

বিবি মুসকান খাঁন: হ্যা স্যার! এটা আমাদের অংশ (এর দ্বারা সে হয়তো সে কলেজে হিজাবের বৈধতার প্রতি ইঙ্গিত দিয়েছে।) প্রকৃতপক্ষে প্রিন্সিপাল কিছুই বলেন নি (বুরকার ব্যাপারে)। ঐ বহিরাগতরা এগুলো (মুসলিম মেয়ে শিক্ষার্থীদের তাঁদের অত্যাবশ্যকীয় পোষাক বোরকা না পরতে বাধ্য করণে) শুরু করেছে।

উপস্থাপক: আচ্ছা তাহলে তুমি আমাকে একটু বুঝতে দাও। তুমি বোরকা পরে সাধারণত (বাড়ি থেকে) কলেজে যেতে এবং বোরকা খুলে শুধু ক্লাস রুমে হিজাব পরতে এবং কেউ কিছুই তোমাকে বলেনি এবং অতীতে এটা কখনই কোন সমস্যা ছিলো না।

বিবি মুসকান খাঁন: আসলে গতকাল থেকে এটা শুরু হয়েছে এবং এখানে (যুবকদের) আক্রুশের কারণে
প্রিন্সিপাল আমাদের বলেছেন যে (বোরকা) না পরে আসাটাই ভালো হবে। আজ তিনি আমাকে রক্ষা করেছেন অন্যান্য শিক্ষকদের মতো এবং ঐখানে 10% ছাড়া সকলেই বহিরাগত ছিলো।

উপস্থাপক: তুমি যদি বোরকা পরে পড়াশোনা চালিয়ে যেতে অনুমতি না পাও, তাহলে কি তুমি হিজাব পরিধান করবে?
তুমি কি একই জায়গায় পড়াশোনা চালিয়ে যাবে নাকি তুমি তোমার সংগ্রাম চালিয়ে যাবে?

বিবি মুসকান খাঁন: আমরা পড়াশোনা চালিয়ে যাবো এবং আমরা আমাদের হিজাব ও পরিধান করবো (ইনশাআল্লাহ)। কেননা এটা একজন মুসলিম মেয়ের অংশ (আল্লাহু আক্ববার)!

উপস্থাপক: ঠিক বলেছো। তাহলে তুমি তোমি প্রতিবাদ চালিয়ে যাবে যদি তোমাকে বোরকা পরতে অনুমতি না দেওয়া হয়?

বিবি মুসকান খাঁন: হ্যাঁ হ্যাঁ।

উপস্থাপক: তুমি কি তোমার আশেপাশের অন্যান্য ধর্মের লোকদের বা বন্ধুদের , বিশেষত হিন্দু, কাছ থেকে কোনরূপ সাহায্য পেয়েছিলে?

বিবি মুসকান খাঁন: (সে কলেজে গিয়ে দেখলো) সকলেই ক্লাসে আছে এবং ঐসব যুবেকেরা দাঁড়িয়ে আছে। আমি মনে করেছিলাম এরা বহিরাগত এবং (ঘটনার পরিপ্রেক্ষিতে) প্রিন্সিপাল ও শিক্ষককেরা আমাদের রক্ষা করেছেন।

উপস্থাপক: তোমার কলেজের বন্ধুদের সম্পর্কে কিছু বলো। এখানে কি অন্য কেউ ছিলো?

বিবি মুসকান খাঁন: আমার পূর্বে পাঁচজন মুসলিম ছাত্রী এসেছিলো কলেজে প্রবেশ করতে এবং তাঁরা সকলেই কাঁদতেছিলো কারণ একই ঘটনা তাঁদের সাথে ঘটেছিলো (ইন্না নিল্লাহ!)।

উপস্থাপক: তাঁদের সাথে কি ঘটেছিল?

বিবি মুসকান খাঁন: তাঁদেরকে ভিতরে আসতে দেওয়া হচ্ছিল না। তাঁদের বলা হয়েছিলো বোরকা খুলো অন্যতায় ঘরে চলে যাও। তোমদের এই কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে না।

উপস্থাপক: মুসক্বান, তোমাদের সাথে যা ঘটেছিল তাতে কি তোমাদের হিন্দু বন্ধুরা এর প্রতিবাদ করছিলো এবং বলেছিলো যে এগুলা বেহুদা তর্জন-গর্জন তোমরা এগুলা বাদ দাও?

বিবি মুসকান খাঁন: তাঁরা আমাদের সহায়তা করেছে এবং বলেছে যে এটা তোমাদের ধর্ম সুতরাং তোমারা তোমাদের ধর্ম পালন করো আর আমরা আমাদের ধর্ম পালন করি।

উপস্থাপক: তুমি কি এখন উদ্বিগ্ন? আমি বুঝাতে চাচ্ছি যে এখন নিশ্চয়ই তোমার কিছুটা দুশ্চিন্তা করার কথা। নাকি তুমি কোন ধরণের অনিরাপদ বোধ করতেছো না?

বিবি মুসকান খাঁন: না স্যার। আমি কোন ধরণের অনিরাপদ বোধ করতেছি না। সকল থেকে এখন পর্যন্ত সকল পুলিশ এবং অন্যান্য যারা এসেছেন, তাদের সকলেই বলতেছে যে আমরা সকলেই তোমার সাথে আছি। সুতরাং আমার দুশ্চিন্তার কোন কারণ নেই (আলহামদুলিল্লাহ)।

উপস্থাপক: মুসক্বান, তোমার অগ্রাধিকার হচ্ছে তোমার শিক্ষা। তুমি কি মনে করো যে শেষপর্যন্ত এটাই অস্বীকার করা হচ্ছে।

বিবি মুসকান খাঁন: হ্যা স্যার। আমাদের অগ্রাধিকার হচ্ছে আমাদের শিক্ষা এবং তারা (উন্মাদ এবং লেলিয়ে দেওয়া যুবকেরা) শুধু এক টুকরো কাপড়ের জন্য আমাদের শিক্ষাকে ধ্বংস করে দিচ্ছে।

উপস্থাপক: (কিছু মনে করবে না) আসলে আমার জানার আগ্রহ থেকে জানতে চাচ্ছি যে তুমি কিসে পড়াশোনা করো মুসক্বাদ?

বিবি মুসকান খাঁন: স্যার, আমি BCM এর (Bachelors of Commerce) দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতেছি।

উপস্থাপক: আচ্ছা, তাহলে তুমি BCM এর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী?

বিবি মুসকান খাঁন: জি স্যার।

উপস্থাপক: শুভকামনা তোমার পড়াশোনার জন্য। আশাকরি তোমার আশেপাশের সকল উন্মত্ততা একটি সমাপ্তিতে আসবে এবং পরিশেষে তুমি তোমার পড়াশোনায় মনোযোগ দিবে। আর এটাই (শিক্ষা) হচ্ছে তা যেথায় আমাদের সকলের থাকা (মনোযোগ দেওয়া) উচিত। আর তোমাকে তোমার বীরত্বের জন্য ধন্যবাদ।

বিবি মুসকান খান: আপনাকেও ধন্যবাদ।

07/02/2022

সদ্য সংবাদঃ
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় ১৭ টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করে জামায়াত- ৭টি, স্বতন্ত্র- ৪টি, নৌকা- ৩টি, বিএনপি- ৩টি করে চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছে।

31/01/2022

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার মামলার রায় ঘোষণা করা হয়েছে। এতে বরখাস্ত ওসি প্রদীপ ও এসআই লিয়াকতকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে

25/01/2022

আধুনিক মালেয়শিয়ার রূপকার ডঃ মাহথির মোহাম্মদ ইন্তেকাল করেনি।
সম্পুর্ন সংবাদ টি মিথ্যা ছিলো এজন্য আন্তরিক ভাবে দুঃখীত।

24/01/2022

রংপুর চিকলি বিল এলাকা চাষাবাদের জন্য তিন বছরের লিজ নিয়ে অবৈধভাবে ওয়াটার পার্ক তৈরি করা হয়েছে, উচ্ছেদের জন্য মন্ত্রনালয়ে চিঠি দেওয়া হয়েছে- মেয়র

24/01/2022

রংপুর কোতোয়ালি থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রুহি (১৯) নামে এক তরুণীর মৃত্যু। পুলিশ বলছে, ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন রুহি।

23/01/2022

🛑সরাসরি🛑
তিস্তা সেতু, কাউনিয়া, রংপুর। থেকে।

19/01/2022

করোনার সংক্রমণের বেড়ে যাওয়ায় অবিলম্বে সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩০ দিনের জন্য বন্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

14/01/2022

আগামীকাল থেকে রংপুরে সাত দিন ব্যাপী নাট্য উৎসব শুরু।
সাধারণ মানুষের প্রশ্ন,তাহলে বিধিনিষেধ কিসের জন্য? নাকি করোনা 'নাট্যবিধি' মেনে চলে?

13/01/2022

#ভ্যাকসিন_নিবেন_না
#মাক্স_পড়বেন_না
একদল চিকিৎসক বলেছেন।
কেন বলেছেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন।
এই ডাক্তারের যুক্তি গুলো
আপনারা কিভাবে মুল্যায়ন করবেন?

🎥 DNN BENGALA NEWS INDIA

10/01/2022

রংপুরের ময়নাকুটি কোল্ড ষ্টরেজ এর পাশে আগুন লেগেছে।
প্রাথমিক ভাবে ধারনা বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, আগুন নিভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট, আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে।

10/01/2022

আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতা থেকে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ জন মাদ্রাসার ছাত্র নিহত। ইন্না-লিল্লাহি-ওয়াইন্না-ইলাইহি-রাজিউন

Address

Rangpur City

Alerts

Be the first to know and let us send you an email when গংগাচড়া টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category