Hla may sing marma

Hla may sing marma I am Hla may sing marma . now I am working freelancer as digital marketing

আমাদের সময় খুব সীমিত এই সীমিত সময় কে অবহেলা না করে আমদের উচিত প্রত্যেক মানুষ নিজে পরিশ্রম করে নিজে ইনকাম করা। দেশের দি...
06/02/2024

আমাদের সময় খুব সীমিত এই সীমিত সময় কে অবহেলা না করে আমদের উচিত প্রত্যেক মানুষ নিজে পরিশ্রম করে নিজে ইনকাম করা। দেশের দিন দিন বেকার সংখ্যা বাড়ছে কিন্তু তারা জানেনা কিভাবে নিজেকে দক্ষতা অর্জন করে ইনকাম করতে হয় । শুধু সার্টিফিকেট পিছনে ছুটে থাকি আমরা, কিন্তু বর্তমানে সেই সার্টিফিকেট ও কোনো মূল্য দেই না । ডিগ্রী, মাস্টার পাস করেও বেকার দিন কাটাতে হয় । তাই আমরা সময় কে অবহেলা না করে, যে সময় থাকে সেই সময়ে নিজেকে দক্ষতা অর্জন করার চেষ্টা করা । ফ্রিল্যান্সিং শিখে আপনি দক্ষতা অর্জন করতে পারবেন, বিভিন্ন মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারবেন তাও আবার নিজ ঘরে বসে ।
কিন্তু ফ্রিল্যান্সিং শিখতে নির্দিষ্ট ফি থাকে, সেই নুন্যতম ফি দিয়ে আপনি ফ্রিল্যান্সিং শিখলে দেখবেন আপনি দক্ষতা হয়ে আর বেকার অবস্থা থাকতে হবে না ।

বর্তমানে যেকোনো জব এর ক্ষেত্রে দক্ষতা মানুষ খুঁজে এডুকেশন কমপ্লিট করেও দক্ষতা না থাকলে জব পাই না । তাই আপনি ও বেকার বসে না থেকে চলে আসুন আমাদের ফ্রিল্যান্সিং কোর্সে 👉

ফ্রিল্যান্সিং সম্পর্কে বিস্তারিত জানতে ইনবক্স করুন 🏵️





🤔 LinkedIn কি???🌏 👉 LinkedInএকটি social networking site।এটা মূলত পেশাজীবিরা ব্যবহার করে থাকে। এটি একটি ওয়েবসাইট যা মাইক...
06/02/2024

🤔 LinkedIn কি???🌏

👉 LinkedInএকটি social networking site।এটা মূলত পেশাজীবিরা ব্যবহার করে থাকে। এটি একটি ওয়েবসাইট যা মাইক্রোসফট এর অধীনস্থ। বিশ্বের ২০০ টি দেশের প্রায় ৭৪০ মিলিয়নেরও বেশি পেশাদাররা তাদের কর্মজীবন ও ব্যবসায় বিকাশের জন্য LinkedIn ব্যবহার করে থাকেন।

✅ বর্তমানে পেশাজীবিদের জন্য LinkedIn সবচেয়ে বড় এবং জনপ্রিয় নেটওয়ার্কিং সাইট হিসেবে পরিচিত। লিংকড-ইন সম্পূর্ণ পেশাজীবিদের জন্য যা কিনা ব্যক্তির কর্মজীবনকে তুলে ধরে। এখানে সিভি এর মতো ক্যারিয়ার অবজেক্ট, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এক্সপেরিয়েন্স সব ই দেওয়া যায়।📝

✅ এছাড়া এখন বেশিরভাগ ন্যাশনাল / ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানগুলো LinkedIn এ জব সার্কুলার পোস্ট করে থাকে।কোনো ব্যক্তির প্রোফাইলের ব্যাকগ্ৰাওন অনুযায়ী অর্থাৎ নিজের পেশা বা দক্ষতা অনুযায়ী নোটিফিকেশন চলে যাবে।যেহেতু এটা প্রফেশনালদের একটা প্লাটফর্ম, এখান থেকে প্রচুর প্রফেশনাল সাজেশন পাওয়া যায় যা ক্যারিয়ারকে সমৃদ্ধ করতে সাহায্য করে।🤵

🤔 একজন স্টুডেন্ট কি LinkedIn ব্যবহার করা যাবে??😱

✅ অবশ্যই!! আপনি যদি স্টুডেন্টও হন, যার এখনই চাকরির প্রয়োজন নেই, তা সত্বেও আপনার LinkedIn প্রোফাইল থাকাটা ভালো।যদি আপনার প্রোফাইল টা তৈরি করা থাকে,তাহলে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কানেক্ট থাকতে পারবেন যা আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে বিরাট ভূমিকা রাখবে।কারন এখানে আপনি প্রফেশনাল ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে খুব সহজে কানেক্ট থাকতে পারছেন যা অন্যান্য Social Site এ সম্ভব না।💯

29/01/2024

ছোটবেলা থেকেই জেনে আসছি শেখার কেনো শেষ নেই👈💁‍♂️
ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটি বিষয় যা শিখে শেষ করা সম্ভব না🤷‍♂️
কিন্তু কোনো একটি নির্দিষ্ট বিষয় কে ফলো করে আমরা কাজ করতে পারি✅
ফ্রিল্যান্সিং জগতে অনেক ধরনের দক্ষতা রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়েব ডিজাইন ইত্যাদি🤷‍♂️👈
তবে,
বর্তমান অনলাইন প্লাটফর্মে ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ড সবচেয়ে বেশি💁‍♂️💵
আপনি চাইলে এই সেক্টর এর মাধ্যমে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কে এগিয়ে নিয়ে যেতে পারেন💵✅



29/01/2024

আমাকে অনেকেই বলেন আপু আমার তো টাকা নেই আমি কিভাবে ফ্রিল্যান্সিং শিখবো?
প্রথমত আমাদের টাকা নেই বলেই আমরা টাকা ইনকামের স্বপ্ন দেখি।
টাকা থাকলে তহ কেউ আর ইনকাম জন্য কাজ করতো না , টাকা শুরুতেই যে থাকবেনা এটাই স্বাভাবিক। ✅

দ্বিতীয়ত, যেকোনো স্কিলস এর জন্য আপনাকে ইনভেস্ট করতেই হবে, যেমনটি আপনি পড়াশোনার জন্য ১৮-২০ বছর ধরে করে আসছেন। তেমন ফ্রিল্যান্সিংও একটি স্কিল, যেটা একবার শিখে গেলে কাজ করতে আপনার কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট লাগবেনা।তাই সময় নষ্ট না করে এখন ডিসিশন নেই ।

সবাই বলে যে, ফ্রিল্যান্সিং শিখতে কি টাকা দিতে হয় ?? হ্যা , আপু বা ভাইয়া অবশ্যই টাকা দিতে হয় ।কারণ, ফ্রিল্যান্সিং এমন ...
27/01/2024

সবাই বলে যে, ফ্রিল্যান্সিং শিখতে কি টাকা দিতে হয় ??
হ্যা , আপু বা ভাইয়া অবশ্যই টাকা দিতে হয় ।
কারণ, ফ্রিল্যান্সিং এমন একটি কাজ যা শিখে আপনি ফিউচারে অনেক টাকা ইনকাম করতে পারবেন । ফ্রিল্যান্সিং শিখার সময় যত টাকা দিতে হয় তার দ্বিগুণ আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি সব কাজ ঠিক থাক মত করেন 🏵️🏵️
আমরা স্টাডি করে টাকা খরচ করে ফেলি অথচ কখনো ভাবিনা যে স্টাডি পাশাপাশি নিজেকে দক্ষতা করে তোলার আর নিজে ইনকাম করে স্টাডি করার ।
ফ্রিল্যান্সিং মাধ্যমে আপনি স্টাডি পাশাপাশি নিজে ইনকাম করতে পারবেন 💪
আমরা স্টাডি জন্য অনেক টাকা খরচ করি অথচ কয়েকমাস ফ্রিল্যান্সিং শিখে নিজেকে দক্ষতা করে তোলে ফিউচারের অনেক ইনকাম করতে পারবে সেটা কেউ চিন্তা করেন না । তাই আমদের সবার উচিত স্টাডি পাশাপাশি কিছু করতে চেষ্টা করার তাহলে নিজের ফিউচার সুন্দর হবে 🌼🌼

তাই আমি বলবো , যারা বেকার আছেন তারা নিজেকে দক্ষতা করে গড়ে তোলার চেষ্টা করেন ।
আর যদি আপনারা কেউ ফ্রিল্যান্সিং শিখতে চান বা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে চান তাহলে আমাকে ইনবক্স করেন আমি আমার দক্ষতা দ্বারা চেষ্টা করবো বিস্তারিত ভাবে বুঝিয়ে দেওয়া ❤️❤️

23/01/2024

_প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানোর পর বিয়ে করা উচিত। তাতে সমাজ বলুক না "এ মা, এতো দেরিতে এ বিয়ে করছিস"।

_বিয়েটাই জীবনের শেষ পরিণতি নয়। 20-21 বছর বয়সে জীবনটা শুরু হয়। জীবনের কিছুটা বছর শুধু নিজের ওপরই ইনভেস্ট করা উচিত। নাহলে দশ-কুড়ি বছর পর কেউ এসে খোঁটা দিতেই পারে। দু’পয়সা ইনকাম করে দেখাও"। তখন আফসোস থাকবে,রাগ আসবে,সম্পর্কে বিভেদ আসবে,কিন্তু সময়! সময় ফিরে আসেনি কখনো, ফিরবেওনা।

23/01/2024

মেয়েদের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে কর্মজীবন।
পড়ালেখা শেষ করে বেশিভাগ মেয়ে ইচ্ছা থাকার পরও কর্মজীবনে আসতে পারেনা।
এমতবস্তায় এমন একটা _প্রোফেশন_ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।🤲🏻
যেখানে স্টুডেন্টরা চাইলে তাদের পড়াশোনা ঠিক রেখে কাজ করতে পারবে এবং Home Maker বা মা-বোনরা চাইলে তাদের সংসার ঠিক রেখে সংসারের কাজের পাশাপাশি কাজ করতে পারবে।🖤
ঠিক এমন একটা প্রফেশনের নাম হচ্ছে (ফ্রিল্যান্সিং‌ বা অনলাইন প্রফেশন)
সহজে জেতার আনন্দ কোথায়?
বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততোই বাঁধভাঙ্গা।

marma

22/01/2024

♦ফ্রিল্যান্সিং কি?
যারা ফ্রিল্যান্সিং করতে চায় কিংবা ফ্রিল্যান্সিং নিয়ে জানতে চায় তাদের অনেকেরই ফ্রিল্যান্সিং সম্পর্কে সঠিক ধারনা থাকে না।

♦ফ্রিল্যান্সিং কি?
Ghoori learning এর মতে “ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন”।

22/01/2024

👉 চাকরি নয়, ফ্রিল্যান্সার হও👈

🗣️ পড়াশুনা এবং চাকরির পাশা-পাশি অবসর সময়টা কাজে লাগিয়ে ঘরে বসে ইনকাম করার নামই ফ্রিল্যান্সিং।

💁 আমরা জানি ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মুক্ত পেশা। অনেকের বাসার পাশে অনেক ফ্রিল্যান্সার আছে। যারা মাসে লক্ষ লক্ষ টাকা ফ্রিল্যান্সিং করে ইনকাম করে কিন্তু অনেকেই জানিনা এই ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয় এবং কিভাবে ফ্রিল্যান্সিং করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। এইসব বিষয়ে যারা রিয়েলি সঠিক গাইডলাইন পেতে চান।

তারা ইনবক্স করতে পারেন।আমার পক্ষ থেকে সর্বোচ্চ সাহায্য করবো ।

My service is logo design❤️❤️❤️
21/01/2024

My service is logo design❤️❤️❤️

Digital marketing ❤️❤️
21/01/2024

Digital marketing ❤️❤️

  disign
07/01/2024

disign

  marketer❤️❤️
05/01/2024

marketer❤️❤️

❤️❤️
01/11/2023

❤️❤️

21/10/2023
❤️
18/10/2023

❤️

Curriculum vitae ❤️
17/10/2023

Curriculum vitae ❤️

Right 👍
16/10/2023

Right 👍

Our national flag is Bangladesh ❤️
12/10/2023

Our national flag is Bangladesh ❤️

😔😔
12/10/2023

😔😔

Address

Rangamati

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hla may sing marma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hla may sing marma:

Videos

Share