17/05/2023
রাঙ্গামাটি জেলা পরিচিতি♥
১০টি উপজেলা, ১২টি থানা, ২টি পৌরসভা, ৫০টি ইউনিয়ন, ১৫৯টি মৌজা, ১৩৪৭টি গ্রাম ও ১টি সংসদীয় আসন নিয়ে গঠিত।
♣রাঙ্গামাটি জেলায় মোট ১০টি উপজেলা রয়েছে। উপজেলা "প্রশাসনিক থানা" আওতাধীন এলাকাসমূহঃ
[০১]কাউখালী উপজেলা
-
# কাউখালী থানা-
ইউনিয়ন (৪টি): বেতবুনিয়া, ফটিকছড়ি, ঘাগড়া এবং কলমপতি
[০২] কাপ্তাই উপজেলা-
# চন্দ্রঘোনা থানা-
ইউনিয়ন (২টি): চন্দ্রঘোনা এবং রাইখালী
# কাপ্তাই থানা-
ইউনিয়ন (৩টি): চিৎমরম, কাপ্তাই এবং ওয়াজ্ঞা
[০৩]জুরাছড়ি উপজেলা-
# জুরাছড়ি থানা-
ইউনিয়ন (৪টি): জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং এবং দুমদুম্যা
[০৪] নানিয়ারচর উপজেলা -
# নানিয়ারচর থানা-
ইউনিয়ন (৪টি): সাবেক্ষ্যং, নানিয়ারচর, বুড়িঘাট এবং ঘিলাছড়ি
[০৫]বরকল উপজেলা -
# বরকল থানা-
ইউনিয়ন (৫টি): সুবলং, বরকল, আইমাছড়া, ভূষণছড়া এবং বড় হরিণা
[০৬]বাঘাইছড়ি উপজেলা -
# বাঘাইছড়ি থানা-
পৌরসভা (১টি): বাঘাইছড়ি
ইউনিয়ন (৭টি): সারোয়াতলী, খেদারমারা, বাঘাইছড়ি, মারিশ্যা, রূপকারী, বঙ্গলতলী এবং আমতলী
# সাজেক থানা-
ইউনিয়ন (১টি): সাজেক
[০৭]বিলাইছড়ি উপজেলা -
# বিলাইছড়ি থানা-
ইউনিয়ন (৪টি): বিলাইছড়ি, কেংড়াছড়ি, ফারুয়া এবং বড়থলি
[০৮]রাঙ্গামাটি সদর উপজেলা -
# কোতোয়ালী থানা-
পৌরসভা (১টি): রাঙ্গামাটি
ইউনিয়ন (৬টি): জীবতলী, মগবান, সাপছড়ি, কুতুকছড়ি, বন্দুকভাঙ্গা এবং বালুখালী
[০৯]রাজস্থলী উপজেলা -
# রাজস্থলী থানা-
ইউনিয়ন (৩টি): ১. ঘিলাছড়ি,. গাইন্দ্যা এবং ৩. বাঙ্গালহালিয়া
[১০]লংগদু উপজেলা -
# লংগদু থানা-
ইউনিয়ন (৭টি): আটারকছড়া, কালাপাকুজ্যা, গুলশাখালী, বগাচতর, ভাসান্যাদম, মাইনীমুখ এবং লংগদু
@(তথ্য সূত্র-Wikipedia)