Aviram tech BD

Aviram tech BD your favorite products are here

06/09/2022

★সময় খুবই মূল্যবান জিনিস। এটিকে সদ্ধ্যবহার করতে শিখুন।পৃথিবীর সকল মানুষের কাছে সারাদিনে ২৪ ঘন্টায় সময় থাকে। আপনার কাছেও ঠিক ২৪ ঘন্টায় আছে।আপনি সে ২৪ ঘন্টাকে কোথায়,কিভাবে ব্যবহার করবেন সেটা আপনার চিন্তার উপর নির্ভর করে।অনেকে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে,অ্যান্ড্রুয়েড গেমস খেলে অথবা ফেসবুকে চ্যাটিং করে,নিউজ ফিডে ঘুরে ২৪ ঘন্টা পার করে দেই।আবার অনেকে কৃষিকাজে,ভ্রমণে,পার্কে এইদিক-সেদিক ঘুরে তাদের ২৪ ঘন্টা পার করে দেই। আপনি যদি চান এই ২৪ ঘন্টাকে বিছানায় শুয়ে শুয়ে পার করে দিতে পারেন।আবার কোনো মহৎ কাজেও ব্যয় করতে পারেন।।
ωπιττεη вү Avɩ

▶️★যতদিন পর্যন্ত বেকার অবস্থায় থাকবে আপনাকে কেউ মূল্যায়ন করবে না।
★আপনার প্রয়োজনে কেউ আপনাকে সাহায্য করবে না।
★এগিয়ে যাওয়ার জন্য আপনাকে কেউ উৎসাহ দিবেনা।সুযোগ পেলে আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে।
★বিশেষ কোনো প্রয়োজন ছাড়া বাইরে কোথাও যাওয়া ঠিক নয়।হোক সেটা যতই আপনজনদের বাড়ি।
★মানুষ আপনাকে ঠিক তখনি সম্মান করবে,মূল্যায়ন করবে,যখন আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।এর আগে নয়।
★বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন,পাড়ার প্রতিবেশী এমনকি পৃথিবীর কেউ আপনাকে মূল্যায়ন করবে না,,যদি আপনি সাধারণ মানুষ হয়ে থাকো।
ωπιττεη вү Avɩ

06/09/2022

★সময় খুবই মূল্যবান জিনিস। এটিকে সদ্ধ্যবহার করতে শিখুন।পৃথিবীর সকল মানুষের কাছে সারাদিনে ২৪ ঘন্টায় সময় থাকে। আপনার কাছেও ঠিক ২৪ ঘন্টায় আছে।আপনি সে ২৪ ঘন্টাকে কোথায়,কিভাবে ব্যবহার করবেন সেটা আপনার চিন্তার উপর নির্ভর করে।অনেকে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে,অ্যান্ড্রুয়েড গেমস খেলে অথবা ফেসবুকে চ্যাটিং করে,নিউজ ফিডে ঘুরে ২৪ ঘন্টা পার করে দেই।আবার অনেকে কৃষিকাজে,ভ্রমণে,পার্কে এইদিক-সেদিক ঘুরে তাদের ২৪ ঘন্টা পার করে দেই। আপনি যদি চান এই ২৪ ঘন্টাকে বিছানায় শুয়ে শুয়ে পার করে দিতে পারেন।আবার কোনো মহৎ কাজেও ব্যয় করতে পারেন।।
ωπιττεη вү Avɩ

️★যতদিন পর্যন্ত বেকার অবস্থায় থাকবে আপনাকে কেউ মূল্যায়ন করবে না।
★আপনার প্রয়োজনে কেউ আপনাকে সাহায্য করবে না।
★এগিয়ে যাওয়ার জন্য আপনাকে কেউ উৎসাহ দিবেনা।সুযোগ পেলে আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে।
★বিশেষ কোনো প্রয়োজন ছাড়া বাইরে কোথাও যাওয়া ঠিক নয়।হোক সেটা যতই আপনজনদের বাড়ি।
★মানুষ আপনাকে ঠিক তখনি সম্মান করবে,মূল্যায়ন করবে,যখন আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।এর আগে নয়।
★বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন,পাড়ার প্রতিবেশী এমনকি পৃথিবীর কেউ আপনাকে মূল্যায়ন করবে না,,যদি আপনি সাধারণ মানুষ হয়ে থাকো।
ωπιττεη вү Avɩ★সময় খুবই মূল্যবান জিনিস। এটিকে সদ্ধ্যবহার করতে শিখুন।পৃথিবীর সকল মানুষের কাছে সারাদিনে ২৪ ঘন্টায় সময় থাকে। আপনার কাছেও ঠিক ২৪ ঘন্টায় আছে।আপনি সে ২৪ ঘন্টাকে কোথায়,কিভাবে ব্যবহার করবেন সেটা আপনার চিন্তার উপর নির্ভর করে।অনেকে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে,অ্যান্ড্রুয়েড গেমস খেলে অথবা ফেসবুকে চ্যাটিং করে,নিউজ ফিডে ঘুরে ২৪ ঘন্টা পার করে দেই।আবার অনেকে কৃষিকাজে,ভ্রমণে,পার্কে এইদিক-সেদিক ঘুরে তাদের ২৪ ঘন্টা পার করে দেই। আপনি যদি চান এই ২৪ ঘন্টাকে বিছানায় শুয়ে শুয়ে পার করে দিতে পারেন।আবার কোনো মহৎ কাজেও ব্যয় করতে পারেন।।
ωπιττεη вү Avɩ

06/09/2022

○Let,,,,,,,,Never,,,,,,
Do not,,,,,,Kindly,,,,,,,Please,,,,,,Verb
= Imperative Sentence........... Command, order, advise, request, propose.

○A Subject & A Verb
= Simple Sentence

○Though, Although,,,,,, If, Unless,,,,
As, Since, Because,,,, Wh-word
= Complex Sentence

○Sub + Verb + Extension + Full Stop
= Assertive Sentence.......... Tell

○May/Long + Sub
= Optative Sentence..................Wish, Pray

○Independent Clause +
FANS BOY/Otherwise /Therefore /Not only.....But also +
Independent Clause
= Compound Sentence

○Question mark
= Interrogative sentence.................... Ask
○Exclamatory.................. Exclaim, Shout, Cry out.এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের। তবুও সময় যত চলে যাচ্ছে, বয়স যত বাড়ছে তার সাথে চিন্তাগুলো ও বেড়েই চলেছে। কি করব ভেবে পাচ্ছিনা। অন্ধকারে ঢিল ছুড়ার মতো আমি সিদ্ধান্তহীনতায় ভুগছি।
এখন অনেকে বলবে- নিজের লক্ষ্যের দিকে মূল ফোকাস রাখতে। কিন্তু আমি যদি বলি সেই লক্ষ্যটি হচ্ছে একটা 'যুদ্ধ' তাহলে কি বলবেন? হ্যাঁ সেই লক্ষ্যটি হচ্ছে একটা যুদ্ধ। আর যুদ্ধে অংশগ্রহণের জন্য প্রয়োজন হয় বিশেষ কিছু উপকরণ(অস্ত্র)। আর সেই উপকরণ যে বাইরের কোনো দেশ থেকে নিয়ে আসব সেটাও নেই। করোনার মতো মহামারী রোগ সব বিধস্ত করে দিয়েছে।
এখন অনেকে বলবে- যে আমি অজুহাত দেখাচ্ছি। কিন্তু নাহ!এটা সম্পূর্ণ ভুল। উপকরণের অভাবেই আমি পিছিয়ে যাচ্ছি, আত্মবিশ্বাস হারাচ্ছি।
এখন অনেকে বলবে- আমার স্বপ্নটা ছিল আকাশছোঁয়া(সীমার বাইরে)। কিন্তু নাহ! সেটাও আমি অস্বীকার করছি।কারণ- স্বপ্ন দেখতে নিষেধ নাই, স্বপ্ন দেখার অধিকার সবার আছে, স্বপ্ন ছাড়া কোনো পরিকল্পনা হয় না। আর পরিকল্পনাহীন জীবন হচ্ছে পশুর জীবনের মতো। আমরা মানুষ, আমাদের বিশ্লেষণ করার ক্ষমতা রাখি।
(সংক্ষেপিত)
প্রবাদ আছে - "কপালের লিখন না যায় খন্ডন"
সৌভাগ্য যদি হয়- "দেখা হবে বিজয়ের ময়দানে।"
লেখক
অভিরাম ত্রিপুরা....

06/09/2022

Non-violence is a supreme virtue
= অহিংসা পরম ধর্ম।
Example is better than precept
= উপদেশের চেয়ে দৃষ্টান্ত (উদাহরণ) ভাল ।
Fifth columnist = ঘরের শত্রু বিভীষণ ।
Think before you say anything definitely
= কোনোকিছু নিশ্চিত করে বলার পূর্বে ভেবে দেখো।
Please consider my issue/case
= দয়া করে আমার বিষয়টি বিবেচনা করে দেখবেন।
My existence is nothing without you
=আমার অস্তিত্ব বলে কিছু নেই তোমাকে ছাড়া।
At the top of = সর্বোচ্চ । For this = এইজন্য ।
Historical play = ঐতিহাসিক নাটক ।
Short stories = ছোট গল্প । Pen name = ছদ্মনাম।
Burst out = সজোরে কথা বলা/চিৎকার করা।
It should be remembered = মনে রাখতে হবে।
Not only this = শুধু তাই নয় ।
Considering the health aspect
= সাস্থ্যগত দিক বিবেচনায় ।
There is no substitute = কোনো বিকল্প নেই ।
A person must want = অবশ্যই একজন মানুষ চাইবে ।
The man was helpless = লোকটি অসহায় ছিল ।
Without saying a word = কোনো কথা না বলে ।
Nothing can be said = কোন কিছু বলা যাবে না ।
Due to lake of time = সময় স্বল্পতার জন্য ।
None can give the surety of anyone’s life
কেউ কারো জীবনের নিশ্চয়তা দিতে পারে না ।
Conscientious people never harm others
বিবেকবান মানুষরা কখনো অন্যের ক্ষতি করে না ।
Intention = উদ্দেশ্য, অভিপ্রায়। Smooth = মসৃণ ।
You have a lot of possibility
= তোমার অনেক সম্ভাবনা আছে ।
Nothing was inappropriate
= কোনোকিছুই অনুপযুক্ত ছিল না ।
It seems all = এটাই সব ।
I want a right decision
= আমি একটা সঠিক সিদ্ধান্ত চাই।
He is a near relation = তিনি নিকটাত্মীয় ।
What happened next = এরপর কি হলো ? ?
Your position is above his position
= তোমার অবস্থান তার অবস্থান থেকে উপরে ।
It is quite different = এটা সম্পূর্ণ আলাদা ।
Two minutes left = দুই মিনিট বাকি ।

গ্রামীণ জীবন
অভিরাম ত্রিপুরা
তোমার কোলে জন্ম নিয়ে ধন্য আমি মাগো,
জীবনের অর্থ বুঝার জন্য লোক-লোকান্তরে আমায় রাখো।
পাহাড়ের বুকে জন্ম আমার পাহাড়ের বুকে হোক মরণ,
যতদিন বাঁচি চেষ্টা করব ইতিহাস যেন রাখে স্মরণ।

06/09/2022

⏹️Word meaning -10

➡️Repeat - পুনরাবৃত্তি
➡️Property -সম্পদ
➡️Shine-উজ্জল
➡️Throw-নিক্ষেপ করা
➡️Stretch -প্রসারিত।
➡️Gather-জড়ো করা
➡️Determine- নির্দারন
➡️Arrange_ব্যবস্থা
➡️Opposite _বিপরীত
➡️ Term _শব্দ
➡️Deal...লেনদেন
➡️Particular....বিশেষ
➡️Smell-গন্ধ
➡️Rope-দড়ি
➡️Guide-কৌশল
➡️Similar_অনুরূপ⏹️Word meaning-10

➡️Compliances...ক্রমে
➡️প্রয়োগ করা...Apply, Fulfill, Answer, Square, Fit in etc.
➡️উচিত...Professing, Should,Advisible,Pointful,Just,Suitable, Proper, Right, Reasonable.
➡️প্রকাশ করা...Espress,Bring to light, Produce,Lay something open,Unlock, Uncover, Unfold.
➡️অর্থপ্রকাশ...Implecation,Exposition.
➡️বহিঃপ্রকাশ...Fishburger
➡️দুঃখ প্রকাশ...Regretted, Sorrow,Take on,Wail.যে ব্যক্তি ব্যবসায়ের উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছাতে চায়,তাকে অবশ্যই অভ্যাসের শক্তি এবং গুরুত্ব অনুধাবন করতে হবে।যেই অভ্যাস তাকে ধ্বংস করতে পারে সেই অভ্যাসকে পরিত্যাগ করতে হবে এবং যে অভ্যাস তার জীবন গড়ে দিবে এবং সাফল্য নিশ্চিত করবে সেই অভ্যাসগুলো গড়ে তুলতে হবে........জে.পল গেটি⏺️"আপনি বেশিরভাগ সময় যা চিন্তা করেন আপনি তাতেই পরিণত হবেন। "এটি চরম সত্য। তাই প্রতিদিন নতুন কিছু চিন্তা করুন।
প্রতিদিন সকালে উঠে নিজের লক্ষ্যের কথা ভাবুন। সারাদিন নিজের লক্ষ্যের কথা চিন্তা করুন। সন্ধ্যায় নিজের প্রধান লক্ষ্য অর্জনে কতদূর অগ্রসর হলেন তা নিয়ে পর্যালোচনা করুন।👉No smoke without fire-কারণ বিনা কার্য হয় না☝️☝️☝️
👉Any food is good enough when there is a famine-অকালে কী না খায়☝️☝️☝️

⏹️ Word meaning-10(daily)
➡️ Script..পরীক্ষার্থীর উত্তরপত্র
➡️ Blow..বাজানো
➡️ Bin..ময়লা,আবর্জনা ফেলার জায়গা
➡️ State..অবস্থা
➡️ As..হিসাবে
➡️ Which..যা
➡️ Continent..মহাদেশ
➡️ Claim..দাবি
➡️ Prepare..প্রস্তুত
➡️ Broad..বিস্তৃত
➡️ Require..প্রয়োজন
➡️ Get away (escape).. পলায়ন করা
➡️ Out and out (wholly).. সম্পূর্ণভাবে

02/07/2022

☝️
বলুন তো আমি কে?
যে সারাজীবন স্বপ্ন পূরণের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। চেষ্টা করতে করতে যে মানুষটা দেওয়ালের ভেদ থেকে গেছে, আমি সে। আমি আপনি একি। কিন্তু আমি আর কোনোভাবেই হারতে রাজি না। আমি জানি আপনিও না। আপনিও আমার মতো সফল হতে চান। আমরা মনে করি জীবনে শান্তি পাওয়াটাই আসল সুখ। কিন্তু না, টাকায় সব। টাকা মানুষের মাথা ঠান্ডা রাখে, ব্রেইন খুলে দেয় আর অভাব মানুষকে পাপের দিকে ঠেলে দেয়।
আপনার চোখে অনেক তৃষ্ণা। আমার আপনার মতোই তৃষ্ণা। তাই সেই তৃষ্ণা পূরণ করতে হবে। মাটিতে পড়ে গেলে হাঁটুতে ভর দিয়ে ওঠে দাড়াতে হবে। আমি না দাঁড়ালে কেউ আমার দিকে হাত বাড়িয়ে দিবে না। দাড়াতে কষ্ট হবে আমি জানি কারণ আমি এর আগেও পড়ে গেছিলাম। কিন্তু আমি কখনোই হাল ছাড়ে নি,ওঠে দাঁড়িয়েছি। আর এইভাবে চলতে থাকবে অবিরাম।।

08/04/2022

অদ্য ০৮ এপ্রিল ২০২২ ইং রোজ শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় "বৈসাবি" এর অনুষ্ঠান।
অনুষ্ঠান আয়োজন করেন, "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার"

14/03/2022

Our Bubagra

13/03/2022

I Support Tipra land

25/11/2021

এটি এমন একটি অ্যাপস যা আপনাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।তাই ভিডিও টিকে একবার হলেও দেখবেন।।

যেকোনো প্রয়োজনে:[email protected]

09/10/2021

Address

Sajek
Rangamati
4420

Alerts

Be the first to know and let us send you an email when Aviram tech BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aviram tech BD:

Videos

Share

Category