06/09/2022
★সময় খুবই মূল্যবান জিনিস। এটিকে সদ্ধ্যবহার করতে শিখুন।পৃথিবীর সকল মানুষের কাছে সারাদিনে ২৪ ঘন্টায় সময় থাকে। আপনার কাছেও ঠিক ২৪ ঘন্টায় আছে।আপনি সে ২৪ ঘন্টাকে কোথায়,কিভাবে ব্যবহার করবেন সেটা আপনার চিন্তার উপর নির্ভর করে।অনেকে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে,অ্যান্ড্রুয়েড গেমস খেলে অথবা ফেসবুকে চ্যাটিং করে,নিউজ ফিডে ঘুরে ২৪ ঘন্টা পার করে দেই।আবার অনেকে কৃষিকাজে,ভ্রমণে,পার্কে এইদিক-সেদিক ঘুরে তাদের ২৪ ঘন্টা পার করে দেই। আপনি যদি চান এই ২৪ ঘন্টাকে বিছানায় শুয়ে শুয়ে পার করে দিতে পারেন।আবার কোনো মহৎ কাজেও ব্যয় করতে পারেন।।
ωπιττεη вү Avɩ
▶️★যতদিন পর্যন্ত বেকার অবস্থায় থাকবে আপনাকে কেউ মূল্যায়ন করবে না।
★আপনার প্রয়োজনে কেউ আপনাকে সাহায্য করবে না।
★এগিয়ে যাওয়ার জন্য আপনাকে কেউ উৎসাহ দিবেনা।সুযোগ পেলে আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে।
★বিশেষ কোনো প্রয়োজন ছাড়া বাইরে কোথাও যাওয়া ঠিক নয়।হোক সেটা যতই আপনজনদের বাড়ি।
★মানুষ আপনাকে ঠিক তখনি সম্মান করবে,মূল্যায়ন করবে,যখন আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।এর আগে নয়।
★বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন,পাড়ার প্রতিবেশী এমনকি পৃথিবীর কেউ আপনাকে মূল্যায়ন করবে না,,যদি আপনি সাধারণ মানুষ হয়ে থাকো।
ωπιττεη вү Avɩ