Rangamati News Today

Rangamati News Today Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rangamati News Today, Newspaper, Rangamati Hill District, Rangamati.

Get Latest & Breaking Rangamati News Today, Local News Headlines and Online News Updates from Rangamati Hill District and Wider Region Including 10 Upazilas, 50 Unions, 162 Mouzas, 1347 Villages and 9 Wards. Get Latest & Breaking Rangamati News, Local News Headlines and Online News Updates Live from Rangamati Hill District and Wider Region Including 10 Upazilas, 50 Unions, 162 Mouzas, 1347 Villages and Wards.

উদ্ধার করতে যাওয়া এক যুবক বলেন, ‘আমরা লোকেশন নিশ্চিত করার পর ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সাহায্য চাই। কিন্তু স্থানীয় পুলিশ সহয...
26/06/2024

উদ্ধার করতে যাওয়া এক যুবক বলেন, ‘আমরা লোকেশন নিশ্চিত করার পর ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সাহায্য চাই। কিন্তু স্থানীয় পুলিশ সহযোগিতা না করায় রাঙামাটির এক সাংবাদিকের সহায়তায় বাঘাইছড়ি থানা-পুলিশের সঙ্গে যোগাযোগ করি। এরপর উত্তরা পশ্চিম থানা থেকে একটি টিম ঘটনাস্থলে যায়।’

ওই যুবক আরও বলেন, ‘পুলিশ তালা ভেঙে ফ্লাটের ভেতরে গিয়ে দেখে, ফ্লাটের ভেতরে একটি কক্ষে ওই কিশোরী ছাড়াও আরেকটি কক্ষে এক চীনা নাগরিক ছিল। সে ওই কিশোরীকে তালা মেরে রেখেছিল। কিন্তু পুলিশ তাকে আটক করেনি। শুধুমাত্র কিশোরীকে নিয়ে থানায় চলে আসে পুলিশ।’

রাঙামাটির বাঘাইছড়ি থেকে নিখোঁজ হওয়া এক কিশোরীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গেল সোমবার রাত ৩টার দিকে ঢাকার উত্...

আদালতে কল্পনা চাকমা অপহরণ মামলা খারিজের আদেশ(২৩ এপ্রিল) দুপুরে রাঙ্গামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজি...
24/04/2024

আদালতে কল্পনা চাকমা অপহরণ মামলা খারিজের আদেশ

(২৩ এপ্রিল) দুপুরে রাঙ্গামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তা বহুল আলোচিত কল্পনা চাকমা অপহরণ মামলাটি অবশেষে খারিজের আদেশ দিয়েছেন। পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে অপহৃত কল্পনার কোনো হদিশ প্রদান ও অপহরণকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যর্থতা নিয়ে এবং প্রতিবেদনটির উপর বাদীর নারাজি আবেদন নামঞ্জুর করেই আদালত এই মামলাটি অবসানের আদেশ দেন।

প্রায় দীর্ঘ ২৮ বছর ধরে মামলাটি চলার পরও রাঙ্গামাটির প্রশাসন ও বিচার বিভাগ কর্তৃক অপহৃত কল্পনার হদিশ দিতে না পারা এবং অভিযুক্ত চিহ্নিত সেনাবাহিনীর লেঃ ফেরদৌস এবং ভিডিপি সদস্য নূরুল হক ও সালেহ আহমদকে গ্রেপ্তার করে যথাযথ বিচার করার ব্যর্থতা পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান বিচারহীনতার এক চরম দৃষ্টান্ত বৈ কিছু নয়।

উক্ত আদেশের মাধ্যমে কল্পনা চাকমা অপহৃত হলেও কে বা কারা অপহরণ করেছে তার প্রমাণ পাওয়া যায়নি বলে পুলিশের দেওয়া চূড়ান্ত তদন্ত প্রতিবেদনটি আদালত মেনে নিয়েছে। ফলে এই রায়ের মাধ্যমে অভিযুক্ত লেঃ ফেরদৌস সহ অন্যান্য অপহরণকারীদের দায়মুক্তি ঘটেছে। এমনকি আদালত মামলাটির বিচারকার্যও অবসান করে দিয়েছে।

তবে, মামলাটির বাদী ও অপহৃত কল্পনার বড় ভাই কালিন্দী কুমার চাকমা ও মামলার অন্যতম আইনজীবী অ্যাডভোকেট জুয়েল চাকমা ‘আদেশটি দুঃখজনক’ বলে অভিহিত করে তারা ন্যায়বিচারের জন্য উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।

গতকাল আদালতে বাদী কালিন্দী কুমার চাকমার পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন অ্যাডভোকেট জুয়েল দেওয়ান, অ্যাডভোকেট রাজীব চাকমা ও অ্যাডভোকেট সুস্মিতা চাকমা।

উল্লেখ্য যে, ১৯৯৬ সালের ১২ জুন ভোররাতে হিল উইমেন্স ফেডারেশনের তৎকালীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা রাঙ্গামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলার নিউলাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে নির্মমভাবে অপহরণের শিকার হন। কল্পনার বড় ভাইয়েরা (কালিন্দী কুমার চাকমা ও লাল বিহারী চাকমা) স্পষ্টতই টর্চের আলোতে অপহরণকারীদের মধ্যে তাদের বাড়ির পার্শ্ববর্তী কজইছড়ি সেনাক্যাম্পের কমান্ডার লেঃ ফেরদৌস (সম্পূর্ণ নাম মো: ফেরদৌস কায়ছার খান) এবং তার পাশে দাঁড়ানো ভিডিপি’র প্লাটুন কম্যান্ডার মো: নূরুল হক ও সদস্য মো: সালেহ আহম্মদকে চিনতে পারেন বলে জানান।
১২ জুন ভোর হওয়ার সাথে সাথে সর্বত্র কল্পনার খোঁজখবর নিয়েও কোন হদিশ না পাওয়ায় কল্পনার বড় ভাই কালিন্দী কুমার চাকমা স্থানীয় মুরুব্বি সম্রাটসুর চাকমা ও ইউপি চেয়ারম্যান দীপ্তিমান চাকমাকে নিয়ে বাঘাইছড়ির টিএনও (বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট বিষয়টি অবহিত করেন। বাঘাইছড়ি টিএনওর কাছে বর্ণিত বিবরণই বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়ে একটি অভিযোগ হিসেবে গ্রহণ করেন এবং থানায় তা মামলা নং ২, তারিখ ১২/০৬/৯৬ ধারা ৩৬৪ দ: বি: হিসেবে গ্রহণ করা হয়।

অপহরণ ঘটনার প্রায় ১৪ বছর পর ২০১০ সালের ২১ মে ঘটনার বিষয়ে পুলিশের চুড়ান্ত তদন্ত রিপোর্ট পেশ করা হয়, যাতে অভিযুক্ত ও প্রকৃত দোষীদের সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া হয়। ফলে বাদী কালিন্দী কুমার চাকমা আদালতে উক্ত চুড়ান্ত রিপোর্টের বিরুদ্ধে নারাজি আবেদন দাখিল করেন। এরপর ২ সেপ্টেম্বর ২০১০ আদালত বাদীর দাখিলকৃত নারাজির উপর শুনানী শেষে মামলার বিষয়ে অধিকতর তদন্তের জন্য পুনরায় সিআইডি পুলিশকে নির্দেশ দেন। এর দুই বছর পর গত ২৬ সেপ্টেম্বর ২০১২ জনৈক তদন্ত কর্মকর্তা কর্তৃক চট্টগ্রাম জোন সিআইডির পক্ষ থেকে চুড়ান্ত তদন্ত রিপোর্ট দাখিল করা হয়। উক্ত সিআইডি তদন্ত রিপোর্টেও অপহৃত কল্পনার কোন হদিশ না পাওয়ার কথা উল্লেখ করা হয় এবং অভিযুক্ত সেনা কর্মকর্তা লেঃ ফেরদৌসসহ অন্যান্য অভিযুক্তদের সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়। ফলে বাদী কালিন্দী কুমার চাকমা আবারও উক্ত সিআইডি তদন্ত রিপোর্ট প্রত্যাখান করেন এবং বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। পরে গত ২০ জুলাই ২০১৪ রাঙ্গামাটির তৎকালীন পুলিশ সুপার আমেনা বেগম কল্পনা চাকমা অপহরণ মামলার উপর রাঙ্গামাটির চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ‘তদন্ত অগ্রগতি প্রতিবেদন’ দাখিল করেন। এই তদন্তেও কোনো কিছুই অগ্রগতি মেলেনি।

এর দুই বছর পর ৭ সেপ্টেম্বর ২০১৬ মামলার ৩৯তম তদন্ত কর্মকর্তা রাঙ্গামাটির তৎকালীন পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান তাঁর চূড়ান্ত রিপোর্ট রাঙ্গামাটি পার্বত্য জেলার কগনিজেন্স আদালতে দাখিল করেন। তাঁর রিপোর্টেও পূর্বের রিপোর্টের বক্তব্যগুলো চর্বিতচর্বন করে প্রকৃত পক্ষে দোষীদের ও অভিযুক্তদের আড়াল করার অপচেষ্টা চালানো হয় এবং ‘…সার্বিক তদন্তে লেঃ ফেরদৌস, ভিডিপি নূরুল হক ও পি.সি সালেহ আহমেদের উক্ত ঘটনায় জড়িত থাকার বিষয়ে সুনির্দিষ্ট কোন সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি’ বলে দাবি করা হয়। এমনকি রিপোর্টে ‘কল্পনা চাকমা অপহৃত হয়েছে মর্মে প্রাথমিকভাবে সত্য বলিয়া প্রমাণিত হয়’ বলে স্বীকার করা হলেও ‘দীর্ঘ ২০ বৎসর ৩৯ জন তদন্তকারী অফিসারের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও কল্পনা চাকমাকে অদ্যাবধি উদ্ধার করা সম্ভব হয় নাই এবং অদূর ভবিষ্যতেও সম্ভাবনা খুবই ক্ষীণ’ বলে দায়িত্বহীন ও হতাশাব্যঞ্জক বক্তব্য প্রদান করা হয়।

তথ্য সূত্র: Hill Voice

https://chttoday.com/news/15090
30/03/2024

https://chttoday.com/news/15090

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদের পানি কমতে থাকায় সর্বনিম....

chttoday.com/news/14991
09/03/2024

chttoday.com/news/14991

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। জেলা প্রশাসক ও সার্কেল চীফ এর সাথে শনিবার রাঙামাটিতে প্রথাগত ঐতিহ্যবাহী হেডম্যানদ....

রাঙাপানিতে ড. আর এস দেওয়ান স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত রাঙামাটি সদর, প্রতিনিধি গতকাল ১ মার্চ ২০২৪,...
02/03/2024

রাঙাপানিতে ড. আর এস দেওয়ান স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত

রাঙামাটি সদর, প্রতিনিধি

গতকাল ১ মার্চ ২০২৪, বিকাল ৩ ঘটিকায় পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের আত্মনিয়ণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন সংগ্রামী প্রয়াত ড. রামেন্দু শেখর দেওয়ানের স্মৃতির স্মরণে রাঙাপানি কান্ত স্মৃতি খেলার মাঠে "ড. রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২৪" দ্বিতীয়বারের মতো মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

খেলাটি উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ, মানবাধিকার কর্মী ও রাঙামাটি জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নিরুপা দেওয়ান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, বিশিষ্ট কবি ও সাহিত্যিক শিশির চাকমা, স্বনামধন্য শিল্পী রনজিৎ দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য চঞ্চু চাকমা। এছাড়াও উক্ত অনুষ্ঠানে প্রগতিবাদী শিক্ষক, বুদ্ধিজীবী, প্রথাগত প্রতিষ্ঠান ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ও রাঙাপানি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক কমিটির সদস্য সচিব জিকো চাকমা।

উদ্বোধনী পর্বে ড. রামেন্দু শেখর দেওয়ানের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন আয়োজক কমিটির সদস্য আশিকা চাকমা। সংক্ষিপ্ত জীবনী পাঠ শেষে এই নেতার স্মৃতি স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শুভেচ্ছা বক্তব্যে আহ্বায়ক জুয়েল চাকমা বলেন, ড. রামেন্দু শেখর দেওয়ান ছিলেন পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের একজন পুরোধা ব্যক্তি। বিশ্ব দরবারে জুম্ম জনগণের আন্দোলনকে তুলে ধরতে তিনি আজীবন কাজ করে গেছেন। তাঁর স্মৃতি ও চেতনাকে টিকিয়ে রাখতে ড. রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন। তাঁর চেতনা ও আদর্শ লালন করার আহ্বান জানান তিনি।

উদ্বোধক নিরুপা দেওয়ান বলেন, রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খুবই সুন্দর একটা প্লাটফর্ম। ক্রীড়ার মধ্য দিয়েই আমাদের সংহতি জোরদার করতে হবে। ড. রামেন্দু শেখর দেওয়ানের আদর্শকে তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এভাবেই আমাদের অধিকারের কথা তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন, এই টুর্নামেন্ট কেবল খেলার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের আদিবাসীদের অধিকারের চেতনাকে সমুন্নত রাখার প্রয়াসের ধারাবাহিকতাকে চর্চার মাধ্যম হিসেবে দেখতে হবে। বিশ্বের ক্রীড়াঙ্গনে পার্বত্য চট্টগ্রামের অনেক আদিবাসী গৌরবোজ্জ্বল অবদান রাখছে। তারা সমাজ, জাতি ও আমাদেরকে প্রতিনিধিত্ব করছে। তারা একপ্রকার দূত হিসেবে বিশ্ব দরবারে আদিবাসীদের তুলে ধরছে। যেমনটা ড. আর এস দেওয়ান করেছিলেন।

বক্তব্য শেষে রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নিরুপা দেওয়ান ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর উদ্বোধনী ম্যাচ আরম্ভ হয়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদিবাসী দল ও কাটাছড়ি জনকল্যাণ বহুমুখী সমিতি।

উদ্বোধনী ম্যাচে চবি আদিবাসী ফুটবল টিম ৪-২ গোলে কাটাছড়ি জনকল্যাণ বহুমুখী সমিতিকে পরাজিত করে। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন চবি আদিবাসী ফুটবল টিমের খেলোয়াড় চংলক ম্রো। পুরস্কার তুলে দেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা।

প্রথম রাউন্ডের অন্যান্য খেলাগুলি হল- ২ মার্চ বিকাল ৩ টায় ওল্ড ইজ গোল্ড বনাম বরকল একাদশ, বিকাল ৪:৩০ টায় রংখ্রে ডং একাদশ বনাম র‌্যাপিড বুল এফসি; ৩ মার্চ বিকাল ৩ টায় মাস্টারপাড়া একাদশ বনাম বিলাইছড়ি রাইখ্যং একাদশ, বিকাল ৪:৩০ টায় চেঙ্গী একাদশ বনাম নুও আদাম একাদশ; ৪ মার্চ বিকাল ৩ টায় ঝগড়াবিল একাদশ বনাম আমছড়ি একাদশ, বিকাল ৪:৩০ টায় ডিয়ার পার্ক বনাম রাঙ্গাপানি একাদশ; ৫ মার্চ বিকাল ৩ টায় হাজাছড়ি ইয়ং স্টার বনাম কুতুকছড়ি একাদশ, বিকাল ৪:৩০ টায় কাটাছড়ি জনকল্যাণ বহুমুখী সমিতি বনাম র‌্যাপিড বুল এফসি; ৬ মার্চ বিকাল ৩ টায় বরকল একাদশ বনাম আমছড়ি একাদশ, বিকাল ৪:৩০ টায় নুও আদাম একাদশ বনাম ডিয়ার পার্ক; ৮ মার্চ বিকাল ৪:৩০ টায় ওল্ড ইজ গোল্ড বনাম ঝগড়াবিল একাদশ; ১০ মার্চ বিকাল ৩ টায় বিলাইছড়ি রাইখ্যং একাদশ বনাম হাজাছড়ি ইয়ং স্টার, বিকাল ৪:৩০ টায় চ. বি আদিবাসী দল বনাম রংখ্রে ডং একাদশ; ১১ মার্চ বিকাল ৩ টায় চেঙ্গী একাদশ বনাম রাঙ্গাপানি একাদশ, বিকাল ৪:৩০ টায় মাস্টারপাড়া একাদশ বনাম হাজাছড়ি ইয়ং স্টার; ১২ মার্চ বিকাল ৩ টায় বরকল একাদশ বনাম ঝগড়াবিল একাদশ, বিকাল ৪:৩০ টায় রংখ্রে ডং একাদশ বনাম কাটাছড়ি জনকল্যাণ বহুমুখী সমিতি; ১৩ মার্চ বিকাল ৩ টায় নুও আদাম একাদশ বনাম রাঙ্গাপানি একাদশ, বিকাল ৪:৩০ টায় বিলাইছড়ি রাইখ্যং একাদশ বনাম কুতুকছড়ি একাদশ; ১৪ মার্চ বিকাল ৩ টায় চেঙ্গী একাদশ বনাম ডিয়ার পার্ক, বিকাল ৪:৩০ টায় ওল্ড ইজ গোল্ড বনাম আমছড়ি একাদশ এবং ১৫ মার্চ বিকাল ৩ টায় মাস্টারপাড়া একাদশ বনাম কুতুকছড়ি একাদশ, বিকাল ৪:৩০ টায় চ. বি. আদিবাসী দল বনাম র‌্যাপিড বুল এফসি।

উল্লেখ্য, ড. রামেন্দু শেখর দেওয়ান ছিলেন পার্বত্য চট্টগ্রামের অন্যতম এক মেধাবী ব্যক্তিত্ব, অত্যন্ত সম্ভাবনাময় বিজ্ঞানী, জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকর প্রতিষ্ঠার আন্দোলনের আমৃত্যু আপোষহীন এক সংগ্রামী এবং বিশ্বের আদিবাসী মানুষের মানবাধিকার প্রতিষ্ঠার প্রচার আন্দোলনের এক পথিকৃৎ নেতা। জীবনের এক পর্যায়ে ব্যক্তিগত যাবতীয় সুখ-স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলনের এক যুগসন্ধিক্ষণে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আন্তর্জাতিক মুখপাত্র হিসেবে দায়িত্ব নেন তিনি, যে দায়িত্ব তিনি মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত প্রতিপালন করেন।

ছাত্রজীবনের শুরু থেকেই তিনি অসাধারণ মেধা ও উন্নত নৈতিক চরিত্রের পরিচয় দেন। তিনি ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেন। এরপর ১৯৬৮ সালে বৃত্তি নিয়ে লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধীনে কুইন এলিজাবেথ কলেজ থেকে চার বছরের এমফিল গবেষণার কাজ সমাপ্ত করেন এবং ১৯৮০ সালে লন্ডনের সালফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে ডিএইচডি ডিগ্রী অর্জন করেন।

তাঁর জন্ম ১৭ জানুয়ারি ১৯৩২ সালে খাগড়াছড়ির খবংপজ্যা নামক গ্রামে। তাঁর পিতার নাম রমেশ চন্দ্র দেওয়ান ও মাতার নাম চন্দ্রমুখী দেওয়ান। তাঁর মৃত্যু হয় ২০২১ সালের ২৯ মার্চ, ৮৯ বছর বয়সে যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরে নিজের অ্যাপার্টমেন্টে। ব্যক্তিজীবনে তিনি ছিলেন অত্যন্ত সৎ, আন্তরিক, পরিশ্রমী, নৈতিক গুণাবলীসম্পন্ন, মানবিক ও মিতব্যয়ী। তাঁর দেশপ্রেম ও জাতিপ্রেম ছিল অতুলনীয়।

ছবি: টুর্নামেন্ট উদ্ধোধনকালে। ছবি: আন্তনী রেমা।

29/02/2024

ঘাগড়া বগাপাড়া ব্রীজে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক উল্টে ঘটনাস্থলে মৃত্যু ২, আহত ২০ জন

২৯ ফেব্রুয়ারি ২০২৪

রাঙামাটি পার্বত্য জেলাধীন কাউখালী উপজেলার ঘাগড়া-বড়ইছড়ি সড়কের বগাপাড়া এলাকায় মিনি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে উল্টে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু ২ ও অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে।বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

২ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থলে থাকা ঘাগড়া রেস্ট হাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাবুল চাকমা। নিহতরা হলেন সাব্বির (২৩) ও আরিফ (২২)। আহত অন্তত ৪ জনকে রাত দশটায় উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি থেকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি ২০২৪) সকালে রাঙামাটি শহর থেকে এক দল নির্মাণ শ্রমিক তাঁরা কাপ্তাই উপজেলায় ডালাইর কাজে যায়। বিকালে কাজ শেষ করে ডালাইর কাজের ব্যবহৃত মিক্র্যার মেশিনসহ মিনি ট্রাক (গাজীপুর ন-১১-০২১০) যোগে প্রায় রাঙামাটিতে ফেরার পথে ঘাগড়া এলাকা বগাপাড়ার ব্রীজে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটি (গাজীপুর ন-১১-০২১০) ডালাইর মেশিনসহ উল্টে যায়। এসময় ট্রাকটিতে থাকা শ্রমিকরা ব্রিজের নিচে ছিটকে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনা সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। ঘটনাস্থল থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহত হয়েছে অন্তত ২০ জন। মৃত্যুর সংখ্যা বাড়ার শংঙ্কার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শী কয়েকজন।

কাউখালী থানার অফিসার ইনচার্জ রাজিব চন্দ্রকর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. শাহেদ ইকবাল বলেন, সড়ক দুর্ঘটর্ঘনায় আহত অবস্থায় হাসপাতালে ১৫ জনকে আনা হয়েছে। তাদের মধ্যে চারজনকে চট্টগ্রামে রেফার করা হয়েছে ।

Rangamati News Today

26/02/2024
জ্ঞান অর্জন করে সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে পিসিপি’র রাঙামাটি জেলা শাখার ২৫তম কাউন্সিলে: ঊষাতন তালুকদার“সকল প্রকার ষ...
23/02/2024

জ্ঞান অর্জন করে সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে পিসিপি’র রাঙামাটি জেলা শাখার ২৫তম কাউন্সিলে: ঊষাতন তালুকদার

“সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে ছাত্র সমাজ অধিকতর সামিল হউন“ স্লোগানে...

আজ ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ইং রোজ শুক্রবার রাঙামাটির সাংস্কৃতিক ইন্সটিটিউট হলে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি), রাঙামাটি জেলা শাখার ২৫তম বার্ষিক শাখা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

পিসিপি’র রাঙামাটি জেলা শাখার সভাপতি জিকো চাকমার সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ঊষাতন তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক সুবিনা চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি, রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি নিপন ত্রিপুরা এবং হিল উইমেন্স ফেডারেশন, রাঙ্গামাটির জেলা শাখার সভাপতি ম্রানুচিং মারমা।

সম্মেলনের শুরুতে পিসিপি’র রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক টিকেল চাকমার সঞ্চালনায় এযাবৎ কালে জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আত্মবলিদানকারী সকল বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন পিসিপি’র রাঙ্গামাটি জেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক সুমন চাকমা।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ঊষাতন তালুকদার বলেন, ছাত্র অবস্থা থেকেই এম এন লারমা রাজনৈতিকভাবে সচেতন ছিলেন। ১৯৬০ সালে এম এন লারমা মরণফাঁদ কাপ্তাই বাঁধের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। এমএন লারমা বলেছিলেন- আমরা সংখ্যায় কম, তাই সংগঠন করে ঐক্যবদ্ধ হতে হবে। এম এন লারমার রাজনৈতিক প্রজ্ঞার দূরদর্শিতা থেকে শিক্ষা নেওয়া দরকার। তৎকালীন জেলা প্রশাসক এইচ টি ইমামের ষড়যন্ত্রের কারণে জুম্মরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারেনাই। দেশের অধিকাংশ মানুষ এ বৈষম্যের কথা জানে না। তবুও, বাংলাদেশের স্বাধীনতাকে জুম্ম জনগণ হৃদয়ে ধারণ করে রাখে। দেশের কাজে অনেক জুম্ম উদাহরণ সৃষ্টি করেছে।

তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন, অযথা সময় নষ্ট না করে পড়ালেখা করতে। জ্ঞান অর্জন করে সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে। সত্যিকার জ্ঞান অর্জন করে সংকীর্ণতা কাটিয়ে উঠতে হবে। শিক্ষিত হওয়া মানে নিজের শিকড়কে ভুলে যাওয়া নয়। নিজের সংস্কৃতি আমাদের আসল পরিচয়। স্বাধীন দেশের নাগরিক হিসেবে মাথা উচু করে বেঁচে থাকার সাহস অর্জন করতে হবে। দীর্ঘ ২৪ বছর সশস্ত্র লড়াই করে সরকারকে বাধ্য করেছি চুক্তি করতে। ঐক্যবদ্ধ জাতি বলে আমরা দেখিয়েছি অধিকার আদায়ে লড়াই করতে পারি। সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়নে কালক্ষেপণ করছে। অন্যদিকে চুক্তি বিরোধী নানা ষড়যন্ত্রমূলক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। বান্দরবানে সরই ইউনিয়েন ম্রোদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করা হয়। ম্রোরা যেখান থেকে পানি সংগ্রহ করে সেই ঝিড়িতেও ভূমিদস্যুরা বিষ মিশিয়ে দিয়েছে। অথচ প্রশাসন নিশ্চুপ ভূমিকায় রয়েছে। ম্রোরা তারপরও নিজ বাস্তুভিটা রক্ষায় লড়াই করে টিকে আছে।

তিনি আরো বলেন, সংগ্রাম ছাড়া অস্তিত্ব টিকে থাকবে না। এম এন লারমারা গ্রামে গ্রামে ঘুরে ঘুণেধরা জুম্ম সমাজকে রাজনৈতিক চেতনায় উজ্জীবিত করেছে। শিক্ষার কোনো শেষ নেই। ভুল চিন্তাধারা পাশ কাটিয়ে ভালো কাজে মনোযোগী হতে হবে। মতাদর্শগত সংগ্রামের মাধ্যমে কর্মীদের এগিয়ে যেতে হবে। আর্থসামাজিক অবস্থা বিশ্লেষণ করে সংগ্রামের রূপরেখা নির্ধারণ করে কাজ করতে হবে।

বিশ্বরাজনীতির বর্তমান পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে। আমাদের জীবন সংগ্রামমুখর। যোগ্য হতে হবে, ত্যাগের মানসিকতা থাকতে হবে। জুম্ম জনগণের অধিকার আদায়ে আমাদের অনেক বসন্ত পার হয়ে গেছে। তারপরও চুক্তি বাস্তবায়নে আমাদের লড়াইয়ে ব্যস্ত থাকতে হবে। জুম্ম জনগণের অধিকার আদায়ের সংগ্রামে নিজেকে বিলিয়ে দেওয়ার শপথ নিয়ে যার যার কর্মস্থলে ফিরে গিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে পিসিপির কেন্দ্রীয় সভাপতি নিপন ত্রিপুরা বলেন, ১৯৬৪ সালে মুক্তিকামী পাহাড়ী ছাত্ররা “পাহাড়ি ছাত্র সমিতি” নামে এক ছাত্র সংগঠন গড়ে তোলে। পাকিস্তান সরকারের জুম্ম বিধ্বংসী কাপ্তাই বাঁধের বিরুদ্ধে তারা প্রতিবাদ গড়ে তোলে। তাদের স্লোগান ছিল শিক্ষা গ্রহণ করো, গ্রামে ফিরে চলো। তারা শিক্ষা গ্রহণের পর পশ্চাদপদ জুম্ম সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করতে পার্বত্য চট্টগ্রামের আনাচে কানাচে ছড়িয়ে পড়েন, পাহাড়ি সমাজের রাজনৈতিক সচেতনতা তৈরি করেন।

তিনি সেই ঐতিহাসিক প্রেক্ষাপটকে স্মরণ করে দিয়ে বলেন, বর্তমান পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষাপটে শিক্ষিত ছাত্র সমাজকে ঠিক সেভাবে আরো একবার এগিয়ে আসতে হবে। পিসিপি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে ছাত্র সমাজকে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছে। শিক্ষিত পাহাড়ি ছাত্র সমাজকে সেই আহ্বানকে বুঝতে হবে। চুক্তি স্বাক্ষরের পর দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরও চুক্তি বাস্তবায়ন না হওয়ায় এবং শাসকগোষ্ঠীর দমন-পীড়নে পিষ্ট পার্বত্য চট্টগ্রামে দিকে দিকে ভয়-আতঙ্ক, ত্রাস বিরাজমান। ভয় ও হতাশায় নিমজ্জিত ছাত্র সমাজকে জাগিয়ে তুলতে হবে। ছাত্র সমাজের উপর নির্ভর করবে জুম্ম জনগণের আগামী ভবিষ্যৎ। তাই ঘুমন্ত ছাত্র সমাজকে জাগাতে পিসিপিকে গুরু দায়িত্ব নিতে হবে।

ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে জনসংহতি সমিতি (জেএসএস)২১ ফেব্রুয়...
21/02/2024

ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে জনসংহতি সমিতি (জেএসএস)

২১ ফেব্রুয়ারি ২০২৪

আজ সকালে রাঙ্গামাটিতে সংগঠনটির সহ-সভাপতি ও সাবেক সাংসদ ঊষাতন তালুকদারের নেতৃত্বে রাঙ্গামাটির তবলছড়িস্থ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। এসময় জেএসএসের রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি ডা: গঙ্গামানিক চাকমা, সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সিমিতির রাঙ্গামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রীতা চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপন ত্রিপুরাসহ রাঙ্গামাটির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবি সংগৃহীত: ipnews.com.bd

#২১ফেব্রুয়ারি #শহীদদিবস #ভাষাশহীদদিবস #আন্তর্জাতিকমাতৃভাষাদিবস #জনসংহতিসমিতি #জেএসএস

পার্বত্য চট্টগ্রাম থেকে আ.লীগের সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে যাচ্ছেন জ্বরতী তঞ্চঙ্গ্যাঁরাঙামাটি প্রতিনিধিরাঙামাটি নিউজ ট...
15/02/2024

পার্বত্য চট্টগ্রাম থেকে আ.লীগের সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে যাচ্ছেন জ্বরতী তঞ্চঙ্গ্যাঁ

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি নিউজ টুডে, 15 ফেব্রুয়ারি ২০২৪, দ্বাদশ জাতীয় সংসদের ৪৮টি সংরক্ষিত মহিলা আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। চূড়ান্ত তালিকায় থাকা ৪৮টি আসনের মধ্যে তিন পার্বত্য জেলা থেকে রাঙামাটি আসনে জ্বরতী তঞ্চঙ্গ্যাঁর নাম প্রকাশ করা হয়েছে।

জ্বরতী তঞ্চঙ্গ্যাঁ রাঙামাটি সদর উপজেলার ১ নম্বর জীবতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তার স্বামী তরুন কান্তি তঞ্চঙ্গ্যাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। জ্বরতীর শ্বশুর ও তরুন কান্তির পিতা হেডম্যান যতীন তঞ্চঙ্গ্যা জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য।

উল্লেখ, সংবিধান অনুযায়ী জাতীয় সংসদে ৩০০ জন এমপি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। এর বাইরে আরও ৫০ জন সংরক্ষিত নারী আসনের এমনি নির্বাচিত হয়ে থাকেন। এবারের দ্বাদশ জাতীয় সংসদের ৫০ জন সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৮ জন হবেন আওয়ামী লীগ থেকে। এর আগে দশম ও একাদশ সংসদে পার্বত্য তিন জেলা একজন নারী এমপি নির্বাচিত হয়েছিলেন। এর ধারাবাহিকতায় দ্বাদশ সংসদে পার্বত্য চট্টগ্রাম থেকে সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার জন্য অনেকেই জোর লবিং করছেন।

পার্বত্য চট্টগ্রাম থেকে সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন খাগড়াছড়ি থেকে ৯ জন, রাঙ্গামাটি থেকে ৮ জন এবং বান্দরবান থেকে ২ জন নেত্রী। এর বাইরেও কেউ কেউ থাকতে পারেন বলে শোনা গেছে। যারা মনোনয়ন ফরম কিনেছেন তাদের প্রত্যেকেরই দলীয় এবং স্থানীয় সরকারসহ রাষ্ট্রীয় এবং সামাজিক বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। তাদের মধ্যে কে হচ্ছেন নারী এমপি সেটি হয়তো জানা যাবে আগামী ১৪ ফেব্রুয়ারি বুধবার, সেদিন মনোনয়ন সংগ্রহকারী সকলকে প্রধানমন্ত্রী ডেকেছেন গণভবনে। সেখানে দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড বসবে। সেখানেই চূড়ান্ত করা হবে নারী এমপিদের তালিকা।

রাঙ্গামাটি থেকে ফরম নিয়েছেন রাঙ্গামাটি জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু। এছাড়া রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শীলা রায়, রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য ও রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মনোয়ারা আক্তার জাহান, রাঙ্গামাটি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিতা দেওয়ান, জেলা কৃষকলীগ সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য ও রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য শান্তনা চাকমা, রাঙ্গামাটি জেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক লেখিকা চাকমা এবং রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদারের বড় ভাইয়ের স্ত্রী টুকু তালুকদার।

খাগড়াছড়ি থেকে মনোনয়ন ফরম নিয়েছেন একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দীঘিনালা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদা বেগম লাকী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শতরুপা চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও খাগড়াছড়ি জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনা আক্তার, জাতীয় মহিলা সংস্থা খাগড়াছড়ির চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য নিগার সুলতানা, খাগড়াছড়ির জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক এমপি যতীন্দ্র লাল ত্রিপুরার স্ত্রী ক্রসাইয়ো মার্মা, খাগড়াছড়ি সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুইচিং মার্মা, বাসরী মার্মা এবং খাদিজা বেগম।

বান্দরবান থেকে ফরম নিয়েছেন বান্দরবান সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌরসভার সাবেক কাউন্সিলর সুচিত্রা তঞ্চঙ্গ্যা এবং বান্দরবান জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপিকা রওশন আরা।

Rangamati News Today

Address

Rangamati Hill District
Rangamati

Alerts

Be the first to know and let us send you an email when Rangamati News Today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category