Rhuvaga Blog

Rhuvaga Blog Rhuvaga Blog is the brand new Feature Content Platform in Bangla. RhuVaGa (www.rhuvaga.org, www.blog.rhuvaga.org) is the owner of this page.

We highlight knowledge-based facts, history, heritage, literature, and culture to the global community as well as introduces enriched global knowledge to the CHT inhabitants. Rhuvaga started its journey in 2017 by a group of Jumma youths to prevent students from drug addiction and make an educated youth community. Later on, it debuted itself as a non-political, socio-cultural organization as it ha

s expanded its works on various fields such as language, culture, social development, nature, educational development, and economic development. Rhuvaga is devoted to saving the Jumma languages, diverse cultures, and the green nature of the hills. Its mission is to make a well-educated, financially balanced, and culturally enriched society in CHT.

প্রবাদমতে, সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা তার রাজ্যের নাম দিয়েছিলেন সিংহ শহর। কারণ তিনি নাকি দ্বীপে একটি সিংহ দেখেছিলেন এবং সৌভ...
26/08/2022

প্রবাদমতে, সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা তার রাজ্যের নাম দিয়েছিলেন সিংহ শহর। কারণ তিনি নাকি দ্বীপে একটি সিংহ দেখেছিলেন এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে তিনি এটি দেখেছিলেন।
তবে প্রাণীবিজ্ঞানীদের বিশ্বাস, সিঙ্গাপুরে কখনও সিংহ ছিলো না। তিনি হয়তো বাঘ কিংবা বড় প্রজাতির বিড়াল দেখেছিলেন। তবে বাঘ দেখার সম্ভাবনা বেশি। কারন সিঙ্গাপুরে প্রতিবেশী ভূখণ্ড মালেশিয়ায় তখন প্রচুর বাঘ ছিলো।

১৯৬৯ সালের ২০ জুলাই। টিভির পর্দার দিকে অপলক তাকিয়ে আছে প্রায় ৫০ কোটি মানুষ। এই বুঝি আসছেন তিনি, এসে গেল মনে হয় সেই মাহে...
25/08/2022

১৯৬৯ সালের ২০ জুলাই। টিভির পর্দার দিকে অপলক তাকিয়ে আছে প্রায় ৫০ কোটি মানুষ। এই বুঝি আসছেন তিনি, এসে গেল মনে হয় সেই মাহেন্দ্রক্ষণ। এলো ঠিকই সে মুহূর্ত। মই বেয়ে ধীরে ধীরে নেমে এলো অ্যাপোলো ১১ থেকে। চাঁদে পা রাখলেন আর্মস্ট্রং৷ অতঃপর সৃষ্টি এক ইতিহাস।
চন্দ্রপৃষ্ঠে প্রথম মানবের পদধুলি পড়ল। সেই সৌভাগ্যবান ব্যক্রি হচ্ছেন নীল আর্মস্ট্রং। চাঁদে পা রেখেই অভিভূত নীল আর্মস্ট্রং বললেন, ‘মানুষের জন্য এটা ছোট পদক্ষেপ, তবে মানব জাতির জন্য বিশাল এক লাফ’।

হুমায়ুন কবির, ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, রাজনীতিবিদ, লেখক, সম্পাদক ও দার্শনিক। বলা হয়ে থাকে, ব্রিটিশ শিক্ষাব্যবস্থার সের...
18/08/2022

হুমায়ুন কবির, ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, রাজনীতিবিদ, লেখক, সম্পাদক ও দার্শনিক। বলা হয়ে থাকে, ব্রিটিশ শিক্ষাব্যবস্থার সেরা ফসলরূপে গণ্য যেসব কর্মিপুরুষ পরবর্তীকালে স্বাধীন স্বদেশে বৌদ্ধিক ও প্রশাসনিক দিক নির্দেশনায় সফল ভূমিকা রেখেছেন, হুমায়ুন কবির ছিলেন তাঁদের অন্যতম।

আধুনিক বাংলা কবিতার এক অনন্য কবি শামসুর রাহমান। কাব্য রচনায় সৃষ্টিশীলতা ও মননের দ্যুতিময় উপস্থাপনা তাকে দিয়েছে কবিতার বর...
17/08/2022

আধুনিক বাংলা কবিতার এক অনন্য কবি শামসুর রাহমান। কাব্য রচনায় সৃষ্টিশীলতা ও মননের দ্যুতিময় উপস্থাপনা তাকে দিয়েছে কবিতার বরপুত্রের উপাধি। ছন্দোময় ও শিল্পিত শব্দের প্রক্ষেপণে কবিতার চরণে চরণে বলেছেন দেশ, মাটি ও মানুষের কথা। পরাধীনতার শৃঙ্খল পেরিয়ে বাঙালীর স্বাধীনতার কথাও বলেছেন কবিতার ভাষায়। পাশাপাশি সমকালীনতা ধারণ করে সারাজীবন অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত সমাজের কথা বলেছেন কাব্যের ছন্দে।

&Rahman

16/08/2022

আইয়ুব বাচ্চু বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। তিনি একাধারে গায়ক, লিডগিটারিস্ট, গীতিকার, সুরকার, প্লেব্যাক শিল্পী...
16/08/2022

আইয়ুব বাচ্চু বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। তিনি একাধারে গায়ক, লিডগিটারিস্ট, গীতিকার, সুরকার, প্লেব্যাক শিল্পী। এল আর বি ব্যান্ড দলের লিড গিটারিস্ট এবং ভোকাল বাচ্চু বাংলাদেশের ব্যান্ড জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন। এর আগে তিনি দশ বছর সোলস ব্যান্ডের সাথে লিড গিটারিস্ট হিসেবে যুক্ত ছিলেন। সঙ্গীতজগতে তাঁর যাত্রা শুরু হয় ফিলিংসের মাধ্যমে ১৯৭৮ সালে। অত্যন্ত গুণী এই শিল্পী তাঁর শ্রোতা-ভক্তদের কাছে এবি (AB) নামেও পরিচিত। তাঁর ডাক নাম রবিন। মূলত রক ঘরানার কন্ঠের অধিকারী হলেও আধুনিক গান, ক্লাসিকাল সঙ্গীত এবং লোকগীতি দিয়েও শ্রোতাদের মুগ্ধ করেছেন।

তার বিখ্যাত ব্যান্ড অ্যালবামঃ

এল আর বি ১ ও এল আর বি ২ (ডেবু ও বাংলাদেশের প্রথম ডাবল এলবাম ) (১৯৯২), সুখ (১৯৯৩), তবুও (১৯৯৪), ঘুমন্ত শহরে (১৯৯৫),স্বপ্ন (১৯৯৬), আমাদের বিস্ময় (ডাবল এলবাম) (১৯৯৮), মন চাইলে মন পাবে (২০০১) অন্যতম।

sBangladeshi_rockstar_guitarist scomposer

এই পৃথিবীতেই এমন এক জায়গা আছে যেখানে কোনওদিনও বৃষ্টির ফোঁটা পড়েনি। এমন একটা সময় গিয়েছে যখন একটানা চারশো বছর ওই এলাকায় এ...
15/08/2022

এই পৃথিবীতেই এমন এক জায়গা আছে যেখানে কোনওদিনও বৃষ্টির ফোঁটা পড়েনি। এমন একটা সময় গিয়েছে যখন একটানা চারশো বছর ওই এলাকায় এক ফোঁটা বৃষ্টি পর্যন্ত পড়েনি। এও এক বিস্ময়। মঙ্গলে নয়, এমন পরিবেশ রয়েছে পৃথিবীতেই। সেটা একটা মরুভূমি অঞ্চল। নাম তার আতাকামা মরুভূমি।

দক্ষিণ আমেরিকার এই আতাকামা মরুভূমি আন্দিজ পর্বতমালার পশ্চিমে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অবস্থিত। প্রায় ১৬০০ কিলোমিটার ভূমি জুড়ে এর বিস্তৃতি। আতাকামা মরুভূমি হল বিশ্বের সবচেয়ে শুষ্কতম মরুভূমি। মেরু প্রদেশের এই মরুভূমি অঞ্চল বিশ্বের মধ্যে সবথেকে শুষ্ক অঞ্চল বলে গণ্য করা হয়।

আজ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। ইতিহাসের জঘন্যতম, নৃশংস হত্যাকাণ্ড ঘটে ১৯৭৫ সালের এই কালরাতে। এ দিন গোটা বাঙালি জাতিকে কলঙ্...
15/08/2022

আজ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। ইতিহাসের জঘন্যতম, নৃশংস হত্যাকাণ্ড ঘটে ১৯৭৫ সালের এই কালরাতে। এ দিন গোটা বাঙালি জাতিকে কলঙ্কিত করেছিল সেনাবাহিনীর উচ্ছৃঙ্খল কিছু বিপথগামী সদস্য। সেদিন রাতে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক ভবনে ঘাতকের নির্মম বুলেট বিদ্ধ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের বুক। বাদ যায়নি পরিবারের বাকি সদস্যরাও।

প্রতি বছর ১৫ আগস্ট জাতি গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যদের, পালিত হয় জাতীয় শোক দিবস।

তুঁতের (Mulberry) বৈজ্ঞানিক নাম Morusnigra/Morus rubra. Moras indika. তুঁত গাছ আমাদের রেশম শিল্পের জন্য অপরিহার্য। এর আদ...
14/08/2022

তুঁতের (Mulberry) বৈজ্ঞানিক নাম Morusnigra/Morus rubra. Moras indika. তুঁত গাছ আমাদের রেশম শিল্পের জন্য অপরিহার্য। এর আদিবাস চীনে। ভারত, বাংলাদেশ, এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন স্থানে তুঁতফলের চাষ হয়ে থাকে।

-lived_tree

দেশীয় চলচ্চিত্রাকাশে আকাশে উজ্জ্বল এক নক্ষত্রের নাম আমজাদ হোসেন। একাধারে তিনি ছিলেন অভিনেতা, লেখক, চিত্রনাট্যকার ও চলচ্চ...
14/08/2022

দেশীয় চলচ্চিত্রাকাশে আকাশে উজ্জ্বল এক নক্ষত্রের নাম আমজাদ হোসেন। একাধারে তিনি ছিলেন অভিনেতা, লেখক, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র পরিচালক। একুশে পদকপ্রাপ্ত এই চলচ্চিত্র নির্মাতা তার কর্মজীবনে ১২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ৬টি বাচসাস পুরস্কার অর্জন করেন।

কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের (১৩টি) পর তিনিই সর্বাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী। এছাড়া তিনি প্রথম ব্যক্তি হিসেবে ছয়টি ভিন্ন বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন এবং এক আয়োজনে পাঁচটি বিভাগে (গোলাপী এখন ট্রেনে চলচ্চিত্রের জন্য) জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

চলচ্চিত্রকার আমজাদ হোসেন ১৯৬১ সালে 'তোমার আমার' চলচ্চিত্রে অভিনয় দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন। পরে তিনি চিত্রনাট্য রচনা ও পরিচালনায় মনোনিবেশ করেন এবং চলচ্চিত্র পরিচালনা করে খ্যাতি অর্জন করেন।

তার পরিচালিত প্রথম চলচ্চিত্র 'আগুন নিয়ে খেলা' (১৯৬৭)। পরে 'তিনি নয়নমনি' (১৯৭৬), 'গোলাপী এখন ট্রেনে' (১৯৭৮), 'ভাত দে' (১৯৮৪) চলচ্চিত্রের মাধ্যমে প্রশংসিত হন। এছাড়া 'সুন্দরী', 'জন্ম থেকে জ্বলছি' ও 'কসাই' চলচ্চিত্রের মাধ্যমে তাবৎ দর্শক হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও ১৯৯৩ ও ১৯৯৪ সালে দুইবার অগ্রণী শিশু সাহিত্য পুরস্কার ও ২০০৪ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ একাধিক পুরস্কার লাভ করেন।

সারা বিশ্বে যখন কমিউনিস্ট সরকারগুলো ধসে পড়ছে ঠিক তখন কমিউনিস্ট ব্যবস্থার বৃহত্তম শত্রু বলে পরিচিত আমেরিকার দোরগোড়াতেই ...
13/08/2022

সারা বিশ্বে যখন কমিউনিস্ট সরকারগুলো ধসে পড়ছে ঠিক তখন কমিউনিস্ট ব্যবস্থার বৃহত্তম শত্রু বলে পরিচিত আমেরিকার দোরগোড়াতেই সমাজতন্ত্রের ধ্বজা তুলে ধরে রেখেছিলেন ফিদেল কাস্ত্রো।

তার সমর্থকেরা তাকে সমাজতন্ত্রের চ্যাম্পিয়ন হিসেবে দেখতেন, যিনি জনগণের কাছে কিউবাকে ফেরত দিয়েছিলেন।

মানবদেহের সব অঙ্গের উপাদান এর সাথে কার্বন যুক্ত, যা প্রায় শরীরের মোট ভরের ১৮% হওয়ায় কার্বনকে শরীরের দ্বিতীয় প্রাচুর্যপূর...
13/08/2022

মানবদেহের সব অঙ্গের উপাদান এর সাথে কার্বন যুক্ত, যা প্রায় শরীরের মোট ভরের ১৮% হওয়ায় কার্বনকে শরীরের দ্বিতীয় প্রাচুর্যপূর্ণ উপাদান বলা হয়। আমিষ, শর্করা, লিপিড এবং নিউক্লিক এসিডে কার্বন পাওয়া যায়। এটা কার্বন-ডাইঅক্সাইডেও পাওয়া যায়।

প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা হুমায়ুন আজাদ।হুমায়ুন আজাদকে দেশের প্রধান প্রথাবিরোধী ও বহুমাত্রিক লেখক হিসেবে বিবেচনা করা য...
12/08/2022

প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা হুমায়ুন আজাদ।

হুমায়ুন আজাদকে দেশের প্রধান প্রথাবিরোধী ও বহুমাত্রিক লেখক হিসেবে বিবেচনা করা যায়। তিনি যা ভাবতেন তাই সাহসের সঙ্গে লিখতেন ফলে তিনি অনেকেরই বিরাগভাজন হন। এক পর্যায়ে তিনি মৌলবাদীদের কর্তৃক মারাত্মকভাবে আহত হয়ে প্রায় পঙ্গু হয়ে পড়েন।

সাহিত্যে অবদানের জন্য ১৯৮৬ সালে তিনি বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন।

তাঁর নারী (১৯৯২), দ্বিতীয় লিঙ্গ (২০০১), পাক সার জমীন সাদ বাদ (২০০৩) গ্রন্থ তিনটি বিতর্কের ঝড় তোলে এবং এরই এক পর্যায়ে সরকার বই তিনটিকে বাজেয়াপ্ত ঘোষণা করে।

‘কবি হাইনরিশ হাইনের জীবনী ও তাঁর কবিতার বাংলা অনুবাদ’ বিষয়ে গবেষণার জন্য জার্মানির পি ই এন কর্তৃপক্ষ হুমায়ুন আজাদকে এক বছরের (১ আগস্ট ২০০৪-৩১ জুলাই ২০০৫) ফেলোশিপ প্রদান করলে তিনি জার্মানিতে গমন করেন। সেখানকার মিউনিখ শহরে ২০০৪ সালের ১২ আগস্ট তাঁর মৃত্যু হয়।

রাশিয়ার রাজধানী মস্কো। মস্কোর দক্ষিণ-পশ্চিমে রয়েছে রামেনকি ডিসট্রিক্ট। এই এলাকায় মাটির তলায় নাকি রয়েছে আস্ত এক শহর। সরকা...
11/08/2022

রাশিয়ার রাজধানী মস্কো। মস্কোর দক্ষিণ-পশ্চিমে রয়েছে রামেনকি ডিসট্রিক্ট। এই এলাকায় মাটির তলায় নাকি রয়েছে আস্ত এক শহর। সরকারিভাবে এর অস্তিত্ব স্বীকার করা না হলেও রহস্যময় এই শহরকে মস্কোর সবচেয়ে বড় বাঙ্কার বলা হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ১৮০ থেকে ২০০ মিটার।

মাটির তলায় মানুষের থাকার জন্য যে নাগরিক সুযোগ সুবিধা রয়েছে, তার সবই প্রস্তুত এখানে। মনে করা হয়, এখানে ১৫ হাজার লোকের থাকা সম্ভব। মস্কোর মেট্রো যেভাবে ছড়িয়ে রয়েছে শহরের বুকে, সেভাবেই নাকি মাটির তলার ছড়িয়ে রয়েছে এই বাঙ্কার।

মস্কোর উপর পারমাণবিক আক্রমণ এলেও নাকি নিরাপদে থাকা যাবে এই বাঙ্কারে। যুদ্ধের সময় নিরাপদ স্থানের কথা ভেবেই নাকি তৈরি করা হয়েছে এই বাঙ্কার। মনে করা হয়, ১৯৬০ সালের পর এই বাঙ্কার তৈরির কাজ শুরু হয়। ১৯৭০-এর মাঝামাঝি সময়ে এর কাজ শেষ হয়েছিল।

১৪৪তম জন্ম দিবসের শুভেচ্ছা মার্কিন যুক্তরাষ্ট্রের ৩১তম রাষ্ট্রপতি হার্বার্ট হুভার (Herbert Hoover)।
10/08/2022

১৪৪তম জন্ম দিবসের শুভেচ্ছা মার্কিন যুক্তরাষ্ট্রের ৩১তম রাষ্ট্রপতি হার্বার্ট হুভার (Herbert Hoover)।

মহিলা বালি অক্টোপাস (বাথিপলিপাস আর্কটিকাস), প্রাইমোরির জলে এবং উত্তর জাপানের কাছে বাস করে, প্রায় এক বছর ধরে তার ক্লাচের...
09/08/2022

মহিলা বালি অক্টোপাস (বাথিপলিপাস আর্কটিকাস), প্রাইমোরির জলে এবং উত্তর জাপানের কাছে বাস করে, প্রায় এক বছর ধরে তার ক্লাচের যত্ন নেয়। এবং আর্কটিক অক্টোপাস ব্যাটিপলিপাস (বাথিপলিপাস আর্কটিকাস), যা আমাদের উত্তর সমুদ্রে বাস করে, 12-14 মাস ধরে ডিম দেয়। বাচ্চাদের জন্মের পরে, দুর্বল মহিলা মারা যায়। একটি অনুরূপ ঘটনা - একটি একক প্রজনন চক্র শেষ হওয়ার পরে মৃত্যু - সাধারণত মহিলা সেফালোপডগুলির খুব বৈশিষ্ট্যযুক্ত। কিন্তু তাদের পুরুষরা মাঝে মাঝে ২-৩টি প্রজনন ঋতুতে বেঁচে থাকে।

আদিবাসী দিবস ২০২২ এর প্রতিপাদ্য বিষয় -"ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারী সমাজের ভূমিকা "আন্তর্জাতিক আদিবাসী ...
09/08/2022

আদিবাসী দিবস ২০২২ এর প্রতিপাদ্য বিষয় -

"ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারী সমাজের ভূমিকা "

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২২ সফল হোক।

আজ নিউজিল্যান্ড ক্রিকেটার ও অধিনায়ক কেন উইলিয়ামসনের ৩২ তম জন্মদিন। কেন উইলিয়ামসনের পুরো নাম ‘কেন স্টুয়ার্ট উইলিয়ামসন’। ড...
08/08/2022

আজ নিউজিল্যান্ড ক্রিকেটার ও অধিনায়ক কেন উইলিয়ামসনের ৩২ তম জন্মদিন। কেন উইলিয়ামসনের পুরো নাম ‘কেন স্টুয়ার্ট উইলিয়ামসন’। ডানহাতি এই ব্যাটসম্যান ১৯৯০ সালের আজকের এই দিনে (৮ আগস্ট) নিউজিল্যান্ডের টরাঙ্গাতে জন্মগ্রহণ করেন। মাত্র ১৪ বছর বয়সে তার প্রফেশনাল ক্রিকেট ক্যারিয়ার যাত্রা শুরু হয়। ১৬ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা শুরু করেন। এরপর, ১৭ বছর বয়সে ঘরোয়া ক্রিকেটে তার অভিষেক ঘটে নিউজিল্যান্ডের নর্দান ডিস্ট্রিক্টস এর হয়ে। ক্রিকেট ভদ্রলোকের খেলা। এটি খুবই প্রচলিত। তবে নেহাত কেউ যদি ভদ্র-নম্র ক্রিকেটারের তালিকা করতে বসেন তাহলে প্রথম সারিতেই যে নামটি আসবে সেটি কেন উইলিয়ামসন।

Address

Rangamati
4500

Alerts

Be the first to know and let us send you an email when Rhuvaga Blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rhuvaga Blog:

Videos

Share