04/01/2025
আসসালামু আলাইকুম
বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ও দেশের সকল মিডিয়া এবং
সর্বস্তরের জনগণের উদ্দেশে কিছু কথা বলতে চাই !
আপনার সকলে অবগত আছেন যে ,
আমাদের ২৪ এর অভ্যুত্থানের বীর সেনা
তথা সমন্বয়কদের সোস্যাল মিডিয়াতে
হ্যারাস করা হচ্ছে ।
আমরা এই বিষয়টির তীব্র নিন্দা জানাচ্ছি
এবং আপনারা দেখতে পাচ্ছেন গত দুই দিন ধরে একটা নিউজ ভাইরাল হয়েছে
Cyber Community নামক একটি সাইবার টিমের CEO সাকিব আহমেদ
মিডিয়ার সামনে প্রকাশ্যে স্বীকার করেছে
তারা 2 জন সমন্বয়কের আইডি
ডিজেবল করেছে এবং এটাও বলেছে ফারুকী কে যদি উপদেষ্টা পরিষদ থেকে বহিস্কার না করা হয় তাহলে বাংলাদেশের সকল সাইবার যোদ্ধা নাকি বাংলাদেশের সাইবার স্পেসে আক্রমণ করবে !
আমরা তাদের এই সমস্ত বিবৃতি কে প্রত্যাখান করলাম !
বাংলাদেশের প্রকৃত সাইবার যোদ্ধারা কখনও নিজের দেশ কে হুমকির মুখে ফেলবে না !
যারা নিজেদের পাবলিসিটির জন্য
২৪ এর অভ্যুত্থানের বীর সেনাদের কে হুমকির মুখে ফেলছে হ্যারাস করেছে এবং নিজের দেশ কে মিডিয়ার সামনে থ্রেড কিংবা আলিমেটাম দিয়েছে আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ্ !
আমাদের স্বচ্ছ বিবৃতি নিম্নরূপ
Cyber Community এর CEO
সাকিব আহমেদ কি মিডিয়ার সামনে ক্ষমা চাইতে হবে কারণ গুলো হলো :
১)দেশে অরাজগতা সৃষ্টির উদ্দেশ্যে সে সমন্বয়কদের হ্যারাস করেছে
২) সে দেশ কে হুমকির মুখে ফেলছে
৩) বাংলাদেশের সাইবার যোদ্ধারা সর্বময় বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে কখনও সার্টিফিকেট বা প্রশংসা পাওয়ার জন্য কাজ করে না !
সর্বশেষ আর একটা বিষয় জাইয়ে রাখতে চাই Cyber Community এর CEO সাকিব আহমেদ যেহেতু প্রকাশ্যে স্বীকার করেছে যে ফারুকী কী অপসারণ না করলে বাংলাদেশের উপর সাইবার হামলা করবে সেই হিসেবে ,
বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ধারা ১৫ অনুযায়ী:
যদি কেউ সাইবার স্পেস ব্যবহার করে দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব, প্রতিরক্ষা বা জনসাধারণের শান্তি বিঘ্নিত করার উদ্দেশ্যে আক্রমণ চালায়, তবে এটি সাইবার টেরোরিজম হিসেবে গণ্য হবে।
ইতিমধ্যে আমরা ১৫ টা টিম এই বিষয় নিয়ে কাজ শুরু করেছি। আশা রাখছি বাংলাদেশের আরো যতগুলো টিম আছে সবাই আমাদের সহায়তা করবে।