71 News Tv

71 News Tv এটি TV নিউজ, বিনোদনের একটি চ্যানেল।
(2)

20/11/2024
15/11/2024

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা......লায়ন মোঃ গনি মিয়া বাবুল
লেখক উন্নয়ন কেন্দ্রের কেন্দ্রীয় চেয়ারম্যান লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, একজন পুরুষের কাজের প্রেরণা ও শক্তির উৎস তার প্রিয়তমা। অনুরূপভাবে একজন নারীর সফলতার পেছনেও তার প্রিয়তমা অনুপ্রেরণা ও শক্তি যোগায়। নারী-পুরুষের সফলতার জন্যে পারস্পারিক সহযোগিতা, অকৃত্তিম ভালোবাসা ও ইতিবাচক ভাবনা অপরিহার্য। এসকল গুণাবলি অর্জন, বিকশিত ও প্রসারিত করতে নান্দনিক সাহিত্য চর্চা করা অপরিহার্য।
লেখক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা, কেক কাটা ও ‘কবিতা আবৃত্তি সন্ধ্যা প্রিয়তমা’ এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে দেশীয় ও নান্দনিক সংস্কৃতি বিকাশ ও প্রসার বাড়াতে হবে। শিশুদেরকে দেশীয় সংস্কৃতির আলোকে ধর্মীয় মূল্যবোধে শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
লেখক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক কবি তৌহিদুল ইসলাম কনক এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক ড, মু নজরুল ইসলাম তামিজী, কবি আরিফ মইনুদ্দীন, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর, কবি ডঃ শহীদুল্লাহ আনসারী, কবি আসাদ কাজল, কথা সাহিত্যিক কাপ্তান নুর, জাগ্রত মহানায়ক শিহাব আলম রিফাত, কবি মুস্তফা হাবীব, অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, কথা সাহিত্যিক হালিমা বেগম, অধ্যাপক রেনু আহমেদ, লেখক এস এম সামছুল আলম নিক্সন প্রমুখ। সেরা কবিতার জন্য প্রিয়তমা সম্মাননা পেয়েছেন, কবি ইকবাল হোসেন, কবি বৃষ্টি মিনা, কবি রলি আক্তার, কবি মরিয়ম রহমান ও আবৃত্তি শিল্পী রোখসানা আলী।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদেরকে সাথে নিয়ে লেখক উন্নয়ন কেন্দ্রের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অতিথিদেরকে সাথে নিয়ে কেক কাটেন অনুষ্ঠানের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।

14/11/2024

Nice Song

10/11/2024

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে BNP মিছিল বের করে

09/11/2024

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে বিআরটিএর অংশগ্রহণে নিরাপদ সড়ক চাই-এর সড়ক নিরাপত্তা কার্যক্রমে আরো অংশগ্রহণ করে ব্র্যাক, বিএনসিসি, বৈষম্যরিরোধী ছাত্র আন্দোলনের ট্রাফিক নিয়ন্ত্রন প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্র-ছাত্রী।


#ইলিয়াস #রাসেল

শ্বশুর বাড়ী থেকে ফেরা হলো না শাহীনুরের, সড়ক দুর্ঘটনায় নিহত তার এমন মৃত্যু কেউ মানতে পারছে নাগোলাম রব্বানী শিপনঃ মহাস্থান...
07/11/2024

শ্বশুর বাড়ী থেকে ফেরা হলো না শাহীনুরের, সড়ক দুর্ঘটনায় নিহত তার এমন মৃত্যু কেউ মানতে পারছে না

গোলাম রব্বানী শিপনঃ মহাস্থান বগুড়া থেকেঃ
হতভাগা শাহীনুর রহমান। বগুড়া শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের মহাস্থান মধ্যপাড়া গ্রামের মৃত ছানাউল্লাহ প্রামানিক অরফে (কেরু'র) পুত্র। পৃথিবীতে আসার আগেই হতভাগা শাহীনুর রহমান তার বাবাকে হারিয়েছে। সে যখন তার মায়ের গর্ভে তখনই তার বাবা ছানাউল্লাহ পৃথিবীর মায়া ত্যাগ করেন। অতঃপর শাহীনুর ভূমিষ্ট হলে তার মা অনেক কষ্টে তাকে প্রীতি পালন করে বড় করে তোলেন। ৪ বোনের সবচেয়ে ছোট ও আদরে ছিলেন শাহীনুর রহমান। মা জোস্না বেগমের মাথার ছাতা না থাকলেও ৪ মেয়ে আর ১ ছেলেকে তিনি কখনোই বাবার অভাব বুঝতে দেননি। ৪ মেয়েকে তিনি বিয়েও দিয়েছেন ভালো ঘরে। তাদেন পিতা না থাকলেও পিতার সম্পদ ছিল বেশ। সর্বশেষ আদরের ছেলে শাহীনুরকে বিয়ের পিঁড়িতে বসান। বছর পূর্বে শাহীনুর রহমান কে পারিবারিক বন্ধরে আবদ্ধ হয়ে বগুড়ার পাশ্ববর্তী জেলা জয়পুরহাটের কালাই উপজেলার আফলাপাড়া গ্রামে মিজানুর রহমানের মেয়ে জয়নব আক্তার জেবুর সঙ্গে আনুষ্ঠানিক ভাবে বিয়ে সম্পন্ন হয়। ভালোই চলছিল তাদের দাম্পত্য জীবন। কর্ম হিসেবে শাহীনুর মহাস্থান হাট ইজারা কাজে সংশ্লিষ্ট ছিলেন৷ সে প্রতিদিন মহাস্থানহাটে কাঁচা মরিচপট্রিতে টোল আদায় করতেন। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার শাহীনুর
জয়পুরহাটের কালাই উপজেলার আফলাপাড়া গ্রামে শ্বশুর বাড়ী দাওয়াত খেতে যান। শ্বশুর বাড়ীতে রাত্রীযাপন করে পরের দিন সকালে নাস্তা সেরে স্ত্রীকে রেখে সে সকাল ৬টায় মহাস্থান হাটের উদ্দেশ্যে রওনা দেন।। বুধবার সকালে সে তার ইয়ামাহা এফজেডএস এফআই ডিডি মোটরসাইকেল নিয়ে জয়পুরহাট- বগুড়া আঞ্চলিক সড়ক হয়ে মহাস্থান আসার পথে বাঁশের ব্রীজ নামক স্থানে একটি চলন্ত ট্রাক পিছন থেকে দ্রুত গতিতে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় শাহীনুর মোটরসাইকেল থেকে পড়ে গেলে ট্রাকের চাকায় তার মাথা পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর একটি সূত্রে জানা যায়, একটি শিয়াল রাস্তা পারাপারের সময় শাহীনুরের মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেল দ্রুত গতিতে থাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এবং সাথে সাথে পিছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। মুহুর্তেই মোটরসাইকেল দুমড়ে মুচড়ে তার মৃত্যু হয়। স্থানীয়রা জয়পুরহাট কালাই থানায় অবগত করেন। পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের পকেট থেকে মোবাইল ফোন উদ্ধার করে তার পরিবারে সংবাদ জানান৷ সড়ক দুর্ঘটনার সংবাদটি প্রথমে শাহীনুরের মেজো বোন সুমানাকে জানানো হয়। সংবাদ পেয়ে সুমানা আর তার স্বামী শাকিল আহম্মেদ দ্রুত সেখানে ছুটে যান। যাওয়ার সময় বার বার ভাইয়ের বিষয়ে সে ফোনে যোগাযোগ করেন তার কি অবস্থা? ওপাশ থেকে শান্ত আর ধৈর্য ধারণ করে আসতে বলেন পুলিশ। পুলিশের এমন কথায় বুঝতে বাকি থাকে না বোন সুমানার যে তার আদরের ছোট ভাই আর বেঁচে নেই। এরপর তারা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান তার ভাইয়ের রক্তাক্ত নিথর মরদেহ রাস্তার পাশে পুলিশ ব্যাগে পড়ে আছে। তার কিছু অদূরে দুমড়ে মুচড়ে পড়ে আছে শাহীনূরের শখের ইয়ামাহা এফজেডএস এফআই ডিডি মোটরসাইকেল। লাশের পাশে বসে বোন সুমানার চলে আহাজারি। পুলিশ লাশ উদ্ধার করে কালাই থানা হেফাজতে নিয়ে পরে স্বজনদের নিকট হস্তান্তর করেন।
এবিষয়ে নিহতের দুলাভাই শাকিলের সাথে কথা বললে তিনি বলেন, আমার স্ত্রীসহ তার পরিবার ও এলাকাজুড়ে কেউই শাহীনুরের মৃত্যু কোনো ভাবেই মানতে পারছেন না। একটু দম নিয়ে তিনি বলেন, আমার শালা তো আর ফিরে আসবে না। কিন্তু তিনি চান না, আর কোনো মা–বাবার বুক সড়ক দুর্ঘটনায় এভাবে খালি না হোক। তিনি বলেন বেপরোয়া ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়েছে। এই ট্রাকটি শনাক্ত করে চালকের কঠোর শাস্তি দাবি করেছেন তিনি। এ বিষয়ে কালাই থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর ডায়েরি করা হয়েছে।
এদিকে সড়ক দুর্ঘটনায় নিহত শাহীনুরের এমন মৃত্যু কেউ মানতে পারছে না। তার আকষ্মিক মৃত্যুতে এলাকা জুড়ে এখনো চলছে শোকের মাতম।

তীব্র রোদে --রাস্তায় দাঁড়িয়ে ক্যামেরা নিয়ে, নিরাপদ সড়ক চাই এর কাজ করি!!
07/11/2024

তীব্র রোদে --রাস্তায় দাঁড়িয়ে ক্যামেরা নিয়ে, নিরাপদ সড়ক চাই এর কাজ করি!!

05/11/2024

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর নেতৃত্বে---রাজধানীতে আরেকটি সড়ক নিরাপত্তা বিষয়ক কার্যক্রম!।
#ইলিয়াস

Address

Konika Studio, 21/A Topkhana Road, Mahbub Plaza
Ramna
1000

Alerts

Be the first to know and let us send you an email when 71 News Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 71 News Tv:

Videos

Share