05/06/2022
চট্টগ্রামে BM ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ।
১ সেকেন্ডে ছিটকে গেলো শতশত মানুষের প্রাণ। ফায়ার সার্ভিসের পুরো টিম উড়ে গেছে, কেউ বেচে নেই।
বিস্ফোরণের ভয়ংকর শব্দে কয়েক কিলোমিটার এলাকা কেঁপে উঠে। আশেপাশের ঘর-বাড়ির জানালা গ্লাস ভেঙে গেছে। ব্যাপক হতাহতের আশংকা।
অসংখ্য এম্বুলেন্স জরুরি প্রয়োজন।
চট্টগ্রামের সকল সরকারী/ বেসরকারি হসপিটালের এম্বুলেন্স ফায়ার সার্ভিসের পক্ষ হতে অতিদ্রুত সীতাকুন্ডে যেতে বলা হচ্ছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রচুর রক্তের প্রয়োজনও হতে পারে।
স্থানীয়রা প্লিজ রক্তদানে চট্টগ্রাম মেডিকেল কলেজে আসুন।
#চট্টগ্রামে_BMডিপোতে_ভয়াবহ_বিস্ফোরণ