20/11/2023
শুভ জন্মদিন
কবি মাসুদ পথিক
❤️
কবি ও চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিকের জন্ম ২০ নভেম্বর, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার কড়ইতলা গ্রামে। পিতা হযরত আলি প্রধান, মা তাহমিনা খন্দকার। মাসুদ পথিক স্বনির্মিত কবিসত্তা।
সমকালিন ও চিরায়ত বোধ মনীষা রয়েছে তার কবিতায়। মা মাটি চাষা ভুষা মানুষ হচ্ছে তার কবিতার উপজীব্য। বাঙালি জীবনের সুখ দুঃখ হাসি কান্না প্রেম বিরহ ও স্বপ্নাকাঙ্খার প্রতিফলন রয়েছে অধিকাংশ কাব্যগ্রন্থে। কবিতার কর্ষণ ভূমিতে ঋতু বৈচিত্রের আবেগ অণুভূতির সঙ্গে বিচিত্র অভিজ্ঞতা তাকে দিয়েছে প্রকৃত কবিসত্তা।
প্রাকৃত স্বভাবের ব্যবহারিক অনুরণন রয়েছে তার কবিতায়। সত্য সুন্দর আনন্দের উৎস সন্ধান করেছেন সচেতনভাবে। মানবতা সমতা মৈত্রীর বন্ধনের প্রচেষ্টা রয়েছে চেতন ও অবচেতনে। নিরাবেগ সৌন্দর্যের অভ্যন্তরে খুঁজে যায় অপার আবিষ্কার। তার কবিতার ভাষা নতুন ও অভিনব।
ভাব প্রবণতা, আবেগ ময়তা, হৃদয়স্পর্শী শব্দমালা দিয়ে কবি আনন্দ বাগান গড়ার স্বপ্নে বিভোর। জীবনবাদী মরমী কবি সত্তার কবি মাসুদ পথিক বাস্তবতার শিকড় সন্ধান, লোক উপাদান, ভূমি ও কৃষি সংস্কৃতি গীতিময়তার সরল শিহরণকে কবিতায় বলতে চেয়েছেন সহজ উপযোগী করে। কবি সত্য সুন্দর আনন্দকে বপন করেছেন কবিতার শরীরে। ধ্যানমগ্নতা রয়েছে তার কবিতায় চেতন অবচেতনে।
কবি মাসুদ পথিক তার কবিতায় মাটিকে প্রাধান্য দিয়েছেন ব্যাপকভাবে। মা মাটি মানুষ এ-ত্রিমাত্রিকতা তাকে দিয়েছে প্রকৃত প্রাণশক্তি। স্বদেশ স্বজাতির প্রতি গভীর অনুরাগ রয়েছে তার কবিতায়। লৌকিক অলৌকিক পরম সত্তার বর্ণনা করেন স্বপ্নালোকে। অসীমতা ও বৈশ্বিক তথা উত্তর উপনিবেশিক বোধ তার কবিতাকে নিয়ে যায় গণমানুষের কাছে।
কবি চিন্তার ব্যাপকতা ও দৃষ্টিভঙ্গির অসীমতাকে রূপ দেন বহুমাত্রিকতায়। ভাববাদ ও বস্তুবাদের দ্বদ্বযুক্ত স্বতঃস্ফ‚র্ততা তার কবিতায় ব্যাপকভাবে প্রতিফলিত হয় বিজ্ঞান। মানবিক প্রেমের প্রতি বিশ্বাস, কঠিন ও নির্মমতার বিপক্ষে সত্যের সন্ধান করেন মাটির মমতায়। কবি মাসুদ পথিক কবিতার বাইরে জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ের একজন শ্রেষ্ঠ পরিচালক হিসেবে ইতোমধ্যে স্বীকৃতি লাভ করেন। কবি কবিতার অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেও সফলতা লাভ করেন। তিনি সাহিত্য পুরস্কার হিসেবে কালি ও কলম এইচএসবিসি ব্যাংক পুরস্কার ২০১৩, কবি শামসুর রহমান স্মৃতি পুরস্কার, রায়পুরা ২০১৫, শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার ২০১৫, সুসং দুর্গাপুর সাহিত্য পরিষদ পুরস্কার ২০১৬, ঋত্বিক ঘটক পুরস্কার, কলকাতা ২০১৬, দক্ষিণারঞ্জন ধর স্মৃতি স্রোত সাহিত্য ও সংস্কৃতি সম্মাননা, ত্রিপুরা ২০১৭, সোনার বাংলা সাহিত্য পরিষদ অ্যাওয়ার্ড, ঢাকা ২০১৭।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার হিসেবে শ্রেষ্ঠ চলচ্চিত্র, নেকাব্বরের মহাপ্রয়াণ ২০১৬, শ্রেষ্ঠ গীতিকার, নেকাব্বরের মহাপ্রয়াণ ২০১৬ সহ সর্বোচ্চ ৬টি ক্যাটাগরির জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন; অফিসিয়াল সিলেকশন, সার্ক ফিল্ম ফেস্টিভ্যাল, শ্রীলঙ্কা ২০১৬; শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক, টেলিসিনে অ্যাওয়ার্ড, কলকাতা ২০১৬ লাভ করেন।
২০ নভেম্বর কবি মাসুদ পথিকের শুভ জন্মদিন। কবিতাচর্চা কবি ও কবিতার কাগজ তাকে নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত।