আমার রবীন্দ্রনাথ, Amar Rabindranath, GOLN

  • Home
  • Bangladesh
  • Ramna
  • আমার রবীন্দ্রনাথ, Amar Rabindranath, GOLN

আমার রবীন্দ্রনাথ, Amar Rabindranath, GOLN বিশ্বকবি রবীন্দ্র ঠাকুরের জীবন ও কর্? In the rich tapestry of Bangla literature, no name resonate as profoundly as that of Rabindranath Tagore.

A multifaceted genius, Tagore was not only a poet but also a playwright, composer, philosopher, social reformer, and painter. His contributions during the Bengal Renaissance have left an indelible mark on both Bangla and world literature. Today, we are thrilled to introduce "Amar Rabindranath, GOLN," a dedicated initiative aimed at educating and inspiring audiences about this extraordinary figure

and his remarkable legacy. Our Vision
=========
Amar Rabindranath, GOLN seeks to create a comprehensive archive of Tagore's works, insights, and modern performances, making his timeless messages accessible to all. Through a multifaceted approach encompassing a website, YouTube channel, page, and community groups, we aim to engage diverse audiences, fostering a deeper understanding and appreciation for Tagore's contributions. Our Platforms
===========
Website (https://amarrabindranath.com): Our website serves as a hub for Tagore enthusiasts and scholars alike. It features an extensive collection of his works, including poetry, prose, plays, and essays, along with detailed analyses, historical contexts, and contemporary interpretations. Visitors can explore the nuances of Tagore’s writing, his philosophical musings, and his influence on literature and art. YouTube Channel: Our YouTube channel brings Tagore's works to life through captivating performances, recitations, and discussions. Subscribers can enjoy a range of content, from dramatic readings of his poems to scholarly lectures that delve into the significance of his contributions. We aim to showcase both traditional renditions and modern adaptations, bridging the gap between generations. page and Groups: The Amar Rabindranath page serves as a vibrant community for fans of Tagore. Here, you can engage with fellow admirers, participate in discussions, and stay updated on our latest content. Our dedicated groups provide spaces for in-depth conversations, sharing interpretations, and exploring Tagore's relevance in contemporary society. Our Mission
=========
Through Amar Rabindranath, GOLN, we aspire to:

Educate: Providing resources and analyses to enhance understanding of Tagore's literary and philosophical contributions. Inspire: Encouraging creative expressions and interpretations of Tagore's work in modern contexts. Connect: Building a community of learners, artists, and enthusiasts who share a passion for Tagore and his enduring legacy. Join Us on This Journey
=================
We invite you to embark on this enriching journey with us. Whether you are a lifelong admirer of Tagore's work or discovering him for the first time, Amar Rabindranath, GOLN offers a platform to explore, learn, and celebrate the genius of Rabindranath Tagore. Let us come together to honor a luminary whose voice continues to echo through the ages, shaping thoughts, inspiring creativity, and transcending boundaries. Visit our website, subscribe to our YouTube channel, and join our Facebook community today! Together, let’s keep the spirit of Tagore alive and thriving. 🌼

বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আর নেই :(একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আজ সকা...
12/12/2024

বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আর নেই :(

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আজ সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার সকাল আটটায় তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়।

বিগত কয়েক বছর ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। গত মাসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাঁকে তেজগাঁওয়ের আরেকটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে তিনি চলে যান না ফেরার দেশে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্বামী ও দুই সন্তান রেখে গেছেন।

পাপিয়া সারোয়ারের জীবন ও কর্ম:
=====================
১৯৫২ সালের ২১ নভেম্বর বরিশালে জন্মগ্রহণ করেন পাপিয়া সারোয়ার। ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথের গানে গভীর অনুরাগী ছিলেন। ষষ্ঠ শ্রেণিতে পড়াকালীন তিনি ছায়ানটে ভর্তি হন। পরবর্তীতে বুলবুল ললিতকলা একাডেমিতে গান শেখার যাত্রা শুরু করেন।

১৯৬৭ সাল থেকে বেতার ও টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে গাইতে শুরু করেন পাপিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগে পড়াশোনা শেষে ১৯৭৩ সালে ভারত সরকারের বৃত্তি পেয়ে শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীতে স্নাতক ডিগ্রি লাভ করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনিই প্রথম ব্যক্তি, যিনি এই বৃত্তি পেয়ে স্নাতক সম্পন্ন করেন।

পাপিয়া সারোয়ারের প্রথম অডিও অ্যালবাম ‘পাপিয়া সারোয়ার’ প্রকাশিত হয় ১৯৮২ সালে। তাঁর গানের ভুবন জুড়ে রবীন্দ্রসংগীতের পাশাপাশি আধুনিক গানেও তিনি ছিলেন সফল। জনপ্রিয় গান ‘নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম’ তাঁকে শ্রোতাদের কাছে আলাদা জায়গা করে দেয়। তাঁর সর্বশেষ অ্যালবাম ‘আকাশপানে হাত বাড়ালাম’ প্রকাশিত হয় ২০১৩ সালে।

পাপিয়া সারোয়ারের কিছু অর্জন ও অবদান
==========================
• ২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার।
• ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপ।
• ২০২১ সালে একুশে পদক।

পাপিয়া সারোয়ার জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ পরিষদের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। ১৯৯৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন গানের দল ‘গীতসুধা’।

গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের “আর্ট এন্ড কালচার গুরুকুল” এর প্রতিটি উদ্যোগের পক্ষ থেকে শ্রদ্ধা।

বিদায়, প্রিয় শিল্পী পাপিয়া সারওয়ার।

#পাপিয়া_সারোয়ার #রবীন্দ্রসংগীত #বাংলারগর্ব #সংগীতশিল্পী #বাংলাসংস্কৃতি #একুশেপদক #শ্রদ্ধাঞ্জলি

28/11/2024

বীরের এ রক্তস্রোত, মাতার এ অশ্রুধারা

এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা।

স্বর্গ কি হবে না কেনা।

বিশ্বের ভাণ্ডারী শুধিবে না

এত ঋণ?

রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন।

নিদারুণ দুঃখরাতে

মৃত্যুঘাতে

মানুষ চূর্ণিল যবে নিজ মর্তসীমা

তখন দিবে না দেখা দেবতার অমর মহিমা?

#বলাকা #রবীন্দ্রনাথ #আমাররবীন্দ্রনাথ

28/11/2024

চাষি খেতে চালাইছে হাল,
তাঁতি বসে তাঁত বোনে, জেলে ফেলে জাল-
বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার
তারি পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার ।
অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে
সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে ।
মাঝে মাঝে গেছি আমি ও পাড়ার প্রাঙ্গণের ধারে,
ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে ।

#ঐকতান #রবীন্দ্রনাথ #আমাররবীন্দ্রনাথ

রবীন্দ্র-নজরুল সম্পর্ক:নজরুল তখন জেলে। রবীন্দ্রনাথ বসন্ত নাটকটি উৎসর্গ করলেন নজরুলকে। যাঁরা উপস্থিত ছিলেন সেখানে, তাঁদের...
23/11/2024

রবীন্দ্র-নজরুল সম্পর্ক:

নজরুল তখন জেলে। রবীন্দ্রনাথ বসন্ত নাটকটি উৎসর্গ করলেন নজরুলকে। যাঁরা উপস্থিত ছিলেন সেখানে, তাঁদের মধ্যে অনেকেই এটি পছন্দ করলেন না। রবীন্দ্রনাথকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলেন তাঁরা। কিন্তু রবীন্দ্রনাথ বললেন, জাতির জীবনে বসন্ত এনেছেন নজরুল, তাই এ নাটকটি তাঁকেই উৎসর্গ করা হবে। জেলে যখন নজরুল রবীন্দ্রনাথের স্বাক্ষরে নাটকটি হাতে হাতে পেয়েছিলেন, তাঁর জেলজীবনের যন্ত্রণা কমেছিল। পরে নজরুল সে কথা লিখেছিলেনও।

হুগলি জেলে নজরুলকে নিয়ে আসা হলো। জেলার খুব অত্যাচারী ছিলেন। নিত্যনতুন উপায়ে তিনি বন্দীদের ওপর নির্যাতন চালাতেন। তখন নজরুল ও অন্য বন্দীরা তাঁর উদ্দেশে রবীন্দ্রনাথের ‘তোমারি গেহে পালিছ স্নেহে’র প্যারোডি করে গাইলেন, ‘তোমারি জেলে পালিছ ঠেলে/ তুমি ধন্য ধন্য হে’। এরপর নজরুল অনশনে চলে যান। কলকাতার পত্রিকায় খবর বের হয়, ১৪ দিন ধরে তিনি অনশনে আছেন। এ খবর পেয়ে রবীন্দ্রনাথ টেলিগ্রাম করেন নজরুলকে, ‘অনশন ছেড়ে দাও। আমাদের সাহিত্যে তোমাকে দরকার।’

ড. মুহম্মদ শহীদুল্লাহ্ নজরুলকে শান্তিনিকেতনে নিয়ে গিয়েছিলেন। সেবার নজরুল অবলীলায় গেয়েছিলেন একের পর এক রবীন্দ্রসংগীত, সবগুলোই তাঁর কণ্ঠস্থ। রবীন্দ্রনাথ মুগ্ধ ও বিস্মিত হয়ে বলেছিলেন, তাঁর নিজেরই এখন আর গানের কথা মনে থাকে না।

রবীন্দ্রনাথের মৃত্যুর পর ব্যথিত নজরুল লিখলেন ‘রবিহারা’ কবিতাটি, ‘দুপুরের রবি পড়িয়াছে ঢলে অস্ত-পথের কোলে’। গানে লিখলেন, ‘ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে’। রবীন্দ্রনাথের শবযাত্রার ধারাবিবরণী নজরুল স্বকণ্ঠে দিয়েছিলেন আকাশবাণী কলকাতা থেকে।

#রবীন্দ্রনাথ #নজরুল #সম্পর্ক #বিতর্ক

23/11/2024

রবীন্দ্র-নজরুল সম্পর্ক:

রবীন্দ্রনাথ নজরুলের ধূমকেতু পত্রিকার জন্য আশীর্বচন লিখে দিয়েছিলেন। পরে নজরুলের নবযুগ, লাঙল পত্রিকার জন্যও নজরুল লিখেছিলেন।

তাঁরা দুজনেই ১৯২৬ সালের সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদ করেছিলেন। নজরুল তাঁর ‘কাণ্ডারি হুঁশিয়ার’ কবিতায় লিখেছেন, ‘“হিন্দু না ওরা মুসলিম?” ওই জিজ্ঞাসে কোন্ জন?’ আর রবীন্দ্রনাথ লিখলেন, ‘হিংসায় উন্মত্ত পৃথ্বী, নিত্য নিঠুর দ্বন্দ্ব;/ ঘোর কুটিল পন্থ তার, লোভজটিল বন্ধ’।

#রবীন্দ্রনাথ #নজরুল

Address

86/1 New Eskaton A3, Navana Sattar Garden
Ramna
1000

Website

https://en.amarrabindranath.com/

Alerts

Be the first to know and let us send you an email when আমার রবীন্দ্রনাথ, Amar Rabindranath, GOLN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমার রবীন্দ্রনাথ, Amar Rabindranath, GOLN:

Share

Category