15/01/2025
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই, আজকে সারাদিন পেইজে ঢুকতে পারি নাই। আজকে সারাদিন বাইরে ছিলাম সন্ধ্যা ৭ টায় ঘরে ডুকলাম। আজকে আমি যাদের সাথে ছিলাম, তাদের সাথে আমার প্রায় ২৭/২৮ বছর পর দেখা। কি যে ভালো সময় কাটালাম তা বলে বুঝতে পারব না। অতিতের অনেক সৃতিচারন করলাম।
আজকে আমি গিয়েছিলাম মিরপুর DOSH।শাকিলার বাসায়।সেখানে ওর আরো দুই বোন আসে লাকি আর মুন্নি।তারপর সেখানে যুক্ত হয় আমার ছোট বোন কলি।সবার সাথে সবার দেখা হয় অনেক সুন্দর সময় কাটাই।
আরো কিছুক্ষন থাকার ইচ্ছে ছিল কিন্তু প্রয়োজনের তাগিদে সেটা সম্ভব হয়ে উঠেনি। ওরা তো বারবারই বলছিল আরো একটু সময় থেকে যাও।কিন্তু বাস্তবতা অন্য জিনিস, বাস্তবতা মানুষের আবেগ,অনুভূতি, ইচ্ছা সবকিছুর উর্ধে। বাস্তবতার কাছে মানুষের আবেগ,অনুভূতি, ইচ্ছা, ভালো লাগা সবকিছু কে হার মানতে হয়।
২৭/২৮ বছর পর যাদের সাথে দেখা করতে গেলাম এত সহজেই কি তাদের সঙ্গ ছেড়ে আসতে ইচ্ছে করে। বারবার মন বলছিল আরো একটু থাকি,মনের অন্য দিক দায়িত্ববোধের কথা মনে করে দিচ্ছিল।
সত্যি মানুষের জীবনটা বড় অদ্ভুত, একদিকে দায়িত্ববোধ অন্য দিকে কিছু সময়ের জন্য একটু আনন্দ করা,একটু হারিয়ে যাওয়া কোনটাকে সে প্রায়োটি দিবে??
ফিরে আসার পর বারবার ওদের কথা মনে পড়ছিল।
জানিনা আবার কবে দেখা হবে। বিধাতা চাইলে যে কোনো মূহুর্তে দেখা হতে পারে।
শাকিলা তোমার আর ফিরোজ ভাইয়ের আতিথিয়েতার কথা সবসময় মনে থাকবে।
আজকের মত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
শুভ রাত্রি ❤️