Crafts Kitchen and vlogs

Crafts Kitchen and vlogs Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Crafts Kitchen and vlogs, Video Creator, Ramna.
(24)

15/01/2025

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই, আজকে সারাদিন পেইজে ঢুকতে পারি নাই। আজকে সারাদিন বাইরে ছিলাম সন্ধ্যা ৭ টায় ঘরে ডুকলাম। আজকে আমি যাদের সাথে ছিলাম, তাদের সাথে আমার প্রায় ২৭/২৮ বছর পর দেখা। কি যে ভালো সময় কাটালাম তা বলে বুঝতে পারব না। অতিতের অনেক সৃতিচারন করলাম।
আজকে আমি গিয়েছিলাম মিরপুর DOSH।শাকিলার বাসায়।সেখানে ওর আরো দুই বোন আসে লাকি আর মুন্নি।তারপর সেখানে যুক্ত হয় আমার ছোট বোন কলি।সবার সাথে সবার দেখা হয় অনেক সুন্দর সময় কাটাই।

আরো কিছুক্ষন থাকার ইচ্ছে ছিল কিন্তু প্রয়োজনের তাগিদে সেটা সম্ভব হয়ে উঠেনি। ওরা তো বারবারই বলছিল আরো একটু সময় থেকে যাও।কিন্তু বাস্তবতা অন্য জিনিস, বাস্তবতা মানুষের আবেগ,অনুভূতি, ইচ্ছা সবকিছুর উর্ধে। বাস্তবতার কাছে মানুষের আবেগ,অনুভূতি, ইচ্ছা, ভালো লাগা সবকিছু কে হার মানতে হয়।

২৭/২৮ বছর পর যাদের সাথে দেখা করতে গেলাম এত সহজেই কি তাদের সঙ্গ ছেড়ে আসতে ইচ্ছে করে। বারবার মন বলছিল আরো একটু থাকি,মনের অন্য দিক দায়িত্ববোধের কথা মনে করে দিচ্ছিল।

সত্যি মানুষের জীবনটা বড় অদ্ভুত, একদিকে দায়িত্ববোধ অন্য দিকে কিছু সময়ের জন্য একটু আনন্দ করা,একটু হারিয়ে যাওয়া কোনটাকে সে প্রায়োটি দিবে??

ফিরে আসার পর বারবার ওদের কথা মনে পড়ছিল।
জানিনা আবার কবে দেখা হবে। বিধাতা চাইলে যে কোনো মূহুর্তে দেখা হতে পারে।

শাকিলা তোমার আর ফিরোজ ভাইয়ের আতিথিয়েতার কথা সবসময় মনে থাকবে।

আজকের মত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
শুভ রাত্রি ❤️

15/01/2025

শুভ সকাল

শুভ রাত্রি।
14/01/2025

শুভ রাত্রি।

শুভ দুপুর।
14/01/2025

শুভ দুপুর।

13/01/2025

মশা???
অতি ক্ষুদ্র একটি প্রাণী। তারপর ও এই প্রাণীটিকে আমরা প্রচন্ড রকমের ভয় পাই। কে কতটা ভয় পান আমি জানিনা তবে আমি যে ভীষণ রকমের ভয় পাই তার কিছু ছোট ছোট উদাহরণ আমি আমার এই লেখনিতে প্রকাশ করব।

আমি ১২তলায় বসবাস করি,এখন প্রশ্ন ১২তলায় মশা কোথা থেকে আসে। নীচ থেকে তো মশা উড়ে ১২তলায় উঠা কখনোই সম্ভব না। আসলে আমাদের চারপাশে তথাকথিত কিছু পয়সা ওয়ালা লোকজন আছেন যারা কিনা পয়সার জোরে এসি কিনে এসি ব্যবহার করেন।কিন্তু এর সঠিক ব্যাবহার হয়তো বা জানেন না, নয়তো ইচ্ছে করে সঠিক নিয়মে এসি ব্যবহার করেন না।সে তো ভিতরে ঠান্ডা বাতাস পাচ্ছেন।তার চারপাশের মানুষ জন কি ভোগান্তি পোহাচ্ছেন সেটা তার জানা প্রয়োজন কি??

মশা মূলতে জন্ম নেয় এসির পানি থেকে।এছাড়াও আজকাল সবাই বাসা বাড়িতে গাছ পালা লাগায় সৌন্দর্যের জন্য এর তদারকি সবাই জানেনা, সেখান থেকেও মশার উৎপত্তি হয়।গাছ রাখলে, মশা,মাছির, পোকা মাকড় থেকে বাঁচার জন্য নিয়মিত স্প্রে করতে হয়।এটা আমরা কজন জানি।সবাই গাছ লাগায় তাই আমাকেও এ প্রতিযোগিতায় নামতে হবে,তাই নেমে পরি। এবং গাছ লাগাই সঠিক পরিচর্যা জানার প্রয়োজন নেই।

এখন আশা যাক আমি কেন মশা ভয় পাই??
যখন মশারী ছাড়া শুয়ে থাকি বা বসে কোনো কাজ করছি, মশা তখন কানের কাছে যে উচ্চাঙ্গসংগীত শুরু করে, খুবই বিরক্তিকর লাগে এ উচ্চাঙ্গসংগীত। পৃথিবীর শ্রেষ্ঠতম বিরক্তিকর কাজ এ উচ্চাঙ্গসংগীত শোনা। এছাড়া একবার গ্রামে বেড়াতে গিয়ে মশার কামড় খেয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভীষণ কষ্ট পেয়েছি। এছাড়া ও মশার কামড়ে আমার চিকনগুনিয়া হয়েছিল এবং তারপর থেকে আমার শরীরে অনেক সমস্যা বাসা বাধে যার রেশ আমি এখনো ভোগ করছি।

এখন শীতকাল প্রচুর মশা হচ্ছে। সুতরাং সবাই মশা থেকে সাবধানে থাকবেন, মশারী দিয়ে ঘুমাবেন, বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন,এবং সেই সাথে ম্যালেরিয়া,চিকনগুনিয়া, ডেঙ্গুর মত জ্বর থেকে নিজেকে এবং পরিবারের সদস্যদের নিরাপদে রাখবেন।

সবাই ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করে শেষ করছি। শুভ রাত্রি ❤️

বিঃ দ্রঃ মানুষ সামাজিক জীব। সমজে যেমন তাকে বসবাস করতে হয়।ঠিক সেই ভাবে সমাজের মানুষ গুলো র প্রতি ও তার দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধ থেকে বলছি।প্লিজ আপনার প্রতিবেশীর সমস্যা হয় বা কষ্ট হয় বা বিরক্ত হয় এমন কাজ আমাদের কারোই করা উচিত নয়।প্রতিবেশীদের প্রতি যত্নশীল হবেন।

গ্যাস একদম কমে গেছে। তাই রান্না করতে সময় লাগছে। কষ্ট ও লাগছে। আপনাদের কি অবস্থা??? শুভ দুপুর ❤️
13/01/2025

গ্যাস একদম কমে গেছে। তাই রান্না করতে সময় লাগছে। কষ্ট ও লাগছে। আপনাদের কি অবস্থা???
শুভ দুপুর ❤️

12/01/2025

প্রিয় বুবুর সাথে কিছু সময়।

শুভ দুপুর ❤️
12/01/2025

শুভ দুপুর ❤️

রিংগোর মত আমারও ঘুম পাচ্ছে। শুভ রাত্রি 🌹
10/01/2025

রিংগোর মত আমারও ঘুম পাচ্ছে।
শুভ রাত্রি 🌹

10/01/2025

শুভ সকাল।

আমি ফাহিমা নাছরিন, স্বভাবগত ভাবে অন্য ১০ জনের থেকে একটু  আলাদা,মানুষের সাথে একটু দূরত্ব বজায় রেখে মেলামেশা করতে পছন্দ কর...
09/01/2025

আমি ফাহিমা নাছরিন, স্বভাবগত ভাবে অন্য ১০ জনের থেকে একটু আলাদা,মানুষের সাথে একটু দূরত্ব বজায় রেখে মেলামেশা করতে পছন্দ করি। মানুষের হাড়ির খবর নিয়ে টানাটানি করা কিছু মানুষ আছে তাদের মত নই আমি ।আমাকে আবার অহংকারী ও বলা যায়না। আমার সাথে যারা মিশেছে তার অন্তত জানে আমি খুবই বিনয়ী, স্পষ্টবাদী,সচ্ছ একজন মানুষ। আমি জানি পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আমাকে পছন্দ করেনা ঠিক তেমনি আমিও অনেক মানুষকে পছন্দ করি না।আর এটাকে আমি বাস্তবতা বলেই মানি এবং বিশ্বাস ও করি।

তবে আমার দেখা কিছু মানুষ আছে যাদের আমি অন্তর দিয়ে ভালোবাসি এবং পছন্দ করি। আমার ডিসনারীতে এর সংখ্যা খুবই কম। তাদের মধ্যে একজন হচ্ছে "দিনা বুবু "জীবনে হয়তো বা কোনো পূন্য করেছিলাম তাই আল্লাহ দিনা বুবুর মত একজন মানুষের সাথে আমার পরিচয় করিয়েছেন।আমরা মানুষ ফেরেস্তা নই।কিন্তু দিনা বুবু কে দেখে আমার ফেরেস্তার চেয়ে কোনো অংশে কম মনে হয়নি। একটা মানুষের ভেতরে এত মায়া এত ভালোবাসা কি করে থাকে??

অনেক দিন থেকে বুবুর সাথে দেখা করব ভাবছি কিন্তু কিছুতেই ব্যাটে বলে মিলছিলো না।অবশেষে আজকে এই কাজটা সম্পন্ন করতে পারলাম। বুবু খুবই অসুস্থ ছিল। গতকাল মাত্র হাসপাতাল থেকে ঘরে এসেছে। এই অবস্থায় আমাকে তিনি সময় দিয়েছেন। আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। সবাই বুবুর জন্য দোয়া করবেন। ওনার যাওয়ার সময় প্রায় ঘনিয়ে এসেছে, বুবু যেন সুস্থ শরীর নিয়ে নিজ গন্তব্যে পৌঁছাতে পারে। আল্লাহ বুবুকে হায়াত দারাজ করুন। এরকম ভালো মানুষেরা যুগ যুগ পৃথিবীতে বেঁচে থাকুক। পৃথিবীর জন্য এরকম মানুষদের বড্ড প্রয়োজন। ❤️❤️

সবাই ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ❤️
শুভ রাত্রি 🌹

এটা অবশ্যই শাক, কিন্তু কি শাক নাম জানিনা, আমার হাজবেন্ট বলেছে  বুটের শাক।আপনারা নাম জানলে বলবেন। শুভ দুপুর 🌹
09/01/2025

এটা অবশ্যই শাক, কিন্তু কি শাক নাম জানিনা, আমার হাজবেন্ট বলেছে বুটের শাক।আপনারা নাম জানলে বলবেন।
শুভ দুপুর 🌹

Address

Ramna

Alerts

Be the first to know and let us send you an email when Crafts Kitchen and vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Crafts Kitchen and vlogs:

Videos

Share

Category