23/12/2024
পিলখানা কমিশনের চিফ হিসেবে নিয়োগ পেলেন ফজলুর রহমান।
এর মাধ্যমে ভারতের চোখ রাঙানি আরো একবার উপেক্ষা করলো বাংলাদেশ। ফজলুর রহমান বিডিআরের হেড থাকার সময় বিএসএফের ১৬ টারে ফালাইয়া দিছিলেন। (এটা ভারতের বয়ান। বাট প্রচলিত আছে, বিএসএফ সদস্যদের লাশ নিতে তিনটা ট্রাক লেগেছিল)
এখন পর্যন্ত বাংলাদেশ ভারতের সীমান্ত যুদ্ধ একটাই হয়েছে। ২০০১ সালে। সেই যুদ্ধে বাংলাদেশ ভারতের বড় ধরণের ক্ষতি করতে সক্ষম হয়।
কথিত আছে, সেই সীমান্ত যুদ্ধের প্রতিশোধ হিসেবেই ভারত আমাদের ৫৮ জন সেনা অফিসারকে হত্যা করে।
ফজলুর রহমানের জন্য শুভকামনা।
এই কমিশনের জন্য উনার চেয়ে গুড চয়েজ আর কেউ হতে পারতো না।
আজ থেকে ২৩ বছর আগে একটা যুদ্ধে ফজলুর রহমানের বাহিনী ভারতকে হারিয়ে দিয়েছিলেন। আশা করি, ভারতের বিরুদ্ধে এবারের এই তদন্ত যুদ্ধেও উনি শেষপর্যন্ত বাংলাদেশকে জিতিয়ে আনবেন।