04/09/2024
কিছুক্ষণ আগে ফাঁস হওয়া গোপন গ্রুপচ্যাটে দেখা যাচ্ছে অভিনয় শিল্পীদের মধ্যে অরুণা বিশ্বাস ছাত্র আন্দোলনের মধ্যে ছাত্রদের গায়ে গরম পানি ঢেলে দিতে বলেছিলেন। কিন্তু ওই লিস্টে কে কে ছিলেন?
ওয়েল, অভিনয় শিল্পীদের ফাঁস হওয়া চ্যাটের ১৬০ টা স্ক্রিনশট আমার কাছে এসেছে, সাথে এসেছে পুরো তালিকা। এদের মধ্যে আছেন যথাক্রমে- সোহানা সাবা, অরুণা বিশ্বাস, রফিক(রজনীগন্ধা), এমপি ফেরদৌস, রিয়াজ আহমেদ, সুবর্ণা মুস্তফা, আজিজুল হাকিম, স্বাগতা, বদরুল আনাম সৌদ, শমী কায়সার, সুইটি, এমপি আরাফাত, আশনা হাবীব ভাবনা, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, জমশেদ শামীম, উর্মিলা, মামুনুর রশিদ, খান জেহাদ, এবার্ট খান, সাজু খাদেম, হৃদি হক, ফজলুর রহমান বাবু, আশরাফ কবীর, দীপান্বিতা মার্টিন, এমপি হাসান মাহমুদ, সাইমন সাদিক, জুয়েল মাহমুদ, জায়েদ খান, হারুনুর রশিদ, ঝুনা চৌধুরী, লিমন আহমেদ, লিয়াকত আলী লাকি, সৈয়দ আওলাদ, সাইদ খান, সাখাওয়াত মুন, স্মরণ সাহা, সায়েম সামাদ, শাকিল(দেশনাটক), শহীদ আলমগীর, নূনা আফরোজ, রোকেয়া প্রাচী, সঙ্গীতা মেখাল, সৈয়দা শাহানুর, মোঃ শাহাদাত হোসেন, নাহিদ, মিলন, প্রণীল, এসএ হক অলীক, রুনি, রুবেল শঙ্কর, রাজিবুল ইসলাম রাজিব...।
সবচেয়ে বড়ো রসিকতাটা সম্ভবত করেছেন আশনা হাবীব ভাবনা। ইনি ছাত্র আন্দোলনের আবু সাঈদকে নিয়ে ছবি এঁকে নাকী কান্নার অভিনয় করে এই গ্রুপে দিব্যি বসে ছিলেন!
শিল্পী মানেই বিবেকবোধ ঠিক থাকবে, এই ধারণা থেকে বের হয়ে আসার ক্ষেত্রে- এদেরকে ধন্যবাদ। শিল্পের নামে মানুষ হত্যা, সাধারণ ছাত্রদেরকে সন্ত্রাসী ট্যাগ দেয়ার ক্ষেত্রে কোন কোন শিল্পীরা ভূমিকা রেখেছে সেটা আমাদের জানা থাকলো। যে ছাত্ররা পা হারিয়েছে, বুকে আর মাথায় গুলি খেয়েছে- তারাও জেনে রাখুক সব শিল্পীরই বিবেক বোধ নাই, এবং সব বিবেক বোধ ওয়ালা মানুষ শিল্পী হওয়ার আগে- মানুষ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এমন শিল্পীরা ছিল। ফলে আমরা অবাক হচ্ছি না। শুধু আফসোস করে বলতে ইচ্ছা করে-
হে মোর দুর্ভাগা দেশ যাদের করেছ অপমান
অপমানে হতে হবে তাহাদের সবার সমান!
প্রিয় বাংলাদেশ, শিল্পী নামের এই সকল কলঙ্কদের চিনে নিতে তুমি প্রস্তুত তো?