রামগঞ্জ বার্তা

রামগঞ্জ বার্তা বাংলার গনমানুষের কণ্ঠস্বর।
01843214770, 01724924137
E-mail:- [email protected]

03/02/2025

রামগঞ্জ উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ আহত- ৫

রামগঞ্জ জিয়া শপিং কমপ্লেক্সের সামনের পার্কিয়ের জায়গা দখলমুক্ত করা এবং তৃতীয় ও চতুর্থ তলা অবৈধভাবে বরাদ্দ দেওয়ার প্রতিবাদ...
30/01/2025

রামগঞ্জ জিয়া শপিং কমপ্লেক্সের সামনের পার্কিয়ের জায়গা দখলমুক্ত করা এবং তৃতীয় ও চতুর্থ তলা অবৈধভাবে বরাদ্দ দেওয়ার প্রতিবাদে মার্কেটের ব্যবসায়ী ও বিএনপি- জামায়াত নেতাদের মানববন্ধন...
এসময় উক্ত মার্কেটের অবৈধভাবে দখল করে দোকান নির্মাণ ওগুলো উচ্ছেদের দাবী, অবৈধভাবে এবং গোপনে বরাদ্দ দেয়ায় জেলা পরিষদের অসাধু কর্মকর্তাদের শাস্তি দাবি করেন বক্তারা।

দক্ষিণ আফ্রিকায় ইংরেজি নববর্ষের মধ্যরাতে লক্ষ্মীপুরের সুমনকে  নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা।নিজস্ব প্রতিবেদক:- দক্ষি...
04/01/2025

দক্ষিণ আফ্রিকায় ইংরেজি নববর্ষের মধ্যরাতে লক্ষ্মীপুরের সুমনকে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক:-
দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রভিন্সের ওমলারানস্টাড শহরের নিকটবর্তী মাকওয়াসি গ্রামে ইংরেজি নববর্ষের মধ্যরাতে একদল দুর্বৃত্ত দোকানের টিন কেটে হাত-পা বেঁধে নির্মম নির্যাতন করে রক্তাক্ত অবস্থায় রেখে যায় সুমন নামের এই রেমিটেন্স সৈনিক কে। রক্ত ক্ষরণের কারণে হাত-পা বাঁধা অবস্থায় সুমনের মৃত্যু হয়।

এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় সুমনের কোন আত্মীয় স্বজন কিংবা দেশের পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি। তার পাসপোর্টের দেখা যায় দেশের বাড়ি লক্ষীপুর জেলার দালাল বাজারের পুর্ব নন্দনপুর গ্রাম। অস্থায়ী ঠিকানা ঢাকার বনানী।কেউ সুমনকে চিনে থাকলে দ্রুত +27629081886 নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল।

উল্লেখ্য, সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায়, রাত দুইটার দিকে স্থানীয় কয়েক যুবক পেছনের টিন কেটে দোকানে ঢুকে। এসময় নি হ ত সুমন তাহাজ্জুদ নামাজে ছিলেন।

সাউথ বাংলা পরিবারের পক্ষ থেকে নিহতের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

রামগঞ্জ-ঢাকা সড়কে নিম্নমানের বাস ও অতিরিক্ত ভাড়া আদায় অভিযোগ নিজস্ব সংবাদদাতা :রামগঞ্জ-ঢাকা সড়কে পরিবহণ মালিকদের বিরুদ্ধ...
28/12/2024

রামগঞ্জ-ঢাকা সড়কে নিম্নমানের বাস ও অতিরিক্ত ভাড়া আদায় অভিযোগ

নিজস্ব সংবাদদাতা :
রামগঞ্জ-ঢাকা সড়কে পরিবহণ মালিকদের বিরুদ্ধে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ(বিআরটিএ) আইন অমান্য করে নিম্নমানের বাস সার্ভিস, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির অভিযোগ পাওয়া যায়। এ ব্যাপারে যাত্রীরা দীর্ঘদিন যাবত অভিযোগ করে আসলেও সংশ্লিষ্ট বিভাগের তদারকি না থাকায় বাস মালিকরা ইচ্ছা অনুযায়ী নিম্নমানের এ সব বাস সার্ভিস দিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করে নিচ্ছেন। এতে প্রতিনিয়ত অতিরিক্ত ভাড়া আদায়ের জুলুম ও হয়রানির স্বীকার হচ্ছেন যাত্রীরা। পরিবহণ মালিক, শ্রমিকদের নৈরাজ্য,অরাজকতা,অনিয়ম বন্ধে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান তাঁরা।
রামগঞ্জ বাস টার্মিনাল ও বাস কাউন্টার অফিস সূত্রে জানা যায়, রামগঞ্জ-হাজীগঞ্জ-গৌরিপুর-কচুয়া-ঢাকা রুটে আল আরাফাহ পরিবহণের ২০টি ও আল-আরাফাত এক্সপ্রেস লিঃ পরিবহণের ৬৬টি বাস চলাচল করে। দুরুত্ব ১শত ৭ কিলোমিটার। ভাড়া আদায় করছেন ৩শত ৫০ টাকা থেকে ৫শত টাকা। রামগঞ্জ-সোনাইমুড়ি-লাকসাম-ঢাকা রুটে প্রতিদিন আল বারাকা পরিবহণ ৩৭টি বাস ও হিমালয় পরিবহণের ৩৬টি বাস চলাচল করে। দূরুত্ব ১ শত ৬৮ কিলোমিটার, প্রতি সিট ভাড়া আদায় করছেন ৪ শত ৭০ থেকে ৫শত টাকা। বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ(বিআরটিএ) সূত্রে জানা যায়, ঢাকা মহানগর থেকে আন্তঃনগর বাসের প্রতিকিলোমিটার ভাড়া ( ৫১ আসনের ক্ষেত্রে) ২টাকা ১২ পয়সা। এ ছাড়াও প্রতি বছরে একবার বিআরটিএ নির্ধারিত অফিসে ইঞ্জিন, কালার, লাইটিং,সিট, দরজা-জানালাসহ সংস্কারকৃত পরিবহণ নিয়ে রুট ফারমিট নবায়ন করতে হয়।
শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়,রামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আল আরাফাহ পরিবহণ ৩শত ৫০ থেকে ৫শত টাকা, আল-আরাফাহ এক্সপ্রেস পরিবহণ ৩শত ৫০ থেকে ৫শত টাকা টিকেট প্রতি আদায় করছেন। আল বারাকা পরিবহণ ৪শত ৭০টাকা থেকে ৫শত টাকা, আসন সংখ্যা ৪০টি, হিমালয় পরিবহণ ৫শত টাকা, আসন সংখ্যা ৪০টি। কিন্তু আল আরাফাহ এক্সপ্রেস পরিবহণের ঢাকা মেট্রো-ব ১৫-৩২১৭ ও ঢাকা মেট্রো-ব ১৫-৮৭২৬,আল আরাফাহ পরিবহণের ঢাকা মেট্রো ল ১৫-৯২০১ গাড়ীসহ সবগুলো বাসের সিট (চালকের আসন ব্যতিত) ৪৬টি সিট। এ সময় ড্রাইভার জহিরুল,রুবেল জানান, এই সব পরিবহনের সবগুলো গাড়ীর সিট ৪৬টি হয়ে থাকে। এ সময় টার্মিনালে থাকা পরিবহণের অধিকাংশ বাসের হেড লাইট, সামনের ও পিছনের গ্লাস, লুকিং গ্লাস,সিটসহ গাড়ির বডি ভাঙ্গাচুরা, রংহীন পুরাতন দেখা যায়।
যাত্রী জহিরুল ইসলাম, ফারুক হোসেন, সাইফুল ইসলাম, আনোয়ার হোসেনসহ অনেকে বলেন, পরিবহণ মালিকরা বছরের পর বছর গাড়ীগুলো সংস্কার না করে ভাঙ্গাচুরা গাড়ি দিয়ে ও গাদাগাদি করে সিট বসিয়ে যাত্রীদেরকে কষ্ট দেয়। এ ছাড়াও রামগঞ্জ-হাজীগঞ্জ-কচুয়া-ঢাকাগামী পরিবহণ গুলো সরকারিভাবে নির্ধারিত ভাড়া চাইতে ৮০টাকা ও হিমালয় পরিবহন ৩০টাকা করে বেশী নেয়। তারা গাজীপুর মিরপুর যাওয়ার কথা বলে অতিরিক্তি ভাড়া নিয়ে যাত্রীদের পথে নামিয়ে অন্য গাড়িতে উঠিয়ে দেয়। এতে শিশু ও বৃদ্ধ যাত্রী এবং মালামাল নিয়ে চরম হয়রানি স্বীকার হতে হয়। তারা আরা জানান,এ ব্যাপারে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লেখালেখি ছাড়াও সংশ্লিষ্ট প্রশাসনকে অবগত করেছি। আমাদের দাবী সংশ্লিষ্ট প্রশাসন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
হিমালয় পরিবহনের পরিচালক খন্দকার মিজানুর রহমান জানান, ৫ আগষ্টের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররাসহ প্রশাসনের লোকজন বসে সিদ্ধান্ত ও বিআরটিএ নির্ধারন ভাড়া অনুযায়ী আমরা ভাড়া নিচ্ছি। দুই একটা গাড়ীর সমস্যা হলে সেগুলো গ্যারেজে থাকে। পিটনেস ও রুট ফারমিটসহ আমাদের গাড়ীর কাগজপত্র ঠিক আছে।
বিআরটিএ লক্ষ্মীপুর জেলার সহকারি পরিচালক কামরুজ্জামান সাথে কয়েকবার যোগাযোগের চেষ্টা করে বক্তব্য পাওয়া যায়নি।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, নির্ধারিত ভাড়ার বেশী নিলে ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
( ছবি-রামগঞ্জ বাস টার্মিনালে সংস্কার ছাড়া কয়েকটি ঢাকাগামী পরিবহণের ছবি)

28/12/2024
=== ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস 🇧🇩🇧🇩রামগঞ্জ সহ দেশবাসীকে রামগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা...
16/12/2024

=== ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস 🇧🇩🇧🇩
রামগঞ্জ সহ দেশবাসীকে রামগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও
সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা।

রামগঞ্জ পৌর শিশুপার্কে শিল্প ও পন্য মেলার আয়োজনে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকসহ সচেতন মহল।শিশুপার্কের আশপাশের বেশকয়েকটি শ...
22/11/2024

রামগঞ্জ পৌর শিশুপার্কে শিল্প ও পন্য মেলার আয়োজনে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকসহ সচেতন মহল।

শিশুপার্কের আশপাশের বেশকয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম নিয়ে বিপাকে পড়েবেন শিক্ষার্থীরা। অতীতে এ ধরেন মেলার আড়ালে অশ্লীল নাচ-গান, লটারি ও জুয়ার রমরমা ব্যবসা চলেছে বলে অভিযোগও অভিভাবকসহ সচেতন মহলের। পাশাপাশি আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার সম্ভাবনার কথা বলছেন সচেতন মহল। এই মেলা আয়োজনের কারণে স্থানীয় ব্যবসায়ীরাও হতাশ।

সাংবাদিকদের আত্মসম্মান ও মর্যদা হানির প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ঢাকা হাইকোটের আইনজীবী  এ্যাডভোকেট খাদিজাতু...
03/11/2024

সাংবাদিকদের আত্মসম্মান ও মর্যদা হানির প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ঢাকা হাইকোটের আইনজীবী এ্যাডভোকেট খাদিজাতুল কোবরা...!
রামগঞ্জ বার্তা পরিবারের পক্ষ থেকেও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

03/11/2024

রামগঞ্জে পরকীয়ার টানে প্রবাসীর স্ত্রী টিকটকার মুন্নী ১৫ লক্ষ টাকা নিয়ে উধাও.!

রামগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আকবর হোসেন গ্রেফতার...
21/10/2024

রামগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি
আকবর হোসেন গ্রেফতার...

২ টি কিডনিই ড্যামেজ হওয়া জহিরুলের বাঁচার আকুতি রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:-লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কাঞ্চনপু...
29/09/2024

২ টি কিডনিই ড্যামেজ হওয়া জহিরুলের বাঁচার আকুতি

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:-
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বিঘা মদিনা বাড়ির জহিরুল ইসলাম (৩৪) এর দু’টি কিডনি নষ্ট হয়ে গেছে। বিগত ৩ মাস পুর্ব থেকে তিনি কিডনিজনিত অসুস্থতায় ভুগছেন। নিজের সামান্য পৈতৃক সম্পত্তি ভিটেবাড়ি বিক্রি করে চিকিৎসা চালাতে পেরেছেন অল্প কয়েকদিন। বর্তমানে প্রতিমাসে কিডনি ডায়ালায়সিস ও অন্যান্য খরচ বাবদ মোটা অংকের টাকার প্রয়োজন। তাই উপায় না দেখে বর্তমানে শশুর বাড়ি ভোলাকোট ইউনিয়নের দেবনাগর ওহাব মেম্বার পাটওয়ারী বাড়িতেই মৃত্যুশয্যায় দিন কাটাচ্ছেন জহিরুল।

জহিরুলের পরিবার জানিয়েছেন, কিডনি রোগে আক্রান্ত হওয়ার পর ১ মাস ঢাকার সিটি কেয়ার জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে টাকার অভাবে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহন করতে পারছেন না জহিরুল। জহিরুলের একটি ফুটফুটে সন্তান রয়েছে। জহিরুলের চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন। দারিদ্র পরিবারটি চিকিৎসা খরচ চালানো সম্ভব হচ্ছেনা।তাই জহিরুলকে পরিপূর্ণ সুস্থ করতে চিকিৎসা খরচ চালাতে সকলের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন তার অসহায় পরিবার। আসুন আমি আপনি, আমরা যারা সমাজের বিত্তবান রয়েছি, আমরা সকলেই সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেই। আমাদের সকলের সহযোগিতায় বাচতে পারে জহিরুলের জীবন। হাসি ফুটতে পারে জহিরুলের পরিবারের মুখে।

জহিরুলকে সাহায্য পাঠানোর জন্য বিকাশ 01709-127823

24/09/2024

প্রিয় বাংলাদেশ হলো
সকল বাঙালির...
কিন্তু কেউ বলে পাকিস্তান আবার কেউ বলে ইন্ডিয়া..! এটা কেমন স্লোগান..!

লক্ষ্মীপুরের হাসান মাহমুদের তোপে উড়ছে বাংলাদেশ..! বিপাকে ভারত....
19/09/2024

লক্ষ্মীপুরের হাসান মাহমুদের তোপে উড়ছে বাংলাদেশ..! বিপাকে ভারত....

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রাকিবের বাবাকে জামায়াতের ২ লাখ টাকা সহায়তারামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিবৈষম্যবিরোধী ছা...
10/09/2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রাকিবের বাবাকে জামায়াতের ২ লাখ টাকা সহায়তা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত মোঃ রাকিবের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার বিকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক কর্মী সমাবেশে নিহত রাকিবের বাবা আবুল খায়েরের হাতে ২ লাখ টাকার চেক তুলে দেন কেন্দ্রীয় জামায়াতের ভারপ্রাপ্ত নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মোঃ নাজমুল হাসান পাটওয়ারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার মুজিবুর রহমান ভূঁইয়া, জেলা জামায়াতের আমীর এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, জেলা নায়েবে আমীর এ আর হাফিজ উল্লাহ, জেলা সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নূর নবী, সহকারী সেক্রেটারি মাওলানা নাসীর উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর মাস্টার আবুল হোসেন, জেলা ওলামা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম মুকুল, উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট হাসানুল বান্না, শিবিরের জেলা সভাপতি মনির হোসেন, পৌর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ এমরান হোসাইন, সূরা ও কর্ম পরিষদ সদস্য দেওয়ান মোঃ ইউসুফ, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা ইসমাইল ইলিয়াস, শিবির নেতা মোঃ জুয়েল হোসেন এবং মাওলানা মুহাম্মদ খালেদ ফারুকী প্রমূখ।
উল্লেখ্য, গত ১৯ জুলাই ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন রামগঞ্জ উপজেলার দক্ষিণ নারায়নপুর গ্রামের মাল গাজী বাড়ির বাসিন্দা মোঃ আবুল খায়েরের ছেলে স্কুল ছাত্র মোঃ রাকিব।

আওয়ামী লীগ কে ক্ষমা করে দেওয়ার ঘোষণা জামায়াত আমিরের........দৈনিক ইত্তেফাক
03/09/2024

আওয়ামী লীগ কে ক্ষমা করে দেওয়ার ঘোষণা জামায়াত আমিরের........দৈনিক ইত্তেফাক

পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন লক্ষ্মীপুরের হাসান মাহমুদ 💝💝✌️✌️
03/09/2024

পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন
লক্ষ্মীপুরের হাসান মাহমুদ 💝💝✌️✌️

03/09/2024

রামগঞ্জ বাস টার্মিনাল নিয়ন্ত্রনে ও হাইওয়ে খাবার হোটেল কন্টাক্ট করতে
বিএনপি কিছু সুবিধাভোগি নেতাকর্মীদের সাথে আওয়ামীলীগ নেতাদের নিশি রাতে মিটিং...!

রামগঞ্জে উপজেলা বিএনপির পক্ষ থেকে বন্যা দুর্গত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নিজস্ব প্রতিবেদক::-কেন্দ্রী...
29/08/2024

রামগঞ্জে উপজেলা বিএনপির পক্ষ থেকে বন্যা দুর্গত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক::-
কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান এর নির্দেশে রামগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার ইছাপুর ইউনিয়ন এর নারায়ণপুর, সৌন্দড়া ও ইছাপুর গ্রামে বন্যা কবলিত হতদরিদ্র সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
উপজেলা বিএনপির আহবায়ক মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১২ দলীয় জোটের মুখপাত্র ও সাবেক এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান বাহার ভিপি, সিনিয়র যুগ্ন-আহবায়ক মনোয়ার হোসেন, রামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি শাহআলম, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক তাওহিদুল ইসলাম মারুফ ভূঁইয়া, নজরুল ইসলাম পিন্টু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক তোফায়েল আহমেদ, যুগ্ন-আহবায়ক আওরঙ্গজেব বাবলু, ইছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অলি উল্যাহ, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফাহিম, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাচ্চু মোল্লা, জেলা যুবদল সদস্য কবির হোসেন কানন, আব্দুস সাত্তার মজুমদার, কাউসার মাল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন নিসান,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্নআহবায়ক খোরশেদ রাব্বানী, যুগ্ন-আবায়ক আব্দুর রহমান,
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতিকুর রহমান রিপন, জেলা ছাত্রদলের যুগ্ন-আবায়ক মোহন পাল, উপজেলা ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি জাফর জমদ্দার, সাংগঠনিক সম্পাদক জামিল হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জহির রায়হান বাবু, সদস্য সচিব রাকিব হাসান, পৌর ছাত্রদলের আহবায়ক শাহিন আলম, যুগ্ম আহবায়ক জিয়াদুল ইসলাম,

Address

Ramganj
3720

Alerts

Be the first to know and let us send you an email when রামগঞ্জ বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রামগঞ্জ বার্তা:

Videos

Share