রামগঞ্জ ফ্যামিলি ↓ Ramgonj Family

রামগঞ্জ ফ্যামিলি ↓ Ramgonj Family Ramgonj family, a Community development effort.

মিডল, স্টাম্পের অবস্থা দেখেন..  😛😛আহ!! দূরন্ত শৈশব.... এভাবে, বাগানে ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে কার ....?
21/12/2023

মিডল, স্টাম্পের অবস্থা দেখেন.. 😛😛
আহ!!
দূরন্ত শৈশব....
এভাবে, বাগানে ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে কার ....?

16/12/2023
16/12/2023

BANGLADESH
এর পূর্ণ অর্থ কি ?
আমরা অনেকে হয়তো জানি আবার
অনেকে জানি না।
BANGLADESH এর অর্থঃ
B=Blood (রক্তে)
A=Achieve (অর্জিত)
N=Noteworthy (স্মরণীয়)
G=Golden (সোনালী)
L=Land (ভূমি)
A=Admirable (প্রশংসিত)
D=Democratic (গণতান্ত্রিক)
E=Evergreen (চিরসবুজ)
S=Sacred (পবিত্র)
H=Habitation (বাসভূমি)
"BANGLADESH" এর অর্থ হল।
'রক্তে অর্জিত স্মরণীয় সোনালী ভূমি
প্রশংসিত গণতান্ত্রিক চিরসবুজ পবিত্র
বাসভূমি'।

মুক্তিযুদ্ধে রামগঞ্জ নিয়ে কিছু তথ্য।ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক পরিক্রমায় সুদীর্ঘকালের স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতায় ত...
16/12/2023

মুক্তিযুদ্ধে রামগঞ্জ নিয়ে কিছু তথ্য।

ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক পরিক্রমায় সুদীর্ঘকালের স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতায় তৎকালীন নোয়াখালী জেলায় অত্যুজ্জল ভূমিকায় ছিল রামগঞ্জ উপজেলা শহর। বৃহত্তর নোয়াখালীর জেলার সব ইতিহাস ও ঐতিহ্যের নিত্য অংশিদার হিসাবে রামগঞ্জের চিরদিনই প্রশংসনীয়। প্রায় ২শ বছরের বৃটিশ শাসনের শেষ যুগের এবং অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে যে আন্দোলন সূচিত হয় তাতে কালজয়ী ভূমিকা রাখে রামগঞ্জের দামাল ছেলেরা ।
আন্দোলনের ধারাবাহিকতায় রামগঞ্জ: বৃটিশ শাসনের নাগপাশ থেকে মুক্তি পাওয়ার পর পাকিস্তানী নিষ্পেষনের বিরুদ্ধে বাংলাদেশব্যাপী সংগ্রামের যে জোয়ার সৃষ্টি হয় তাতে রামগঞ্জের সন্তানেরা অগ্রনী ভুমিকা পালন করেন । ১৯৫২ সালের ভাষা আন্দোলনে গুলিবিদ্ধ হন উপজেলা ১০নম্বর ইউনিয়ন ভাটরা দক্ষিনপাড়া গ্রামের নুর আহম্মেদ মাষ্টারের ছেলে বর্তমানে আমরিকা প্রবাসী তাজুল ইসলাম । ১৯৫৪ সালের নির্বাচনে বৃহত্তর রামগঞ্জবাসী যুক্তফ্রন্ট থেকে আঃ রশিদকে সংসদ সদস্য নির্বাচিত করেন। ১৯৫৮ সালে সামরিক শাসনের বিরুদ্ধে আঃ রশিদ, হাবিবুর রহমান, আঃ খালেকের নেতৃত্বে জনমত গড়ে উঠে । ১৯৬২ সালে হামিদুর রহমানের শিক্ষা কমিশনের বিরুদ্ধে ছাত্রনেতা নজরুল ইসলাম (এম এ) ও আমিনুল ইসলামের নেতৃত্বে রামগঞ্জে ব্যপক আন্দোলন গড়ে উঠে । ১৯৬৬ সালে ৬ দফার আন্দোলনে ও বৃহত্তর রামগঞ্জে নেতৃত্ব দেন গিয়াস উদ্দিন মাষ্টার, হাবিবুর রহমান, মফিজুল হায়দার, তাজুল ইসলাম, শাহাজান চৌধুরী, গোলাম মোস্তফাসহ প্রমুখ।
১৯৬৭ সালে রামগঞ্জ কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পরে স্বানীয় ভাবে রাজনৈতিক আন্দোলন অপ্রতিরোধ্য গতি লাভ করে । পাশাপাশি সামাজিক অনিয়মের বিরুদ্ধে উচ্ছেদ গড়তে থাকে বিভিন্ন জায়গায়। ১৯৬৯ সালে রামগঞ্জে আইয়ুব মোনায়েম বিরোধী দূর্বার গণ আন্দোলনে ফলশ্র“তিতে তৎকালীন স্থানীয় ছাত্রনেতা আ:মন্নান, আ:রউফ, আ: মন্নান ভুঁঈয়া, বদিউজ জামান, মফিজুল হায়দার, শরিফ হোসেন, অজি উল্যাহ পাটোয়ারী, আ ক ম শহিদ উল্যাহ, তোফায়েল আহমেদ, সালেহ আহমেদ, ছৈয়দ আহমেদ পাইন, আলী আকবর, আঃ রহমান, নুর মোহাম্মদ, গোলাম সরোয়ার মন্টুসহ আরও অনেকেই ঐক্যবদ্ধভাবে আন্দোলনে যোগ দেয়। শুরু হয় জুলুম অত্যাচার নির্যাতন, সাথে যোগ হয় স্থানীয় মুসলিমলীগ নেতাদের দায়েরকৃত মামলায় গ্রেফতারী পরোয়ানা। সারাদেশের ন্যায় রামগঞ্জ থেকে গ্রেফতার হন আঃ মন্নান, মফিজ হায়দার, সালেহ আহমেদ। জেল হয় তিন বছর করে কোট মার্শালের মাধ্যমে। পরে হাইকোটে রিট আবেদনের রায়ে খালাশ পান। এমন অত্যাচার ও নিস্পেশনের মধ্যে থেকেও রামগঞ্জের জনগন সংগ্রামী চেতনায় উজ্জীবিত হয়েছেন।
১৯৭০ সালের নির্বাচনে মেম্বার অফ ন্যাশনাল এসেম্বলি (এম এন এ) নির্বাচনে আঃ রশিদ নির্বাচিত হন এবং নুরুল আহমেদ ওরপে কালু চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হন ।
রামগঞ্জ যখন প্রতিরোধের দূর্গ: যুদ্ধ শুরুর মাত্র এক মাসের মধ্যেই পাকহানাদার বাহিনী রামগঞ্জে এসে ঘাঁটি করে। তখন রামগঞ্জের অগনিত দেশ প্রেমিক সাখাওয়াত উল্যাহ, আবুল হোসেন সুফি, তোফাজ্জল হোসেন বাচ্ছু, সার্জেন্ট আবু তাহের , মোশাররফ হোসেন, এম এ গোফরান (বিএলএফ টেনিং), ফরিদ আহমেদ ভূঈয়াঁ, আ ক ম রুহুল আমিন, মনির আহম্মেদ তফাদার ,সিরাজুল ইসলাম,আমির হোসেন, আমিন উল্যাহ, শাহাজান মোল্লা আরও অনেকে মাতৃভূমি রক্ষায় দীপ্ত শপথে প্রশিক্ষনের জন্য ভারত গমন করেন। অন্যদিকে তৎকালীন সেনাবাহিনী ইপিআর ফজলু মিয়া, আবদুর রব, লিয়কত ফাইন, দার মোস্তফা মিয়া, আবদুল মন্নানসহ আরও অনেকে পুলিশ বাহিনীর সদস্যসহ সবার দলবল নিয়ে রামগঞ্জে আসতে শুরু করেন। সবাই সার্বিকভাবে সহযোগিতা দিয়ে ত্বরান্বিত করেছে বিজয়ের জয় যাত্রাকে। কখনও মুখোমুখী হয়ে, কখনও বা গেরিলা আক্রমনে, কখনও ঝাটিকা হানায় তারাঁ কাবু করেছে পাক হানাদারদের এবং এদেশীয় রাজাকার ও পাকিস্তানী দোষরদের ।
রামগঞ্জে যুদ্ধ চলাকালীন শহীদ হয়েছেন : এনায়েত উল্যা লক্ষ্মীধরপাড়া, আবদুর রশিদ জয়পুরা, নজিব উল্যাহ মাজিরগাঁও সহ আর অনেক মুক্তিযোদ্ধা ।
রামগঞ্জে যুদ্ধচলাকালীন পঙ্গু হয়েছেন : সুবেদার এছহাক, সাখায়েত মিয়া, মমতাজ উদ্দিন, হানিফসহ আরও অনেক মুক্তিযোদ্ধা।
রামগঞ্জে গুরুত্বপূর্ন স্পটগুলো: দাশপাড়া, বালুয়া চৌমুনী, কাওয়ালীডাঙা, পানিওয়ালা, নরিমপুরবাজার, কাশিমনগর, জায়গার নাম উল্লেখযোগ্য ।৷৷ ( Simain Moin)
রামগঞ্জে মুক্তিযোদ্ধের সময় সারাদেশের মত জান মালের যে পরিমান ক্ষতি হয়েছে তার পরিমান কোনদিনই পরিমাপ যোগ্য নয় ।পাক হানাদার বাহিনীর ছোবলে ধ্বংশ হয়েছে অসংখ্য বাড়ী, হাট বাজার। এক কথায় মুক্তিযুদ্ধে আমরা যা হারিয়েছি তা কোনদিনই ফিরে পাবার নয়, স্বজনের বুকের তরতাজা রক্তের বিনিময় আমরা যা পেয়েছি তা হলো মহান স্বাধীনতা।

সুন্দর এক আগামীর অংগীকার নিয়ে সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।একাত্তরের লাখো শহীদের আত্মত্যাগে আজ লাল-সবুজের পতাকা উড়ছে...
16/12/2023

সুন্দর এক আগামীর অংগীকার নিয়ে সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

একাত্তরের লাখো শহীদের আত্মত্যাগে আজ লাল-সবুজের পতাকা উড়ছে বাংলার আকাশে। বিজয়ের ৫২ তম বছরে সেই শহীদ মুক্তিযোদ্ধাদের জানাই বিনম্র সালাম।
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।

16/12/2023

16th December is a Victory Day of BANGLADESH. Bangladesh Become Victory Against Pakistan.with a blood of see. In this day We Promise We Build. up a Razakar, Al-Bodor, Al-Sams. free BANGLADESH.

ও আমার        দেশের মাটি, তোমার 'পরে ঠেকাই মাথা।তোমাতে        বিশ্বময়ীর,  তোমাতে   বিশ্বমায়ের আঁচল পাতা ॥তুমি           ...
16/12/2023

ও আমার দেশের মাটি, তোমার 'পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা ॥
তুমি মিশেছ মোর দেহের সনে,
তুমি মিলেছ মোর প্রাণে মনে,
তোমার ওই শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা ॥
ওগো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে।
তোমার 'পরে খেলা আমার দুঃখে সুখে।
তুমি অন্ন মুখে তুলে দিলে,
তুমি শীতল জলে জুড়াইলে,
তুমি যে সকল-সহা সকল-বহা মাতার মাতা ॥
ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা--
তবু জানি নে-যে কী বা তোমায় দিয়েছি মা!
আমার জনম গেল বৃথা কাজে,
আমি কাটানু দিন ঘরের মাঝে--
তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা ॥

শুভ সকাল.............
16/12/2023

শুভ সকাল.............

সখের ছাদ বাগান......
14/12/2023

সখের ছাদ বাগান......

বলতে পারবেন এগুলো কি ....?
13/12/2023

বলতে পারবেন এগুলো কি ....?

বলেন তো এগুলো কি ....?
13/12/2023

বলেন তো এগুলো কি ....?

পেঁয়াজ ছাড়া গরুর মাংস -৮০ টাকাপেঁয়াজ সহ গরুর মাংস -১১০টাকা।😎😎  সংগৃহিত
12/12/2023

পেঁয়াজ ছাড়া গরুর মাংস -৮০ টাকা
পেঁয়াজ সহ গরুর মাংস -১১০টাকা।😎😎


সংগৃহিত

আমাদের রামগঞ্জ উপজেলার গর্ব  বীর মুক্তিযোদ্ধা জনাব,  মান্নান মজুমদারের মেয়ে, বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী নিশাত ...
11/12/2023

আমাদের রামগঞ্জ উপজেলার গর্ব বীর মুক্তিযোদ্ধা জনাব, মান্নান মজুমদারের মেয়ে, বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার এ বছরের
"বেগম রোকেয়া পদক- ২০২৩" অর্জন করায় আমাদের রামগঞ্জ ফ্যামিলি ↓ Ramgonj Family পেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

এগুলো কি.......
11/12/2023

এগুলো কি.......

10/12/2023

ইঁদুরের গর্তে দাঁত ফেললে ইঁদুর তার সুন্দর ও ভাল দাঁতটি আমায় দিয়ে দিবে!

ভাবনা গুলো ছিল অবান্তর, কিন্তু সময়টা ছিল অ-সাধারন।

পেঁয়াজ না খেলে আপনার কিছুই হবে না।কিন্তু পেঁয়াজের সিন্ডিকেট  মাফিয়া দের কবর রচিত হবে। সে কারণে সাময়িক পিয়াজ কেনা বদ...
10/12/2023

পেঁয়াজ না খেলে আপনার কিছুই হবে না।
কিন্তু পেঁয়াজের সিন্ডিকেট মাফিয়া দের কবর রচিত হবে। সে কারণে সাময়িক পিয়াজ কেনা বদ্ধ রাখুন।

ডিসকাউন্ট শুধু ডিসেম্বর উপলক্ষে।আপনাদের মন এর মতো সপিং জন্য এই বিশাল ডিসকাউন্ট।🎉🎉𝗣𝗿𝗲𝗺𝗶𝘂𝗺 Jacket𝐏𝐑𝐎𝐃𝐔𝐂𝐓 𝐃𝐄𝐒𝐂𝐑𝐈𝐏𝐓𝐈𝐎𝐍:✳️প্র...
09/12/2023

ডিসকাউন্ট শুধু ডিসেম্বর উপলক্ষে।
আপনাদের মন এর মতো সপিং জন্য এই বিশাল ডিসকাউন্ট।🎉🎉

𝗣𝗿𝗲𝗺𝗶𝘂𝗺 Jacket

𝐏𝐑𝐎𝐃𝐔𝐂𝐓 𝐃𝐄𝐒𝐂𝐑𝐈𝐏𝐓𝐈𝐎𝐍:
✳️প্রোডাক্ট ডিটেইলসঃ
- Product Type: Jacket
- Gender: Men
- Main Material: Imported Taffeta Fabric
- Quality Export
- Imported Fabric
- 100% QC Pass
- High-Quality Fabric
- High-Quality Swing
- Soft and Comfortable
- Wash Guarantee
----------------------------------
প্রাইস = ১৩০০ টাকা
------------------------------------

C𝙤𝙢𝙗𝙤 𝙥𝙖𝙘𝙠𝙖𝙜𝙚
উইন্টার মাইক্রো ফ্যাব্রিক জ্যাকেট কম্বো - A8

উইন্টার মাইক্রো ফ্যাব্রিক জ্যাকেট কম্বো - A10

২ পিস উইন্টার জ্যাকেট
>>> জ্যাকেট ডিটেইলস:

√ আউটার ম্যাটেরিয়াল = ওয়ান সাইড ব্রাশ পলিয়েস্টার
√ ইনার লাইনিং = উলেন
২ পিস জ্যাকেটের এই কম্বোটি

-----------------------------------
প্রাইস৷৷ = ৯৯৯ টাকা
-----------------------------------

✳️Size Chart:
M size = Chest 38"; Length 27"
L size = Chest 40"; Length 28"
XL size = Chest 42"; Length 29"

𝐎𝐑𝐃𝐄𝐑 𝐏𝐑𝐎𝐂𝐄𝐒𝐒:
Wa.me/+8801607609971

✅হিউজ কালেকশন এবং ১০০% অরিজিনাল প্রোডাক্ট।
✅অর্ডার প্লেস করার ৬-৭২ ঘণ্টার মধ্যে দ্রুত কুরিয়ার করা হয়।
✅প্রতিটি পার্সেল অনলাইন ট্র্যাকিং সুবিধা!।

𝐂𝐔𝐒𝐓𝐎𝐌𝐄𝐑 𝐒𝐄𝐑𝐕𝐈𝐂𝐄: 📞
☎️. Hotline: +8801607609971
𝘾𝙖𝙨𝙝 𝙊𝙣 𝘿𝙚𝙡𝙞𝙫𝙚𝙧𝙮
𝙃𝙤𝙢𝙚 𝘿𝙚𝙡𝙞𝙫𝙚𝙧𝙮 𝘼𝙫𝙖𝙞𝙡𝙖𝙗𝙡𝙚

Inside Dhaka,Delivery 50Tk
Out side Dhaka,Delivery 60Tk

🚚 7 days free replacement warranty in case of product defect

বিস্তারিত জানতে বা অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন।
প্রোডাক্ট রিটার্নড এর সুবিধা রয়েছে। প্রোডাক্ট আনবক্সিং করতে একটি ভিডিও করে রাখুন।

09/12/2023
09/12/2023

আজকে, কে কে পেয়াজ কিনেছেন এবং কত টাকা দিয়ে কিনেছেন??

09/12/2023

বাহ
কি চমৎকার
এক রাতেই পেয়াজের ডাবল সেঞ্চুরি।
দেখার কেউ নেই।

উইন্টার মাইক্রো ফ্যাব্রিক জ্যাকেট কম্বো - A2২ পিস উইন্টার জ্যাকেট>>> জ্যাকেট ডিটেইলস:√ আউটার ম্যাটেরিয়াল = ওয়ান সাইড ব্র...
09/12/2023

উইন্টার মাইক্রো ফ্যাব্রিক জ্যাকেট কম্বো - A2

২ পিস উইন্টার জ্যাকেট
>>> জ্যাকেট ডিটেইলস:

√ আউটার ম্যাটেরিয়াল = ওয়ান সাইড ব্রাশ পলিয়েস্টার
√ ইনার লাইনিং = উলেন

সাইজ চার্ট:

M = বুক - 38; লম্বা - 27
L = বুক - 40; লম্বা - 28
XL = বুক - 42; লম্বা - 29

২ পিস জ্যাকেটের এই কম্বোটি ৯৯৯ টাকা

✅হিউজ কালেকশন এবং ১০০% অরিজিনাল প্রোডাক্ট।
✅সকল প্রোডাক্ট আমাদের কাছে রেডি স্টক থাকে!
✅অর্ডার প্লেস করার ৬-৭২ ঘণ্টার মধ্যে দ্রুত কুরিয়ার করা হয়।
✅স্যাটিস্ফাইড কাস্টমার তাই প্রফিট বেশী এবং রিটার্ন কম।
✅প্রতিটি পার্সেল অনলাইন ট্র্যাকিং সুবিধা!।

𝐂𝐔𝐒𝐓𝐎𝐌𝐄𝐑 𝐒𝐄𝐑𝐕𝐈𝐂𝐄: 📞
☎️. Hotline: +8801607609971
𝘾𝙖𝙨𝙝 𝙊𝙣 𝘿𝙚𝙡𝙞𝙫𝙚𝙧𝙮
𝙃𝙤𝙢𝙚 𝘿𝙚𝙡𝙞𝙫𝙚𝙧𝙮 𝘼𝙫𝙖𝙞𝙡𝙖𝙗𝙡𝙚

Inside Dhaka,Delivery charge 60tk.
Out side Dhaka,Delivery charge 100tk

🚚 7 days free replacement warranty in case of product defect

আসছে শীত কাল, বিভিন্ন জায়গায় অনেকেই অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে বেডমিন্টন খেলার চিন্তা করে থাকেন, দয়া করে  এমন কাজ করবেন...
09/12/2023

আসছে শীত কাল, বিভিন্ন জায়গায় অনেকেই অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে বেডমিন্টন খেলার চিন্তা করে থাকেন, দয়া করে এমন কাজ করবেন । অবৈধ সংযোগ নিতে গিয়ে অনেক যায়গায় অনেকের মৃত্যুর সংবাদ শোনা যাচ্ছে।
তাই, আসুন নিজে সচেতন হই অন্যকে সচেতন করি।

08/12/2023

আপনি ফেইসবুকে পোস্ট দিচ্ছেন ' I hate My Life ' , শুনেন আপনি হয়ত জানেন না' হাসপাতালের বেডে থাকা মানুষগুলি বুঝে জীবন মানে কি,

কবরে যিনি শুয়ে আছে তিনি আল্লাহর কাছে ১ দিনের ভিক্ষা চাচ্ছে দুনিয়াতে আসতে, কিন্তু আপ্সোস পারছে না, এদিকে আপনি বুঝছেন না , হয়ত বুঝেও না বুঝার ভান ধরে আছেন , কিসের দুঃখ মিয়া আপনার ?

এই দুনিয়াতে মানুষের যত দুঃখ কস্ট তার মুল কারন দুনিয়াকে মানুষ আকড়ে ধরতে চায় , - আলি (রাঃ)

সর্বোপরী আল্লাহর উপর ভরসা রাখুন, নিজেকে ছোট করবেন না কখনো, মনে রাখবেন রাত শেষে দিন আসবেই '

06/12/2023

ব্রেকিং নিউজ
গতকাল রামগঞ্জ গোশত ব্যবসায়ীদের সাথে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী সাহেবের বৈঠক হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়ে আজ কাল থেকে রামগঞ্জ এর সর্বত্র গরুর গোশত প্রতি কেজি ৫৫০/ ৬০০ টাকা বিক্রি করা বাধ্যতামূলক করা হয়েছে।

দুরন্ত শৈশব........
06/12/2023

দুরন্ত শৈশব........

রামগঞ্জ কোথায় খাঁটি খেজুরের রস পাওয়া যায়? 😁
05/12/2023

রামগঞ্জ কোথায় খাঁটি খেজুরের রস পাওয়া যায়? 😁

এটা কে আমাদের আঞ্চলিক ভাষায় কি বলে?
05/12/2023

এটা কে আমাদের আঞ্চলিক ভাষায় কি বলে?

04/12/2023

রামগঞ্জে কোন দোকানের মিষ্টি সবচেয়ে ভাল মনে করেন?
১. মুসলিম সুইটস
২. ওয়ান মিনিট
৩. আয়েশা
৪. বি সাহা
৫. অন্যান্য (উল্লেখ্য করুণ)

 #৪ ডিসেম্বর লক্ষ্মীপুর হানাদার মুক্ত দিবসলক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে  বুধবার (৪ ডিসেম্বর) লক্ষ্মীপুর হানাদার মুক্...
04/12/2023

#৪ ডিসেম্বর লক্ষ্মীপুর হানাদার মুক্ত দিবস

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বুধবার (৪ ডিসেম্বর) লক্ষ্মীপুর হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের দিনটিতে হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে প্রকাশ্যে লাল সবুজের পতাকা উত্তোলন করেন মুক্তিযোদ্ধারা। দীর্ঘ ৯ মাস যুদ্ধকালীন সময়ে জেলার ৫টি উপজেলায় ব্যাপক অগ্নিসংযোগ, ধর্ষণসহ নিরীহ জনসাধারণকে নৃশংসভাবে হত্যা করে পাক বাহিনী। লক্ষ্মীপুরের বিভিন্নস্থানে তাদের মোকাবেলায় মুক্তিবাহিনী প্রায় ১৯টি সম্মুখযুদ্ধসহ ২৯টি দুঃসাহসিক অভিযান চালিয়ে লক্ষ্মীপুরকে হানাদার মুক্ত করে মুক্তিযোদ্ধারা। এসব যুদ্ধে সৈয়দ আবদুল হালীম বাসু, মনছুর আহমদ, আবু ছায়েদসহ ৩৫জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। ওই সময়ে রাজাকারদের সহযোগিতা নিয়ে পাকহানাদার বাহিনী আরো জানা-অজানা কয়েক হাজার নারী-পুরুষকে হত্যা করে।

৭১ সালের রনাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার জানান, লক্ষ্মীপুর জেলা কীভাবে পাক হানাদার মুক্ত হয়।

তারা জানান, সে সময়ে বিভিন্ন এলাকা থেকে ধরে এনে মাদাম ব্রীজের উপর থেকে গুলি করে নারী-পুরুষসহ অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়। জ্বালিয়ে দেয়া হয় মুক্তিকামী হাজারো মানুষের ঘরবাড়ি। পরে ৪ ডিসেম্বর প্রয়াত মুক্তিযোদ্ধা রফিকুল হায়দার চৌধুরী ও সুবেদার প্রয়াত আবদুল মতিনের নেতৃত্বে দেড় শতাধিক মুক্তিযোদ্ধা একত্রিত হন। বিভক্ত হয়ে দালাল বাজার, লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদি, শাখারী পাড়ার মিঠানীয়া খালপাড়সহ বাগবাড়িস্থ রাজাকার ক্যাম্পে হামলা চালান এসব মুক্তিযোদ্ধারা।

এসময় ৭০-৮০ জন পাকিস্তানী মেলিটারী ও রাজাকারকে আটক করে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেন তারা। ওই দিনই হানাদার মুক্ত হয় লক্ষ্মীপুর। উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা।

যুদ্ধকালিন সময়ে নারকীয় হত্যাযজ্ঞের আজও নীরব সাক্ষী হয়ে আছে শহরের মাদাম ব্রীজ, বাগবাড়িস্থ গণকবর, সারের গোডাউনে পরিত্যাক্ত টর্চারসেল, বধ্যভূমি, পেয়ারাপুর ব্রীজ, বাসুবাজার গণকবর।

১৯৭১ সালের এ দিনে পাক বাহিনীদের পরাজিত করে লক্ষ্মীপুরকে হানাদার মুক্ত করেন মুক্তিযোদ্ধারা।

03/12/2023

ইলিশ নামক সোনার হরিণ এর বর্তমান দর দাম 😱

আমরা মধু ব‍্যবসায়িরা  কাস্টমারদের কাছে মধু বিক্রি করার পর একটু চিন্তায় ভুগতে থাকি🤔 🔥যখন_কাস্টমার_বলে১. কি মধু দিলেন শরীর...
03/12/2023

আমরা মধু ব‍্যবসায়িরা কাস্টমারদের কাছে মধু বিক্রি করার পর একটু চিন্তায় ভুগতে থাকি🤔

🔥যখন_কাস্টমার_বলে
১. কি মধু দিলেন শরীর গরম হয় না কেন?
২. মধু এত পাতলা কেন?
৩. মধু টক কেন ?
৪. মধুতে খেজুরের রসের ঘ্রান কেন?
৫. মধুতে ফেনা কেন?
৬. মধু ফ্রীজে রাখছি জমে গেছে কেন?
৭. মধুতে পিপড়া কেন?
৮. মধুতে আগুন জ্বলে না কেন?
৯. মধু তিতা কেন?
১০.কুরিয়ারে গেলে পাবলিক বলে মধু এত রংয়ের কেন?

👉সব কথার উত্তর হলো ,
ভাই মধু এটা আমরা তৈরি করি না যে সারা বছর একই সাধের মধু আপনাদের কে খাওয়াবো ।

👉মধু এটা মৌমাছি তৈরি করে , আর এটা তৈরি করে ফুলের রস থেকে , আর সারা বছর একই ফুল থাকে না , বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফুল হয় ,

যার কারণে ,মধুর রং,টেস্ট,গুণ,আলাদা আলাদা হয় ।
আশা করি সকলেই বুঝতে পেরেছেন।
মধুর জন্য যোগাযোগ:- 01840-625412 👈 What's App

ভূমিকম্পে কেঁপেছে সারা দেশ, উৎপত্তি স্থল রামগঞ্জ যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎ...
02/12/2023

ভূমিকম্পে কেঁপেছে সারা দেশ, উৎপত্তি স্থল রামগঞ্জ

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে ৮ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে।

আহ!!  চোখের শান্তি প্রিয় কলেজ ক্যাম্পাস ........
02/12/2023

আহ!!
চোখের শান্তি প্রিয় কলেজ ক্যাম্পাস ........

Address

Ramgonj
Ramganj
3700

Alerts

Be the first to know and let us send you an email when রামগঞ্জ ফ্যামিলি ↓ Ramgonj Family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies



You may also like