Md.Nasir Uddin

Md.Nasir Uddin Nasir Uddin Academy

অনুপ্রেরণা.... সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছ...
03/10/2022

অনুপ্রেরণা....
সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছি। কিন্তু এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে। যা হয়তো আমরা কেউ শুনেছি, কেউ শুনিনি।

১ম অধ্যায়ঃ এই অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তার মানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!

২য় অধ্যায়ঃ হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝল, ধীর স্থিরভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!

৩য় অধ্যায়ঃ কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দ্বিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমরা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল। যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি। কারন দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল। খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

গল্প কিন্তু এখানেই শেষ নয়

চতুর্থ অধ্যায়ঃ এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!
শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো। এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল। তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এবার তার দু'জনই একসাথে জয়ী হল।

আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।

- Collected

📌পানিয়ালা সহ অত্র এলাকার আশেপাশে কোন উন্মুক্ত পাঠাগারই নেই। একমাত্র পানিয়ালা ইসলামি দা'ওয়াহ সেন্টার ছাড়া। 📚এখন প্রয়োজন ...
27/09/2022

📌পানিয়ালা সহ অত্র এলাকার আশেপাশে কোন উন্মুক্ত পাঠাগারই নেই। একমাত্র পানিয়ালা ইসলামি দা'ওয়াহ সেন্টার ছাড়া।

📚এখন প্রয়োজন পাঠাগারের জন্য কিতাবাদী যা পড়বে দলমত নিরবে শেষে সবাই এখানে থাকবে না কোন দলাদলি ।
পাঠাগার সবার জন্য উন্মুক্ত ইনশাআল্লাহ।

🔘আপনিও শরিক হতে পারেন আমাদের সাথে অর্থ দিয়ে বা আপনার মূল্যবান পরামর্শ দিয়ে।

🔴🔴একটা জরুরী কথা আপনি আমি সবাই জানি অর্থ ছাড়া কোন কিছুই সম্ভব না তাই অনুরোধ রইলো একটি কিতাব বা একটি কিতাবের মূল্য দিয়ে হলেও আমাদের পাশে থাকার চেষ্টা করবেন।
উপকারী জ্ঞানী অর্জনের জন্য আপনার দেওয়া একটা টাকা আপনার মৃত্যুর পরেও আপনি নেকির ভাগিদার হবেন ইনশাআল্লাহ।

ওমা তৌফিক ইল্লাহ বিল্লাহ।
👇
আমাদের সকল আপডেট জানতে পেইজবুক পেইজে লাইক দিয়ে সাথে থাকুন।👇
https://www.facebook.com/PanialaIslamiDawahCentre/

14/09/2022

মাশাআল্লাহ

31/07/2022
29/07/2022
15/07/2022

#সাইয়্যিদুল_ইস্তিগফার

#আরবীঃ-
اَللَّهُمَّ أَنْتَ رَبِّىْ لآ إِلهَ إلاَّ أَنْتَ خَلَقْتَنِىْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُبِكَ مِنْ شَرِّمَا صَنَعْتُ، أبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَبُوْءُ بِذَنْبِىْ فَاغْفِرْلِىْ، فَإِنَّهُ لاَيَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ

#উচ্চারণঃ-
আল্লাহুম্মা আন্তা রাব্বী লা-ইলাহা ইল্লা আন্তা খালাক্বতানী ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা- আহ্দিকা ওয়া ওয়া’দিকা মাস্তাতা’তু আঊ-যুবিকা মিন শাররী মা সানা’তু আবূউ লাকা বিনি’মাতিকা আলাইয়্যা ওয়া আবূউ বিযান্বি ফাগ্ফিরলী ফাইন্নাহু লা ইয়াগ্ফিরুয্ যুনূবা ইল্লা আন্তা।

#অর্থ:
হে আল্লাহ! আপনি আমার প্রতিপালক। আপনি ব্যতীত আর কোন উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন। আর আমি আপনার গোলাম। আমি আপনার ওয়াদা-প্রতিশ্রুতির ওপর আছি যথাসম্ভব। আমি আমার কৃতকর্মের অনিষ্টতা থেকে আশ্রয় চাচ্ছি। আমি আমার উপর আপনার অনুগ্রহ স্বীকার করছি। আবার আমার গুনাহের কথাও স্বীকার করছি। অতএব, আমাকে ক্ষমা করে দিন। কারণ, আপনি ব্যতীত আর কেউ গুনাহসমূহ ক্ষমা করতে পারবে না।

#ফজিলতঃ-
হজরত শাদ্দাদ বিন আওস রাদি. হতে বর্ণিত, তিনি বলেন, হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে দিনের শুরুতে সাইয়্যিদুল ইস্তেসফার পাঠ করবে, সে ঐ দিনে ইন্তিকাল করলে জান্নাতী হবে, আর যদি সন্ধ্যায় পাঠ করে এবং এ রাতেই তার ইন্তিকাল হয়, তাহলে সে জান্নাতী হবে।
[সহিহ বুখারী : ৬৩০৬]

18/05/2022
12/05/2022

আমাদের ভাটরা উচ্চ বিদ্যালয়।

10/05/2022
17/04/2022
05/02/2022

বাবা ছেলের হৃদয় ছুয়ে যাওয়া সুর...

লেখক... বাবা!
পরিবেশনায় ছেলে ও বাবা একসাথে।

03/02/2022

কালিমা শাহাদাহ পড়ে আত্মহত্যা করলে এই ব্যক্তির কি হবে? Professor Mokhter Ahmad

চাকুরী নয় সেবার উদ্দেশ্যে আসুন।দেশকে ভালোবাসুন।বিঃদ্রঃ- কেউ আর্থিক লেনদেনের মাধ্যমে চাকরিতে আসার কথা চিন্তা করবেন না।  আ...
01/02/2022

চাকুরী নয় সেবার উদ্দেশ্যে আসুন।
দেশকে ভালোবাসুন।

বিঃদ্রঃ- কেউ আর্থিক লেনদেনের মাধ্যমে চাকরিতে আসার কথা চিন্তা করবেন না। আধুনিক পুলিশি নিয়োগে আর্থিক লেনদেনের কোন সিস্টেম নাই।
দয়া করে কেউ দালালদের মাধ্যমে প্রতারিত হবেন না।

31/01/2022

ইন্না-লিল্লাহ!
চাঁদপুর, ফরিদগঞ্জ পশ্চিম রুপসা, "নজরুল ইসলাম সুমন" ভাইদের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড! ২ টি ঘর পুড়ে ছাই, আগুন এখনো নিয়ন্ত্রণের বাইরে। স্থানীয়রা চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এখন পর্যন্ত ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে ।

28/01/2022

Md.Nasir Uddin

ইনশাআল্লাহ, আজকের মাহফিলে সকলের উপস্থিতি কামনা করছি। স্থানঃ উত্তর ভাটরা নান্দিয়ারা, সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গ...
10/12/2021

ইনশাআল্লাহ, আজকের মাহফিলে সকলের উপস্থিতি কামনা করছি।

স্থানঃ উত্তর ভাটরা নান্দিয়ারা, সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে।

02/12/2021

ভাটরা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলছে।

01/12/2021

Address

Ramgoj, Lakshmipur
Ramganj
3726

Alerts

Be the first to know and let us send you an email when Md.Nasir Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md.Nasir Uddin:

Videos

Share

Category



You may also like