Naim Uddin Ahammed

Naim Uddin Ahammed Hi, Myselp Naim Uddin Ahammed, I'm a digital marketing expart & freelancer

অবশ্যই তুমি পাবে, যা চলে গেছে তার চেয়ে উত্তম কিছু। 💝💝🥰
26/06/2023

অবশ্যই তুমি পাবে,
যা চলে গেছে তার চেয়ে উত্তম কিছু।
💝💝🥰

আলহামদুলিল্লাহ প্রিয় লিডারের সাথে কিছু সময় কাটানো..। 🥰 Md Sujon Sha
26/06/2023

আলহামদুলিল্লাহ প্রিয় লিডারের সাথে কিছু সময় কাটানো..। 🥰 Md Sujon Sha

☞ Happy Birthday Messi..... 👑🎂জীবনে যখন থেকে ফুটবল খেলা বুঝি,তখন থেকেই আমি তোমার ফ্রেন্ড....।💗 আর জীবনে যতোদিন বেঁচে থাক...
24/06/2023

☞ Happy Birthday Messi..... 👑🎂

জীবনে যখন থেকে ফুটবল খেলা বুঝি,
তখন থেকেই আমি তোমার ফ্রেন্ড....।💗
আর জীবনে যতোদিন বেঁচে থাকবো,
ফ্রেন্ড হয়েই থাকবো....।🥰

Love you so much Messi 💝💝
Love you L M 10 💞💞

শুধু তোমাকে ভালোবাসার কারনেইহয় তো অনেক কষ্ট ভুলে থাকা যায়আর তুমি এমন এক বীর জারা তোমাকেভালোবাসছে কাউকে তুমি নিরাশ করোনি।...
24/06/2023

শুধু তোমাকে ভালোবাসার কারনেই
হয় তো অনেক কষ্ট ভুলে থাকা যায়
আর তুমি এমন এক বীর জারা তোমাকে
ভালোবাসছে কাউকে তুমি নিরাশ করোনি।

শুভ কামনা ও জন্মদিনের শুভেচ্ছা রইলো
তোমার জন্য বস L M 10

"One decision can change your life*__"একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার জীবন*__💝💝💝
23/06/2023

"One decision can change your life*__

"একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার জীবন*__

💝💝💝

🙋আসসালামু আলাইকুম ‍ 🙋‍📢 অনেকেই ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে চান  চান! কিন্তু মনের ভেতর কিছু প্রশ্ন কাজ করে 🤔🤔👇👇🚶‍♂️...
20/06/2023

🙋আসসালামু আলাইকুম ‍ 🙋‍

📢 অনেকেই ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে চান চান! কিন্তু মনের ভেতর কিছু প্রশ্ন কাজ করে 🤔🤔👇👇

🚶‍♂️ ১. কোথায় শিখবো / কিভাবে শিখবো ?
🤔 ২. আমি পারবো কিনা ?
👉 ৩. ভালো গাইড লাইন পাবো কিনা?
👉 সাধারণত এই কিছু কারণে আপনি বসে আছেন কি তাইতো,,,,,

যারা সত্যি ফ্রিল্যান্সিং শিখতে ও করতে আগ্রহী এবং ভালো কিছু করতে চান
তাই বসে না থেকে সময় টা কাজে লাগান
ইনশাআল্লাহ ভালো কিছু হবে ✅

সঠিক গাইডলাইন পেতে এক্ষুনি যোগাযোগ করুন ইনবক্সে 💝💝

চাকরিজীবি নয়, উদ্দোক্তা হও...... ১৭ বছর পড়ালেখা করে পড়ালেখার পাঠ চুকিয়ে চাকরির আবেদন করতে গিয়ে বেকার যুবক যখন শোনে অভিজ্...
19/06/2023

চাকরিজীবি নয়, উদ্দোক্তা হও......

১৭ বছর পড়ালেখা করে পড়ালেখার পাঠ চুকিয়ে চাকরির আবেদন করতে গিয়ে বেকার যুবক যখন শোনে অভিজ্ঞতা ছাড়া চাকরি দেয়া হয়না।
তখন প্রশ্ন জাগে তাহলে ১৭ বছর ওয়ার্কশপে কাজ শিখলেই হতো!

পাশ করার ৪ বছরের মধ্যে বিয়ে করতে গেলে পাত্রীর মা প্রতিষ্ঠিত পাত্রের দোহাই দিয়ে বিদায় করে দেয় সেখানেও প্রশ্ন আসে ১৭ বছর পড়ালেখা না করে তো ব্যবসার চিন্তা করলেই হতো, কাঁড়ি কাঁড়ি টাকা থাকতো।

সার্টিফিকেট আর ২ টাকার নোটের মধ্যে আদৌ কি কোনো পার্থক্য থাকছে??
১৭ বছর পড়াশোনা করে যদি ১২ হাজার টাকা বেতনে সকাল ৯ টু রাত ৯ টা ডিউটির অফার আসে, তাহলে নামের আগে ওই ইঞ্জিনিয়ার/ গ্রেজুয়েট শব্দের দরকার কি????

সিএনজি চালিয়েও ১৫ হাজারেরও বেশি ইনকাম করা যায়।

ফ্রিল্যান্সিং করে যদি দেশের ৬ লক্ষ মানুষ সফল হতে পারে তাহলে আপনি বা আমি কেন পারবো না!!





শক্তি রেখে যারা চলে,তারা কখনো হারে না।ব্যর্থতা একটা পরিক্ষা মাত্র,স্বীকার করো।কী ঘাটতি রয়েছে খুঁজে বের করো,এবং তা পুরন ক...
17/06/2023

শক্তি রেখে যারা চলে,
তারা কখনো হারে না।
ব্যর্থতা একটা পরিক্ষা মাত্র,
স্বীকার করো।

কী ঘাটতি রয়েছে খুঁজে বের করো,
এবং তা পুরন করো।

যতোক্ষণ না সফল হও,
সান্তির ঘুম ত্যাগ করো...।

💝💝💝

-অন্যের জন্য যত সময় ব্যয় করবে তাতে তোমার সফলতার পথ কঠিন হয়ে যাবে,!🙂- আর নিজের জন্য যতটা সময় ব্যয় করবে তাতে তোমার এক...
15/06/2023

-অন্যের জন্য যত সময় ব্যয় করবে তাতে তোমার সফলতার পথ কঠিন হয়ে যাবে,!🙂

- আর নিজের জন্য যতটা সময় ব্যয় করবে তাতে তোমার একদিন সফলতা আসবে..!🌸❤️

ফ্রিল্যান্সিং! যার অর্থ হচ্ছে - মুক্ত পেশা।  যেখানে আপনার কোন সীমাবদ্ধতা নেই। যেখানে আপনি ইচ্ছামত কাজ করে সুন্দর একটা ক্...
13/06/2023

ফ্রিল্যান্সিং!
যার অর্থ হচ্ছে - মুক্ত পেশা। যেখানে আপনার কোন সীমাবদ্ধতা নেই।
যেখানে আপনি ইচ্ছামত কাজ করে সুন্দর একটা ক্যারিয়ার বিল্ডাপ করতে পারবেন। ❤️
যারা ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী তারা ইনবক্স করতে পারেন! সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো!
অপনাকে সঠিক রাস্তাটা দেখিয়ে দিবো,
কিন্তু পরিশ্রমটা আপনাকেই করতে হবে।

✅ফ্রিল্যান্সিং করার ইচ্ছা কিন্তু করতে পারতেছেন নাল্যাপটপ বা পিসি নাই। 🌿✅এখন মোবাইল📱 দিয়াই ফ্রিল্যান্সিং করতে পারবেন বা শ...
12/06/2023

✅ফ্রিল্যান্সিং করার ইচ্ছা কিন্তু করতে পারতেছেন না
ল্যাপটপ বা পিসি নাই। 🌿
✅এখন মোবাইল📱 দিয়াই ফ্রিল্যান্সিং করতে পারবেন বা শিখতে পারবেন
এমনকি ইনকাম করতেও পারবেন। 🌿
✅শুধু আপনার ইচ্ছা থাকতে হবে অনেক। ইচ্ছা না থাকলে পারবেন না।
✅আপনি যদি কিছু মাস আগে এই প্রশ্নটি করতেন যে মোবাইল দিয়ে কী ফ্রিল্যান্সিং করা যায়.? তখন হয়তো বলতাম না.!
কিন্তু এখন যদি ওই একই প্রশ্ন করেন তাহলে বলবো অবস্যই সম্ভব।
✅ফ্রিল্যান্সিং এ বর্তমানে ডিজিটাল র্মাকেটিং খুবই জনপ্রিয়...... দিনদিন এর চাহিদা বেড়েই চলতেছে।
বিস্তারিত জানতে ইনবক্সে।
যাদের কাজ শিখার আগ্রহ আছে।
অযথা সময় নষ্ট করবেন না।
👉কাজ শিখে ইনকাম করার ইচ্ছা যাদের খুবই আছে তারাই ইনবক্স করবেন। 👈
যতটুকু পারি সহযোগিতা করার জন্য চেষ্টা করবো।💕
💕 ধন্যবাদ 💕

11/06/2023

প্রানের প্রিয় প্রতিষ্ঠান লাখো ফ্রিল্যান্সার গড়ার কারিগর এবং আমাদের সকলের সপ্ন পুরনের প্রতিষ্ঠান....। 🥰




Future-IT Institute

হইতে চাইছিলো আম.কিন্তু পরিবারের চাপে কাঁঠাল হতে হলো...! 🥱🥱🥱
11/06/2023

হইতে চাইছিলো আম.
কিন্তু পরিবারের চাপে কাঁঠাল হতে হলো...! 🥱🥱🥱

চাইলে ইউটিউব থেকে ভিডিও দেখার মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারেন, কিন্তু এতে কী আপনি তাদের কাছ থেকে কোনো গাইডলাইন পা...
05/06/2023

চাইলে ইউটিউব থেকে ভিডিও দেখার মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারেন, কিন্তু এতে কী আপনি তাদের কাছ থেকে কোনো গাইডলাইন পাবেন...?
অবস্যই না.....

সঠিক গাইডলাইন ও সুনিশ্চিত কেরিয়ার গঠনে আমরা থাকচি আপনার পাসে, আমাদের কাছে পাবেন ২৪ ঘন্টা সাপোর্ট ও গাইডলাইন....।

আরো বিস্তারিত জানতে ইনবক্স করুন....। 💝



""যারা ফ্রীতে ফ্রিল্যান্সিং শিখতে চাই তাদের উদ্দেশ্যে কিছু কথা। বর্তমান পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কারো উপকার করেন না এট...
04/06/2023

""যারা ফ্রীতে ফ্রিল্যান্সিং শিখতে চাই তাদের উদ্দেশ্যে কিছু কথা।

বর্তমান পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কারো উপকার করেন না এটাই বাস্তব।

---আমাদেরকে খেয়াল রাখতে হবে একজন প্রাইভেট টিচার কখনো তার স্টুডেন্টকে যতই প্রিয় হোক না কেন কোনদিন ফ্রিতে পড়াবেনা।

তাহলে আপনি কিভাবে ভাবলেন অপরিচিত একজন লোক আপনাকে ফ্রিতে ফ্রীলান্সিং ট্রেনিং দেবে।

আর যদি বাই চান্স কেউ যদি এ ধরনের অফার দিয়ে থাকে তার ফলাফল নিচের ছবির মত হবে। অযতা সময় লস হবে কাজের কাজ কিছুই হবে না।

প্রত্যেকের উদ্দেশ্যে বলি অযথা সময় নষ্ট না করে যে কোনো একটা আইটি ইনস্টিটিউট (Future IT Institute ) এর ট্রেনিং নিয়ে নেন।

বর্তমানে ইউটিউবে অনেকে ফ্রী ফ্রীল্যান্সিং শেখায়। আপনার যদি মনে হয় যে যখন আমি ফ্রীতে শিখতে পারছি তাহলে টাকা খরচ করে শিখতে জাবো কেনো।
তাহলে আপনার জন্য একটা কথা, ফ্রীতে তারা শুধু আপনাকে শিখাতে পারবে।

কখনো গাইডলাইন দিবে না। আমাদের কাছে পাবেন সঠিক গাইডলাইন, আপনার ইনকাম না হওয়া পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান আপনাকে গাইড দিয়ে জাবে।

এমনকি ইনকাম হওয়া শুরু করলেও আমাদের সব সময় যে কোনো সমস্যায় সব সময় পাসে পাবেন।

তো ফ্রি তে খাওয়া এন্ড চাওয়া বন্ধ করুন প্লিজ। প্রফেশনাল হয়ে কাজ শিখুন কাজ করুন স্কিল ডেভেলপ করে ক্যারিয়ার স্টাবলিস করুন। শুভ কামনা রইল আপনার জন্য।

প্রয়োজনে সরাসরি মেসেজ করুন পার্সোনাল আইডি। কাঙ্খীত সহযোগিতা পাবেন ইনশা আল্লাহ।

তবে ফ্রিতে পাওয়ার আসা থাকলে ইউটিউবে যান। ফ্রি তে সব কিছুর জন্য ইউটিউব বেষ্ট প্লাটফর্ম।

ধন্যবাদ।

➪︎১ম জন-টাকা উপার্জন করতে করতে পৃথিবীর সৌন্দর্য দেখতে পাচ্ছে না।।➪︎২য় জন-শুধু শিক্ষা  অর্জন করতে করতে পরিপূর্ণ সুন্দরটা ...
04/06/2023

➪︎১ম জন-টাকা উপার্জন করতে করতে পৃথিবীর সৌন্দর্য দেখতে পাচ্ছে না।।

➪︎২য় জন-শুধু শিক্ষা অর্জন করতে করতে পরিপূর্ণ সুন্দরটা দেখতেছে না।।

➪︎৩য় জন-শিক্ষা ও অর্থ উপার্জন দুটা একসাথে
করতেছে তাই পৃথিবীর আসল সৌন্দর্য্য উপভোগ করতেছে।।

➪︎৪র্থ জন- শিক্ষা এবং অর্থ কিছু না থাকাতে পুরো পৃথিবী তার জন্য অন্ধের মতো।
তাই আমাদের সকলের উচিত পড়াশোনার পাশাপাশি কিছু একটা করা।



ফ্রিল্যান্সিং করে আপনি আপনার দক্ষতা কে কাজে লাগিয়ে ঘরে বসে আয় করতে পারবেন ,, সঠিক গাইডলাইন পেতে ইনবক্স করুন।
04/06/2023

ফ্রিল্যান্সিং করে আপনি আপনার দক্ষতা কে কাজে লাগিয়ে ঘরে বসে আয় করতে পারবেন ,,
সঠিক গাইডলাইন পেতে ইনবক্স করুন।

ফ্রিল্যান্সিং করে নিজেকে প্রতিষ্ঠিত করেন ,,আর আপনার লাইফস্টাইল হবে অন্য মানুষের থেকে সেরা ,, আজই শুরু করেন ফ্রিল্যান্সিং...
04/06/2023

ফ্রিল্যান্সিং করে নিজেকে প্রতিষ্ঠিত করেন ,,আর আপনার লাইফস্টাইল হবে অন্য মানুষের থেকে সেরা ,,
আজই শুরু করেন ফ্রিল্যান্সিং জানতে।।।।।।।।।
#ইনবক্স_করুন,, 🤞✅

বয়স ৬৮, বাক্‌প্রতিবন্ধী, তবু ফ্রিল্যান্সিং করে সংসার চালান আবেদ সিরাজবয়োবৃদ্ধ আবেদ সিরাজ। বয়স ৬৮ বছর। ২২ মে রাজধানীর একট...
04/06/2023

বয়স ৬৮, বাক্‌প্রতিবন্ধী, তবু ফ্রিল্যান্সিং করে সংসার চালান আবেদ সিরাজ

বয়োবৃদ্ধ আবেদ সিরাজ। বয়স ৬৮ বছর। ২২ মে রাজধানীর একটি তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রে দেখা হয় আবেদ সিরাজের সঙ্গে। কথা বলতে গিয়ে দেখা গেল তাঁর কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না। জানা গেল তিনি বাক্‌প্রতিবন্ধী। সমাজসেবা অধিদপ্তর থেকে দেওয়া প্রতিবন্ধী ব্যক্তির পরিচয়পত্রে লেখা আছে ‘বাক্‌প্রতিবন্ধী (মাঝারি)’।

তবে পক্ব কেশের আবেদ সিরাজের হাসিমাখা মুখে আত্মবিশ্বাসের ছোঁয়া। আর তা থাকবেই–বা না কেন? ৬৮ বছর বয়সেও তিনি কাজ করে যাচ্ছেন। গ্রাফিক ডিজাইন ও ডিজিটাল বিপণনে কাজ করেন একজন ফ্রিল্যান্সার হিসেবে। মাসে আয় হচ্ছে কমবেশি ৪০ থেকে ৫০ হাজার টাকা। ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের এই ক্ষেত্র, যেখানে তরুণদের অংশগ্রহণই বেশি, সেখানে আবেদ সিরাজ নিঃসন্দেহে এক ব্যতিক্রম।



পড়ালেখা করে যে শুধুমাত্র চাকরিই করতে হবে এই প্রথাগত চিন্তা চেতনা থেকে বের হতে হবে।সাকিব আল হাসান - যদি ক্রিকেট ছেড়ে দিয়ে...
04/06/2023

পড়ালেখা করে যে শুধুমাত্র চাকরিই করতে হবে এই প্রথাগত চিন্তা চেতনা থেকে বের হতে হবে।
সাকিব আল হাসান - যদি ক্রিকেট ছেড়ে দিয়ে ৪ বছরে গ্র‍্যাজুয়েশন তাইলে আজকে সে হয়তো ২০ হাজার টাকার মালিক হতো।
কিন্তু, ১৪ বছরে গ্র‍্যাজুয়েশন শেষ করে সে আজ ২০০ কোটি টাকার মালিক।
টাকা কামানোর জন্য পড়া-লেখা করা আসলেই সবচেয়ে দুর্বল ইনভেস্টমেন্ট (প্রমাণিত)।
বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট বুঝতে হবে। পড়ালেখার পাশাপাশি দক্ষতা অর্জন করতে হবে +ছাত্র থাকা অবস্থায় ইনকাম সোর্স বের করতে হবে। ক্যারিয়ার ব্যাক-আপ রাখতে হবে অন্যতায় পড়ালেখা শেষ করে 20 হাজার টাকার চাকরির জন্য দুয়ারে দুয়ারে ঘুরতে হবে।...
কিন্তু আপনার অনলাইন বিষয় দক্ষতা থাকলে আর বসে থাকতে হবে না চাকরি জন্য। আপনি ঘরে বসেই আপনার হাতে থাকা মোবাইল বা ল্যাপটপ দিয়ে আয় করতে পারবেন পড়ালেখার পাশাপাশি।।।
তাই আর সময় নষ্ট না করে আজই শুরু করে দিন আপনার দক্ষতা বাড়ানোর কাজ।।। বিস্তারিত জানতে

Address

Ramganj
3720

Alerts

Be the first to know and let us send you an email when Naim Uddin Ahammed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies