Ramgonj.com

Ramgonj.com রামগঞ্জ এর সকল আপডেট পেতে এখনি লাইক দিয়ে রাখুন।

রামগঞ্জ উপজেলা লক্ষ্মীপুর জেলার ৫টি উপজেলার মধ্যে অন্যতম। ১৮৯১ সালে রামগঞ্জ থানা প্রতিষ্ঠিত হয়। ১৯৮৪ সনের ২৪ জুলাই তারিখে রামগঞ্জ থানা কে উপজেলায় রুপান্তরিত করা হয়। ত্রয়োদশ শতকের প্রথম দশকের গোড়ার দিকে প্রাচীন ভুলুয়া রাজ্যের প্রতিষ্ঠাতা বিশ্বস্বর শুর মুর্শিদাবাদ থেকে চট্টগ্রামে (চাটগাঁও) নৌকা যোগে চন্দ্রনাথ তীর্থ দর্শনে যাবার পথে এ অঞ্চলে আসেন। তখন এ অঞ্চল ছিল নতুন জাগা চর। ওই সময় বর্তমান রায়পুর ও

রামগঞ্জের উত্তরের কিছু এলাকা প্রাচীন ত্রিপুরা জেলার সাথে সংযুক্ত ছিল। ইতিহাস লেখক ও স্থানীয় প্রবীণ নাগরিকদের মতে, ওই এলাকার রামকৃঞ্চ আবার কারো মতে রাম নারায়ণ নামের এক জন প্রভাবশালী হিন্দু পাদ্রী(ধর্মীয় নেতা) ছিলেন। স্থানীয় অধিবাসীদের মতে উক্ত দুটো রাম নামের যে কোন একটি থেকে এলাকাটির নামকরণ করা হয় রামগঞ্জ। তবে এ বিষয়ে আর কোন তথ্যাদি পাওয়া যায়নি।

01/01/2022

📚 শিক্ষা প্রতিষ্ঠান

উল্লেখ্যযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানঃ
১.রামগঞ্জ সরকারি কলেজ। ২. রামগঞ্জ মডেল কলেজ। ৩. দল্টা ডিগ্রি কলেজ ।

১. রামগঞ্জ উচ্চ বিদ্যালয় ২. রামগঞ্জ এম ইউ সরকারি উচ্চ বিদ্যালয় ৩. দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়। ৪. ভাটরা উচ্চ বিদ্যালয়। ৫. ভাটরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা। ৬. নারায়নপুর উচ্চ বিদ্যালয়। ৭. কালিকাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। ৮. শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়। ৯. রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১০. শামপুর শাহ জকি উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১১.শামপুর শাহ জকি উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়। ১২. ভাটিয়ালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

তথ্যসূত্রঃ উইকিপিডিয়া

01/01/2022

🏢 প্রশাসনিক এলাকা

রামগঞ্জ উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম রামগঞ্জ থানার আওতাধীন।

পৌরসভা: রামগঞ্জ

ইউনিয়নসমূহ:
১নং কাঞ্চনপুর
২নং নোয়াগাঁও
৩নং ভাদুর
৪নং ইছাপুর
৫নং চণ্ডিপুর
৬নং লামচর
৭নং দরবেশপুর
৮নং করপাড়া
৯নং ভোলাকোট
১০নং ভাটরা

তথ্যসূত্রঃ উইকিপিডিয়া

01/01/2022

📝 ইতিহাস

রামগঞ্জ উপজেলাটি প্রধানত হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। এই এলাকায় রাম নামক এক প্রভাবশালী ধর্মীয় নেতা বসবাস করতেন। স্থানীয় অধিবাসীদের মতে উক্ত রাম নামক ধর্মীয় নেতার নামানুসারে উপজেলার নামকরণ করা হয়েছে রামগঞ্জ। উপজেলাটি ২৩.০১° এবং ২৩.১১° উত্তর অক্ষাংশের মধ্যে এবং ৯০.৪৮° এবং ৯০.৫৮° পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। ১৮৯১ সনে থানা প্রতিষ্ঠিত হয় এবং ২৪/০৭/১৯৮৩খ্রিঃ তারিখ মানোন্নিত থানা গঠন করা হয়।

তথ্যসূত্রঃ উইকিপিডিয়া

01/01/2022

📍 অবস্থান ও আয়তন

রামগঞ্জ উপজেলার আয়তন ১৬৯.৩১ বর্গ কিলোমিটার। এটি আয়তনের দিক থেকে লক্ষ্মীপুর জেলার সবচেয়ে ছোট উপজেলা।উপজেলার দক্ষিণে রায়পুর উপজেলা ও লক্ষ্মীপুর সদর উপজেলা, পূর্বে নোয়াখালী জেলার চাটখিল উপজেলা, উত্তরে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা ও হাজীগঞ্জ উপজেলা এবং উত্তর-পশ্চিমে ও পশ্চিমে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা অবস্থিত।

তথ্যসূত্রঃ উইকিপিডিয়া

Address

Ramganj
3720

Alerts

Be the first to know and let us send you an email when Ramgonj.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ramgonj.com:

Share

Nearby media companies