10/08/2023
গত বেশ কয়দিন ধরেই ফেসবুকে , পক্ষে বিপক্ষে চলছিল এই বিষয় নিয়ে। পুরুষ কিসে আটকায়?
নারীর আটকানোর গল্প তো অনেক হলো, পুরুষ কিসে আটকায়? অধিকাংশেরই ধারণা পুরুষ নারীর রূপে আটকায়! ভুল ধারণা। রূপ দিয়ে একজন পুরুষকে দুইচার দিন বড়জোড় ৬মাস আটকে রাখা যায়, এরপর আর সম্ভব না!
যেসব সুন্দরী মেয়েরা ফেসবুকে একটা ছবি দিয়ে ছেলেদের ওয়াও কিউট টাইপ কমেন্ট পুতুপুতু টাইম মেসেজ পেয়ে নিজেকে বিশ্বজয়ী ভাবে তারা হয়তো জানেনা ক্লিউপেট্রাকে ডাকা হতো মিশরের সৌন্দর্য, এতো রূপ-যৌবন দিয়ে পারেনি কোনো পুরুষকে বেধে রাখতে, বহু পুরুষের খোরাক হয়েছে জাস্ট। মেরিলিন মনরোর মতো বিশ্ব সুন্দরী পারেনি নিজের রূপ-যৌবন দিয়ে একটা পুরুষকে বেধে রাখতে। পূর্ণিমাকে পোলাপান বলে তিন প্রজন্মের ক্রাশ, তাদের বাপ দাদাদের নাকি ক্রাশ ছিলো, এখন তাদেরও ক্রাশ। সেই পূর্ণিমা পারেনি জামাইকে রূপ-যৌবন দিয়ে ধরে রাখতে!
অথচ আমাদের সমাজে আশেপাশে কত অসুন্দরী কালো মেয়েও স্বামী সংসারে রাণীর আসন দখল করে আছে! কেমনে সম্ভব? কি দিয়ে সম্ভব পুরুষকে বেধে রাখা?
একজন ব্যক্তিত্ববান পুরুষ তার পছন্দের নারীর কাছে প্রেম ভালবাসারও আগে প্রত্যাশা করে সম্মান। পুরুষকে বাধতে হলে তাকে সম্মান করতে হবে, প্রায়োরিটি দিতে হবে, তার কাছে নত হতে হবে, তার বৈধ্য আদেশে আনুগত্য করতে হবে! তবেই একজন পুরুষ মায়ায় বেধে থাকবে, এছাড়া কোনোকিছু দিয়েই সম্ভব না! অসম্মান করে অবাধ্য হয়ে যদি রূপ দিয়ে পুরুষকে আটকে রাখতে চান তবে ভুলের স্বর্গ আছেন। পুরুষের প্রত্যাখ্যান খুব কঠিন, মন উঠে গেলে পুরুষ রাজত্ব ছুড়ে ফেলে দিতেও দুবার ভাবেনা। সারাজীবনের জন্য যদি পুরুষ আটকায় তবে সেটা কেবলই কোমলতায়, মায়ায়, লজ্জাশীলতায়, সম্মানে, আনুগত্যে, প্রায়োরিটিতে!
ধন্যবাদ 🖤