N.S creation

N.S creation Be positive

কেমনে ভুলি গালিব🤦🏻‍♂️
27/12/2024

কেমনে ভুলি গালিব🤦🏻‍♂️

17/12/2024

আমি আসলেই কারো অপেক্ষায় নেই ,

তবে হয়তো অতীত আমাকে এভাবেই পোড়াবে।।

16/12/2024

মন খারাপের সময় নিজেকে যতটা গুটিয়ে রাখা যায়
টাইমলাইন ঘেটে দেখলে একটু বেশি খারাপ লাগে😃🤦🏻‍♂️

16/12/2024

সেই নিজেকে কোথায় যে হারাইলাম
খুঁজে পাইলাম না আর🫠🫠

দেখা হলে অনেক কিছুই ঠিক হয়ে যায়! সম্পর্কের গভীরতা বাড়ে, দেখা হয় না বসে কথা হয় না বলে কত সম্পর্ক শেষ হয়ে গেছে! অথচ হ...
03/12/2024

দেখা হলে অনেক কিছুই ঠিক হয়ে যায়! সম্পর্কের গভীরতা বাড়ে, দেখা হয় না বসে কথা হয় না বলে কত সম্পর্ক শেষ হয়ে গেছে! অথচ হয়তো একটু সামনা সামনি দেখা হলে, কথা হলে, দুজন দুজনকে জড়িয়ে ধরলে, হাতে হাত রাখলে আজ কত সুন্দর হতো সম্পর্ক গুলো! 🤍

রিলেশনশীপ  থেকে প্রতারিত হওয়ার পর সবচেয়ে সুন্দর প্রতিশোধ হলো , কোন প্রতিশোধ না নিয়ে শুধু মুভ অন করে চলে যাওয়া । পার্টনার...
01/12/2024

রিলেশনশীপ থেকে প্রতারিত হওয়ার পর সবচেয়ে সুন্দর প্রতিশোধ হলো , কোন প্রতিশোধ না নিয়ে শুধু মুভ অন করে চলে যাওয়া । পার্টনারকে দ্বিতীয়বার মনে স্হান দেবার মতন কোন কারন তৈরী না করা। তাকে নিয়ে পজেটিভ ভাবনা গুলো না ভাবা।

যাকে একসময় বিরিয়ানির মতন দাম দিতেন , তাকে সাধারন মনে করা শুরু করেন ।তাকে তার চেহেরা নয় তার আপনার সাথে ঘটনা গুলো মনে করুন । তার ব‍্যাপারে আপনার অবচেতন মনকে প্রশ্ন করুন , কি ভাবে আপনাকে মিসট্রিট করেছে , কি ভাবে আপনাকে তার জীবনে আপনি কিছুই না ব‍্যাপারটা ফিল করিয়েছে ,তাহলে আর আগের মতন কষ্ট লাগবে না।

যাকে বিশেষ ভেবে মনের মধ্যে জায়গা দিয়েছেন তার এক্টিভিটি গুলো মনে করুন বাবে বারে , তাহলে সে সাধারন হয়ে যাবে ।
মুভ অন করো বল্লেই হয়তবা সহজ না ব‍্যাপারটা । তবে যখন কারো প্রিয় মানুষ তাকে মানুষটার প্রয়োজনে ছেড়ে যায় , তখন মানুষ ট্রমায় চলে যায় ।

সে ট্রমা থেকে বের হয়ে আসতে সে মানুষটার কিছুটা দিন সময় লাগে ।নিজের মনের সাথে যুদ্ধ করতে হয় ।এই যে কষ্টটা তার ব্রেনে সরাসরি আঘাত পরে , সে কষ্টটা তার শরীর ও সয়ে নেয় । তারপর ধীরে ধীরে এক সময় মানুষটা সয়ে নেয় । শরীরের ক্ষত শুকানোর মতনই মানুষের দেওয়া অপমান , প্রতারনা ও মিথ‍্যা গুলো মনে দাগ কেটে থাকে। কিন্তু সেটা থেকে মানুষ যে শিক্ষাটা পায় সে, আর কখনোই কাউকে বিশ্বাস করার মতন ভুল টা করে না।

তাই যে কোন মানুষের সাথে সম্পর্ক প্রতারিত হওয়ার পর । কোন কিছুই প্রশ্ন করার দরকার নেই । নিজেকে বার বার আত্ম সম্মানহীন ভাবে প্রজেন্ট করার চাইতে নিজেকে গুটিয়ে মুভ অনে করে নিন ।

আমার সবথেকে বড় আফসোস হচ্ছে, এতটা বছর একসাথে থাকার পরেও, "আমি কি চাই, আমি তাকে কতটা চাই, আমি তার থেকে কতটা প্রায়োরিটি আশা...
01/12/2024

আমার সবথেকে বড় আফসোস হচ্ছে, এতটা বছর একসাথে থাকার পরেও, "আমি কি চাই, আমি তাকে কতটা চাই, আমি তার থেকে কতটা প্রায়োরিটি আশা করি, আমি তার থেকে কতটা গুরুত্ব আশা করি" এসব সে জানেনা, বুঝেনা, বুঝার চেষ্টা করে না, বুঝলেও গুরুত্ব দেয় না। প্রায়োরিটি লিস্টের ফার্স্টে থাকা মানুষটার থেকে এরকম আচরণ এক আকাশ সমান অভিমানের জন্ম দেয়।

অতঃপর আমি নিজেকে আমার অবস্থানে গুটিয়ে নিলাম, হারিয়ে গেলাম, আর আমাকে হারাতে দিয়েছো মানে তুমি আমাকে পুরোপুরি হারিয়ে ফেললে। সেখানে ফিরে পাওয়ার বিন্দু পরিমাণ সম্ভবনা নেই। চাইলেই আমাকে আর ফিরে পাবেনা তুমি, তোমার জন্য আমি পুরো জীবন জীবিত কঙ্কাল।

27/11/2024

নিজের সাথে যুদ্ধ করে কাউকে ভুলে যাওয়ার চাইতে মনেই থাকুক কষ্ট হচ্ছে না তো।।

20/11/2024
শেষ লাইনটা খুবই বিশ্রী এটা শুরুর লাইনের সাথে একদমই যায় না
15/11/2024

শেষ লাইনটা খুবই বিশ্রী এটা শুরুর লাইনের সাথে একদমই যায় না

14/11/2024

মাবুদ আমার আয়ু থেকে কিছু আয়ু আমার আব্বা আম্মা রে দিয়ে দেন তবুও তারা বেঁচে থাকুক🙏🙏🙏🤲

14/11/2024

প্রতিনিয়ত নিজের প্রতি বিরক্ত বৃদ্ধি হচ্ছে। অস্তিত্বহীন অস্বস্তি আমাকে দিনের পর দিন এমন ভাবে গ্রাস করছে, মনে হয় যে আমি ডুবে যাচ্ছি নিজেকে বাচিয়ে উঠার মতো শক্তি আমার নাই.......।

আলহামদুলিল্লাহ বিগত বছরগুলোতে আমার সময় গুলো খারাপ ছিলো তবে মনে বার বার বসে বর্তমান সময় খারাপ। আসলেই খারাপ, কেননা ভালো রাখার মতো কিছুই করিনি আমি। মাঝে মাঝে মনে হয় যে নিজেকে স্রোতের সাথে ভাসিয়ে নিয়েছি।আসলেই নিয়েছি সেই আগে থেকেই কোনো কিছু করতে কারো কাছে জোর করে চাইনা বা নিই না।।

নিজেকে এতো অসহায় কেন লাগে? সাদামাটা জীবন তাও বিতৃষ্ণায় পূর্ণ।

13/11/2024

আমার মা সেদিন পর্যন্ত জিজ্ঞেস করতো মেয়েটার কি খবর 😂😂

29/10/2024

আমার সাথে থাকলে কি পরিচয় দিবে সমাজে ভেবে ছেড়ে গেছে যারা

ঠিক এই আমাকেই কেউ পেয়ে অনেক খুশী, অহংকার করে😂😂

22/10/2024

আমি প্রতিটি দিনের পর দিন মাস গুনে রেখেছি

22/10/2024

বিষাক্ত বিষাদের তিক্ততায় বিতাড়িত আমি 🫠🥀

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when N.S creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to N.S creation:

Share