Shamiul Alim Shawon

Shamiul Alim Shawon "Shamiul Alim Shawon" is a Official page Of Journalist Md. Shamiul Alim Shawon.
(1)

রাজশাহীতে জনস্বার্থে শব্দ দূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কাছে। You...
17/10/2024

রাজশাহীতে জনস্বার্থে শব্দ দূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কাছে।

Youth Action For Social Change - YASC

Let's do something different...
15/10/2024

Let's do something different...

রোববার (১৩ অক্টোবর ২৪) আমাদের প্রথম বিবাহ বার্ষিকী ছিল। দিনটিকে ঘিরে ছিল বেশ কিছুদিন ধরেই নানান জল্পনা কল্পনা আর উত্তেজন...
14/10/2024

রোববার (১৩ অক্টোবর ২৪) আমাদের প্রথম বিবাহ বার্ষিকী ছিল। দিনটিকে ঘিরে ছিল বেশ কিছুদিন ধরেই নানান জল্পনা কল্পনা আর উত্তেজনা। দিনটিকে একটু ভিন্ন আঙ্গিকে উদযাপন ও স্মরণীয় করে রাখতে একটু ক্ষুদ্র পরিসরে আয়োজন করেছিলাম। আমার প্রিয়তমা স্ত্রী কিংবা অন্য কেউ জানতো না ঠিক কি ছিল আমার পরিকল্পনা। সম্পূর্ণ সারপ্রাইজ একটি আয়োজন।

আমি ছিলাম ঢাকায়। ঢাকা থেকে ১২ তারিখ রাতের ট্রেনেই রওনা দি রাজশাহীর উদ্দেশ্যে। যদিও আমার স্ত্রী জানতো আমি ঢাকাতেই থাকবো। ঢাকা থেকেই তার জন্য সামান্য কিছু উপহার নিয়ে নিয়ে ছিলাম সঙ্গে। রাজশাহীতে পৌঁছায় খুব ভোরে। ঢাকা যাবার আগেইa বিবাহ বার্ষিকীর জন্য কেকের অর্ডার দিয়ে রেখেছিলাম। বিয়ে থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনে বরাবর যা (The Silence Inn) কাছে থেকে কেক নিয়ে থাকি তাকেই অর্ডারটা দিয়েছিলাম। বলেছিলাম ১৩ তারিখ ভোরে নিব।

তাই ভোরে কল দেই সাকিব আল মারুফ ভাইকে। বরাবরের মতোই বিরক্ত না হয়ে ভোর বেলাতেই কল ধরে আমাকে বলেন আধাঘন্টা পরে চলে আসবেন। এরপরে মোসাঃফাতেমা তুজ জোহরা আপুর বানানো ফ্রেশ কেকটি সংগ্রহ করি। সোজাসুজি রিক্সা নিয়ে ভোরবেলা নির্মল বাতাস গ্রহণ করতে পৌঁছে যাই
আমার প্রিয়তমা স্ত্রীর কাছে। তাকে অবাক করে দিয়ে শুভেচ্ছা জানাই বিবাহ বার্ষিকীর। সে সত্যিই অনেক অবাক ও আনন্দিত হয়। এরপরে তার হাতে উপহার গুলো তুলে দেই। সবাই মিলে কেক কেটে খেয়ে আনন্দ করে বিবাহ বার্ষিকী উদযাপন করি।

অতঃপর লম্বা জার্নি করা ক্লান্ত শরীরকে একটু ফ্রেশ করতে বিশ্রাম দিলাম!

বিকেলে অনেকদিন পর দুজনে ঘুরতে বের হলাম। রিক্সায় করে কিছুটা লম্বা পথ দুজনে ঘুরলাম। এরপর রেস্টুরেন্টে গিয়ে বসলাম। গল্প করার মাঝেই সামান্য খাবার খেলাম। অতঃপর বাড়ি ফেরার পথে মনে হল বাড়িতে গিয়ে বাড়ির সকলের সাথে বসে গল্প করার সময় খাবার জন্য কিছু নেওয়া প্রয়োজন। তাই ঝটপট কিছু খাবার নিয়ে রিকশায় চড়ে সোজা বাড়ির পথে রওনা দিলাম। বাড়িতে গিয়ে সকলে মিলে বেশ কিছুক্ষণ জমিয়ে আড্ডা আর আড্ডার ফাঁকে নাস্তা খাওয়া হলো।

আড্ডা আর নাস্তা শেষে শশুর শাশুড়ির পক্ষ থেকে আমাদের দুজনের (বিশেষ করে আমার জন্য) একটি সারপ্রাইজ গিফট দেওয়া হয়। সেই সারপ্রাইজ গিফটটি ছিল এক জোড়া স্বর্ণের আংটি।

আর এরই মধ্যে দিয়ে হাসি আনন্দ আর ভালোবাসার মধ্য দিয়ে উদযাপিত হল আমাদের প্রথম বিবাহ বার্ষিকী।

সকলের কাছে আমাদের জন্য দোয়া শুভকামনা আর ভালোবাসা কামনা করছি।

সকলে আমাদের জন্য দোয়া করবেন। 🤲

Call for dance 0193586414001781-026816 ভঙ্গী নৃত্য শিল্পালয়
14/10/2024

Call for dance
01935864140
01781-026816

ভঙ্গী নৃত্য শিল্পালয়

পুকুর ভরাট কে কেন্দ্র করে ইয়ুথ এ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ ইয়্যাস আয়োজিত কর্মসূচির গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেস ক্লি...
08/10/2024

পুকুর ভরাট কে কেন্দ্র করে ইয়ুথ এ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ ইয়্যাস আয়োজিত কর্মসূচির গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেস ক্লিপিং


#ইয়্যাস #পুকুর Youth Action For Social Change - YASC

07/10/2024

রাজশাহী মহানগরীর সবচেয়ে জনগুরুত্বপূর্ণ স্থান লক্ষ্মীপুর মিন্টু চত্বর এলাকার ট্রাফিক জ্যামের পরিস্থিতি

Traffic jam situation in Lakshmipur Mintu Chattar area, the most important place of Rajshahi metropolis.

Traffic 🚦 in Rajshahi City

Meeting News on local newspapers 👍
06/10/2024

Meeting News on local newspapers 👍

নারীদের প্রতি সকল প্রকার বৈষম্য ও সহিংসতা-নির্যাতন বন্ধ হোক নারীদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করা হোক
18/09/2024

নারীদের প্রতি সকল প্রকার বৈষম্য ও সহিংসতা-নির্যাতন বন্ধ হোক নারীদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করা হোক

কর্মজীবী নারীদের নিরাপত্তা দাবি

My new travel video on Padma Bridge Tour is coming tomorrow on my YouTube channel. Keep an eye on my youtube channel.If ...
12/09/2024

My new travel video on Padma Bridge Tour is coming tomorrow on my YouTube channel. Keep an eye on my youtube channel.

If you want, you can directly watch by this link (see YouTube video link in the first comment).

Friends, I am trying to bring something a little different for you. In continuation of that, this time my channel has or...
08/09/2024

Friends, I am trying to bring something a little different for you. In continuation of that, this time my channel has organized cover songs of old Indian Bollywood songs for you. Hope you will enjoy this song sung in bare throat. So without further delay visit the video from the link.

Song : Dil Ne Yeh Kaha hai Dil se mohabbat ho gayi hai tumse
Original Singer : Udit Narayan, Alka Yagnik, Kumar Sanu.
Covered by : Fahim
Videography by : Md. Shamiul Alim

Bollywood old songs cover by FahimVideography by MD. Shamiul Alim ShawonLyrics : Dil ne yeh kaha hai dil se, mohabbat ho gayee hai tumseDil ne yeh kaha hai d...

15/07/2024

আজ সোমবার (১৫ জুলাই) রাত আনুমানিক ১০ টার দিকে ২৫-৩০ জন স্থানীয় সশস্ত্র সন্ত্রাসীরা আমার কলাবাগান এলাকাস্থ বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে। আমার পিতা মোঃ শাহীনূরুল ইসলাম শাহীন (সরকারি কর্মচারী, বাংলাদেশ ডাক বিভাগের পরিদর্শক) কে শারীরিকভাবে লাঞ্ছিত ও আহত/ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্য হামলা চালায়। তিনি বিষয়টি অনুমান করে নিজের আত্মরক্ষার্থে সেখানে থেকে নিরাপদ স্থানে সরে যায় এবং জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল দিয়ে সহায়তা চান। বাড়িতে থাকা অন্য সদস্যরা ও স্থানীয়রা তাদের বাধা দেয়।

এসময় সন্ত্রাসীরা তাদের অস্ত্র উঁচিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। এক পর্যায়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে। আমি বাড়ির বাইরে থেকে রাস্তা দিয়ে বাড়িতে আসার পথে আমাকে তারা গতিরোধ করে হুমকি ধামকি প্রদান করে। যদিও আমি বাড়িতে ঘটা বিষয়ে কোন কিছু অবগত ছিলাম না। পরবর্তীতে পুলিশ আসে। তারা ঘটনা বিস্তারিত জেনে অভিযোগ করতে পরামর্শ দিয়ে যান।

কিছুক্ষণ আগে রাত ১২:২০ এর দিকে আবারো সেই সন্ত্রাসীরা নেশাগ্রস্ত অবস্থায় বাড়ির প্রধান দরজার কাছে এসে অকথ্য ভাষায় গালিগালাজে চিল্লাচিল্লি করতে থাকে। এমতাবস্থায় আবারও জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল দিয়ে সহযোগিতা চাওয়া হয়েছে।

জরুরী সহযোগিতা প্রত্যাশা করছি।

ঈদ মুবারাক 🌙তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুমআসসালামু আলাইকুম।দেশে বিদেশে অবস্থানরত, সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহা...
16/06/2024

ঈদ মুবারাক 🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম

আসসালামু আলাইকুম।
দেশে বিদেশে অবস্থানরত, সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ হোক কল্যাণময় বরকতময়।

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ানিনমাতা লাকা ওয়ালমুল্ক লা শারিকা লাক’

আল্লাহ রাব্বুল 'আলামীন সকল হাজ্জিদেরকে হাজ্জে মাবরুর নসিব করুন, আমাদের সকল নেক আমল কবুল করুন, আমাদেরকে ক্ষমা করুন এবং তাঁর প্রিয় বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত করুন। আমিন।

আপনাদের আন্তরিক দোয়ায় আমাদেরকে শামিল রাখুন। আপনাদের এবং আপনাদের পরিবারের জন্য রইলো অনেক অনেক দোয়া ও শুভকামনা।

ঐ সকল (কুরবানির) পশুর রক্ত-গোস্ত আল্লাহর কাছে কিছুই পৌঁছে না। বরং তোমাদের পক্ষ থেকে তোমাদের তাকওয়াই তাঁর কাছে পৌঁছে। [সূরা আল-হাজ্জ্ব : ৩৭]

"নির্ধারিত স্থানে পশু কুরবানি করি। কুরবানির পশুর রক্ত ও বর্জ্য মাটি খুঁড়ে পুঁতে ফেলি অথবা বর্জ্য নির্ধারিত স্থানে রেখে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদের বর্জ্য অপসারণে সহায়তা করি। নিজে সচেতন হই অন্যকে সচেতন করি। পরিবেশ দূষণমুক্ত ও পরিচ্ছন্ন রাখি।"

শুভেচ্ছান্তে

মোঃ শামীউল আলীম শাওন
সভাপতি
ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ ইয়্যাস


Rajshahi Divisional Commissioner Dr Dewan Muhammad Humayun Kabir has said that out of 67 upazilas of Rajshahi division, ...
08/06/2024

Rajshahi Divisional Commissioner Dr Dewan Muhammad Humayun Kabir has said that out of 67 upazilas of Rajshahi division, 65 upazilas have already been declared homeless-landless.

প্রাচীন ও ঐতিহ্যবাহী বৃক্ষ কেটে উন্নয়ন করার ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে!
05/06/2024

প্রাচীন ও ঐতিহ্যবাহী বৃক্ষ কেটে উন্নয়ন করার ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে!

রাজশাহীতে গরম এত বাড়ছে কেন? | Rajshahi Temperature | Hot Weather | Water Crisis | Somoy TVগ্রীষ...

03/06/2024

রাজশাহীর প্রকৃতি ও পরিবেশ সুরক্ষা নাগরিক ভাবনা ও সবুজ সংহতি বিষয়ক আলোচনা ও মতবিনিময়

01/06/2024

ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করা ও আমেরিকাকে লাল কার্ড দেখানোর আহ্বান

স্বার্থ হাসিল করার জন্য মার্কিন সাম্রাজ্যবাদসহ তার সহযোগীদের মদদে ইজরাইল ফিলিস্তিনের নিরীহ জনগণকে নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে এবং নারী শিশুসহ হাজার হাজার ফিলিস্তিনি জনগণকে নির্মমভাবে হত্যা করছে তাই বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করা ও মানবতা বিরোধী আমেরিকাকে লাল কার্ড দেখানোর আহ্বান জানিয়েছে।

আজ শনিবার (০১ জুন) বিকেলে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে ফিলিস্তিনে অব্যাহত ইসরাইলি বর্বরতা বিশ্ববাসী রুখে দাঁড়াও ব্যানারে আয়োজিত সংহতি সমাবেশে বক্তারা এ আহবান জানান।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজশাহী জেলা ও মহানগর যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজশাহী জেলার ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ন রেজা জেনু।

সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজশাহী জেলার সাধারণ সম্পাদক আফতাব হোসেন কাজল, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক অজিত কুমার মন্ডল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) রাজশাহী জেলার আহবায়ক আলফাজ হোসেন, যুব ইউনিয়ন রাজশাহী জেলার সভাপতি রবিউল ইসলাম সানি, রাজশাহী মহানগরের সভাপতি অসীম সরকার লিটন, ছাত্র ইউনিয়ন রাবি শাখার সভাপতি নাঈম হোসেন প্রমুখ।

সংহতি সমাবেশে বক্তারা বলেন, আজ গোটা বিশ্বে ধ্বংসযজ্ঞ চলছে। বাংলাদেশেও থেমে নেই। ইজরায়েলের মত জালিম বাজ সরকারকে বাংলাদেশ সরকার গোপনে মাদক দিয়ে যাচ্ছে। আমেরিকা সাম্রাজ্যবাদ পুঁজিবাদ রাষ্ট্র তাদের স্বার্থ হাসিল করার জন্য কাজ করে যাচ্ছে।

তারা আরও বলেন, ফিলিস্তিনের ভূখন্ডে ইজরায়েলের বর্বাচিত গণহত্যা বন্ধ করতে হবে। জাতিসংঘ থেকে ইসরাইলকে বহিস্কারসহ সাম্রাজ্যবাদী মদদ দাতাদের বিরুদ্ধে বিশ্বের মুসলিম দেশগুলোকে রুখে দাঁড়াতে হবে। মহান মুক্তিযুদ্ধে ফিলিস্তিনের বীর জনগণ বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল। ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সংহতি ও সমবেদনা জানায়।

দেশবাসীকে ফিলিস্তিনি নিরহ জনগণের পাশে দাঁড়িয়ে যার যা অবস্থান থেকে প্রতিবাদ জানানোর আহ্বানও জানান তারা।

🇵🇸

Address

Rajshahi

Telephone

+8801794894315

Website

https://cutt.ly/rZDdxxe

Alerts

Be the first to know and let us send you an email when Shamiul Alim Shawon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shamiul Alim Shawon:

Videos

Share


Other Digital creator in Rajshahi

Show All