Rajshahi University News24

Rajshahi University News24 It is a media page deals with current news and information of Rajshahi University.

28/12/2024

অ্যানিমেশনে বিএনপির ৩১ দফা

বাম পাশের ছবিটা অনেকেই দেখেছেন। ওর নাম রাতুল , গত ১৯ জুলাই শুক্রবার উত্তরায় প্র'চ'ন্ড গো'লা'গু'লি'র সময় সাহস করে পুলিশের...
26/12/2024

বাম পাশের ছবিটা অনেকেই দেখেছেন। ওর নাম রাতুল , গত ১৯ জুলাই শুক্রবার উত্তরায় প্র'চ'ন্ড গো'লা'গু'লি'র সময় সাহস করে পুলিশের সাথে মিউচুয়াল করার জন্য সামনে আগায় , কথার এক সময় পুলিশ ওর বে'ল্ট ধরে সাইডে টান দেয় , যেতে না চাইলে পেটে গু"লি ঠেকিয়ে গু"লি করে , ঝা'জ'ড়া হয়ে যায় পেট এবং কি'ড'নি।
টানা ৬ ঘন্টা অ'পা'রে'শ'ন এবং কয়েকমাস এর চিকিৎসার পর এখন একটু স্টাবল হয় সে। পুরোপুরি সু"স্থ না। দিনে ২ টা ইনজেকশন নেয় এবং চিকিৎসা না পেলে একটি কি'ড'নি অচল হয়ে যাবে। এদিকে চি'কি'ৎসা'র প্রচুর অর্থ ব্যয় সামাল দিতে লোন করে এই ফুড কার্ট দিয়েছে রাতুল।
আশাকরি সবাই ওর ফুড কার্ট এ আসবেন , এতে করে উৎসাহ পাবে রাতুল , হয়তো একটু ফিনানশিয়ালি স্টাবল হতে পারবে।।

লোকেশন - রোড ২৮/ সেক্টর ৭ / উত্তরা ( উত্তরা হাই স্কুলের সাথে )

-Saleh

রাজশাহী বিশ্ববিদ্যালয় মানসিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন পরিচালক হিসেবে যোগদান করলেন শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর এনামুল হক স্...
24/12/2024

রাজশাহী বিশ্ববিদ্যালয় মানসিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন পরিচালক হিসেবে যোগদান করলেন শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর এনামুল হক স্যার। স্যারকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা 🎉

হতাশ লীগ এখন এভাবে ফিরে আসার চেষ্টা করছে...
24/12/2024

হতাশ লীগ এখন এভাবে ফিরে আসার চেষ্টা করছে...

শাস্তি পাওয়া রাবির ৩৩ শিক্ষার্থীর পরিচয় প্রকাশশৃঙ্খলা বহির্ভূত কাজে জড়িত থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছয় ...
23/12/2024

শাস্তি পাওয়া রাবির ৩৩ শিক্ষার্থীর পরিচয় প্রকাশ

শৃঙ্খলা বহির্ভূত কাজে জড়িত থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছয় শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারসহ ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সুপারিশে গত ১২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৩৫ তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদের মধ্যে সাবেক ও বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২৫ জনই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মী। বাকি সাতজন সাধারণ শিক্ষার্থী। তবে কোনো অপরাধে তাদের শাস্তি প্রদান করা হয়েছে তার বিস্তারিত বিবরণ জানা যায়নি।

সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাসহ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে অপরাধের ধরন ও মাত্রাভেদে ছয়জনকে স্থায়ী বহিষ্কার (ছাত্রত্ব না থাকলে সনদ বাতিল), পাঁচজনকে দুই বছরের জন্য বহিষ্কার, চারজনকে এক বছরের জন্য বহিষ্কার, দুজনকে ছয় মাসের জন্য বহিষ্কার, একজনকে ছয় মাসের জন্য বহিষ্কার ও পাঁচ হাজার টাকা জরিমানা, একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ১৩ জনের আবাসিক ব্যবস্থা বাতিল করা হয়েছে।

স্থায়ী বহিষ্কার হওয়া ছাত্রলীগের নেতা কর্মীরা হলেন–বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, বর্তমান সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব, বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হল শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার রায় ও ছাত্রলীগ কর্মী মিশকাত হাসান।

দুই বছরের জন্য বহিষ্কার পাঁচজন হলেন–বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম, নবাব আব্দুল লতিফ হলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম রেজা, ছাত্রলীগের কর্মী আব্দুল্লাহ আত তাসরিফ, মুজাহিদ আল হাসান ও আরবি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আরিফুল ইসলাম।

এক বছরের জন্য বহিষ্কৃত চারজন হলেন–রোকেয়া হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলফি শাহরিন আরিয়ানা, মাদার বখ্শ হলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর পাল ও ছাত্রলীগ কর্মী জারিফা আহনাফ ইলমা। অপর শিক্ষার্থী হলেন প্রাণিবিদ্যা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আহসানুল হক মিলন।

ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে ছাত্রলীগ কর্মী আনিকা আলম ঊষা ও মরিয়ম আক্তার শান্তা। ছয় মাসের জন্য বহিষ্কার ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অন্তর বিশ্বাসকে। একই বিভাগের শিক্ষার্থী নাজমুল হোসেন নাবিলকে ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

১৩ শিক্ষার্থীর আবাসিক ব্যবস্থা বাতিল করা হয়েছে। তারা হলেন–বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল ছাত্রলীগের সাবেক সভাপতি তাজরীন আহমেদ খান মেধা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশা খাতুন ও নবনীতা বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক নুসরাত জাহান পাপড়ি, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক নুর ই জান্নাত কথা, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ফারিনা জামান মিম, সহ-সম্পাদক লিমা খাতুন, উপ-প্রচার সম্পাদক বাবলি আক্তার, দপ্তর সম্পাদক জাফরিন খান প্রিয়া ও সাংগঠনিক সম্পাদক রাইতাহ ইসলাম।

এ ছাড়া চারুকলা অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বাবলী ইসলাম নিঝুম, সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের কাজী উর্বি ইয়াসমিন রুপ এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আফরিদা বিনতে ইকবালের আবাসিক ব্যবস্থাও বাতিল করা হয়েছে।

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের একটা বড় অংশ একটি রাজনৈতিক দলের। তবে তাদের রাজনৈতিক বিবেচনায় কোনো শাস্তি দেওয়া হয়নি; বরং সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে শাস্তি দেওয়া হয়েছে। এ জায়গায় বার্তা থাকবে ভবিষ্যতে এ ধরনের অপরাধের সঙ্গে কেউ জড়িত থাকলে তাকে দল-মত নির্বিশেষে শাস্তি পেতে হবে।’

*ডেইলি ক্যাম্পাস

খালেদ নিখোঁজ!২০২১-২২ সেশনের ঢাবির আরবি বিভাগের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক খালেদ হোসেন। গতক...
21/12/2024

খালেদ নিখোঁজ!

২০২১-২২ সেশনের ঢাবির আরবি বিভাগের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক খালেদ হোসেন।

গতকাল বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বাসায় কেউ তার ব্যাপারে কিছু জানেন না। আন্দোলনে সক্রিয় থাকার কারণে তার জীবনে নানা ধরনের হু/ম/কি ছিল। সকলের প্রতি অনুরোধ থাকবে, আপনারা নিজ নিজ অবস্থান থেকে তার জন্য খোঁজ চালাবেন এবং কোনো তথ্য পেলে জানাবেন।

যোগাযোগ: ০১৫৬০০১৭৮৮৯ (আল মাহমুদ)

*রাবির সমন্বয়ক সালাউদ্দিন আম্মারের ফেসবুক পোস্ট থেকে

আওয়া'মীলীগ পূণর্বাসনে এরাও এগিয়ে যাচ্ছে। বাহ ভাই বাহ
19/12/2024

আওয়া'মীলীগ পূণর্বাসনে এরাও এগিয়ে যাচ্ছে। বাহ ভাই বাহ

17/12/2024

অনেকে আমরা বিশ্ববিদ্যালয় নিয়ে অহংকার করি, অনেকেই সাবজেক্ট নিয়ে! সত্য বিষয়টা হচ্ছে শিক্ষা জীবন শেষে এই সাবজেক্ট আর বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে ফুটানি করার কিছুই থাকবেনা। তখন শুধুমাত্র আপনার ক্যারিয়ারে অর্জনটাই মূখ্য হিসাবে গণ্য হবে। ছাত্রজীবনের এই সামান্য সময় অনেক অহংকারীর দীর্ঘ ক্যারিয়ারে লাঞ্চনার কারণ হয়...

সুতরাং প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, ওমুক সাবজেক্ট, তমুক সাবজেক্ট নিয়ে বড়াই না করে ছাত্রজীবন শেষের দীর্ঘ সময় গুলো সুন্দর করার চেষ্টা করি। আমরা সবাই মানুষ এবং একে অপরের উপর নির্ভরশীল এই বিষয়টি ধারণ করি।

©কালেক্টেড

এই যুগে এসেও Institutional Pride এর নামে নিজেকে জাহির করা কত বড় নির্বুদ্ধিতার পরিচয়, তা গতকালকে থেকে DU BUET এর স্টুডেন্...
17/12/2024

এই যুগে এসেও Institutional Pride এর নামে নিজেকে জাহির করা কত বড় নির্বুদ্ধিতার পরিচয়, তা গতকালকে থেকে DU BUET এর স্টুডেন্টদের লজিক নামের কাদা ছুড়াছুঁড়ি না দেখলে বিশ্বাস হতো না।

আমাদের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মান যে কি লেভেলের নিচে নামতেছে তা ভাষায় প্রকাশ করার মতো না। পাবলিক বিশ্ববিদ্যালয় টিকে আছে তার একটা পুরানো তানপুরা বাজিয়ে, আর তা হলো ভর্তি পরীক্ষা। এই এক বাজনা আর কত দিন।

সাধারণত বুয়েটের স্টুডেন্ট যে যার স্কুল কলেজে টপার ছিলো। কিন্তু কয়জন বলতে পারবে, বুয়েটে এসে তাদের পটেনশিয়ালটি অর্জন করতে পেরেছে। ঢাবি তো বাদই দিলাম, সবকিছুর ফাঁকে ফাঁকে ক্লাস হওয়ার মতো অবস্থা।

আবার কেউ কেউ তো বিশ্ববিদ্যালয়ের র‍্যাংক নিয়ে পরে থাকে। সিরিয়াসলি!

আর ওইদিকে ব্র‍্যাক ইউনিভার্সিটিতে Joseph M. Acaba, the chief astronaut of NASA এসেছেন, ভাবা যায়?

আমার নিজের ভাই যেহেতু NSU তে পড়ে, তাই সামনাসামনি দেখছি, ওরা কতটা সিরিয়াস ওদের একাডেমিক লাইফ নিয়ে।

প্রাইভেট ইউনিভার্সিটি দেশের প্রয়োজনে আন্দোলন করছে, আবার একাডেমিক লাইফে দুর্দান্তভাবে কাজ করছে।

পাবলিক ইউনিভার্সিটির এই করুন দশা যদি চলতে থাকে, সামনে ৫ বছর পর, ভালো সামর্থ্যবান স্টুডেন্টরা সব গণহারে প্রাইভেটমুখি হবে।

© Shahidullah Kaiser

16/12/2024

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জাতীয় পতাকা হাতে বিজয় র‍্যালি পরবর্তী সমাবেশে বক্তব্য দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী।

#রাবি_ছাত্রদল

16/12/2024

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জাতীয় পতাকা হাতে বিজয় র‍্যালি।

15/12/2024

'মহান বিজয় দিবস' ১৬ ডিসেম্বর ২০২৪ এর প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার শ্রদ্ধাঞ্জলি অর্পন।

10/12/2024
10/12/2024

১০ ডিসেম্বর, বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গুমের শিকার সকল নেতাকর্মী ও নাগরিকদের মুক্তির দাবিতে এবং আওয়ামীলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড বা নির্যাতনের শিকার নেতাকর্মীদের যথাযথ বিচারের দাবিতে রাবি ছাত্রদল এর মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী।

#রাজশাহী_বিশ্ববিদ্যালয়_ছাত্রদল

স্বামী স্ত্রীদের ব্যাপার আর কি 🫣
09/12/2024

স্বামী স্ত্রীদের ব্যাপার আর কি 🫣

Address

University Of Rajshahi
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajshahi University News24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rajshahi University News24:

Videos

Share