16 December program
তারুণ্যের শক্তি জেনজেড উন্নয়ন সংস্থা এর আয়োজনে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ক্রিড়া প্রতিযোগিতা।
Bangali happiest day..16th December Bijoy Dibos
#victory
#Bangladesh
#viralvideoシ
#fypシ゚viral #viralreelsfb
#viralvideo
#entertainment
#sports
তারুণ্যের শক্তি উন্নয়ন সংস্থা
খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, স্বাধীনতা বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার নিশ্চিতকরণ সংস্থা।
The legal powerful Generation -Z
The new powerful youth, organization of Bangladesh.
#fypシ #viralreelsfb #fypシ゚viral #viralvideochallenge #virals #Bangladesh #youthempowerment #videos #viralvideoシ #wearefamily #genZ #student #politics
ঢাকা বাসি এবং দেশবাসী রাস্তায় কারা মানুষের দুর্ভোগ সৃষ্টি করে
ঢাকাবাসী এবং দেশবাসী রাস্তায় কারা ঝামেলা করে। দুর্ভোগের সৃষ্টি করে ছাত্ররা নাকি টোকাইরা? এই টুকায়ের জন্ম কোথা থেকে আপনাদের শহরে শিক্ষাব্যবস্থা এবং মানুষকে দেখার নজর থেকেই এই টোকাই এবং এই শ্রেণীর মানুষদের জন্ম সবাই যদি তাদের নিয়ে কাজ করতেন তাহলে তারা এমন ময়লা রাস্তায় সৃষ্টি করত না।
যারা ওই বাটপারের বক্তব্য শুনে সিরিয়াস মনে করে নিবেন তাদের জন্য বলি এ পুরোটাই ড্রামা করছে ও কি করছে এটা আমি নিজের চোখে দেখেছি। আবার আরেকটা বিষয় সবার মাথায় আসতে পারে ও নিশ্চয়ই কিছু যৌক্তিক নিয়ে প্রোটেস্ট করছে আমিও মেনে নিলাম যে যুক্তিসঙ্গত বিষয় তারা রাস্তায় প্রটেস্ট করছে কিন্তু এটা রাস্তায় কেন !?
এটা হতে হবে সিটি কর্পোরেশন বা যার দায়িত্বে সেই সমাধানটা পড়ে তার সামনে!
রাস্তায় সাধারণ মানুষকে ভুক্তভোগী করে রাস্তায় জ্যাম বাঁধিয়ে এটা একটা বকচুদি।
#fypシ #fypシ゚viral
অমানুষ উকিল ভাই
ভাই বোনেরা সবাই মিলে এক ভাইকে পড়াশোনা শিখিয়ে উকিল বানিয়েছে কিন্তু সেই ভাই উকিল হয়ে পৈতৃক সম্পত্তি নিজেই সব ভালো জমিগুলানের ভোগ করা নিয়ে ব্যস্ত। এরা কি মারা যাবে না? মন অমানুষদের শিক্ষা গ্রহণ করা উচিত হয়নি ! রিকশা চালানো উচিত উকিল হওয়া যোগ্য না কুশিক্ষার বেয়াদব অমানুষ! ।
যাইহোক তারুণ্যের শক্তি টিম তাদের সমাধান করে দিয়ে এসেছে এবং মা এবং দাদিদের দোয়া নিয়ে এসেছে।
জনগণ কেহদে
#Corruption
জায়গাটি রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভায়।
উক্ত ব্যবস্থাপনায় দায়িত্বরত পৌরসভার কর্মচারীদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে হবে।
১৫ই অক্টোবর আন্তর্জাতিক সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করে রাজশাহী জেলা প্রশাসন।
সভাই বক্তব্য রাখছেন তারুণ্যের শক্তি Gen-Z উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক মো: সাজ্জাদুর রহমান শাওন
রাজশাহীতে ড্রেনের স্লাব চুরি!!!
রাজশাহীর বিভিন্ন জায়গা থেকে ড্রেনের স্লাব সংগ্রহ করে একদল টোকাই সন্ত্রাসী রাজশাহী কৃষি ব্যাংকের পিছনে এনে ভাংচুর করে। ভাংগার পর কিছু রড সংগ্রহ করে বিক্রি করে। এই টোকাই গুলা সমাজ এবং রাষ্ট্রের জন্য পোকা। এদের দ্রুত শাস্তির দাবি করছি।
রাজশাহীতে এই ধরনের পোকার জায়গা হবেনা। শুধু দরকার সবার সম্মিলিত সহযোগিতা।
অস্বাস্থ্যকর পরিবেশ!!!!
অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যকর কাজ কেমনে হয় বুঝে আসেনা।
প্রত্যেকেরই দরকার আগে নিজের দপ্তরটাকে সুন্দর এবং পরিবেশ বান্ধব করে গড়ে তোলা।
**ধারণকৃত ভিডিওটি রাজশাহীর তানোর উপজেলার UNO মহোদয়ের দপ্তরের।