তারুণ্যের শক্তি জেনজেড উন্নয়ন সংস্থা

  • Home
  • Bangladesh
  • Rajshahi
  • তারুণ্যের শক্তি জেনজেড উন্নয়ন সংস্থা

তারুণ্যের শক্তি জেনজেড উন্নয়ন সংস্থা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from তারুণ্যের শক্তি জেনজেড উন্নয়ন সংস্থা, Rajshahi.
(2)

বাংলাদেশের ছাত্রসমাজ সমর্থন করে জনগণের মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষে তারুন্যের শক্তি Gen-Z উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠিত করা হয় 7 august,2024।
যারা দেশকে ভালোবাসেন, আমাদের সাপোর্ট করবেন।

সামাজিক উন্নয়ন দরকার, আর সেজন্য দরকার ব্রট মাইন্ডেড লিডার। প্রত্যেকটা লিডার কে হতে হবে ব্রট মাইন্ডের,হোক সেটা রাজনৈতিক ল...
10/01/2025

সামাজিক উন্নয়ন দরকার, আর সেজন্য দরকার ব্রট মাইন্ডেড লিডার। প্রত্যেকটা লিডার কে হতে হবে ব্রট মাইন্ডের,হোক সেটা রাজনৈতিক লিডার বা সামাজিক সংগঠনের লিডার।

🤟🤟🤟🤟🤟🤟

08/01/2025

আপনি মাদক ব্যবসায়ী?
আপনি মাদক সেবন করেন?
আপনি মাদকের সাথে জড়িত?

এগুলার যেকোনো একটা হইলে আপনি আগামী সব ধরনের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের কথা ভুলে যান।

হ্যা এটাই সত্য। 🤟🤟🤟

04/01/2025

আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস
বাংলাদেশী জাতীয়তাবাদ
গণতন্ত্র
অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচারের অর্থে সমাজতন্ত্র

এই ধরনের মূলনীতি নিয়ে আপনি চাদাবাজি/টেন্ডারবাজি করেন কিভাবে বুঝে আসেনা!!!! তারমানে কি আপনি রাজনীতি বুঝেন না ???? নাকি আপনার দেওয়া মূলনীতি আপনি মানেন না??????????

সাহস থাকলে উত্তর দিবেন।

Send a message to learn more

04/01/2025

তাহলে যারা ভেরিফিকেশনে গেছিলো তাদের চাকরিটা আগে বাদ দিতে হবে।

একজন মূর্খ নেতার সুপারিশ কখনো একজন গ্র‍্যাজুয়েট এর চাকরি নির্ধারন করতে পারেনা। (যারা খারাপ এবং মূর্খ নেতা তারা)।

ওইসব তদন্তকারী কর্মকর্তার পিঠের চামরা তুলে ফেলা উচিত।

BCS Fact!!!

03/01/2025
02/01/2025

"পোষ্য" নামক অযৌক্তিক কোটা অবশেষে বাতিল করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

29/12/2024

কেউ এর খোঁজ পেলে জানাবেন আমরা সংস্থার পক্ষ থেকে তাকে পুরস্কৃত করব ভিক্ষাবৃত্তি বেছে না নিয়ে খেটে খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার জন্য স্যালুট। মানুষটার সাথে আমি আবার দেখা করতে চাই

27/12/2024

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানটি এলাকার যুব সংঘ এবং তারুণ্যের শক্তি জেনজেড উন্নয়ন সংস্থা থেকে পরিচালনা করা হয়।


#বিজয়দিবস


゚viral

সম্মানিত রাজশাহী সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডবাসী, আমরা তারুণ্যের শক্তি জেনজেড উন্নয়ন সংস্থা এবং শাহমখদুম নগর তরুণ সংঘ আ...
24/12/2024

সম্মানিত রাজশাহী সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডবাসী, আমরা তারুণ্যের শক্তি জেনজেড উন্নয়ন সংস্থা এবং শাহমখদুম নগর তরুণ সংঘ আগামী ২৬শে ডিসেম্বর, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে একটি পুরষ্কার বিতরনী ও আলোচনা সভার আয়োজন করেছি।

উক্ত আলোচনা সভায় এবং ছোটো খাটো সাংস্কৃতিক সন্ধ্যায় আপনারা সবাই আমন্ত্রিত।

সময়-বিকাল ৪.৩০-রাত ৯ টা।

স্থান-শাহমখদুম নগর মসজিদ সংলগ্ন (রায়পাড়া গোরস্থান থেকে পশ্চিম দিকে সোজা)

17/12/2024

প্রত্যেকটা সাব-রেজিস্ট্রি এবং জেলা রেজিস্ট্রি অফিসে এরকম বেয়াদব নকলনবিশ আছে। আর এরকম অনিয়ম কিছু বাইরের গুন্ডা/দালাল দারা পরিচালিত হয়।

সাবধান রাজশাহীসহ সকল রেজিস্ট্রি অফিস।

16/12/2024

তারুণ্যের শক্তি জেনজেড উন্নয়ন সংস্থা এর আয়োজনে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ক্রিড়া প্রতিযোগিতা।

Bangali happiest day..16th December Bijoy Dibos




゚viral


১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সারাদিন ব্যাপি বিভিন্নরকম ক্রিড়া প্রতিযোগিতায় আপনারা সবাই আমন্ত্রিত।স্থান-শাহখদুম নগ...
15/12/2024

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সারাদিন ব্যাপি বিভিন্নরকম ক্রিড়া প্রতিযোগিতায় আপনারা সবাই আমন্ত্রিত।

স্থান-শাহখদুম নগর মসজিদ সংলগ্ন মাঠ।(রায়পাড়া গোরস্থান থেকে পশ্চিম দিকে)

🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

টিসিবি তেই যদি এই অবস্থা হয় তাহলে বাকি ফিল্ড গুলাই কি লেভেল এর  ক্যাসিনো চলেছে ভাবতে পারেন। মানুষের হক নষ্ট করবেন!!! আপ...
12/12/2024

টিসিবি তেই যদি এই অবস্থা হয় তাহলে বাকি ফিল্ড গুলাই কি লেভেল এর ক্যাসিনো চলেছে ভাবতে পারেন।

মানুষের হক নষ্ট করবেন!!! আপনাকে ক্ষমা করবে কে???

ছবির তথ্যসূত্র : মানবজমিন।

10 December International Human Rights Day১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস
10/12/2024

10 December International Human Rights Day

১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস

09/12/2024

বিজয়ের মাসে আমরা সবাই শপথ করি, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব্যের প্রশ্নে আমরা সবাই এক হয়ে দারিয়ে যাবো এবং জাতীয় ঐক্য গড়ে তুলবো।

🇧🇩🇧🇩🇧🇩🤟🤟🇧🇩🇧🇩🇧🇩

Asia's Best Again🇧🇩🔥Congratulations Team U19🏏🏏🇧🇩🇧🇩
08/12/2024

Asia's Best Again🇧🇩🔥

Congratulations Team U19🏏🏏🇧🇩🇧🇩

আপনি যদি সাহস করে মানুষের অধিকারের কথা বলতে পারেন, তাদের জন্য ত্যাগ স্বীকার করতে পারেন- তারা নিজেরাই আপনাকে লিডার বানাবে...
05/12/2024

আপনি যদি সাহস করে মানুষের অধিকারের কথা বলতে পারেন, তাদের জন্য ত্যাগ স্বীকার করতে পারেন- তারা নিজেরাই আপনাকে লিডার বানাবে।

মনে রাখবেন, মানুষ সাহসীদের লিডার বানায়। অবশ্যই সৎ সাহস।

"There are three essentials to leadership: Humility, Clarity and Courage."- Chan Master Fuchan Yuan

Address

Rajshahi
6203

Website

Alerts

Be the first to know and let us send you an email when তারুণ্যের শক্তি জেনজেড উন্নয়ন সংস্থা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share