আমাদের গল্পটা কি আবার শুরু করা যায় না–💬💯
_শোনো তোমাকে একটা কথা বলি...
রুপ আর যৌবন পৃথীবিতে সারাজীবন থাকেনা-অহংকার পতনের মূল🥹💔🥀
MD Shahin Alom
একজন সত্যিকারের পুরুষ বাদবাকি সবার কাছে যেমন তেমন,কিন্তু তার পছন্দের নারীর কাছে সবসময়ই বিশ্বাসী আর অনুগত থাকে। পছন্দের নারীর জন্য সে অসম্ভব সবকিছুও করতে রাজি। তার পছন্দের নারীর জন্য সে সারা দুনিয়ার সাথে যু'দ্ধ করে হলেও, তার পাশে থাকে। তাকে নিজের সাথে আগলে রাখে!!
সবার কাছে সে প্র'তারক, অবিশ্বাসী হলেও, পছন্দের নারীর কাছে সে সবসময় ১০০% সৎ, বিশ্বাসী থাকে!❣️
Follow: R S Life's Dairy,•
Profile: MD Shahin Alom
তোমায় আমি বলতে চাই,তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই। ভালবাসি শুধু তোমায় আমি,জনম জনম ভালবাসতে চাই।
হৃদযের সীমানায় রেখেছি যারে, হয়নি বলা আজো ভালবাসি তারে। ভালবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আসি। কি করে বুঝাবো তারে আমি কতটা ভালবাসি?
MD Shahin Alom
তুমি আমার শুদ্ধতম ভালোবাসা..!
তুমি আইয়ুব বাচ্চুর সেই তুমি।
তুমি তাহসান এর কেউ না জানুক।
তুমি জেমস এর কবিতা ॥
তুমি বাগধারা এর ২৫ বছর।
তুমি অঞ্জন দত্তের বেলা বোস।
তুমি কনিকার মাধুবি লতা আমি।
তুমি Miftah Zaman এর চির অধরা।
তুমি Ashes এর ১৭ পৃষ্ঠায়।
তুমি Blue Touch - এর মায়াবী।
তুমি Sohan alir-"তুমি অন্য গ্রহের চাঁদ।
তুমি হিমো এর রূপালি সন্ধ্যা!
তুমি আসিফ আদনান এর দেবী।
তুমি Aircell এর দুঃখ বিলাস।
তুমি তাসনিফ জামান এর উৎসর্গ।
তুমি Odd Signature আমার দেহখান।
তুমি অনুপমের জল ফড়িং।
তুমি প্রিতম হাসানের বালিকা।
তুমি মনির খানের অঞ্জনা।
তুমি কনিকার মাধুবি লতা আমি।
তুমি আমার শুদ্ধতম ভালোবাসা..!
548rin4
MD Shahin Alom
সব ভুল মুছে দিয়ে তুমি আমাকে এক গুচ্ছ ফুল ভেবে রেখে দিও, আমি সারাজীবন থেকে যাবো! 🌸🖤
সব ভুল মুছে দিয়ে তুমি আমাকে এক গুচ্ছ ফুল ভেবে রেখে দিও, আমি সারাজীবন থেকে যাবো! 🌸🖤
MD Shahin Alom
#followerseveryonehighlights #foryourpage #edit #love #viraltiktok #capcut #blowthisup
সব ভুল মুছে দিয়ে তুমি আমাকে এক গুচ্ছ ফুল ভেবে রেখে দিও, আমি সারাজীবন থেকে যাবো..! 🌸🖤
MD Shahin Alom
🌼তাকে খুব করে চেয়েছিলাম,,কিন্তু সে আমায় চায়নি 😅💔
মোবাইলের প্যাটার্ন টা যদি কখনো চেঞ্জ করেন তাহলে দেখবেন প্রথম কিছুদিন খোলার সময় নিজের অজান্তেই আগের প্যাটার্নটা দিয়ে ফেলবেন। আর মোবাইল আপনাকে দেখাবে "Wrong pattern, try again"
আমাদের জীবনটাও মূলত তেমনি। জীবনে কিছু
পরিবর্তন আনলে, কাউকে ছাড়া বাঁচতে শিখলে
প্রথম প্রথম সবাই ই একটু হোঁচট খায়। কিন্তু জীবন তখন আমাদেরকে দেখায় "Wrong step, try
again"। যার অর্থ হচ্ছে প্রিয় কাউকে ছাড়া বেঁচে
থাকা কষ্টকর, তবে অসম্ভব কিছু নয়। শুধু সহ্য করে এগিয়ে যেতে হবে..!❤️🩹
ক্ষয়ে যাওয়া নক্ষ'ত্রের মত,
তুমি একদিন হারিয়ে গেলে—
দূর হতে বহু'দূরে।😢
যাকে আমরা ভালোবাসি....!
তাকে নিজের ভালোবাসার কথাটা না বলার চেয়ে বড় কষ্ট হয়তো..?
এই পৃথিবীতে আর কিছুই নেই.....!
MD Shahin Alom
এত সহজে কি ভুলা যায়, চিরচেনা কন্ঠ নিষ্পাপ মুখ, তার হাসি সব কিছু আমার মস্তিষ্কে গেথে গেছে...!
এত সহজে কি ভুলা যায়, চিরচেনা কন্ঠ নিষ্পাপ মুখ, তার হাসি সব কিছু আমার মস্তিষ্কে গেথে গেছে...!