Ratul Khan 40

Ratul Khan 40 আসসালামু আলাইকুম।

Welcome To My Facebook New Page

Thank you so Much ❤️

14/01/2025

09/01/2025

এই পিচ্চি টা আমার দোকানে আসে এসে বলে ভাই আমি একটা লাট্টু নিবো আমি দিচ্ছি লাম তখন বল্লো আমি বেছে নিবো সে জন্য তাকে বললাম আচ্ছা আসো বেছে নাও তার পর সে দেখছি বার বার আমার দিকে তাকাচ্ছে সে জানে না তার সামনে কেমেরা আছে আমি আর একটা কাস্টোমার এর জিনিস দিচ্ছি অই ফাকে একটা পখেটে নিয়ে নিসে 😁😁😁😁😁

21/09/2024

in sha allah আজ থেকে ভিডিও ছারবো আবার❤️

24/08/2024

আমাদের রাজশাহীর পদ্দা নদী 🥰

যত জলদি সম্ভব রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনার এলাকাগুলাতে আগের থেকে শুকনা খাবার, প্রচুর পরিমানে লাইফ জ্যাকেট, বিশুদ্ধ পা...
23/08/2024

যত জলদি সম্ভব রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনার এলাকাগুলাতে আগের থেকে শুকনা খাবার, প্রচুর পরিমানে লাইফ জ্যাকেট, বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করেন। বন্যা শুধু ত্রিপুরাতে না, ওয়েস্ট বেঙ্গলেও ভয়াবহ বন্যা হইতেছে।
এখন বিশাল চিন্তা হইলো ফারাক্কা বাধ নিয়া।
গঙ্গা নদী অলরেডি বিপদ সীমা থেইকা ১৫ সেন্টিমিটার উপর দিয়া যাইতেছে, কশি নদী কালকের মধ্যে বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়া যাবে, গঙ্গার বেবুসারাই অংশে ৩০ সেন্টিমিটার উপর দিয়া যাইতেছে আপাতত। আর বন্যা অলরেডি ফারাক্কা বাধ থেইকা মাত্র ৫৮ কিলো দূরে ঝারখান্ড পর্যন্ত অলরেডি আইসা পড়ছে, এই ৫৮ কিলো পাড় হইয়া আসার পর ফারাক্কা বাধের অবস্থা কি হয় জানিনা, কতটা ভয়াবহ হইতে পারে ধারনা নাই। তখন আল্লাহ না করুক, যদি ফারাক্কা বাধেরও ক্যাপাসিটির বাইরে চইলা যায়, এই ফারাক্কা বাধও খুলতে বাধ্য। আর এই ফারাক্কা বাধ খুললে সবার প্রথমে তলায়া যাবে চাঁপাইনবাবগঞ্জ, তারপর রাজশাহী, পাবনা। ক্ষতিগ্রস্থের সম্ভাবনায় আছে রুপপুরও।
এই মুহূর্তে যার যার বিশ্বাস অনুযায়ী দোয়া আর প্রার্থনা করেন।

20/08/2024
31/07/2024

কিছু বলে জাও ?

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ratul Khan 40 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share