রাজশাহীর বার্তা

রাজশাহীর বার্তা বৃহত্তর রাজশাহীর সকল খবর নিরপেক্ষভাব

আইসিসির স্বীকৃতি পেলো প্রথম রাজশাহীতে অবস্থিত বাংলাদেশী ব্যাট কোম্পানি ব্র্যান্ড এমকেএসবাংলাদেশে 'ক্রিকেট' জনপ্রিয়তার শী...
15/12/2023

আইসিসির স্বীকৃতি পেলো প্রথম রাজশাহীতে অবস্থিত বাংলাদেশী ব্যাট কোম্পানি ব্র্যান্ড এমকেএস

বাংলাদেশে 'ক্রিকেট' জনপ্রিয়তার শীর্ষে থাকলেও, নেই কোন আইসিসি স্বীকৃত কিট কোম্পানি। তবে সেই অভাবটাই এবার ঘুচিয়ে দিলেন মেহেদী মিরাজ, ইমরুল কায়েস, ওসাম শাহিনরা। তাঁরা নিয়ে এলেন রাজশাহীতে অবস্থিত দেশী ব্যাট বিক্রয় ব্র্যান্ড MKS SPORTS,গতকাল যা পেয়েছে আইসিসির স্বীকৃতি।

এই ব্যাট কোম্পানির প্রধান লক্ষ্য দেশের তরুন প্লেয়ারদের স্পন্সর করা। তাই প্রথম স্টেপটাই তারা নিচ্ছে আসন্ন বিপিএলের আসর দিয়ে। আসন্ন বিপিএলে দেশী প্লেয়ারদের স্পন্সর করবেন তাঁরা।

New Restaurant opening Alert   💥    #মহিলা_কলেজ_মোড়,মিঠাইয়ের পাশে আজ থেকে  আমাদের সকল খাবার চালু করেছি,জেনে খুশি হবেন আম...
12/12/2023

New Restaurant opening Alert 💥


#মহিলা_কলেজ_মোড়,মিঠাইয়ের পাশে আজ থেকে আমাদের সকল খাবার চালু করেছি,জেনে খুশি হবেন আমরা খুব স্বল্প মূল্যে স্টুডেন্ট friendly #বিরিয়ানির_প্যাকেজ ও #চাইনিজ_আইটেম রেখেছি🤩 Beef tehari -60tk/chicken teheri-45tk

💥 ptato wedges + BBQ wings 2Pcs -79tk 💥

🍀 BURGER OFFER : 99tk
1. One classic Burger
2. 2pcs BBQ wings
3. Potato wedges

🍀 PASTA COMBO : 169tk
1. couple pasta with cheese
2. 2pcs BBQ wings
3. Potato wedges

🍀 SNACKS Jambo : 179tk
1. Special Nachos
2. 2pcs crispy chicken fry
3. 2pcs smoke sandwich

হোম ডেলিভারি ও পার্সেল এর জন্য যোগাযোগ করুন 01728-623742 /01728-783783

📌 আগামী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই অফার চলবে।

📌এবং সম্পূর্ণ ভিন্ন সেকশনে বিরিয়ানি এবং ফাস্টফুড জোন পরিচালিত হচ্ছে। আমরা মূলত Take away ও হোম ডেলিভারি সার্ভিসে প্রাধান্য দিচ্ছি। ইনশাআল্লাহ আমরা স্বল্পমূল্যে সর্বোচ্চ খাবারের মান ধরে রাখার চেষ্টা করবো।

Mezban biriyani & Krispy king Rajshahi

12/12/2023

রাজশাহী থিম ওমর প্লাজায়যার ম্যানহোল থেকে এক যুবকের লাশ উদ্ধার...

বিস্তারিত আসছে.....

" মাংস আপনার হাড্ডি আমার" বলা বাবা মায়ের শাসনের জন্য আমরা মানুষ হয়েছি। "আমার ছেলেকে শাসন করার আপনি কে?" বলা অভিভাবকদের ক...
09/12/2023

" মাংস আপনার হাড্ডি আমার"
বলা বাবা মায়ের শাসনের জন্য আমরা মানুষ হয়েছি।

"আমার ছেলেকে শাসন করার আপনি কে?"
বলা অভিভাবকদের কারণে একটা উশৃঙ্খল জেনারেশন বেড়ে উঠছে।

কথাগুলো কতটুকু যুক্তিসম্মত?
আপনাদের মতামত আশা করছি।

বিনোদপুর রোড, রাজশাহী বিশ্ববিদ্যালয়। @highlight রাজশাহীর বার্তা
29/11/2023

বিনোদপুর রোড, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

@highlight রাজশাহীর বার্তা

25/11/2023

রাজশাহীতে ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত।

খুলে দেওয়া হলো নভোথিয়েটার।  #রাজশাহীর_বার্তা
15/11/2023

খুলে দেওয়া হলো নভোথিয়েটার।

#রাজশাহীর_বার্তা

উদ্বোধনের অপেক্ষায় কক্সবাজার রেলওয়ে স্টেশন ও চট্রগ্রাম - কক্সবাজার রেলপথ
10/11/2023

উদ্বোধনের অপেক্ষায় কক্সবাজার রেলওয়ে স্টেশন ও চট্রগ্রাম - কক্সবাজার রেলপথ

10/11/2023
   চলবে ৯/১১/২৩পর্যন্ত ✅/ #বটিচাপ_নান_৮৯টাকা 🤩💥নিজস্ব Photo focus Event & Wedding  স্টেজ/ফটোগ্রাফি শুরু ৩৯৯৯/- থেকে 💥 ⛔ ...
02/11/2023

চলবে ৯/১১/২৩পর্যন্ত ✅/ #বটিচাপ_নান_৮৯টাকা 🤩
💥নিজস্ব Photo focus Event & Wedding স্টেজ/ফটোগ্রাফি শুরু ৩৯৯৯/- থেকে 💥 ⛔

🤩 #২টি_চিকেন_বিরিয়ানি_৮৯_টাকা
নিম্নের আইটেমের যেকোনো একটি প্যাকেজ কিনলে আরেকটি #ফ্রি তার মানে ২১৯ টাকায় পাচ্ছেন #২টি_মাটন_কাচ্চি_ফুল (২টায় ২পিচমাটন)

☘️ ১৭৯ টাকায় ২টা মাসালা চাপ-নান প্যাকেজ 🤩
💥 ২টি ফুল শাহী মোরগ পোলাও -১৮৯ টাকা
☘️ ২টি চিকেন বিরিয়ানি ৮৯ টাকা
☘️ ১০৯ টাকায় ২টি বিফ তেহেরি 😍
🍀 ২টি মাটান কাচ্চি ফুল - ২১৯টাকা (২টায় ২পিচ মাটন)
📌 ১টি বটিচাপ প্যাকেজ - ৮৯ টাকা
📌১টি #গ্রিল_বাটার_নান_drinks_১২৯টাকা (ডাইন ইন)❤️
(২টি পার্সেল নিলে ১টি ড্রিংকস ফ্রি)

✅ For : 01728-783783 /01728-623742

অফার চলবে ৯/১১/২৩

📌 আমাদের #ফুডপান্ডা সার্ভিসও আছে 😍

ঠিকানা : সোনাদিঘির মোড়, মসজিদের বিপরীতে, পুরাতন বইপট্টি, রাজশাহী

📌 📌 োমডেলিভারি_অফারonly

[ বি দ্র : মুরগির দাম অতিরিক্ত কমবেশি হলে অপারের পরিবর্তিত মূল্য পেইজে জানিয়ে দেয়া হবে ]

বিএমএ রাজশাহী শাখার প্রেস বিজ্ঞপ্তি।
30/10/2023

বিএমএ রাজশাহী শাখার প্রেস বিজ্ঞপ্তি।

05/10/2023

সড়ক পথে সমুদ্রের ছোয়া....😶

রাজশাহীর রঙিন যাদুকর।
29/09/2023

রাজশাহীর রঙিন যাদুকর।

রাজশাহী কলেজে শুটিং এ মেতেছেন নাট্য অভিনেতা তৌসিফ মাহবুব।  #রাজশাহী
25/09/2023

রাজশাহী কলেজে শুটিং এ মেতেছেন নাট্য অভিনেতা তৌসিফ মাহবুব।

#রাজশাহী

21/09/2023
দর্শনার্থীদের জন্য খুললো শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান*******************************উন্নয়ন ও সংস্কারের পর ...
20/09/2023

দর্শনার্থীদের জন্য খুললো শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান
*******************************
উন্নয়ন ও সংস্কারের পর দর্শনার্থীদের জন্য রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা খুলে দেওয়া হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টায় প্রধান ফটকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের পুনঃনির্বাচিত মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ফিতা কাটার পর দোয়া ও মোনাজাত করা হয়। এরপর কেন্দ্রীয় উদ্যানটি ঘুরে দেখেন রাসিক মেয়র মহোদয়।

এরপর শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত পূর্বের ন্যায় ২৫ টা প্রবেশমূল্য দিয়ে এখানে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা।

এ সময় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন হয়েছে, আরো অনেক কাজ করা হবে। এখানে ওয়াচ টাওয়ার, অ্যাকুয়ারিয়াম, এমপি থিয়েটার নির্মাণ করা হবে। শিশুদের বিনোদনের জন্য থাকবে বিভিন্ন ধরনের রাইডস। পর্যায়ক্রমে এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।

মেয়র আরো বলেন, এতো অল্প জায়গায় আসলে চিড়িয়াখানা হতে পারে না। সুতরাং এখানে কোন পশুপাখি আনা হবে না। ভবিষ্যতে রাজশাহীতে একটি সাফারী পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার বিভিন্ন উন্নয়ন ও সংস্কার কাজ বাস্তবায়ন করছে রাজশাহী সিটি করপোরেশন। উন্নয়ন ও সংস্কার কাজের মধ্যে রয়েছে, অভ্যন্তরীণ ওয়াকওয়ে ও রাস্তা নির্মাণ, ফেরিজহুইল সংস্কার, পুকুর সংস্কার ও সৌন্দর্য্যবর্ধন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, হরি, ঘড়িয়াল ও পাখির খাচা সংস্কার, বাউন্ডারি ওয়াল পুনঃনির্মাণ, নতুন তিনটি গেট নির্মাণ, অরণ্য রির্সোট নির্মাণ, ফুডকোর্ট নির্মাণ। #

13/09/2023

পুঠিয়া রাজবাড়ী, পুঠিয়া, রাজশাহী।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস....!
10/09/2023

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস....!

অবশেষে বদলি করা হলো স্পারসো চেয়ারম্যানকে।নানান আলোচনা সমালোচনার পর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স...
06/09/2023

অবশেষে বদলি করা হলো স্পারসো চেয়ারম্যানকে।

নানান আলোচনা সমালোচনার পর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান কৃষিবিদ আব্দুস সামাদকে সরিয়ে দেয়া হয়েছে।আব্দুস সামাদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিষয়ে স্নাতক এবং চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্ট্যাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে বাংলাদেশ মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান পদে পদান্বিত হয়েছিলেন।

ফুড ভিলেজ রেস্টুরেন্ট কর্তৃপক্ষ গতকাল আনুষ্ঠানিকভাবে তাদের সব কার্যক্রম স্থগিত করেছে।সিরাজগঞ্জের হাটিকুমরুলকে বলা হয় উত্...
06/09/2023

ফুড ভিলেজ রেস্টুরেন্ট কর্তৃপক্ষ গতকাল আনুষ্ঠানিকভাবে তাদের সব কার্যক্রম স্থগিত করেছে।

সিরাজগঞ্জের হাটিকুমরুলকে বলা হয় উত্তরবঙ্গের প্রবেশদ্বার। ঢাকা থেকে উত্তরবঙ্গের যেকোনো জেলায় যেতে হাটিকুমরুল পর্যন্ত যেতেই হয়। এরপর গাড়িগুলো চলে যায় বিভিন্ন পথে, বিভিন্ন জেলায়।

দূর দুরান্তের যাত্রীদের দীর্ঘ যাত্রা পথে বিরতির প্রধান স্থান হাটিকুমরুলের 'ফুড ভিলেজ'। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ এই হাইওয়ে রেস্টুরেন্টে যাত্রা বিরতি করলেও আজ মঙ্গলবার থেকে আর কোনো গাড়ি সেখানে দাঁড়াবে না।

ফুড ভিলেজ রেস্টুরেন্ট কর্তৃপক্ষ গতকাল আনুষ্ঠানিকভাবে তাদের সব কার্যক্রম স্থগিত করেছে।এর ফলে, বেকার হয়ে পড়েছে প্রায় ৬ শতাধিক শ্রমিক-কর্মচারী।

ফুড ভিলেজের ডেপুটি জেনারেল ম্যানেজার সাগর আহম্মেদ বলেন, '২০১৩ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কাছ থেকে লিজ নিয়ে রেস্টুরেন্টটি করা হয়েছিল। বর্তমানে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ৪ লেনের মহাসড়কের পাশাপাশি তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ। এর মাধ্যমে গোলচত্বরের ১ কিলোমিটার আগেই ভাগ হয়ে যাবে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২৭টি জেলার যানবাহন। এ কারণেই মূলত আমাদের রেস্টুরেন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে।'

তিনি জানান, মহাসড়কের নলকা এলাকায় পুনরায় রেস্টুরেন্টটি চালু করার চিন্তা রয়েছে। এ জন্য জায়গা খোঁজা হচ্ছে। তবে খুব শিগগির সেটা সম্ভব হবে না।

ফুড ভিলেজ বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে এই রুটে চলাচলকারী একটি বাসের চালক মিল্টন হোসেন বলেন, 'ঢাকা থেকে উত্তরবঙ্গে যেতে হাটিকুমরুল এলাকায় প্রতিটি যাত্রীবাহী বাস বিরতি দেয়। যাত্রীরা খাবার খাওয়া ও টয়লেট ব্যবহারের প্রয়েঅজন হলে তা এখানে সেরে নেন। ফুড ভিলেজেই বেশিরভাগ গাড়ি দাঁড়ানো। এই রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাওয়ায় এখন যাত্রীদের জন্য বিরতি দিতে সমস্যা তো হবেই।'

ঢাকায় একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত পাবনার বাসিন্দা রুকুনুল হাসান বলেন, 'প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বাড়িতে আসি। যাত্রাপথে ফুড ভিলেজে বিরতি দিলে যাত্রীরা একটু ফ্রেস হতে পারেন। এখন তো আর সেটা হবে না।'

বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর থেকে উত্তরের পথে যানবাহন ও যাত্রীর চাপ বাড়তে থাকে। যাত্রাপথের বিরতির জন্য ২ দশক আগে হাটিকুমরুল এলাকায় এরিষ্ট্রক্রেট নামে একটি হাইওয়ে রেস্টুরেন্ট চালু হওয়ার পর থেকে যাত্রীরা ভ্রমণের ক্লান্তি দূর করার সুযোগ পায়।

ধীরে ধীরে যাত্রী ও পরিবহনের চাপ বাড়তে থাকায় একে একে প্রায় ডজনখানেক হাইওয়ে রেস্টুরেন্ট গড়ে উঠে। বর্তমানে চলমান উন্নয়ন প্রকল্পের কারণে এসব রেস্টুরেন্টের বেশিরভাগই বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার উপক্রম।

সবশেষ ফুড ভিলেজও বন্ধ হয়ে যাওয়ায় উত্তরের পথে যাওয়া যাত্রীরা খানিকটা বিপাকেই পড়েছেন।

ফুড ভিলেজের কর্মী জাহিদুল ইসলামের ভাষ্য, রেস্টুরেন্টের সব কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৬ শতাধিক শ্রমিক-কর্মচারী বেকার হয়ে গেছেন।

সিরাজগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম বলেন, 'ফুড ভিলেজকে ২ দশমিক ৬৭ একর জায়গা ২০১৩ ও ২০১৮ সালে ৫ বছর মেয়াদী লিজ দেওয়া হয়েছিল। শর্ত অনুযায়ী লিজের মেয়াদ শেষ হয়েছে। এ ছাড়া, ইন্টারচেঞ্জ প্রকল্পে জায়গাটি প্রয়োজন হওয়ায় সরকার অধিগ্রহণের কাজও সম্পন্ন করেছে। তাই আমরা রেস্টুরেন্টের মালিকপক্ষকে জায়গাটি খালি করে দিতে বলেছি।'

পদ্মায় ট্রেন চলাচলের উদ্বোধন ১০ অক্টোবরঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচলের উদ্বোধ...
04/09/2023

পদ্মায় ট্রেন চলাচলের উদ্বোধন ১০ অক্টোবর

ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচলের উদ্বোধন হতে যাচ্ছে। আগামী ১০ অক্টোবর ৮২ কিলোমিটার এই রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন ট্রেনে করে পদ্মা সেতু পাড়ি দেবেন তিনি।

রবিবার (০৩ সেপ্টেম্বর) রাতে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন কালের কণ্ঠকে উদ্বোধনের তারিখসংক্রান্ত এসব তথ্য নিশ্চিত করেছেন।


নূরুল ইসলাম সুজন বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের আগামী ১০ অক্টোবর পদ্মা সেতু রেল সংযুক্ত প্রকল্পের উদ্বোধনের জন্য সময় দিয়েছেন। ওই দিন কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচলের আনুষ্ঠানিক সূচনা ঘটবে।’

রেলমন্ত্রী বলেন, ‘পদ্মা রেললাইন উদ্বোধন কেন্দ্র করে সমাবেশের পরিকল্পনা করা হচ্ছে। তবে এখনো জায়গা চূড়ান্ত করা হয়নি।

আগেরবার যেহেতু পদ্মা নদীর ওই পারে সমাবেশ হয়েছিল, তাই এবার এই পারে সমাবেশ হতে পারে।’
এদিকে গত ১৭ আগস্ট উদ্বোধন হতে যাওয়া অংশে রেললাইন বসানোর কাজ শেষ হয়েছে। দুই দিন পর পুরো পথে ট্র্যাক কার চালিয়ে পরীক্ষা করা হয়। আগামী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক চলাচল শুরু হবে।


প্রকল্প সূত্র বলছে, কাজ বাকি রেখেই চালু হতে যাচ্ছে ঢাকার কমলাপুর থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের অধীন এই ট্রেন চলাচল শুরু হবে। সব ধরনের কারিগরি কাজ শেষ না হওয়ায় শুরুতে মাঝের কোনো স্টেশনে ট্রেন থাকার সুযোগ নেই। নতুন স্টেশন ভবন নির্মাণ ও পুরাতন স্টেশন ভবন পুনর্নির্মাণের কাজ প্রায় অর্ধেক বাকি।

প্রকল্পের অগ্রগতির প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি কাজ হয়েছে মাওয়া-ভাঙ্গা অংশে ৯৬ শতাংশ।

আর ঢাকা-মাওয়া অংশের কাজ হয়েছে ৭৯ শতাংশ। শুরুতে এই অংশই চালু হচ্ছে। যেখানে গড় কাজ হয়েছে ৮৭.৫ শতাংশ। এই মাওয়া-ভাঙ্গা অংশে সেতু, কালভার্ট, বাঁধের মতো বড় অবকাঠামোর কাজ শেষ হয়ে গেছে। বাকি আছে স্টেশন ভবন ও নতুন স্টেশনে সিগন্যালিং ব্যবস্থা স্থাপনের কাজ। ঢাকা থেকে মাওয়ার পথে এখনো বড় দুটি সেতু ও সাতটি কালভার্ট/আন্ডারপাস নির্মাণের কাজ বাকি আছে। এই অংশে চারটি স্টেশন রয়েছে। সবগুলোর কাজই চলমান। ভাঙ্গা-যশোর অংশে ৭৬ শতাংশ কাজ হয়েছে।
কালের কণ্ঠ’র সঙ্গে আলাপকালে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ‘উদ্বোধনের পর শুরুতে সব স্টেশনের ট্রেনের বিরতি দেওয়া সম্ভব হবে না। মাঝে অনেক জায়গায় কাজ বাকি আছে। কিন্তু মেট্রো রেলের মতো আমরা ট্রেন চালানো শুরু করে দিতে চাই। মাঝের স্টেশনের কাজগুলো চলমান থাকবে। সেগুলো শেষে সব স্টেশনে ট্রেন থামবে।’

রাজধানীর কমলাপুর থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা, কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জের শ্রীনগর, লৌহজং, পদ্মা সেতু, শরীয়তপুরের জাজিরা, মাদারীপুরের শিবচর, ফরিদপুরের ভাঙ্গা, নড়াইল, মাগুরা হয়ে যশোর পর্যন্ত এই রেলপথে ২০টি স্টেশন থাকবে। প্রকল্পের অধীনে মূল পথ ১৬৯ কিলোমিটার। সেখানে লুপ ও সাইডিং ৪২.২২ কিলোমিটার এবং তিন কিলোমিটার ডাবল লাইনসহ মোট ২১৫.২২ কিলোমিটার রেলওয়ে ট্র্যাক নির্মাণ করা হচ্ছে।

শুরুতে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত কয়টি ট্রেন চলবে তা এখনো চূড়ান্ত করেনি রেলপথ মন্ত্রণালয়। তবে এই অংশ চালু হলে আরো ছয়টি রেলপথ এর সঙ্গে যুক্ত হবে। প্রাথমিক ভাবনায় রাজবাড়ী, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গার দর্শনা, যশোরের বেনাপোল, খুলনা, রাজশাহীর ট্রেনও এই পথে চালানোর চিন্তা আছে। সে ক্ষেত্রে ভারতে যাওয়ার মৈত্রী ট্রেনও এ পথ ব্যবহার করবে ভবিষ্যতে।

এক প্রশ্নের জবাবে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক আফজাল হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘আমরা সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে উদ্বোধনের জন্য প্রস্তুতি কথা জানিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে সারসংক্ষেপ পাঠিয়েছিলাম। প্রধানমন্ত্রী তার সুবিধাজনক সময় উদ্বোধনের তারিখ চূড়ান্ত করবেন। তবে আনুষ্ঠানিকভাবে আমরা এখনো চিঠি পাইনি।’

রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, পদ্মা রেল সংযোগ প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও নড়াইল জেলা দিয়ে যশোরের সঙ্গে রেল নেটওয়ার্ক যুক্ত হবে। একই সঙ্গে ভাঙ্গা থেকে পাচুরিয়া-রাজবাড়ী সেকশনটি পদ্মা সেতু হয়ে সরাসরি ঢাকার সঙ্গে যুক্ত হবে।

রেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, শুধু ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চালালে রেলকে লোকসান গুনতে হবে। তাই এই রেলপথ ব্যবহার করে অন্তত রাজবাড়ীর সঙ্গে ঢাকাকে যুক্ত করা হবে। বর্তমানে খুলনা, দর্শনা, বেনাপোল ও রাজশাহীর সঙ্গে ঢাকার সরাসরি রেল যোগাযোগ রয়েছে। পদ্মা সেতু ব্যবহার করে এসব অঞ্চলে নতুন ট্রেন গেলে বিদ্যমান পথে মাঝের স্টেশনগুলোর যাত্রীরা রেলের সেবা থেকে বঞ্চিত হতে পারে। এমন একটি আশঙ্কাও তৈরি হয়েছে।

রেলের পরিকল্পনায় প্রথমে প্রকল্পের দ্বিতীয় অংশে মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চালানোর কথা ছিল। এরপর ঢাকা-মাওয়া অংশকে যুক্ত করা হতো। সব শেষে যুক্ত হতো ভাঙ্গা-যশোর অংশ। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারা এবং সময়মতো সেতু বুঝে না পাওয়ায় পরিকল্পনায় বদল আনে রেল কর্তৃপক্ষ। বর্তমানে পুরো প্রকল্পের মেয়াদ রয়েছে আগামী বছরের জুন পর্যন্ত। এই সময়ের মধ্যে ঢাকা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু করতে চান সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে প্রথম ধাপে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চালানো হবে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান কালের কণ্ঠকে বলেন, ‘এখনো আগামী বছরের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ আছে। সরকারের সিদ্ধান্ত ও পরিকল্পনা বাস্তবায়নে আমরা কাজ করে থাকি। সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ হচ্ছে।’

৩৯ হাজার ২৪৬ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মীয়মাণ পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ১৮ হাজার ২১০ কোটি ১১ লাখ টাকা দিচ্ছে সরকার। বাকি ২১ হাজার ৩৬ কোটি ৬৯ লাখ টাকা ঋণ দিয়েছে চায়না এক্সিম ব্যাংক। প্রকল্পের মেয়াদ ধরা হয় ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত। ২০১৬ সালের ২৭ এপ্রিল প্রকল্পটি সরকারের ফার্স্ট র্ট্যাক প্রকল্পের তালিকাভুক্ত করা হয়।

© কালের কন্ঠ

01/09/2023

রাজশাহী টু ঢাকা যাতায়াত পথে একমাত্র বৃহত্তম সেতু ( যমুনা সেতু )
Follow: রাজশাহীর বার্তা..........
#রাজশাহীর_বার্তা

বোকা বাবাআমি যখন ক্লাস থ্রি ফোর এ পড়তাম তখন রাজশাহী শহরে নগর ভবনের পাশে আমাদের একটা রেস্টুরেন্ট ছিলো। আব্বা বিকালের দিকে...
01/09/2023

বোকা বাবা

আমি যখন ক্লাস থ্রি ফোর এ পড়তাম তখন রাজশাহী শহরে নগর ভবনের পাশে আমাদের একটা রেস্টুরেন্ট ছিলো। আব্বা বিকালের দিকে সাইকেলে করে বাসায় চলে আসতো আর আমার বড় ভাই বাকি সময় একাই রেস্টুরেন্ট সামলাতো।

আম-লিচুর সিজনে আব্বা রেস্টুরেন্ট থেকে বিকালে আসার সময় সাইকেলের ঝুড়িতে করে পাকা আম লুকিয়ে নিয়ে এসে আম্মাকে দিতেন।। এর কিছু সময় পর আব্বা নিজেই আমাকে আর আমার ছোট বোনকে আম্মার কাছে থাকা সেই লুকানো খবর জানাতেন। এরপর শুরু হতো সেই আম মায়ের কাছ থেকে নিয়ে খাওয়ার উৎসব। আমরা খেতাম আর বাবা-মা হাসি মুখে আমাদের খাওয়া দেখতেন।। আম নিজে খাওয়ার চেয়ে আমাদের খাওয়া দেখেই বাবা-যেন তৃপ্তি পেতেন।। তখন বাবা-মাকে খুব বোকা মনে হতো, আমাদের সব খাইয়ে নিজেরা চেখেও দেখেন না এর চেয়ে বোকা কেউ হয়??!!

এখন অনেক সময় পার হয়ে গেছে বাবা আজ বেঁচে নেই শুধু মা আছেন। আমিও এখন দুই কন্যা সন্তানের বাবা হয়ে গেছি। মজার বিষয় হলো আমিও আমার বাবার মতো বোকা হয়ে গেছি। আব্বার মতো আমিও এখন লুকিয়ে আমার মেয়েদের জন্য আম, কলা, ড্রাগন ফল নিয়ে আসি আর তারপর সেই আম-ড্রাগনের সন্ধান নিজেই দিই আর তৃপ্তি সহকারে আমি আর আমার স্ত্রী মিলে তাদের আম খাওয়া, ড্রাগন ফল খাওয়া দেখি আর আমার মেয়েরা মনে মনে মনে ভাবে বাবা-মায়েরা কত বোকা।।

আমার দৃঢ় বিশ্বাস পৃথিবীর সকল বাবা-মায়েরাই এরকম বোকা হয়ে থাকে। তারা বোকার মতো তাদের সন্তানদের সকল সুখের মাঝে নিজেদের সুখ খুজে পায়।।

লেখা: এর ফেসবুক পোস্ট থেকে।

30/08/2023

বাংলাদেশ নতুন ষ্টার্টআপ স্কুট

কোন শহর বেশি সুন্দর...? ❤️/👍      #রাজশাহীর_বার্তা
26/08/2023

কোন শহর বেশি সুন্দর...? ❤️/👍

#রাজশাহীর_বার্তা

ঐতিহ্য চত্ত্বর, রাজশাহী ফটো ক্রেডিট:
26/08/2023

ঐতিহ্য চত্ত্বর, রাজশাহী
ফটো ক্রেডিট:

24/08/2023

👉 রাজশাহীর বাঘার খবর MTFE

১১ হাজার কোটি টাকা হাতিয়ে উধাও

অ্যাপের ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া চক্রের রাজশাহী অঞ্চলের মূল হোতারা এখনো ধরা ছোঁয়ার বাইরে। প্রায় ১১ হাজার কোটি টাকা হাতিয়ে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ বন্ধ হওয়ার পর তারা গা ঢাকা দিয়েছে। লাভের আশায় বিনিয়োগ করে ৫ হাজারেরও বেশি গ্রাহক নিঃস্ব হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, অভিযোগ পেলে নেয়া হবে ব্যবস্থা।
#রাজশাহীর_বার্তা

স্কুট এখন রাজশাহীতে রাজশাহীতে ভাড়ায় চালিত ইলেকট্রিক স্কুটি সার্ভিস স্কুটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।  গত সোমবার রাজশ...
24/08/2023

স্কুট এখন রাজশাহীতে

রাজশাহীতে ভাড়ায় চালিত ইলেকট্রিক স্কুটি সার্ভিস স্কুটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গত সোমবার রাজশাহীর বিভাগীয় কমিশনার ড: হুমায়ুন কবির এবং স্কুটের চেয়ারম্যান মহোদয়ের উপস্থিতিতে রাজশাহীতে স্কুটের শুভ উদ্বোধন করা হয়।

ঘন্টায় ১২০ টাকা (প্রতি মিনিট ২ টাকা হারে প্রয়োজনমত) স্কুটি সার্ভিস শুধুমাত্র রাজশাহী শহরে ব্যবহার করতে পারবেন। স্কুট তাদের সার্ভিসটি ভদ্রার মোড় থেকে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দিচ্ছে।

স্কুট হটলাইন: ০১৬৮৬৯১৪৯৫৯

পৃথিবীর চতুর্থ দেশ হিসাবে ইতিহাস গড়ে চন্দ্রজয় করল ভারত। তাদের তৈরি চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদের বুকে অবতরণ করেছে।চন্দ্রযান...
24/08/2023

পৃথিবীর চতুর্থ দেশ হিসাবে ইতিহাস গড়ে চন্দ্রজয় করল ভারত। তাদের তৈরি চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদের বুকে অবতরণ করেছে।

চন্দ্রযানের এ মিশনে তাদের বাজেট ছিল ৮০০ কোটি টাকা। খরচ হয়েছে মাত্র ৫৭০ কোটি টাকা। নিজেদের প্রতিষ্ঠান ইসরো সম্পূর্ণ নিজেদের লোকাবলে এ মিশন পরিচালনা করেছে।

এখন পর্যন্ত ভারতই সবচেয়ে কম খরচে সফলভাবে চন্দ্রযানের মিশন সফলভাবে পরিচালনা করতে সক্ষম হয়েছে। তাও আবার চাঁদের দক্ষিণ মেরুতে পৃথিবীর প্রথম দেশ হিসেবে তাদের চন্দ্রযান-৩ সফলভাবে প্রদক্ষিণ করেছে। এত অল্প খরচে চন্দ্রজয়ের কারণ- তারা নিজেদের প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ মিশনটি পরিচালনা করেছে এবং তাদের ছেলে-মেয়েদের সেভাবে দক্ষ করে তাদের দিয়েই এ মিশনের নেতৃত্ব দেওয়ালো।

এই টয়লেটের ছবির ব্যাপারে আপনার মন্তব্য কি?ছবির লোকেশন: সিলেট
23/08/2023

এই টয়লেটের ছবির ব্যাপারে আপনার মন্তব্য কি?
ছবির লোকেশন: সিলেট

ব্রেকিং নিউজ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদী ইন্তেকাল করেছেন হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর বঙ্গবন্ধ...
14/08/2023

ব্রেকিং নিউজ

আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদী ইন্তেকাল করেছেন

হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএসএমইউ) তিনি মারা যান।

Guess the location.....?
14/08/2023

Guess the location.....?

রাজশাহী মহানগরীতে আরএমপি’র সচেতনতামূলক মোটরসাইকেল মহড়া************************রাজশাহী মহানগরীতে কিশোর অপরাধ, ভেজাল খাদ্...
13/08/2023

রাজশাহী মহানগরীতে আরএমপি’র সচেতনতামূলক মোটরসাইকেল মহড়া
************************

রাজশাহী মহানগরীতে কিশোর অপরাধ, ভেজাল খাদ্যের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে মোটরসাইকেল মহড়া শুরু করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার মহোদয়-এর নির্দেশে আরএমপি এ মহড়া পরিচালনা করছে। প্রতিদিন একজন ইন্সপেক্টর (তদন্ত)-এর নেতৃত্বে আরএমপি’র ৬টি থানা হতে ১২ টি মোটরসাইকেলে ১২ জন সাব-ইন্সপেক্টর এবং ১২ জন কনস্টেবল নগরীর বিভিন্ন স্থানে এই সচেতনতামূলক মহড়া পরিচালনা করছে।

এই সচেতনতামূলক মহড়ার অংশ হিসেবে শহরের আইনশৃঙ্খলার পরিবেশ সুষ্ঠু রাখার জন্য নগরীর মূল সড়ক ও দর্শনীয় স্থানগুলোতে মহড়া দিচ্ছে আরএমপি পুলিশ। এছাড়াও স্কুল কলেজ শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত যত্রতত্র ঘুরে বেড়াতে দেখলে তাদেরকে সচেতন করছে এবং অভিভাবকদেরকেও সন্তানদের প্রতি নজর দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। ইভটিজিং রোধে শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশ এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণে উঠতি বয়সের কিশোর ও বখাটে যুবকদের নজরদারির মধ্যে রাখা হয়েছে। নগরীর দর্শনীয় স্থানগুলোর আশপাশ খাবারের দোকানে ভেজাল খাদ্যের বিরুদ্ধে সচেতনমূলক কার্যক্রম পরিচালনা করছে।

এই সচেতনামূলক কার্যক্রম সফল বাস্তবায়নে পুলিশ কমিশনার মহোদয় নগরবাসীর সহযোগীতা কামনা করেছেন। এছাড়াও যে কোনো পরামর্শ কিংবা অভিযোগ জানাতে কোনো মাধ্যম ছাড়াই তাঁর কার্যালয়ে সরাসরি সাক্ষাত করার জন্য সনির্বন্ধ অনুরোধ করেছেন।

উল্লেখ্য গত ৯ই আগস্ট ২০২৩ হতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এই মহড়া পরিচালিত হয়ে আসছে।

শুভ সকালGood Morning  আজ ১৩ আগস্ট ২০২৩২৯ শ্রাবণ ১৪৩০২৫ মহররম ১৪৪৫
13/08/2023

শুভ সকাল
Good Morning

আজ

১৩ আগস্ট ২০২৩
২৯ শ্রাবণ ১৪৩০
২৫ মহররম ১৪৪৫

রাজশাহী মহানগরীতে আরএমপি’র উদ্যোগে শুরু হয়েছে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কর্মসূচী
12/08/2023

রাজশাহী মহানগরীতে আরএমপি’র উদ্যোগে শুরু হয়েছে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কর্মসূচী

Address

Rajshahi
Rajshahi
6000

Website

Alerts

Be the first to know and let us send you an email when রাজশাহীর বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category