𝐏𝐑𝐈𝐘𝐀 𝐂𝐇𝐎𝐖𝐃𝐇𝐔𝐑𝐘

  • Home
  • Rajshahi
  • 𝐏𝐑𝐈𝐘𝐀 𝐂𝐇𝐎𝐖𝐃𝐇𝐔𝐑𝐘

𝐏𝐑𝐈𝐘𝐀 𝐂𝐇𝐎𝐖𝐃𝐇𝐔𝐑𝐘 "𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮𝐲𝐚𝐥𝐚𝐢𝐤𝐮𝐦"𝐓𝐡𝐢𝐬 𝐢𝐬 𝐏𝐫𝐢𝐲𝐚..
𝐘𝐨𝐮 𝐡𝐚𝐯𝐞 𝐭𝐨 𝐥𝐚𝐮𝐠𝐡 𝐚 𝐥𝐨𝐭 𝐢𝐧 𝐥𝐢𝐟𝐞,
𝐘𝐨𝐮 𝐡𝐚𝐯𝐞 𝐭𝐨 𝐥𝐨𝐯𝐞 𝐲𝐨𝐮𝐫𝐬𝐞𝐥𝐟,
𝐲𝐨𝐮 𝐡𝐚𝐯𝐞 𝐭𝐨 𝐞𝐧𝐣𝐨𝐲 𝐥𝐢𝐟𝐞 𝐭𝐨 𝐤𝐞𝐞𝐩 𝐲𝐨𝐮𝐫𝐬𝐞𝐥𝐟 𝐰𝐞𝐥𝐥...
(6)

04/09/2024

বৃক্ষ মেলা রাজশাহী ২০২৪....

30/08/2024

আপনি যখন মেনে নিতে শুরু করবেন
তখনি আপনার কষ্টগুলো কমতে শুরু করবে।
কেননা কষ্টগুলোর জন্মই হয়েছিল আপনার না মেনে নিতে পারা থেকে! 💦

আমার বেলকনি গার্ডেন🌸🥀
28/08/2024

আমার বেলকনি গার্ডেন🌸🥀

ভারত-ভক্তি বেশি হলেতোমাদের মায়ের মতো যাও চলেভারত তোমার মায়ের দেশআর কোরো না বাংলা শেষ।
22/08/2024

ভারত-ভক্তি বেশি হলে
তোমাদের মায়ের মতো যাও চলে

ভারত তোমার মায়ের দেশ
আর কোরো না বাংলা শেষ।

13/08/2024

দেশ স্বাধীন হওয়ার উপলক্ষে তার পরিবারের নতুন সদস্য 🤗

12/08/2024

আপনাদের এই মিনি ভ্লগারটাকে মনে আছে নাকি ভুলে গেছেন??

11/08/2024

আমার পোস্টে যে রিয়েক্ট দেয় না
সে হাউন আঙ্কেল!😒

জীবনের প্রতি ক্ষেত্রে কি পেলাম সেটা বড় প্রশ্ন নয়, বরং কি করেছি সেটাই বড় প্রশ্ন 💦
11/08/2024

জীবনের প্রতি ক্ষেত্রে কি পেলাম সেটা বড় প্রশ্ন নয়,
বরং কি করেছি সেটাই বড় প্রশ্ন 💦

08/08/2024

জুলাই মাস থেকে শুরু করে এখন পর্যন্ত দেশের মধ্যে যা ঘটলো সেই সব কিছুর ঘোরটাই তো এখনও কাটিয়ে উঠতে পারলাম না,পারছি না।
এতো তাড়াতাড়ি ভ্লগ,ভিডিও কিভাবে আপলোড করবো😓
আমি তো কোনো মতেই আন্দোলনে হারিয়ে যাওয়া ভাই বোনের শোক তাদের আহাজারি টাই ভুলতে, কাটিয়ে উঠতে পারছি না।
বাকিরা কিভাবে এতো তাড়াতাড়ি সব ভুলে ভ্লগ বানানো আপলোড দেয়া শুরু করলো।
সবাই কি অনেক বেশিই শক্ত নাকি আমিই বেশিই ইমোশনাল???

06/08/2024

সেই স্বাধীনতা চাই—
যেখানে হিজাব-নিক্বাবের কারণে কোনো নারী লাঞ্ছিত হবে না, শাঁখা-সিঁদুরের কারণেও না।
যেখানে টুপি-দাড়ির কারণে লাঞ্ছিত হবে না, ধুতি-পান্জাবির কারণেও না।
🇧🇩

06/08/2024

সব কিছু পোড়ানো হচ্ছে কেন!!
দেখে আমারও খারাপ লাগছে।
রাগ হচ্ছে।
কারন এই গুলো আমদের সম্পদ।
কিন্তু পরে শুনলাম সরকার বদলের পরে এমন হয়। আর আমরা জানি আওয়ামী সাধারণ জনগণের কাছে কতটা ক্ষোভের জায়গায় চলে গেছেন।
সুতরাং এটা আমাদের কিছু করার নেই।
তবে এর পর যে বা যারা দেশের দায়িত্বে থাকবে তাদের জন্য শিক্ষনীয় বিষয়।
তারা ভয় পাবে পদে পদে।
মনে করবে সাধারণত জনগণ ক্ষেপে গেলে কি হয়। এখন এটাই চাই সাধারণ জনগণের যেনো ভালো হয়।
কোন অন্যায়কে বিন্দু মাত্র ছাড় দেয়া যাবেনা।
সাধারণ ব্যবসায়ী দের পেটে লাথি মারবেন না।
আমাদের সম্পদের এই বার রক্ষা করুন।🙏🏻

01/08/2024

Last hope:
Allah's miracle🤲🏻

25/07/2024

মানুষের পক্ষে সব কিছুর বিচার সম্ভব না। মানুষের পক্ষে সব কিছুর পুরষ্কার আর সব কিছুর শাস্তি দেয়া সম্ভব না। এইজন্য আখিরাত সত্য, হাশরের ময়দান সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য।

"Every time their skins are cooked, We will replace them with other skins, so they will taste the suffering.
Allah is Most Powerful, Most Wise"

18/07/2024

“বিপদের সর্বোচ্চ পর্যায়ে আল্লাহর সাহায্য আসে” (সূরা ইউসুফ: আয়াত ১০)🥀🖤

17/07/2024

এই-যে আপনি আরাম বিছানায় শুয়ে থেকেও ঘুমোতে পারছেন নাহ। ভ-য়ে, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বারবার নিউজফিড স্ক্রোল করছেন শুধুমাত্র শিক্ষার্থীরা নিরাপদে আছে কিনা তা জানার জন্য। আপনার মনে তীব্র প্রতিবাদ জেগে উঠছে। আপনি মনে মনে দোয়া করছেন তাদের নিরাপত্তা কামনায়!

অভিনন্দন -"আপনার পরিবার আপনাকে সঠিক শিক্ষা দিয়েছে।🖤

17/07/2024

👉🏻পেইজের রিচ কখন ডাউন হয় জানেন?
ছোট্ট ভুল কিন্তু আমরা সেইটা বুঝেই উঠতে পারি না।

17/07/2024

১৯৫২ সালের শহিদদের নাম দেওয়া হয়েছিল "ভাষা শহিদ "
২০২৪ সালের শহিদদের নাম দেওয়া হোক
"মেধা শহিদ "🩸🇧🇩

17/07/2024

লড়ো।
না লড়তে পারলে বলো।
না বলতে পারলে লেখো।
না লিখতে পারলে সঙ্গ দাও।
না সঙ্গ দিতে পারলে যারা এগুলো করছে তাদের মনোবল বাড়াও।
যদি তাও না পারো,
যে পারছে তার মনোযোগ কমিও না।
কারণ সে তোমার ভাগের লড়াই লড়ছে।

"ক্ষুদিরাম বসু"

17/07/2024

হে আল্লাহ আপনি সকল শিক্ষার্থীর উপর আপনার অফুরন্ত দয়ার রহমত বর্ষিত করুন!
আমিন'🤲🏻

16/07/2024

নিজের গাছের বেল পেড়ে নিতেও মজা কুড়িয়ে নিতেও মজা।
আমার বাগান বাড়ি।🌿

13/07/2024

ঘরে আমার মন বসে না,কেমনে ঘরে রই?
তাইতো বারে বারে ঘুরতে বেরোই।

ছোটবেলাটা যাদের জন্য খুব সাদামাটাভাবে কাটিয়ে দিয়েছেন, বছরে মাত্র দুই চারবার জামা কিনতে পেরেছেন, কখনো ভালো জায়গায় ট্যুর দ...
11/07/2024

ছোটবেলাটা যাদের জন্য খুব সাদামাটাভাবে কাটিয়ে দিয়েছেন, বছরে মাত্র দুই চারবার জামা কিনতে পেরেছেন, কখনো ভালো জায়গায় ট্যুর দিতে পারেন নি, দামি জায়গায় খেতে পারেন নি, সাইকেল কেনার শখ পূরণ করতে পারেন নি - এরা আপনার জীবনের ভিলেন না। এরাই রিয়েল হিরো।
হালাল ইনকামে আপনের বাপ-মা যা খাইয়েছে,
যা পরিয়েছে ধীরে ধীরে বুঝবেন এটাই ছিল আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া।

এই যে সারাজীবন মধ্যবিত্তের মত জীবন পার করে দেয়ার ব্যাপারটা- এইটাতে একটুও অস্বস্থি নাই, অমর্যাদা নাই।
অন্যের হক মারার টাকায় পোলাও-কোরমার চেয়ে হালাল টাকার ডাল ভাত খাওয়া অনেক আনন্দের। অন্তত রাতে ঘুম ভাল হয়।🖤

Priya Chowdhury RJ

যে পরিমাণ রাত জাগি নাইট গার্ডের চাকরি করলেও, এখন ব্যাংকে লাখ দশেক টাকা থাকতো!🙂
10/07/2024

যে পরিমাণ রাত জাগি নাইট গার্ডের চাকরি করলেও, এখন ব্যাংকে লাখ দশেক টাকা থাকতো!🙂

10/07/2024

প্রকৃতির স্নিগ্ধতায় মিশে যায় জীবনের সকল ক্লান্তি।🌿
স্থান- শাংশোল নিয়ামতপুর।

09/07/2024

নিয়ামতপুরের বেস্ট রেস্টুরেন্টে আব্বু আম্মুর এনিভারসারির খাবার খেতে যেয়ে বৃষ্টিতে আটকা পড়ে গেলাম।🥹

Rfc Resturent

07/07/2024

সে চোরের জন্যে সুন্দরমতো প্লানিং করে রাখছে।
ডাইনিং এ লাগাবে সি সি ক্যামেরা।🥹
আমিও বড় চোর,চুরি করেই ভিডিও ক্যামেরা বন্দি করলাম।

চাকরিটা পেয়ে গেলে মা-বাবাকে আর কষ্ট করতে হবে না। এ আশায় দিন পার করছে লাখ লাখ ছেলে-মেয়ে।🙂
06/07/2024

চাকরিটা পেয়ে গেলে মা-বাবাকে
আর কষ্ট করতে হবে না।
এ আশায় দিন পার করছে লাখ লাখ ছেলে-মেয়ে।🙂

05/07/2024

মেয়ের বাড়ি বেহার নিয়ে যেয়ে মেয়েকে কাঁদিয়ে ফেললাম।🥹

03/07/2024

মাক্তাবির কাছে শিখে নেন কিভাবে শাক বাছতে ও রান্না করতে হয়।🤗
কত্তো যে কাজ করে মেয়েটা।🖤

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝐏𝐑𝐈𝐘𝐀 𝐂𝐇𝐎𝐖𝐃𝐇𝐔𝐑𝐘 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 𝐏𝐑𝐈𝐘𝐀 𝐂𝐇𝐎𝐖𝐃𝐇𝐔𝐑𝐘:

Videos

Share

Category