॥আমাদের কথা ॥
স্বদেশবার্তা২৪ডটকম
Sawdeshbarta24.Com
(The Voice Of Bangladesh)
‘বাংলার মুখপত্র’
সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, সমস্যা-সম্ভাবনা-সাফল্য-ব্যর্থতা, ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছা, ব্যবসা-বাণিজ্য, চাওয়া-পাওয়া সবকিছু তুলে ধরবে স্বদেশবার্তা২৪ডটকম’। বিশেষ করে খবরা-খবরের পাশাপাশি বিদেশের
সাথে উন্নত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অটুট রাখতে স্বদেশবার্তা২৪ডটকম’ অঙ্গীকারাবদ্ধ।
আমরা সবার আগে দেশ, দেশের মাটি ও মানুষকে অগ্রাধিকার দিতে চাই। জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল দলমতের মানুষের কথা তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলাদেশের বাইরে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদেরকে গুরুত্বপূর্ণ পাঠক হিসেবে মর্যাদা দিতে চাই।
বাংলাদেশের মান মর্যাদা বৃদ্ধিতে যেন দেশের মানুষ কাজ করতে পারেন তাদের মধ্যে জাগ্রত প্রেরণাকে আরো উদ্বেলিত করতে আমাদের এই প্রয়াস।
বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা সর্বস্তরের মানুষেরসহযোগিতা চাই।
আপনাদের সহযোগিতা এবং পরামর্শ আমরা সাদরে গ্রহণ করবো, আমরা যাত্রা শুরু করেছি। এ শুভলগ্নে বাংলা ভাষাভাষি বিশ্বের সব মানুষকে জানাই অভিনন্দন ।
আমাদের চলার পথে ভুলত্রুটি যে কারো চোখে ধরা পড়তে পারে, এজন্য আমাদের সম্মানীত পাঠক মহলের প্রতি আমাদের অনুরোধ – আপনারা আমাদের ভুলত্রুটি ধরিয়ে দিবেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞথাকবো । কারণ অগণিত পাঠকের চাহিদা পূরণে আমাদের রয়েছে বাছাই করা কিছু সাংবাদিক প্রতিনিধিগণ ।
যারা প্রতিনিয়ত আপনাদের জন্য সবার আগে সর্বশেষ খবর পাঠাচ্ছেন। তাদের মধ্যেও ভুলত্রুটি ধরা পড়লে সরাসরি ই-মেইলে অথবা ফোনে সম্পাদক বরাবরে অবহিত করুন, আমরা চাই একটি সুন্দর আগামী। আমরা ইতিহাস-ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি, ধর্ম-দর্শন, রাজনীতি, খেলাধুলা, সাহিত্য, ব্যবসা-বাণিজ্য সহ সকল ধরনের সংবাদ তথ্য তুলে ধরতে চাই। তুলে ধরতে চাই আমাদের লোকজ ঐতিহ্য।
স্বদেশবার্তা২৪ডটকম’, সত্য প্রকাশে আপোষহীন, আমরা কারো পক্ষের নয়, নিরপেক্ষ। সর্বোপরি আমরা একটু ব্যতিক্রমী হতে চাই।
সম্মানীত পাঠক মহলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।
স্বদেশবার্তা২৪ডটকম’ এর পক্ষে -
ফাহমিদা খানম আশা
প্রধান সম্পাদক ও মানবাধিকার কর্মী ।
এবং
সম্পাদক ,প্রকাশক ও মানবাধিকার কর্মী -এম.এ.হাবিব জুয়েল ।
Facebook Link -M.a. Habib Jewel Journalist
Profile Link -https://www.facebook.com/AsianHumanRightsDeffendersPress.Society