S.News ২৪

S.News ২৪ S.News ২৪
আপনার কথা বলে।
সত্যে ও বস্তুনিষ্ঠ সংবাদ সব সময়।

সৌম্যে মানে, বাংলার,,, ক্রিস গেইল।বড় শর্টের খোঁজে কট আউট হয়ে ৩৩ করে প্যাভিলিয়নে ফেরত গেলেন সৌম্য🥲
07/11/2024

সৌম্যে মানে, বাংলার,,, ক্রিস গেইল।

বড় শর্টের খোঁজে কট আউট হয়ে ৩৩ করে প্যাভিলিয়নে ফেরত গেলেন সৌম্য🥲

পাড়ার ক্রিকেটে ১ ওভারে সর্বোচ্চ কয়টা ছক্কা মেরেছো❓
07/11/2024

পাড়ার ক্রিকেটে ১ ওভারে সর্বোচ্চ কয়টা ছক্কা মেরেছো❓

07/11/2024

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এ বক্তব্য রাখছেন মজিবর রহমান জুয়েল

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাঘাতে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি শাহদ্দৌলা সরকারি কলেজ ছাত্রদল, সাবেক সভাপতি বাঘা উপজেলা ছাত্রদল ও ৪ নং মনিগ্রাম ইউনিয়নের বি এন পি মনোনিত জনতার চেয়ারম্যান জনাব মজিবর রহমান জুয়েল।

07/11/2024

ভাইরাল ট্রাম্পের 'হিন্দু ভক্তের' ভিডিও

মার্কিন নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্পের ২০১৬ সালের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তিনি নিজেকে 'হিন্দু ভক্ত' বলছেন
সূত্র: ANI

07/11/2024

ট্রাম্প- মোদির প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না

এমন দেশ গড়ে তোলা হবে যাতে বিশ্বই বাংলাদেশের কাছে আসে
07/11/2024

এমন দেশ গড়ে তোলা হবে যাতে বিশ্বই বাংলাদেশের কাছে আসে

বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর ভার্চুয়...
07/11/2024

বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর ভার্চুয়াল বৈঠক হয়েছে।

জিতার জন্য মাঠে নেমেছি কিন্তু দিনটা আমাদের ছিলোনা -শান্তআফগাস্তিানের বিপক্ষে প্রথম ওয়ানডের পরাজয়ে নিজের আউটকে দায় দিলেন ...
07/11/2024

জিতার জন্য মাঠে নেমেছি কিন্তু দিনটা আমাদের ছিলোনা -শান্ত

আফগাস্তিানের বিপক্ষে প্রথম ওয়ানডের পরাজয়ে নিজের আউটকে দায় দিলেন বাংলাদেশ অধিনায়ক, তবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় শোনালেন তিনি।

বাংলাদেশ জিতবে টা কাদের সাথে বলতে পারেন?সৌম্য সরকার ৩৩সান্ত ৪৭মিরাজ ২৮ বাকিদের কোন খবর নাই।রিয়াদ, মুশফিক এরাও তো ২০ ম্যা...
07/11/2024

বাংলাদেশ জিতবে টা কাদের সাথে বলতে পারেন?

সৌম্য সরকার ৩৩
সান্ত ৪৭
মিরাজ ২৮
বাকিদের কোন খবর নাই।
রিয়াদ, মুশফিক এরাও তো ২০ ম্যাচ পর পর একটা ভালো খেলে কিন্তু মিডিল অর্ডার এ ব্যাট করে দেখে এদের হিসাব আমরা রাখিনা। সেই কবে মুশফিক রিয়াদ বড় ইনিংস খেলেছে বলেন তো।এখন নেপাল,আয়ারল্যান্ড,জিম্বাবুয়ে কে এনে ম্যাচ জিতার আনন্দ করতে হবে তাছারা উপাই নেই।

ট্রাম্পের দলেও ইউনুস এর বন্ধু আছে জানালেন প্রেস সচিব
06/11/2024

ট্রাম্পের দলেও ইউনুস এর বন্ধু আছে জানালেন প্রেস সচিব

ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
06/11/2024

ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

শচিন -সৌরভ কেন রাজত্ব করে গেছেন সেই সময় চলুন দেখে আসি।শচিন-সৌরভের সময় টেস্টে রাজত্ব কায়েম করেছিল ভারত। কারণ? একটা অদ্ভ...
06/11/2024

শচিন -সৌরভ কেন রাজত্ব করে গেছেন সেই সময় চলুন দেখে আসি।

শচিন-সৌরভের সময় টেস্টে রাজত্ব কায়েম করেছিল ভারত। কারণ? একটা অদ্ভুত কাহিনী শোনালেন দেবাং গান্ধী। তাঁর কথায় ঘরোয়া ক্রিকেট নিয়ে এখন এত কথা হচ্ছে, স্টার প্লেয়ারদের এত অনুরোধ করা হচ্ছে অথচ সচিন-সৌরভের সময় ছিল পুরো উল্টো ঘটনা। বোর্ড কর্তারা আতঙ্কে থাকতেন ওদের রঞ্জি প্রেম নিয়ে।
২০১৭ থেকে ২০২১ পর্যন্ত জাতীয় নির্বাচক ছিলেন দেবাং। তিনি এদিন বলেন, সেদিনের ঘটনা কেউ ভুলতে পারবে না। দক্ষিণ আফ্রিকার সংগে সিরিজ শেষ করেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পর পর চারটে ওয়ানডে খেলেছিল ভারত। ওটা ছিল ওয়ার্ল্ডকাপের আগে প্রস্তুতি ম্যাচ। সিরিজ শেষ হলো ৩১শে জানুয়ারি। পরদিন ভোর বেলা দেখা গেল চারজন ট্যাক্সি নিয়ে ছুটছে এয়ারপোর্টের দিকে। কী ব্যাপার? না, সব রঞ্জি খেলতে মুম্বাই যাচ্ছে। সৌরভ, শচিন, আগরকার এবং জহির খান। মুম্বাইয়ের মাঠে রঞ্জিতে ফাইনালে মুখোমুখি বাংলা এবং মুম্বাই। নিজদের টিমের সম্মান রক্ষায় ঝাঁপিয়ে পড়লেন টিম ইন্ডিয়ার রথি মহারথীরা। শচিন করলেন সেঞ্চুরি, সৌরভের ব্যাটে এলো ৯০ আর বেশ কয়েকটা উইকেট তুলে বাংলাকে জোর ধাক্কা দিলেন জহির।
শচিন যখন সুপারস্টার, একেবারে ক্যারিয়ারের মধ্যগগনে তখনও মুম্বাইয়ের হয়ে রঞ্জিতে নেমে পড়তেন তিনি। ২০০০ সালে রঞ্জিতে তামিলনাড়ু খুব ভালো দল। মুম্বাইয়ের সঙ্গে ম্যাচ পড়েছে। শচিন জানিয়ে দিলেন, তিনি খেলবেন। প্রথমে ব্যাট করে তামিলনাড়ু তুলল ৫০০ রান। দাঁত চেপে লড়াই দিয়ে একাই দুশো রানের ইনিংস খেললেন শচিন।
একই ঘটনা হয়েছিল রঞ্জিতে হায়দরাবাদ বনাম মুম্বাই রঞ্জি ফাইনালে। সেবার হায়দরাবাদ অপ্রতিরোধ্য। খেলছেন ভিভিএস, আজহার উদ্দিনের মত প্লেয়াররা। কোনও ঝুঁকি নিলেন না শচিন। সোজা ব্যাট হাতে নেমে পড়লেন হায়দরাবাদের মোকাবিলায়।
সেই সময় সংক্ষিপ্ত ম্যাচের চেয়ে লাল বলে লম্বা ম্যাচের ঘরোয়া টুর্নামেন্টকে বেছে নিতেন স্টার প্লেয়াররা। কারণ টেস্টে লড়াই করতে হলে এর বিকল্প নেই। অথচ এখন একটু নাম ডাক হয়ে গেলেই কেউ আর ঘরোয়া টুর্নামেন্ট খেলতে চায় না। কোহলি ২০১২ সালের পর আর রোহিত ২০১৫ সালের পর কোনও দিন ঘরোয়া টুর্নামেন্টে খেলেননি। একারণেই গাভাস্কার বোর্ডকে বরাবর বলছেন, জাতীয় দলের সব প্লেয়ারকে লম্বা ইনিংসের ঘরোয়া টুর্নামেন্টের নামান। নইলে টেস্টে মাটি কামড়ে লড়াইয়ের মানসিকতা তৈরি হবে না।




মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা
06/11/2024

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা

তিন রান করে আউট তামিমআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ৫ বলে ৩ রান করে আউট হলেন তানজিম হাসান তামিম।অন্য অন্য দেশ...
06/11/2024

তিন রান করে আউট তামিম

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ৫ বলে ৩ রান করে আউট হলেন তানজিম হাসান তামিম।অন্য অন্য দেশের তরুণ ক্রিকেটাররা জাতীয় দলে খেলার সুযোগ পেলে ভালো পারফরম্যান্স করার চেষ্টা করে আর বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা একের পর একটা করে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনা।

কাটার মাস্টার ইজ ব্যাকআফগানিস্তানের বিপক্ষে ২ ওভারে ৫ রান দিয়ে গুরুত্বপূর্ণ ৩টি উইকেট শিকার করলেন কাটার মাস্টার মুস্তাফি...
06/11/2024

কাটার মাস্টার ইজ ব্যাক
আফগানিস্তানের বিপক্ষে ২ ওভারে ৫ রান দিয়ে গুরুত্বপূর্ণ ৩টি উইকেট শিকার করলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান

আফগানিস্তান ২৩৫

06/11/2024

দল কানা না হওয়ার আহ্বান সারজিসের

রোহিত -কোহলিদের এক হাত নিলেন গাভাস্কারএই মানুষটা বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান। যার কথা অক্ষরে অক্ষরে মিলে ...
06/11/2024

রোহিত -কোহলিদের এক হাত নিলেন গাভাস্কার

এই মানুষটা বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান। যার কথা অক্ষরে অক্ষরে মিলে গেল। ঘুরে দাঁড়ানোর জন্য আবার টোটকা দিলেন তিনি। এবার কি তাঁর কোথায় কান দেবে বোর্ড? গাভাস্কার বারবার বলেছিলেন, ভারতীয় দলের প্লেয়াররা সীমিত ওভারের ম্যাচ খেলে খেলে অভ্যস্ত। লাল বলে লম্বা ফরম্যাটে তারা দীর্ঘদিন খেলেনি। বোর্ডের উদ্যেশ্যে তাই পরামর্শ দিয়েছিলেন, জাতীয় দলের সকলকে লম্বা ফরম্যাটে ঘরোয়া টুর্নামেন্টে খেলতে পাঠান। বোর্ড সেই কাজটা করে উঠতে পারেনি, ফল যা হবার তাই হলো।
গাভাস্কার বলেন, "যারা যারা লাল বলে লম্বা ফরমেটে ঘরোয়া টুর্নামেন্টে খেলেছে, লক্ষ্যে করলে দেখবেন, তারা প্রত্যেকেই কোনও কোনও ইনিংসে কিছুটা হলেও অবদান রাখতে পেরেছে। কেমন ওয়াশিংটন সুন্দর, ঋষভ পন্থ, যশস্বী জসওয়াল এবং সরফরাজ খান এবং শুভমন গিল। এরা প্রত্যেকেই টেস্ট সিরিজের আগে দলিপ ট্রফিতে অংশ নিয়েছিলেন। এরা এই সিরিজে অন্তত এক বা একাধিক ইনিংসে অবদান রাখতে পেরেছে।" তিনি এও বলেন, বাংলাদেশকে হয়ত তারা গুরুত্ব দেয়নি কিন্তু দল হিসাবে নিউজিল্যান্ড যে বাংলাদেশের থেকে অনেকটাই এগিয়ে এটা উপলব্ধি করার প্রয়োজন ছিল।
সূত্রের খবর, বোর্ড রোহিত এবং বিরাটকেও দলিপ ট্রফিতে অংশ নিতে বলেছিল কিন্তু তারা রাজি হয়নি। এই দুজনই দলকে সাহায্য করতে পারেনি। গত ১০ টি ইনিংসে বিরাটের মোট রান ১৯২ , আর রোহিতের ১৩৩ রান।
গাভাস্কার শেষে বলেন, "যা হবার হয়ে গেছে, ভারতীয় দলকে এটা এখন একটা দুঃস্বপ্নের মতই ভুলে যেতে হবে এবং ঝাঁপিয়ে পড়তে হবে অস্ট্রেলিয়া সিরিজের জন্য। টানা লাল বলে প্র্যাকটিস করতে হবে। মনোবল যাতে ধাক্কা না খায়, গোটা ম্যানেজম্যান্টকে সেটা লক্ষ্য রাখতে হবে।" তিনি এর সঙ্গে যোগ করেন, বোর্ডকে এটা নিশ্চিত করতে হবে, যত বড় খেলোয়াড়ই হোক না কেন, প্রত্যেকের ঘরোয়া টুর্নামেন্টে খেলাটা নিশ্চিত করা জরুরি। বিরাট ২০১২ সালের পর থেকে কোনও ঘরোয়া টুর্নামেন্ট খেলেনি। রোহিত শেষ ঘরোয়া টুর্নামেন্ট খেলেছে ২০১৫ সালে।

বন্ধু ট্রাম্প কে হোয়াইট হাউজ  জয়ের অভিনন্দন জানালেন  নরেন্দ্র মোদি
06/11/2024

বন্ধু ট্রাম্প কে হোয়াইট হাউজ জয়ের অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

Address

Rajshahi
6000

Telephone

+8801764223000

Website

Alerts

Be the first to know and let us send you an email when S.News ২৪ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S.News ২৪:

Videos

Share

Category