স্লোগান ( আদর্শ, অন্তর্নিহিত তাৎপর্য ও দর্শন ) :
‘নিজেকে চিনি, নিজেকে গড়ি…/ গড়ি আলোকিত বৃহত্তর রাজশাহী, গড়ি আলোকিত বাংলাদেশ…’
# লক্ষ্য ও উদ্দেশ্য :
সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্যকে সংরক্ষণের লক্ষ্যে এবং কৃতী, আলোকিত, গুণিজনসহ সকল বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানানোর উদ্দেশ্যে ১৮০১-২০২১ খ্রিস্টাব্দ (দু’শো বছর) পর্যন্ত বিভিন্ন অবদান ও অর্জনের প্রেক্ষাপটে স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং সরকারি-বেসরকারি পর্যায়
ের উল্লেখযোগ্য পদমর্যাদাধারী বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী সংগ্রহ এবং গ্রন্থাকারে প্রকাশ করে মোড়ক উন্মোচনের মাধ্যমে সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করার মহৎ উদ্দেশ্য নিয়ে ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ' ২০১২ সালে যাত্রা শুরু করে। পরবর্তীতে বাংলাদেশের প্রথম প্রকাশনা প্রকল্প www.alokito-chapainawabganj.com হিসেবে ২০১৪ সালে আত্মপ্রকাশ করে এবং প্রাতিষ্ঠানিকভাবে ২০১৮ সালে ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ ফাউন্ডেশনে www.alokitochapainawabganjfoundation.com রুপান্তরিত হয়।
# আলোকিত চাঁপাইনবাবগঞ্জ ফাউন্ডেশনের চলমান কর্ম-পরিকল্পনা :
১. প্রকাশনা প্রকল্প-২ # আলোকিত বৃহত্তর রাজশাহী (চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ ও নাটোর) www.alokitobrihottorrajshahi.com দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী গ্রন্থ প্রকাশ (প্রিন্ট এবং অনলাইন সংস্করণ)
২. প্রকাশনা প্রকল্প-১ # দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী গ্রন্থ প্রকাশ (প্রিন্ট এবং অনলাইন সংস্করণ)। # ভিন্নধরনের অনুষ্ঠানের মাধ্যমে মোড়ক উন্মোচন (কৃতী-গুণিজন সমাবেশ ও প্রকাশনা উৎসব) # কৃতী-গুণিজন সমাবেশ ও প্রকাশনা উৎসব উপলক্ষে ‘স্মরণিকা’ প্রকাশ।
৩. সহযোগী প্রতিষ্ঠান: # বৃহত্তর রাজশাহীভিত্তিক নতুন ধারার গণমাধ্যম ‘দৈনিক আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ www.dailyalokito-chapainawabganj.com বর্তমানে অনলাইনে চলমান...