ইলেকট্রিশিয়ান কাজ শিক্ষা ও জব সেক্টর

  • Home
  • Bangladesh
  • Rajshahi
  • ইলেকট্রিশিয়ান কাজ শিক্ষা ও জব সেক্টর

ইলেকট্রিশিয়ান কাজ শিক্ষা ও জব সেক্টর আমারে হারাইতে দিও না; আমারে হারাইতে দিলে তুমি ছারখার একটা জীবন পাইবা, আমারে পাইবা না। RI- 🍁
(4)

28/05/2024

⚊"অপেক্ষা" সুন্দর! কিন্তু অনিশ্চিত অপেক্ষার কোনো মানে নেই ❯ 🦋🎈

28/05/2024

আপনাদের এলাকার কি খবর? ঝ'ড়, বৃ'ষ্টি কেমন হচ্ছে? প্রিয় রহমান আমাদের সবাইকে হেফাজত করুন!🍁🤲

21/05/2024

১ এইপি (HP) = ৭৪৬ ওয়াট হলে, এক টন কতো ওয়াট?

20/05/2024

একটা পরামর্শ চাই ৪টা ফেন ২টা টিভি ২টা ফিজ ২.০তারে চলবে কী?

20/05/2024

সিলিং ফ্যান কত ওয়াট? একটি সিলিং ফ্যান যে কোন কোম্পানির ৬০ থেকে ৮০ ওয়াটের মধ্যে হয়ে থাকে। আমরা ইন্ডাস্ট্রিয়ালে লোড হিসাব করার সময় গড় ৭০ ওয়াট ধরে হিসাব করি। ❤️
🥀

ভাইভা বোর্ডে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয়  ৭৭ টি প্রশ্ন!        ★(চাকরি প্রত্যাশীরা অবশ্যই টাইমলাইনে রাখুন) ভাইবা বোর্ডে য...
19/05/2024

ভাইভা বোর্ডে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয় ৭৭ টি প্রশ্ন!
★(চাকরি প্রত্যাশীরা অবশ্যই টাইমলাইনে রাখুন)

ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলোপ্রায় ই করা হয়-
1. আপনার নাম কি?-
2. আপনার নামের অর্থ কী?-
3. এই নামের একজন বিখ্যাতব্যক্তির নাম বলুন?
4. আপনার জেলার নাম কী?-
5. আপনার জেলাটি বিখ্যাত কেন?-
6. আপনার জেলার একজন বিখ্যাতমুক্তিযোদ্ধার নাম বলুন?-
7. আপনার বয়স কত?-
8. আজ কত তারিখ?
9. আজ বাংলা কত তারিখ?-
10. আজ হিজরি তারিখ কত?-
11. আপনি কি কোনো দৈনিকপত্রিকা পড়েন?-
12. পত্রিকাটির সম্পাদকের নামকি?
13. আপনার নিজের সম্পর্কে সমালোচনা করুণ।
14. আপনার জেলার নাম কি? জেলা সম্পর্কে ১ মিনিট বলুন।
15. আপনার জেলার বিখ্যাত কিছু মানুষের নাম বলুন এবং তারা কিকারনে বিখ্যাত তা আলোচনা করুণ।
16. আপনার বয়স, জন্ম তারিখ কত?
17. আপনি কি কোন দৈনিকপত্রিকা পড়েন? পড়লে সম্পাদকের নাম কি?
18. বঙ্গবন্ধু সম্পর্কে যা জানেন তা বলেন?
19. আপনার পরিবার সম্পর্কে বলুন।
20. আমরা আপনাকে কেন চাকুরিটা দিব?
21. বিয়ে করেছেন? কেন করেছেন/করেননি? বিবাহ সম্পর্কে আপনার চিন্তাভাবনা কি?
22. আরো পড়াশুনা করার ইচ্ছা আছে কি? কেন নেই ইচ্ছা?
23. এর আগে কোথায় জব করেছেন? সেখানে কি ধরনের কাজ করেছেন?সে জবটি কেন ছেড়ে দিতে হলো?
24. আপনার নিজের সম্পর্কে (ইংরেজিতে/বাংলাতে) বলুন?
25. আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলুন?
26. আপনার নিজের Strength / Weakness (SWOT: S-Strength ,W-Weakness, O-Opportunity, T-Threat) কি কি বলে মনে করেন?
27. একটি শব্দে/তিনটি শব্দে আপনি নিজেকে কিভাবে ব্যাখ্যা করবেন?
28. যে পদের জন্য আবেদন করেছেন তাঁকে অন্যগুলোর সঙ্গে কিভাবে তুলনা করবেন?
29. আপনার তিনটি গুন ও দুর্বলতার কথা কি বলতে পারেন?
30. বর্তমান চাকুরীটি কেন ছেড়ে দিতে চান ?
31. ক্যারিয়ারের কোন বিষয়টি নিয়ে আপনি গর্ব করবেন?
32. কোন ধরনের বস ও সহকর্মীদের সাথে কাজ করে সর্বোচ্চ ও সর্বনিম্ন সফল হয়েছেন? কেন?
33. একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে চিন্তা করেছিলেন?
34. যেকোনো ১ টি প্রতিষ্ঠানে চাকুরীর সুযোগ পেলে আপনি কোথায় চাকুরী করতেন?
35. আগামীকাল কোটি টাকা হাতে পেয়ে গেলে আপনি কি করবেন?
36. আপনার বস অথবা জ্যেষ্ঠ কর্মকর্তা দ্বারা কি কখনো সততা বিসর্জনের প্রস্তাব পেয়েছেন?
37. আপনার সঙ্গে কাজ করতে না চাওয়ার ১ টি কারণ বলতে পারেন?
38. এতদিন কাজ থেকে দূরে ছিলেন কেন?
39. এই ইন্টার্ভিউয়ের জন্য কিভাবে সময় পেলেন?
40. একটি সমস্যার কথা বলুন যার সমাধান আপনি নিজে করেছেন?
41. আপনি নেতৃত্ব দিয়েছেন বা দলগতভাবে কাজ করেছেন এমন একটি অবস্থার বর্ণনা দিন?
42. আগামী ৫-১০ বছরে নিজেকে কোথায় দেখতে চান
43. আপনাকে আমাদের কেন নিয়োগ দেওয়া উচিত বলে মনে করেন?
44. আমাদের কোম্পানিতেই কেন কাজ করতে চান?
45. হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক বলতে কি বুঝেন?
46. চাপের মধ্যে কাজ করা (Work under Pressure) বলতে কি বুঝেন?
47. ভ্রমন করাকে কিভাবে দেখছেন? প্রয়োজনে ভ্রমন বা ট্রান্সফার হওয়াকে কিভাবে গ্রহন করবেন?
48. আপনার জীবনের লক্ষ্য কি?
49. কি আপনাকে রাগিয়ে তোলে?
50. কি আপনাকে প্রেরণা (Motivation) যোগায়?
51. আপনার জীবনের করা কিছু ক্রিয়েটিভ কাজের উদাহরণ দিন?
52. আপনি কি একা কাজ করতে পছন্দ করেন নাকি দলকে সাথে নিয়ে কাজ করা কে বেশি গুরুত্ব দেন?
53. আপনার করা কিছু দলগত কাজের উদাহরণ দিন?
54. লিডার হিসেবে নিজেকে আপনি ১ থেকে ১০ এর মাঝে কত দিবেন?
55. রিস্ক নিতে কি পছন্দ করেন?
56. আপনার পছন্দের কিছু চাকরি, অফিস লোকেশান এবং কোম্পানির উদাহরণ দিন? ৩২। আমাদের কোম্পানি সম্পর্কে কিছু বলুন?
57. আজ থেকে দশ বছর পর নিজেকে কোথায় দেখতে চান নিজেকে?
58. আপনার আগের কোম্পানি থেকে কেনো চাকরি ছেড়ে দিতে (Resign) দিতে চাচ্ছেন?
59. কাজ থেকে কেন অনেক দিন বাহিরে ছিলেন?
60. অনেক গুলি কোম্পানি কেনো পরপর পরিবর্তন করেছেন?
61. আপনার করা সবচেয়ে বিরক্তিকর কাজ কি ছিলো?
62. সবচেয়ে কঠিন যে চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছিলেন তা কি ছিলো?
63. আপনাকে যদি আমরা নিয়োগ দেই কি কি পরিবর্তন আপনি আনতে পারবেন বলে মনে করছেন?
64. আপনার কি মনে হয় যে আপনি আপনার আগের কাজে আপনার সর্বোচ্চটা দিয়েছিলেন?
65. আপনার চেয়ে বয়সে ছোট কাউকে রিপোর্ট করাকে কিভাবে দেখবেন আপনি? ৪২। আপনি কি আপনাকে সফল মনে করেন?
66. আপনার জ্ঞান বৃদ্ধির জন্য বিগত বছরে কি কি করেছেন?
67. আর কোথায় কোথায় চাকরির জন্য আবেদন করেছেন?
68. আমাদের কোম্পানির কারো সাথে কি পরিচয় আছে?
69. আপনাকে যদি নিয়োগ দেওয়া হয় কত দিন আমাদের সাথে কাজ করার ইচ্ছে আছে?
70. আপনি কি কাউকে কখনো চাকরি থেকে বরখাস্ত করেছেন? কেন করেছিলেন, কি পন্থা অবলম্বন করে করেছিলেন? তখন আপনার প্রতিক্রিয়া কি ছিলো?
71. ব্যখ্যা করুন আপনি কিভাবে আমাদের জন্য মূল্যবান সম্পদ হবেন?
72. আপনার দেওয়া কোন সাজেশন ম্যানেজমেন্ট গ্রহন করেছে এমন একটি উদাহরণ দিন?
73. আপনার কলিগদের আপনার সম্পর্কে কি মন্তব্য?
74. নতুন টেকনোলজিকে কিভাবে গ্রহন করছেন আপনি? কি কি সফটওয়্যার এর সাথে আপনি পরিচিত?
75. আপনার শখ কি বা কি করতে ভালো লাগে?
76. আপনার নিজের সময় জ্ঞান সম্পর্কে বলুন?
77. আপনি কেমন বেতন আশা করছেন বা আপনার সেলারি এক্সপেকটেশন কি?

15/05/2024

একটা 2.5 ক্যাবল কত এম্পায়ার
পর্যন্ত লোড নিতে পারে?

14/05/2024

আমার শুধু নিজের জন্য দু:খ হয়, নিজের মাথার ওপর হাত রাখতে ইচ্ছা হয়। নিজের জন্য মায়া হয়। নিজের জন্য চোখে পানি চলে আসে...❤️

14/05/2024

কারো রিযিকের দিকে তাকিয়ে আফসোস অথবা হিংসা কোনটাই করো না। কেননা তুমি জানো না আল্লাহ তাকে এই রিযিক দিয়ে কি থেকে বঞ্চিত করেছেন। এক আল্লাহ ছাড়া আপনার ভেতরের সংগ্রাম আর কেউ জানেনা, কেউ আপনার সাথে থাকে না। পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে আল্লাহর কাছে চাইতে থাকুন। নিশ্চয়ই তিনি আপনাকে এতবেশী দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। আর বিশ্বাস রাখুন আল্লাহই একমাত্র আপনার সহায়ক।🖤

ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতাটা...
11/05/2024

ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ

১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও।

২. কখনও কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে ডেকোনা। মনে রেখো তারাও কারো না কারো ভাই, বোন, মা, বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো।

৩. বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনও কাউকে ছোট করে দেখোনা। নইলে তুমি ছোট হয়ে যাবে।

৪. পড়াশুনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না।

৫. কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেওনা, সে লজ্জা পেতে পারে।

৬. সব সময় পাওয়ার চেয়ে দেয়ার চেষ্টা করো বেশি । মনে রেখো, প্রদানকারির হাত সর্বদা উপরেই থাকে।

৭. এমন কিছু করোনা যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে।

৮. ছেলে হয়ে জন্ম নিয়েছো, তাই দায়িত্ব এড়িয়ে যেওনা।

৯. তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই। কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে।

১০. কখনও মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না। কাউকে ফেলতে পারবে না।

১১. কারও বাসায় নিমন্ত্রন খেতে গেলে বাসায় দু-মুঠো ভাত খেয়ে যেও। অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না।

১২. কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না। কেউ খাবার ইচ্ছে করে অস্বাদ করার চেষ্টা করে না।

১৩. বড় হবার জন্য নয়, মানুষ হবার জন্য চেষ্টা করো।

১৪. শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও, যতটুকু সম্মান তোমার বাবা-মাকে দাও। এবং তাদের প্রতি এমন আচরন করো, যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে।

১৫. সব সময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো। কিন্তু অন্যায়ের সাথে আপোষ করোনা।

⚊"নিঃশব্দে ঝরে যাওয়া বেলি ফুলের মতো,ঝরে যাক জীবনের ক্লান্তি আছে যতো 🥀
10/05/2024

⚊"নিঃশব্দে ঝরে যাওয়া বেলি ফুলের মতো,ঝরে যাক জীবনের ক্লান্তি আছে যতো 🥀

বাম পাশ থেকে➪︎১ম জন-টাকা উপার্জন করতে করতে পৃথিবীর সৌন্দর্য দেখতে পাচ্ছে না।।➪︎২য় জন-শুধু শিক্ষা  অর্জন করতে করতে পরিপূর...
09/05/2024

বাম পাশ থেকে
➪︎১ম জন-টাকা উপার্জন করতে করতে পৃথিবীর সৌন্দর্য দেখতে পাচ্ছে না।।
➪︎২য় জন-শুধু শিক্ষা অর্জন করতে করতে পরিপূর্ণ সুন্দরটা দেখতেছে না।।
➪︎৩য় জন-শিক্ষা ও অর্থ উপার্জন দুটা একসাথে করতেছে তাই পৃথিবীর আসল সৌন্দর্য্য উপভোগ করতেছে।।
➪︎৪র্থ জন- শিক্ষা এবং অর্থ কিছু না থাকাতে পুরো পৃথিবী তার জন্য অন্ধের মতো।

এটাই পৃথিবীর শ্রেষ্ঠ বাস্তবতা🛑🛑🛑

এখন আর সন্ধ্যার পর এক জনের পড়া শুনে আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না। কোন মা-বাবা তার সন্তানকেও বলে না যে অমুক পড়ছে তুই ...
08/05/2024

এখন আর সন্ধ্যার পর এক জনের পড়া শুনে আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না। কোন মা-বাবা তার সন্তানকেও বলে না যে অমুক পড়ছে তুই বসে আছিস! অথচ ৮/১০ বছর আগেও সন্ধ্যার পর চারপাশ থেকে বিভিন্ন স্বর ভঙ্গিতে বই পড়ার আওয়াজ শোনা যেত। পরীক্ষা কাছাকাছি থাকলে তো কথাই নেই। কোন সহপাঠী বন্ধু দিনে ও রাতে কতক্ষণ পড়ালেখা করে গোপনে খোঁজ নিয়ে তাদের সাথে প্রতিযোগিতা করা হতো। সবচেয়ে খারাপ ছাত্রটিও রাত-দিন পড়তো। যে কোন বোর্ড পরীক্ষার আগে গভীর রাতে ঘুম থেকে উঠে পড়ার চর্চাটাও আর নেই। এ চর্চাটার জন্যই অ্যালার্ম ঘড়ির আলাদা একটা কদর ছিল।

আগের বছর পাশ করা ভাই বোনদের কাছে সাজেশনস নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ চলতো।
মাত্র ৮/১০ বছরের ব্যবধানে সবই প্রায় বিলীন হয়ে গেল। সন্ধ্যার পর ছাত্র-ছাত্রীদের বাজারে তো দূরের কথা ঘরের বাইরে দেখলেই সবাই অবাক হতো, শাসন করতো। আর এখন বাড়ী গেলে দেখি অনেক রাত পর্যন্ত ছেলেরা বাজারে আড্ডা দিচ্ছে, কেউ কিছু বলছে না। সন্ধ্যার পর এখন দল বেঁধে নামধারী ছাত্ররা মোবাইলে ব্যস্ত থাকে। কোথাও কোন পড়ার শব্দ নেই। গ্রুপ চ্যাটিং, অনলাইন/অফলাইন গেমস, পাব্জি, ফ্রী ফায়ার, টিকটক, চুলের বিভিন্ন স্টাইল কার্টিং করে পাড়া-মহল্লায় ও বাজারে আড্ডাবাজি, গ্রুপিং করা, শিক্ষা গুরুর সাথে বেয়াদবী, শিক্ষকের নামে মিথ্যাচার করা, নিয়ম ভাঙ্গা, বেয়াদবী এগুলোই এখন তাদের পছন্দের তালিকা।

❤️❤️❤️❤️

07/05/2024

১ জন পুরুষ এর টেনশন যদি ১০০ জন নারীর মধ্যে ভাগ করে দেওয়া যেত, তাহলে ৯৯ জন পাগল হয়ে যেত!🥲

07/05/2024

পুরুষের গায়ে হয়তো শক্তি বেশি,কিন্তু পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটা পুরুষরা করতে পারেনা।যা একমাত্র মেয়েরাই পারে।।

মাতৃত্ব❤️❤️

জাপানের একটি জনহীন রেলওয়ে স্টেশন শুধুমাত্র এক ছাত্রীর জন্য এখনও চালু রয়েছে। যাতে সে ঠিক সময়ে স্কুলে পৌঁছতে পারে।সারা দিন...
07/05/2024

জাপানের একটি জনহীন রেলওয়ে স্টেশন শুধুমাত্র এক ছাত্রীর জন্য এখনও চালু রয়েছে। যাতে সে ঠিক সময়ে স্কুলে পৌঁছতে পারে।সারা দিনে ওই একটি ট্রেন তাঁকে স্কুলে পৌঁছে দেয় এবং বিকেলে তাঁকে ফের ওই জনহীন স্টেশনে নামিয়ে দিয়ে যায়।

হ্যাঁ এটাই নিহোন (জাপান)।

জাপানের হোক্কাইডো দ্বীপের একদম উত্তর প্রান্তে রয়েছে কামি শিরাতাকি স্টেশন। নিতান্তই অজ পাড়া-গাঁ বলতে যা বোঝায় অনেকটা তাই। যাতায়াতের জন্য অন্যান্য মাধ্যম থাকায় রেলপথে কেউই খুব একটা কোথাও যাওয়া-আসা করেন না। এ কারণেই রেল দপ্তর ওই স্টেশনটি বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করে। কিন্তু পরিদর্শকরা তখন লক্ষ করেন, একটি মেয়ে সারা বছর ট্রেন ধরে স্কুলে যাতায়াত করে। ট্রেন না চললে তাঁর স্কুলে পৌঁছতে খুবই কষ্ট হবে। তাই ওই ছাত্রীর জন্যই একটি গোটা স্টেশন চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

শুধু তাই নয়, মেয়েটি যাতে সঠিক সময়ে স্কুলে পৌঁছতে পারে তার জন্য ট্রেনের টাইমও পাল্টে দেওয়া হয়। সারা দিনে ওই একটি ট্রেন তাঁকে স্কুলে পৌঁছে দেয় এবং বিকেলে তাঁকে ফের ওই জনহীন স্টেশনে নামিয়ে দিয়ে যায়। রেল দপ্তর এমনটা সিদ্ধান্ত নিয়েছে যে, যত দিন না মেয়েটি স্নাতক হচ্ছে, তত দিন এই ট্রেন পরিষেবা চালু রাখা হবে।❤️


06/05/2024

হে আল্লাহ, যতবার আমি ব্যার্থ হই, যতবার আমি আশা হারিয়ে ফেলি, দয়া করে ততবার আমাকে মনে করিয়ে দিও, তোমার পরিকল্পনা আমার স্বপ্নের চেয়েও উত্তম।❤🔥

রাগ নিয়ন্ত্রণ নিয়ে ছোট একটি শিক্ষণীয় গল্প। ছোট একটি ছেলে খুব রাগী।বাবা কিছুতেই ছেলের রাগ নিয়ান্ত্রণে আনতে পারছেন না।একদি...
01/05/2024

রাগ নিয়ন্ত্রণ নিয়ে ছোট একটি শিক্ষণীয় গল্প।

ছোট একটি ছেলে খুব রাগী।

বাবা কিছুতেই ছেলের রাগ নিয়ান্ত্রণে আনতে পারছেন না।

একদিন বাবা ছেলেকে স্নেহের পরশে কাছে ডাকলেন।

একটি পেরেকভর্তি ব্যাগ দিয়ে বললেন,যতবার তুমি রেগে যাবে,ততবার একটি করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে। এটি তোমার প্রতি আমার আদেশ।

প্রথম দিনেই ছেলেটিকে ৩৭টি পেরেক মারতে হয়েছে।

কারণ,সে এদিন ৩৭বার রেগে গিয়েছিল। ক্রমষ সে উপলব্ধি করছিল,তার রাগ অনেক বেশি-৩৭বার পেরেক মারতে হয়েছে।

আরও ভাবল,কষ্ট করে পেরেক মারার চেয়ে রাগ কমিয়ে দেওয়া সহজ।

ছেলেটি পেরেক মারার কষ্ট লাঘব করতে করতে রাগ নিয়ন্ত্রণে আনা শিখে গেল। ধীরে ধীরে পেরেনক মারা কমতে থাকল এবং অবশেষে একদিন তাকে আর একটি পেরেকও মারতে হলোনা।

বাবা বুঝলেন, তার প্রিয় সন্তান রাগ নিয়ন্ত্রণে এনেছে।

এবার তিনি তাকে প্রতিদিন বাগানের বেড়ার একটি করে পেরেক তুলে ফেলতে বলতেন। বাবার আদেশ পালন করল ছেলেটি।

পেরেক তুলা শেষ হয়ে গেলে তার বাবা তাকে বাগানে নিয়ে গিয়ে কাঠের বেড়াটি দেখিয়ে বললেন- দেখ, কাঠে পেরেকের গর্তগুলো এখনো রয়ে গেছে। কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় আনা যাবেনা।

যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো,তখন তার মনে ঠিক এমন একটা আঁচড় লেগে যায়-যা কখনোই আর মুছে যায়না বেটা।

তাই রাগ নিয়ন্ত্রণ করতে শিখো।

মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়েও ভয়ংকর।

কতটুক বাচবেন!- ৬০ বছর? বড়জোর ৭০ নাহয় ৭৫ বছর! খুব লাকি হলে ৮০+!এক বছরে ৩৬৫ দিন হয়! প্রতিদিনে ৮৬৪০০ সেকেন্ড! খুব বেশি সময় ...
30/04/2024

কতটুক বাচবেন!
- ৬০ বছর? বড়জোর ৭০ নাহয় ৭৫ বছর! খুব লাকি হলে ৮০+!
এক বছরে ৩৬৫ দিন হয়! প্রতিদিনে ৮৬৪০০ সেকেন্ড!

খুব বেশি সময় নিয়ে আসেননিতো!
টিক টক করে করে সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে!
টুপ করে হাতে জমে থাকা সব সেকেন্ড শেষ হয়ে আসবে একদিন!

একজন মানুষের কাছে যখন কয়েকশো কোটি টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা মানায়! যার কাছে কয়েকশো টাকা আছে তাকে কিন্তু টাকার বিলাসিতা মানায়না!
আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাইলে সময়ের বিলাসিতা আপনাকে মানাতো!
এতো অল্প আয়ুতে মন খারাপ, কষ্ট, পচা ব্যাপারস্যাপার গুলোতে সময় নষ্টের সুযোগ কই!?

ফ্যামিলিকে সময় দিন, ভালো বই পড়ুন, টুক করে বেড়িয়ে আসুন চমৎকার কোন জায়গায়! রাত জেগে আকাশ দেখুন! ভোরের সূর্যোদয় দেখুন!
সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা দেখুন!
নদীর ঢেউ অনুভব করুন!

ভরা পূর্ণিমাতে এবং ভরা অমাবস্যায় তীব্র জোয়ারে ফুসে ওঠা সাগরকে দেখুন!
প্রতিদিন সময় করে আধাঘন্টা কোন শিশুবাবুর সাথে থাকুন! নিষ্পাপ আনন্দের ঔচ্ছল্য দেখুন!
স্রষ্টাকে স্মরণ করুন!

পৃথিবী কতো সুন্দর সেটা ফীল করুন!
নি:শ্বাস কতোটা সুন্দর সেটা অনুভব করুন!

চমৎকার একটা কথা আছে জানেনতো?
- Don't count the days, make the days count!! ^_^

হ্যাপ্পি লাইফিং.....
একটু ভাবুন আজকে দিনটাই যদি আপনার অথবা আমার শেষ দিন হয় তাহলে আমরা আমাদের পরিবার ও স্রষ্টার প্রতি কতটুকু অনুগ্রহ করতে পেরেছি।

আসুন আমারা নিজ ধর্ম পালনের মাধ্যমে সৃষ্টিকর্তা কে রাজি ও খুশি করি, হয়তোবা আজকে দিনটাতে সফল না হলে পরকালীন জীবন সফল হতে পারে।
🍁🍁🍁

26/04/2024

" দেখতে সুনতে ভালো, আরবি জানা, গায়ের রং শ্যামলা

এরকম একটা চার্জার ফ্যান দরকার 😳

শেক্সপিয়র  বলেছিলেন , "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে  আবেগ আছে , দৈহিক আকাঙ্খা আছে । "একই কথ...
23/04/2024

শেক্সপিয়র বলেছিলেন , "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে , দৈহিক আকাঙ্খা আছে । "একই কথা বলেছেন আইরিশ কবি Oscar Wilde. "নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব । যা থাকতে পারে তা হলো আকাঙ্খা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা।"
---
হুমায়ূন আহমেদ বলেছিলেন , "ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্ত তারা অবশ্যই প্রেমে পড়বে । হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে । কিংবা খুবই দেরিতে , আর না হয় সব সময়ের জন্য । তবে প্রেমে তারা পড়বেই ।"
---
সত্যি বলতে, ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ । কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না। আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয়তো ধোঁকা দিচ্ছে ।
আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে , কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রুপ নিবেই। আর এটাই স্বাভাবিক ।......
🥀🥀

বিশ্ব রেকর্ডটা গাছ রোপণ করেও হতে পারতো।🍁
22/04/2024

বিশ্ব রেকর্ডটা গাছ রোপণ করেও হতে পারতো।🍁

🥀গাছ কাটিয়া ফার্নিচার বানিয়াছি। রাস্তার ধারের বহু গাছ কাটিয়াছি রাস্তা চওড়া করিবার জন্য। বহু বাড়ি বানাইয়াছি ভাড়া দিবার জন...
22/04/2024

🥀গাছ কাটিয়া ফার্নিচার বানিয়াছি। রাস্তার ধারের বহু গাছ কাটিয়াছি রাস্তা চওড়া করিবার জন্য। বহু বাড়ি বানাইয়াছি ভাড়া দিবার জন্য। এখন বাড়ি ভাড়া পাই আর বসিয়া বসিয়া খাই।

ভালোই আছি কিন্তু ইদানীং তাপমাত্রা বাড়িয়া যাইতেছে। অবশ্য এসি লাগাইয়া তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখিতে পারিবো কিন্তু আবহাওয়া বিজ্ঞানীরা বলিতেছে এদেশের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস হইয়া যাইবে। আমরা হয়তো সেন্টু গেঞ্জি পড়িয়া, লুঙ্গি খুলিয়া দিন পার করিতে পারিবো কিন্তু আমাদের সন্তানরা কি করিবে?

৫০ ডিগ্রির তাপমাত্রা তো এসিতে কমাইতে পারিবে না। তাছাড়া এসি কিনিতে যাইয়া তো তারা চাল-ডাল কিনিতে পারিবে না। কারন ৫০ ডিগ্রি তাপমাত্রায় ধান চাষ করিবে কিভাবে?
তাছাড়া ধান গাছ তো পুড়িয়া যাইবে!🍁🍁🍁

🥀শৈশবের স্মৃতি মাখা সে দিনগুলি কতোইনা আনন্দের ছিল 🤔। সেই সোনালী দিনগুলো বড্ড  বেশি মিস করি। হয়তো আর কখনো ফিরে পাবো না এ...
20/04/2024

🥀শৈশবের স্মৃতি মাখা সে দিনগুলি কতোইনা আনন্দের ছিল 🤔। সেই সোনালী দিনগুলো বড্ড বেশি মিস করি। হয়তো আর কখনো ফিরে পাবো না এই শৈশবের দুরন্তপনা ছবিগুলোর বাস্তব অভিজ্ঞতা যার জীবনে ঘটেছে সেই বুঝতে পারবেন কতই না সুন্দর ছিল শৈশবকাল। 😊আধুনিকতার এই যুগে হারিয়ে যাচ্ছে আমাদের শৈশবের এই অমূল্য আনন্দগুলো,, আমরা যতই ভার্চুয়াল নির্ভর হচ্ছি ততই একাকীত্ব আমাদের ঘিরে ধরেছে ।ডিপ্রেশন, মানসিক চাপ, ক্যারিয়ারের চিন্তা সবকিছু মিলিয়ে বর্তমান শিশুরাই এই আনন্দগুলো পাচ্ছেনা।পরিশেষে একটা কথাই বলতে হয় "যেতে নাহি দিতে হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায় শৈশব ।"😥😥

রাতে ঘুমাইতে গেলে কত-কিছুই মনে পড়ে—মনে পড়ে মায়ের বয়স বাইড়া যাইতেছে;বাবার দাঁড়ি রঙ হারাইতেছে,নরম হইতেছে হাড়।আর, মনে পড়ে আ...
19/04/2024

রাতে ঘুমাইতে গেলে কত-কিছুই মনে পড়ে—

মনে পড়ে মায়ের বয়স বাইড়া যাইতেছে;
বাবার দাঁড়ি রঙ হারাইতেছে,নরম হইতেছে হাড়।

আর,
মনে পড়ে আমি নিজেরে অনেকদিন ভালোবাসি না,
কেন বাসি না তা আমিও জানি; যেমন কইরা জানি জীবনের আরেক নাম, আফসোস।

ঘুমাইতে গেলে কত-কি মনে পড়ে—
মনে পড়ে যাবতীয় ভুলের কথা, পাপ দিয়ে পোষা শয়তানের কথা, অথবা প্রেম দিয়ে পোষা তোমার কথা।

এতসব মনে পড়ার মাঝেও যহন মনে পড়ে তুমি আর আমারে ভালোবাসো না; বু্কের উপর উঠে বসে একটা উহুদ পাহাড়; চোখের ভেতর জেগে ওঠে এক সমুদ্র শোক।

লেখা:RI

পৃথিবীতে কোন কিছুই success নয়! অবাক হচ্ছেন?যখন জন্মালাম বাবা মা ভাবল এটা তাদের successযখন হাটতে শিখলাম মনে হল এটাই succe...
17/04/2024

পৃথিবীতে কোন কিছুই success নয়!

অবাক হচ্ছেন?
যখন জন্মালাম বাবা মা ভাবল এটা তাদের success
যখন হাটতে শিখলাম মনে হল এটাই success
যখন কথা বলতে শিখলাম মনে হল এটাই success

ভুল ভাঙল

এরপর স্কুলে গেলাম, শিখলাম First হওয়াটা success
এরপর বুঝলাম না আসলে মাধ্যমিকে স্টার পাওয়াটা Success।
ভুল ভাঙল,বুঝলাম উচ্চমাধ্যমিকে এই রেসাল্টটা ধরে রাখাই Success

এখানেই শেষ নয়,

এরপর বুঝলাম ভালো সাবজেক্ট নিয়ে ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটাই Success,

পরে বুঝলাম না বিশ্ববিদ্যালয় শেষে চাকরী পাওয়াটা Success,
এরপর বুঝলাম না, নিজের টাকায় একটা ফ্ল্যাট কেনাটা Success,
সেটাও নয়, নিজের টাকায় এরপর গাড়ি কেনাটাই আসল Success।

আবারও ভুল ভাঙল😮

এরপর দেখলাম বিয়ে করে সংসার করাটাই Success
বছর ঘুরলো, দেখলাম আসলে বিয়ে করে বংশধর এনে তাকে বড় করাটাই Success,ছেলে হলে সে প্রতিষ্ঠিত হওয়াটাই Success, মেয়ে হলে ভালো বাড়িতে বিয়ে দেওয়াটাই Success।

এরপর এলো রিটায়ারমেন্ট, সারা জীবনের জমানো টাকার সঠিক Utilization ই Success...

এরপর যখন সবাই মিলে কবরে নামিয়ে দিল,তখন বুঝলাম পৃথিবীতে কোন কিছুই Success নয়,পুরোটাই competition।
যার মুলে আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষা,যা কখনো পূর্ণ হয়না।

17/04/2024

এমন একজন মানুষকে ম্যানশন দেন, যার সাথে দেখা করতে খুবই ইচ্ছে করছে কিন্তু পরিস্থিতির কারণে সম্ভব হচ্ছে না!'🥰🥀

16/04/2024

... . ... . 🧑‍🎓🕵️‍♀️
আমি মনে করি জীবন তার ঠিক নিয়মেই চলছে, মানুষ অধিক আশাবাদী-তা-ই তারা মনে করে জীবন তাদের বিপরীতমুখী!

একটা সময় মা'নুষ আর সৌন্দর্যের পিছনে ছুটে না, বরং একটা বিশ্বস্ত কাঁধ খুঁজে!❄️💝
16/04/2024

একটা সময় মা'নুষ আর সৌন্দর্যের পিছনে ছুটে না, বরং একটা বিশ্বস্ত কাঁধ খুঁজে!❄️💝

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when ইলেকট্রিশিয়ান কাজ শিক্ষা ও জব সেক্টর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Digital creator in Rajshahi

Show All