New Mobil Internet Tipts

New Mobil Internet Tipts আমি একজন বিবাহিত বেকার যুবক ame ak jon

হামেশাই আমরা যেসমস্ত ইংরেজি শব্দ ব্যবহার করি তার বাংলা প্রতিশব্দও জেনে নিন।প্রশ্ন-১ বাইসাইকেল (Bicycle)-এর বাংলা প্রতিশব...
20/12/2024

হামেশাই আমরা যেসমস্ত ইংরেজি শব্দ ব্যবহার করি তার বাংলা প্রতিশব্দও জেনে নিন।

প্রশ্ন-১ বাইসাইকেল (Bicycle)-এর বাংলা প্রতিশব্দ কী? উত্তর হলো, দ্বিচক্রযান।

প্রশ্ন-২ টেলিভিশন (Television)-এর বাংলা প্রতিশব্দ কী? উত্তর: দূরদর্শন।

প্রশ্ন-৩ রেডিও (Radio)-এর বাংলা প্রতিশব্দ কী?
উত্তর: বেতার।

প্রশ্ন-৪ Text Message/SMSএর বাংলা প্রতিশব্দ কী?
উত্তর: বার্তা/লিখিত বার্তা।

প্রশ্ন-৫ ইন্টারনেট (Internet)-এর বাংলা প্রতিশব্দ কী?
উত্তর: অন্তর্জাল।

নিয়মিত ব্যবহারের ফলে স্মার্টফোনের কেসে ময়লা জমে যায়। স্বচ্ছ ধরনের কেসগুলো আবার হয়ে পড়ে হলদেটে। কীভাবে পরিষ্কার করবেন ফোন...
20/12/2024

নিয়মিত ব্যবহারের ফলে স্মার্টফোনের কেসে ময়লা জমে যায়। স্বচ্ছ ধরনের কেসগুলো আবার হয়ে পড়ে হলদেটে। কীভাবে পরিষ্কার করবেন ফোনের কেস জানেন? টিপস জেনে নিন।

স্বচ্ছ ফোন কেস থেকে হলদেটে ভাব দূর করতে বেকিং সোডা বেশ কাজের। ফোন থেকে কেস খুলে একটি তোয়ালের ওপর রাখুন। পর্যাপ্ত পরিমাণ বেকিং সোডা ছিটিয়ে দিন। এরপর একটি ভেজা টুথব্রাশ দিয়ে বেকিং সোডা ধীরে ধীরে ঘষে নিন। কেসটি ভালোভাবে পানিতে ধুয়ে ফেলুন। একইভাবে কেসের দুই দিক পরিষ্কার করে নরম কাপড় দিয়ে মুছে নিন। শুকিয়ে তারপর ফোনে লাগিয়ে নেবেন
ভিনেগারের সাহায্যে পরিষ্কার করতে পারেন স্মার্টফোনের কেস। এজন্য প্রথমে একটি পাত্রে ফোন কেসটি সম্পূর্ণ ডুবিয়ে নিন। এরপর কেসটির উপর দুই টেবিল চামচ বেকিং সোডা ছিটিয়ে দেওয়ার পর এক কাপ সাদা ভিনেগার ধীরে ধীরে ঢেলে নিন। এতে কিছুক্ষণের জন্য ফেনা তৈরি হবে। এরপর কেসটি পাত্রে দুই ঘণ্টা ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিতে নিন।
ডিশ সোপ ব্যবহার করেও ফোনের কেস পরিষ্কার করা যায়। একটি পাত্রে হালকা গরম পানির সঙ্গে কয়েক ফোঁটা ডিশ সোপ মিশিয়ে ফেনাযুক্ত মিশ্রণ তৈরি করুন। এরপর একটি নরম টুথব্রাশ দিয়ে কেসের প্রতিটি কোনা ও ফাঁকফোকর আলতো করে ঘষে পরিষ্কার করে নিন। পরিষ্কারের সময় কেসটি বারবার পানিতে ডুবিয়ে নিতে হবে, যাতে জমে থাকা ময়লা আলাদা হয়ে যায়। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে, মুছে ও শুকিয়ে নিন পুনরায় ব্যবহার করার আগে।

08/07/2022

Eid Mubarak

21/01/2022

আমি বললাম কি কথা ভাবী

Bijoy dibods ar suvaca
30/12/2021

Bijoy dibods ar suvaca

Address

Dhaka
Rajshahi
TANORE

Alerts

Be the first to know and let us send you an email when New Mobil Internet Tipts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share