02/12/2025
Introducing RUSC Social Welfare Fund
বিজ্ঞানচর্চা, গবেষণা ও সৃজনশীল কার্যক্রমের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও পারস্পরিক দায়বদ্ধতাকে সমান গুরুত্ব দিয়ে পথচলা শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (RUSC)। প্রতিষ্ঠালগ্ন থেকেই ক্লাব বিশ্বাস করে—একটি সত্যিকারের সংগঠন শুধু কার্যক্রম নিয়েই গড়ে ওঠে না; বরং সংকটময় মুহূর্তে একে অপরের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই গড়ে ওঠে প্রকৃত পরিবার। এই বিশ্বাস ও দায়িত্ববোধ থেকেই প্রতিষ্ঠিত হয়েছে “RUSC Social Welfare Fund”, যা ক্লাব-পরিবারের সদস্য ও তাঁদের স্বজনদের জন্য একটি নির্ভরযোগ্য মানবিক সহায়তার অবলম্বন।
RUSC Social Welfare Fund কী?
এটি হচ্ছে ক্লাবের সদস্যদের জন্য একটি সংগঠিত, স্বচ্ছ ও মানবিক সহায়তা কাঠামো, যার মাধ্যমে চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি, দুর্ঘটনা, পারিবারিক সংকট, শিক্ষাগত প্রয়োজন বা যেকোনো মানবিক প্রয়োজনে দ্রুত সহায়তা প্রদান করা হবে। এখানে সহায়তা কেবল আর্থিক নয়—বরং এটি একাত্মতা, সহমর্মিতা ও পারস্পরিক বিশ্বাসের এক স্থায়ী প্রতিফলন।
প্রধান লক্ষ্য:
RUSC সদস্য ও তাঁদের পরিবারের যেকোনো বিপদে সহানুভূতিশীল, সময়োপযোগী ও কার্যকর সহায়তা নিশ্চিত করা। পাশাপাশি ক্লাবের ভেতরে মানবিকতা, দায়িত্ববোধ এবং পারস্পরিক সহযোগিতার যে সুন্দর সংস্কৃতি রয়েছে, তাকে আরও শক্তিশালী ভিত্তিতে স্থাপন করা। এই তহবিলের মাধ্যমে আমরা একটি নিরাপদ, সহযোগিতামূলক এবং হৃদ্যতাপূর্ণ পরিবেশ নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ।
উদ্দেশ্যসমূহ:
•সদস্য বা তাঁদের পরিবারের হঠাৎ উদ্ভূত চিকিৎসাজনিত সমস্যা, দুর্ঘটনা বা সংকটপূর্ণ পরিস্থিতিতে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান।
•শিক্ষাগত সুযোগ বিস্তারে মেধাবী ও আর্থিকভাবে অস্বচ্ছল সদস্যদের শিক্ষা সহায়তা, শিক্ষাবৃত্তি বা এককালীন অনুদান প্রদান।
•প্রয়াত সদস্যের পরিবারের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো, আর্থিক সহায়তা প্রদান এবং ক্লাবের পক্ষ থেকে সম্মানজনক সমবেদনা প্রকাশ।
•রক্তদান, খাদ্য বিতরণ, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক উদ্যোগে সংগঠনের সক্রিয় ও সুসংগঠিত অংশগ্রহণ নিশ্চিত করা।
•স্থানীয় ও জাতীয় যেকোনো দুর্যোগে মানবিক সহায়তার কার্যক্রম পরিচালনা করে সামাজিক দায়বদ্ধতা আরও সম্প্রসারণ করা।
•ক্লাবের ভবিষ্যৎ উন্নয়ন, সাংগঠনিক কার্যকারিতা ও গঠনমূলক অগ্রগতিকে সমৃদ্ধ করা।
🟢কারা অনুদান করতে পারবেন?
•RUSC-এর বর্তমান সদস্য
•সাবেক সদস্য (Alumni)
•রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থী
•ক্লাব-সম্পৃক্ত ব্যক্তি বা যে কোনো মানবিকমনা মানুষ
অনুদান পাঠাতে
ব্যাংক: সোনালী ব্যাংক, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা
অ্যাকাউন্টের নাম: আরইউএসসি সোশ্যাল ওয়েলফেয়ার ফান্ড
অ্যাকাউন্ট নম্বর: ৪৬২৭৬০১০০৪০৪২