13/10/2025
TuFail AHmed TuFa
রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের এক দশকের পথচলার মধ্যখানে হঠাৎ দেখা হওয়া এক নাম-যার ক্লাবের সঙ্গে থাকার দীর্ঘ চার বছর অতিক্রম হয়েছে। ক্যাম্পাসের অন্য সাধারণ শিক্ষার্থীদের মতোই এক অজানা মুখ ছিলেন তিনি। কিন্তু নিজের হাস্যোজ্জ্বল ও উদ্দীপ্ত চোখ দ্রুতই মানুষের নজর কাড়ে। এখন তিনি ক্যাম্পাসের এক পরিচিত মুখ—তোফায়েল আহমদ তোফা।
সেই মানুষটিই রাবি সায়েন্স ক্লাবের সাধারণ সদস্য থেকে শুরু করে প্রথমে প্রচার সম্পাদক, এরপর সাংগঠনিক সম্পাদক, এবং বর্তমানে সহ-সভাপতি পদে আসীন হয়েছেন। তার যোগ্যতা ও দায়িত্বশীলতাই তাকে এই অবস্থানে এনেছে।
রাবি সায়েন্স ক্লাবের প্রায় প্রতিটি কার্যক্রমে তিনি সরাসরি সম্পৃক্ত থেকেছেন। প্রতিবছর ক্যাম্পাসের সবচেয়ে বড় আয়োজন RUSC National Science Fiesta-তে তিনি বিগত বছরগুলোতে অবদান রেখে চলেছেন, যার সুনাম ছড়িয়েছে ক্যাম্পাসের বাইরেও।
ক্যাম্পাসের সীমানা পেরিয়ে বিভিন্ন স্কুল-কলেজে সায়েন্স শো কার্যক্রমও তিনি যথাযথভাবে পরিচালনা করেছেন। এরই ধারাবাহিকতায় গত জুন, ২০২৫ এ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে আয়োজিত ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলায় সায়েন্স শো প্রদর্শনের জন্য আমন্ত্রিত হয় রাবি সায়েন্স ক্লাব, যেখানে সায়েন্স শো টিমের হেড ছিলেন তোফায়েল আহমদ তোফা।
এছাড়াও, বইবিমুখ ও মোবাইলনির্ভর শিক্ষার্থীদের জন্য বইমেলার আয়োজন, ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি, এবং ১৩টি স্থানে ইকো-স্মার্ট ডাস্টবিন স্থাপন-সব ক্ষেত্রেই তার অবদান উল্লেখযোগ্য।
শুধু রাবি সায়েন্স ক্লাব নামক একটি অরাজনৈতিক সংগঠনই নয়, তিনি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনসহ নানা কার্যক্রমেও সরাসরি নিজের উপস্থিতির জানান দিয়েছেন।
একটি সংগঠনের অধীনে তার অসংখ্য বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তি-নির্ভর চিন্তাভাবনা সত্যিই আমাদের ভাবায়। রাকসুতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক (ব্যালট ৮) পদে নির্বাচিত হলে, তিনি ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য আরও ব্যাপকভাবে কাজ করার সুযোগ পাবেন।
সবার পরিচিত ও প্রিয় মানুষ তোফায়েল আহমদ তোফা যদি নির্বাচিত হন, তবে ক্যাম্পাসের কল্যাণে সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবেন। আর নির্বাচিত না হলেও, আপনাদের হয়ে কোনো না কোনোভাবে কাজ করে যাবেন-যেভাবে তিনি এতদিন করে এসেছেন।
বিজ্ঞানের জয় হোক
আপনাদের জয় হোক
ব্যালট ৮-এ ভোট হোক