Rajshahi University Science Club - RUSC

Rajshahi University Science Club - RUSC This is the Official page of Rajshahi University Science Club (RUSC).

The Rajshahi University Science Club (RUSC) is a dynamic student organization at Rajshahi University. It promotes scientific knowledge and innovation through seminars, workshops, science fairs, and competitions. RUSC provides students with opportunities to engage in scientific research, develop practical skills, and network with professionals to inspire future scientists and engineers in Bangladesh.

গত ২৩ অক্টোবর ২০২৫ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের ১১তম কার্যনির্বাহী কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ...
25/10/2025

গত ২৩ অক্টোবর ২০২৫ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের ১১তম কার্যনির্বাহী কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার শুরুতে নবনিযুক্ত অর্গানাইজারদের বরণ করে নেয়া হয় ।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি শেখ সৈকত এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো: রবি উস সানি স্বপন। সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি খালিদ মাহমুদ, কোষাধ্যক্ষ মো: ইসমাইল হোসেন আশিক, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন, আদনান সাদিক কৌশিক, রাকিব রায়হান এবং সাংগঠনিক সম্পাদক মো: আবু জুবায়েরসহ ক্লাবের অন্যান্য সম্পাদকবৃন্দ ও সদস্যবৃন্দ।

সভায় “RUSC 10th Anniversary & Alumni Reunion - 2025” প্রোগ্রামের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। এছাড়াও ক্লাবের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আসন্ন প্রকল্পসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

18/10/2025

শুভকামনা সহ-সভাপতি TuFail AHmed TuFa

17/10/2025

রাকসু নির্বাচনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে বিজয়ী হয়েছেন রাবি সায়েন্স ক্লাবের তোফায়েল আহমেদ তোফা ❤️

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্...
17/10/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সহ-সভাপতি তোফায়েল আহমদ তোফা নির্বাচিত হয়েছে।

অভিনন্দন তোফায়েল আহমদ তোফা, আপনার হাত ধরেই এগিয়ে যাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তির পথ চলা। আমরা পাবো একটি বিজ্ঞান সম্মত বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসের সকল সমস্যার বৈজ্ঞানিক সমাধান হবে আপনার হাত ধরেই।

The results of the 11th RUSC Recruitment Viva are finally here!Congratulations to all the newly selected organizers.From...
15/10/2025

The results of the 11th RUSC Recruitment Viva are finally here!
Congratulations to all the newly selected organizers.
From today, you are officially a part of the Rajshahi University Science Club family. We look forward to an inspiring journey of learning, teamwork, and science together.

You will soon receive an SMS containing further contact instructions. Please follow them carefully, and feel free to reach out if you face any issues.

14/10/2025

TuFail AHmed TuFa || Abid Hasan

রাবি সায়েন্স ক্লাবের একনিষ্ঠ দুই ব্যক্তিত্ব। বিজ্ঞান নিয়ে যারা কাজ করে গেছে নীরবে, প্রতিদিন। যাদের প্রচেষ্টা আর নেতৃত্বে ক্যাম্পাসে বিজ্ঞানচর্চা পেয়েছে নতুন মাত্রা।
তাদের হাত ধরেই গড়ে উঠুক রাবির বিজ্ঞান ও প্রযুক্তিগত অগ্রযাত্রার পরবর্তী অধ্যায়।

তোফায়েল আহমদ তোফা
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক (স্বতন্ত্র পদপ্রার্থী)
ব্যালট ৮

আবিদ হাসান
সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক (স্বতন্ত্র পদপ্রার্থী)
ব্যালট ২

Abid Hasan রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের নিয়মিত কার্যক্রমের ভেতর থেকে গড়ে ওঠা এক পরিশ্রমী মুখ– আবিদ হাসান একসময় ...
14/10/2025

Abid Hasan

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের নিয়মিত কার্যক্রমের ভেতর থেকে গড়ে ওঠা এক পরিশ্রমী মুখ– আবিদ হাসান

একসময় সাধারণ সদস্য হিসেবে পথচলা শুরু করেছিলেন, আজ তিনি ক্লাবের অফিস সেক্রেটারি। এই যাত্রার প্রতিটি ধাপে ছিল নিষ্ঠা, দায়িত্ববোধ আর কাজের প্রতি অদম্য আগ্রহ।

রাবি সায়েন্স ক্লাবের ছোট-বড় প্রায় সব আয়োজনেই তার সরাসরি অংশগ্রহণ রয়েছে। RUSC National Science Fiesta, সায়েন্স শো, বইমেলা আয়োজন, কিংবা স্কুল–কলেজে বিজ্ঞানচর্চা সম্প্রসারণ– সব জায়গাতেই তার হাতে গড়া পরিশ্রমের ছাপ রয়েছে।

গত ২ বছর ধরে ক্লাবের বিভিন্ন প্রশাসনিক ও আয়োজন ব্যবস্থাপনায় তিনি শুধু একজন সহকারী নন–ছিলেন বিচক্ষণ ও ভরসার জায়গা। শান্ত, কর্মঠ আর নির্ভরযোগ্য–এই তিন শব্দেই যেন তার পরিচয় মিলে যায়।

বিজ্ঞানভিত্তিক কার্যক্রম পরিচালনা থেকে শুরু করে তরুণ প্রজন্মকে বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলার কাজেও তিনি সামনে থেকেছেন সবসময়।

এছাড়াও বর্তমানে তিনি জেলা সমিতিতে সহকারী তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন।

এবার সেই মানুষটিই রাকসুর সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক (ব্যালট ২) পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন– ক্লাবের মাঠপর্যায়ের অভিজ্ঞতা নিয়ে, আরও বড় পরিসরে কাজ করার স্বপ্ন নিয়ে।

আমরা বিশ্বাস করি, তার মতো অভিজ্ঞ ও নিবেদিত একজন ব্যক্তিত্ব নির্বাচিত হলে, রাবি ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য কাজ করার সুযোগ আরও সম্প্রসারিত হবে এবং চলমান উদ্যোগগুলো পাবে নতুন গতি।

বিজ্ঞান যখন লক্ষ্য,
কাজই তখন শক্তি,
ব্যালট ২-এই হোক ঐক্য

TuFail AHmed TuFa রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের এক দশকের পথচলার মধ্যখানে হঠাৎ দেখা হওয়া এক নাম-যার ক্লাবের সঙ্গে...
13/10/2025

TuFail AHmed TuFa

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের এক দশকের পথচলার মধ্যখানে হঠাৎ দেখা হওয়া এক নাম-যার ক্লাবের সঙ্গে থাকার দীর্ঘ চার বছর অতিক্রম হয়েছে। ক্যাম্পাসের অন্য সাধারণ শিক্ষার্থীদের মতোই এক অজানা মুখ ছিলেন তিনি। কিন্তু নিজের হাস্যোজ্জ্বল ও উদ্দীপ্ত চোখ দ্রুতই মানুষের নজর কাড়ে। এখন তিনি ক্যাম্পাসের এক পরিচিত মুখ—তোফায়েল আহমদ তোফা।

সেই মানুষটিই রাবি সায়েন্স ক্লাবের সাধারণ সদস্য থেকে শুরু করে প্রথমে প্রচার সম্পাদক, এরপর সাংগঠনিক সম্পাদক, এবং বর্তমানে সহ-সভাপতি পদে আসীন হয়েছেন। তার যোগ্যতা ও দায়িত্বশীলতাই তাকে এই অবস্থানে এনেছে।

রাবি সায়েন্স ক্লাবের প্রায় প্রতিটি কার্যক্রমে তিনি সরাসরি সম্পৃক্ত থেকেছেন। প্রতিবছর ক্যাম্পাসের সবচেয়ে বড় আয়োজন RUSC National Science Fiesta-তে তিনি বিগত বছরগুলোতে অবদান রেখে চলেছেন, যার সুনাম ছড়িয়েছে ক্যাম্পাসের বাইরেও।

ক্যাম্পাসের সীমানা পেরিয়ে বিভিন্ন স্কুল-কলেজে সায়েন্স শো কার্যক্রমও তিনি যথাযথভাবে পরিচালনা করেছেন। এরই ধারাবাহিকতায় গত জুন, ২০২৫ এ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে আয়োজিত ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলায় সায়েন্স শো প্রদর্শনের জন্য আমন্ত্রিত হয় রাবি সায়েন্স ক্লাব, যেখানে সায়েন্স শো টিমের হেড ছিলেন তোফায়েল আহমদ তোফা।

এছাড়াও, বইবিমুখ ও মোবাইলনির্ভর শিক্ষার্থীদের জন্য বইমেলার আয়োজন, ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি, এবং ১৩টি স্থানে ইকো-স্মার্ট ডাস্টবিন স্থাপন-সব ক্ষেত্রেই তার অবদান উল্লেখযোগ্য।

শুধু রাবি সায়েন্স ক্লাব নামক একটি অরাজনৈতিক সংগঠনই নয়, তিনি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনসহ নানা কার্যক্রমেও সরাসরি নিজের উপস্থিতির জানান দিয়েছেন।

একটি সংগঠনের অধীনে তার অসংখ্য বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তি-নির্ভর চিন্তাভাবনা সত্যিই আমাদের ভাবায়। রাকসুতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক (ব্যালট ৮) পদে নির্বাচিত হলে, তিনি ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য আরও ব্যাপকভাবে কাজ করার সুযোগ পাবেন।

সবার পরিচিত ও প্রিয় মানুষ তোফায়েল আহমদ তোফা যদি নির্বাচিত হন, তবে ক্যাম্পাসের কল্যাণে সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবেন। আর নির্বাচিত না হলেও, আপনাদের হয়ে কোনো না কোনোভাবে কাজ করে যাবেন-যেভাবে তিনি এতদিন করে এসেছেন।

বিজ্ঞানের জয় হোক
আপনাদের জয় হোক
ব্যালট ৮-এ ভোট হোক

শেষ হলো 11th RUSC Recruitment Camp 2025-এর ভাইভা কার্যক্রম।দ্বিতীয় দিনের এ আয়োজনে বিজ্ঞানে আগ্রহী শিক্ষার্থীরা ক্লাবের স...
12/10/2025

শেষ হলো 11th RUSC Recruitment Camp 2025-এর ভাইভা কার্যক্রম।

দ্বিতীয় দিনের এ আয়োজনে বিজ্ঞানে আগ্রহী শিক্ষার্থীরা ক্লাবের সদস্য হওয়ার লক্ষ্যে অংশ নেন। প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর উৎসাহী অংশগ্রহণে সম্পন্ন হয় এই প্রাণবন্ত কার্যক্রম।

বিজ্ঞানকে সামনে এগিয়ে নেওয়ার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব বরাবরই কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আজ শ...
10/10/2025

বিজ্ঞানকে সামনে এগিয়ে নেওয়ার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব বরাবরই কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আজ শুরু হয়েছে 11th RUSC Recruitment Camp 2025 -এর ভাইভা কার্যক্রম।

আয়োজনের ১ম দিনে ক্যাম্পাসের আগ্রহী শিক্ষার্থীরা ক্লাবের সদস্য হওয়ার লক্ষ্যে অংশ নিচ্ছেন। বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহ এই নিয়োগ প্রক্রিয়াকে করেছে আরও প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক।

বিজ্ঞানের প্রচার ও প্রসারের লক্ষ্যে বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, নাটোর জেলার সিংড়া উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যা...
10/10/2025

বিজ্ঞানের প্রচার ও প্রসারের লক্ষ্যে বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, নাটোর জেলার সিংড়া উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের আমন্ত্রণে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (আর ইউ এস সি)- আয়োজন করে "সায়েন্স শো এন্ড সোশ্যাল অ্যওয়ারনেস" পোগ্রাম। উক্ত প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত “বিজ্ঞান মেলা ২০২৫ ও বিএলএসসি ২য় বিজ্ঞান অলিম্পিয়াড”- এ সায়েন্স শো প্রদর্শনের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সায়েন্স শো টিম কে আমন্ত্রণ জানানো হয়।

ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আবু জুবায়ের ও সুলাইমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন খন্দকার ইমন, প্রচার সম্পাদক মাহমুদুল হক ভুঁইয়া, সমাজকল্যাণ সম্পাদক মোঃ সাব্বির আহমেদ-এর নেতৃত্বে ১২ সদস্যের একটি টিমের পরিচালনায় বিদ্যালয়ের ৩য় থেকে দ্বাদশ শ্রেণির প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। ‘লেজি বল’, ‘সিংগিং পাইপ’, ‘দৈত্যের ধোঁয়া’, ‘ফ্লেম টাচ’ ও ‘ভ্যানিশিং গ্লাস’-এর মতো আকর্ষণীয় এক্সপেরিমেন্ট শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার প্রতি কৌতূহল ও আগ্রহ জাগিয়ে তোলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও প্রতিষ্ঠানের সভাপতি জনাব মাজহারুল ইসলাম, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “এমন আয়োজন দেশের প্রতিটি স্কুল-কলেজে ছড়িয়ে পড়ুক—যাতে শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক চিন্তা ও সৃজনশীলতার পথে আরও এগিয়ে যেতে পারে।”

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব নিয়মিতভাবে বিভিন্ন স্কুল-কলেজে সায়েন্স শো ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানচর্চার অনুপ্রেরণা জাগিয়ে চলেছে।

Didn’t get the chance to register online?No worries — on-the-spot registration for the 11th RUSC Recruitment Camp 2025 i...
09/10/2025

Didn’t get the chance to register online?
No worries — on-the-spot registration for the 11th RUSC Recruitment Camp 2025 is now open!

Interested students can directly come to the venue and complete their registration process on the spot.
Don’t miss this final opportunity to become a part of the Rajshahi University Science Club, a platform committed to fostering scientific spirit, innovation, and teamwork among university students.

🔹 Date: 10-11 October, 2025
🔹 Venue: Jamal Nazrul Islam Science Building, University of Rajshahi

Bring your enthusiasm, curiosity, and a printed copy of your CV — and take your first step into the world of science with RUSC.

Address

University Of Rajshahi
Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Rajshahi University Science Club - RUSC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rajshahi University Science Club - RUSC:

Share