15/08/2021
মতামত: অর্জন!
লিখেছেন: জি এইচ হাবিব
*
প্রকাশনা খুবই গুরুতর একটি বিষয়। ইদানীং দেখছি নতুন কেউ কেউ প্রকাশনায় আসছেন, ভালো কিছূ বই প্রকাশের কথা ঘোষণাও করছেন।
ভালো খবর। আমি তাদের সাফল্য কামনা করি।
কিন্তু সনাতনী বিপণন, গ্ৰন্থাগার, আর প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় এসব প্রকাশনা লেখক, অনুবাদক, পাঠকের ওপর তেমন কোনো প্রভাব ফেলবে কিনা সন্দেহ।
নতুন নতুন পাঠকের কাছে ভালো বইয়ের খবর পৌঁছানো, সেসব বই তাদের কাছে সহজলভ্য করা, বই পাঠের সংস্কৃতির রক্তশূন্যতা দূর করা, এসব না হলে কী লাভ?
সম্প্রতি ‘নট ফর সেল ক্লাব’ নামের একটি স্থান থেকে বইপ্রকাশ ও বিপণন-এর একটি অভিনব ধারণা কথা জানতে পারলাম। জানিনা কত টুকু কাজ করবে সেটা। তাদের ভিডিও দেখে যতটুকু বুঝেছি, ১০০০ জন বই পাগল মানুষের কাছ থেকে ১০০০ টাকা ক’রে নিয়ে ১০ লক্ষ টাকার একটা পুঁজি সংগ্রহ ক’রে একটি ভালো বইয়ের ১০০০ কপি কালেক্টরস এডিশন (হার্ড বাউন্ড) ছাপিয়ে লেখক/অনুবাদককে ১ লক্ষটাকা সম্মানী বুঝিয়ে দিয়ে সেই ১০০০ জন বই পাগলের প্রত্যেককে একটি ক’রে কালেক্টরস এডিশন দিতে চান তাঁরা। তারপর উদ্বৃত্ত টাকা দিয়ে সেই বইটির অত্যন্ত মানসম্পন্ন পেপারব্যাক সংস্করণ বের ক’রে সেই ১০০০ জনকে ৫টি ক’রে বই বিনামূল্যে সরবরাহ করতে চান (তার মানে মোট ৫০০০ কপি), যেগুলোর প্রতিটি সেই বই পাগল ২৫০ টাকায় বিক্রি করবেন (যদিও সাধারণভাবে সেটার দাম হওয়ার কথা ৫০০/ +)। তো, সেই পাঁচ কপি চমৎকার পেপপার ব্যাক বিক্রির ১২৫০/ টাকা বই পাগলরা নিজেদের কাছে রেখে দেবেন। তার মানে, তাদের দেয়া ১০০০ টাকার বদলে তারা পেলেন একটি বইয়ের কালেক্টরস এডিশন, আর ১২৫০ টাকা।
জানি না, আরেকটি বইয়ের কালেক্টরস এডিশন বের করবার জন্য আরো ১০০০ বই পাগল তারা কিভাবে পাবেন (হয়ত, আগের ১০০০ জনের মধ্যে কেউ কেউ নতুন প্রজেক্টে টাকা দেবেন; তারপরেও নতুন বেশ কিছূ বই পাগল জোগাড় করতে হবে তাদের, যারা একই প্রক্রিয়ায় আরো একটি বইয়ের কালেক্টরস এডিশন আর ৫টি বিক্রয়যোগ্য পেপার ব্যাক পাবেন)। ইতিমধ্যে তারা সেপিয়েন্সের একটি বাংলা অনুবাদের কালেক্টরস এডিশন তৈরি করেছেন, সঙ্গে পেপারব্যাক তৈরি করেছেন। সেই সঙ্গে সেপেয়েন্সের গ্রাফিক সংসকরণটির বাংলঅ ক’রে সেটার কালেক্টরস এডিশন-ও তৈরি করেছেন। মুদ্রণের মান ভিডিওতে দেখে চমৎকৃত হয়েছি । আশা করি শিগগিরিই সামনাসামনি দেখতে পাবো। ...জানি, ইউপিএল সেপিয়েন্স বইটির অনুবাদের সত্ত কিনে সেটা প্রকাশ করেছেন। ফলে নট ফর সেল ক্লাবের সঙ্গে এটা নিয়ে তাদের একটা দ্বন্দ তৈরি হয়েছে। জানি না এটা কিভাবে মিমাংসীত হবে। তবে, অন্য বইয়ের ক্ষেত্রেও এই নট ফর সেল ক্লাবের এই উদ্যোগ সফল হলে বেশ নতুন একটা ব্যাপার হবে বলে মনে হয়।
দেখা যাক।
কমেন্টে নট ফর সেল ক্লাবের কর্মকাণ্ড সম্পর্কে তাদের কয়েকটি ভিডিও এবং পোস্ট দেয়া হলো।
=========
NFSC মন্তব্য...
আপনার মতামতে আমরা আবেগকাতর! প্রসঙ্গত আমরা ১০০১ জন অতিক্রম করেছি গত মাসেই এবং “নট ফর সেল ক্লাব” তার বিকাশকে গতিশীল করতে প্রায় ২ কোটি টাকার একটি ফান্ড ক্রিয়েট করে ফেলেছে করে ইতিমধ্যেই! আমরা কিছু জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে যাচ্ছি আগামী ২ মাসে! আমাদের যাত্রায় আপানাকে পাশে পেলে আমরা প্রবল আনন্দিত হবো!
ধন্যবাদ!