NFSC - Rajshahi BookZone

NFSC - Rajshahi BookZone বাংলাদেশের সর্বপ্রথম (কালেক্টর'স এডিশন-বিক্রয়ের জন্য নয়) বই সংগ্রহের অংশীদারী ক্লাব।

মক্কায় মুহাম্মদ (সঃ)ক্লাব প্রকাশ ০৬***কালেক্টর'স এডিশন (৩২ পৃষ্ঠা রঙিন, সাথে ৩৬ ইঞ্চি ম্যাপ)অংশীদারিত্ব: ১৫০০/- টাকা!পেপ...
22/06/2022

মক্কায় মুহাম্মদ (সঃ)
ক্লাব প্রকাশ ০৬
***

কালেক্টর'স এডিশন (৩২ পৃষ্ঠা রঙিন, সাথে ৩৬ ইঞ্চি ম্যাপ)
অংশীদারিত্ব: ১৫০০/- টাকা!

পেপারব্যাক: (৩২ পৃষ্ঠা রঙিন)
জন্মদায়: ???/- টাকা!

18/06/2022
এটা নাকি পেপারব্যাক!বলে কি…!!২০১৪ সালে নোবেলজয়ী উপন্যাসিকের উপন্যাসসহ দুটি বই একই মলাটে...পারফিউম+আউট অফ দ্যা ডার্ক (সংয...
17/06/2022

এটা নাকি পেপারব্যাক!
বলে কি…!!

২০১৪ সালে নোবেলজয়ী উপন্যাসিকের উপন্যাসসহ দুটি বই একই মলাটে...

পারফিউম+আউট অফ দ্যা ডার্ক (সংযুক্ত জমজ বই)

আমাদের বুকজোন থেকে সংগ্রহ করতে পারবেন খুব শ্রীগ্রই।

সংগ্রহদায়: ২২০/-টাকা

বিঃ দ্রঃঃ
প্রতিটি পেপারব্যাক সেল্ফ-এডেসিভ পলিপ্যাকে সংরক্ষিত রাখা হয়েছে।

তৈরি হচ্ছে হিমালয়:জয়ের, একতার,বিপ্লবের, আস্থার,প্রতিবাদের, পরিবর্তনের!Not For Sale Clubক্রয় নয়, অর্জন করুন!
16/06/2022

তৈরি হচ্ছে হিমালয়:
জয়ের, একতার,
বিপ্লবের, আস্থার,
প্রতিবাদের, পরিবর্তনের!

Not For Sale Club
ক্রয় নয়, অর্জন করুন!

নট ফর সেল ক্লাবক্লাব প্রকাশ ০৬ (জুলাই ২০২২)***কালেক্টর'স এডিশন: ৩৬ ইঞ্চি ম্যাপ সংস্করণ, সাথে ২৪ পৃষ্ঠার রঙ্গীন ভৌগলিক ব্...
16/06/2022

নট ফর সেল ক্লাব
ক্লাব প্রকাশ ০৬ (জুলাই ২০২২)
***

কালেক্টর'স এডিশন:
৩৬ ইঞ্চি ম্যাপ সংস্করণ, সাথে ২৪ পৃষ্ঠার রঙ্গীন ভৌগলিক ব্যাখ্যাসহ!

বিঃদ্রঃ
ম্যাপ সংস্করণ পাবার নিশ্চয়তা পাবেন, পারফিউম/আউট অফ দ্যা ডার্কে অংশ নেওয়া সদস্যগণ; পেপারব্যাকে ম্যাপ থাকবে না!

রাজশাহী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানুষজন ক্লাব প্রকাশিত "সেপিয়েন্স গ্রাফিক নভেল"   পেপারব্যাক পেতে পেজে যোগাযোগ করুন। 😍...
27/09/2021

রাজশাহী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানুষজন ক্লাব প্রকাশিত "সেপিয়েন্স গ্রাফিক নভেল" পেপারব্যাক পেতে পেজে যোগাযোগ করুন। 😍😍

“নট ফর সেল ক্লাব” ৪র্থ কালেক্টর’স এডিশন!মক্কায় মুহাম্মদ (সঃ): কালেক্টর’স এডিশন (ম্যাপ সংস্করণ)*প্রুফ রিডিং, এডিটিং, ভাষা...
26/09/2021

“নট ফর সেল ক্লাব”
৪র্থ কালেক্টর’স এডিশন!

মক্কায় মুহাম্মদ (সঃ): কালেক্টর’স এডিশন (ম্যাপ সংস্করণ)

*
প্রুফ রিডিং, এডিটিং, ভাষা সম্পাদন চলছে; এরসাথে চলছে বাংলাদেশের বড় কয়েকটি প্রতিষ্ঠান কতৃক তথ্য যাচাই করার প্রক্রিয়া!

সবকিছু স্বাভাবিক চললে,
এই প্রকাশনাটির ম্যাপ সংস্করণ ঐতিহাসিক হবে!

ক্লাব “ঈভের ডায়েরি” নিয়ে ভাবছে! কিন্তু সমস্যা হচ্ছে চায়না থেকে প্রচ্ছদ করে আনতেই বইপ্রতি ১০০০ টাকা লাগবে! সদস্যগণ মতামত ...
25/09/2021

ক্লাব “ঈভের ডায়েরি” নিয়ে ভাবছে! কিন্তু সমস্যা হচ্ছে চায়না থেকে প্রচ্ছদ করে আনতেই বইপ্রতি ১০০০ টাকা লাগবে! সদস্যগণ মতামত দিয়ে রাখুন!

“কালেক্টর’স এডিশন” ২ হাজারের কাছাকাছি দাঁড়াতে পারে!

মক্কায় মুহাম্মদ (সঃ): কালেক্টর'স এডিশন (ম্যাপ সংস্করণ)মূল: ডব্লিউ. এম. ওয়াটভাষান্তর: প্রান্ত হাসান*"নট ফর সেল ক্লাব"-এর ...
23/09/2021

মক্কায় মুহাম্মদ (সঃ): কালেক্টর'স এডিশন (ম্যাপ সংস্করণ)
মূল: ডব্লিউ. এম. ওয়াট
ভাষান্তর: প্রান্ত হাসান

*

"নট ফর সেল ক্লাব"-এর ৪র্থ কালেক্টর'স এডিশনের সাথে দেয়া হবে ১৯ ডলার মূল্যমানের ৭০টি স্থান/বিষয় ও সাহাবীদের বাসস্থান চিহ্নিত ৩২ ইঞ্চি মাপের "৬০০ সালের মক্কা" বাংলা ম্যাপ!

ঘোষণা আসবে ০১ অক্টোবর, ২০২১, রাত ১০. ৩৭ মিনিটে!

১ মিনিটে ক্লাব:
https://youtu.be/u_Sdneo1eok

১ ঘন্টায় ক্লাব:
https://youtu.be/Mu0MVmzYMxs

NFSC সদস্যগণ…!* দয়া করে আপনার জন্য নির্মিতকুরিয়ার বক্সের রূপকে চিনে রাখুন……
23/09/2021

NFSC সদস্যগণ…!

* দয়া করে
আপনার জন্য নির্মিত
কুরিয়ার বক্সের রূপকে চিনে রাখুন……

বুদ্ধ বলেছেন:তুমি যদি তোমার ভেতরে আমাকে খুঁজিয়া না পাও, তবে তোমার বুদ্ধত্ব লাভের সম্ভবনা কম! আমার কোনো প্রতিমূর্তি, ছবি...
22/09/2021

বুদ্ধ বলেছেন:

তুমি যদি তোমার ভেতরে আমাকে খুঁজিয়া না পাও, তবে তোমার বুদ্ধত্ব লাভের সম্ভবনা কম! আমার কোনো প্রতিমূর্তি, ছবি, বক্তব্য না বুঝিয়া সংরক্ষণ করিওনা; যদি নিজের হৃদয়ে আমাকে উপলব্ধি করো, তবে সেখানেই ধারণ করিও! মনে রাখিও: তোমার বোধ ছাড়া বুদ্ধের জন্য নির্ধারিত কোনো স্থান নেই! আরও মনে রাখিও: বুদ্ধ কোনো একক মানুষের নাম নয়, বুদ্ধ একটি উপলব্ধি মাত্র!

NFSC-এর পক্ষ থেকে সকল বুদ্ধদের স্বাগতম!

21/09/2021

Not For Sale Club

০১ মিনিটে বুঝলে বুঝপাতা;
না বুঝলে তেজপাতা!

Not For Sale Club“ক্রয় নয়, অর্জন করুন!”*প্লিজ! জেনে রাখুন……আমরা পাগল পাঠক, আমাদের পাঠ এবং বইয়ের বোধ বিকাশের পাগলামীকে টা...
21/09/2021

Not For Sale Club
“ক্রয় নয়, অর্জন করুন!”

*
প্লিজ!
জেনে রাখুন……
আমরা পাগল পাঠক, আমাদের পাঠ এবং বইয়ের বোধ বিকাশের পাগলামীকে টাকার মূল্যে বিবেচনা করার বোকামী করবেন না!

ভাবুন; ভাবা প্র্যাকটিস করুন!লিখেছেন: Ariful Hossain Tuhin*ইউরোপে মধ্যযুগে একসময় পারপেচুয়াল মোশন নিয়া অবসেশন ছিল। এমন এক ...
20/09/2021

ভাবুন; ভাবা প্র্যাকটিস করুন!
লিখেছেন: Ariful Hossain Tuhin

*

ইউরোপে মধ্যযুগে একসময় পারপেচুয়াল মোশন নিয়া অবসেশন ছিল। এমন এক যন্ত্র যাকে একবার এনার্জি দিলে সারাজীবন চলতে থাকবে।

বিজ্ঞান, আর নিশ্চিত করে বলতে গেলে পদার্থবিজ্ঞান একটু সাইজে আসে নিউটনের পরে। তবে থার্মোডাইনামিক্সের সঠিক ফর্মুলেশনের জন্যে উনিশ শতক পর্যন্ত অপেক্ষা করতে হয়।

সুতরাং তাত্বিকভাবেই এই পারপেচুয়াল মোশন সম্ভব না এই ব্যাপারটাই অনেকর মাথায় ছিল না। অনেক বুদ্ধিমান লোকেও এইসব ঘোড়ার আণ্ডা মেশিন বানানোর চেষ্টা করতেন। নিউটন নিজেও আরেক ফ্যান্টাসি আলকেমির পিছনে দৌড়াইতেন। জীবনে মেয়ে মানুষের কাছে না যাওয়া এই মানুষ সীসা থেকে সোনা বানাইয়া আসলে কি লাভ করতে পারতেন সেইটা আমি জানি না, কিন্তু তার চিন্তাভাবনার অনেকটা অপচয় তিনি করছেন এইসব কাজকাম করে।

যাই হোক।

ইকোনমিক্সএও শূন্য থেকে ভ্যালু তৈরী হয় না। ক্যাপিটাল এর সাথে লেবার মিশিয়ে(আমি মার্ক্সিস্ট/নিউক্ল্যাসিকাল ঝামেলায় যাইতেছি না, সাদা বাংলায় বললাম) ভ্যালু তৈরী হয়।

সুতরাং যখনই কেউ কিভাবে লাভ করতেছে সেইটা আপনি বুঝবেন না, তখন ৯৯ শতাংশ ক্ষেত্রে ঐ ব্যবসা ভুয়া, ১ শতাংশ হইতেছে কমপ্লেক্স ফিনানশিয়াল/স্পেকুলেটিভ ইন্সট্রুমেন্ট। এই ১ শতাংশকেও ইন প্রিন্সিপাল বুঝা যায়, আমরা এগুলাতে এক্সপোজড না থাকায় অনেক সময় বুঝি না।

পৃথিবীতে যেমন পার্পেচুয়াল মোশন বলে কিছু নাই, তেমনি উৎপাদন মূল্য থেকে কমে বিক্রি করে কোন লাভ হওয়ায় সম্ভব না। সিম্পল এরিথমেটিক।

পার্পেচুয়াল মোশন আছে দাবী করা হইছিল এমন একটা মেশিনের ছবি দিলাম। দেখতে সফিস্টিকেটেড আছে কিন্তু! কোন জিনিস দেখতে এলাহি কারবার মনে হইলে অনেক সময় মানুষ চক্ষু চড়কগাছ হয়ে যায়। ভাবতে থাকে এত বড় কারবার নিশ্চয়ই কোন একটা ব্যাপার আছে যেইটা "স্বপ্নের ফেরিওয়ালা" অমুক জানে, আমি জানি না।

নিজের একটা অভিজ্ঞতা বলি। একটা কোম্পানিতে আমি শেষ কয়েকমাসের বেতনের মায়া ছেড়ে ভাগছিলাম। ঐখান থেকে পলানোর চেষ্টা অবশ্য আগে থেকেই করতেছিলাম। কারন বিপুল খরচ করে কোম্পানি চালাইলেও আমি কোনভাবেই বুঝতেছিলাম না কিভাবে রেভিনিউ আসবে। তখন ঐ কোম্পানির প্রতি আস্থা রাখা অনেকেই ছিলেন। তারা বলত নিশ্চয়ই একটা বিষয় আছে যেটা আমরা বুঝতেছিনা, কিন্তু এমডি সাব বুঝতেছেন। আমি কখনই এই যুক্তিটা মানতে পারি নাই। আমি আগে ভেগে বাইচা গেলেও অনেকে আরও বহুদিন বিশ্বাস রাখছিলেন অনেক বড় ধরা খাইছিলেন।

আমার কাছে এই ধরনের যুক্তি খুব ইনসাল্টিং লাগে। আমি কি ঘাস খাই নাকি যে বুঝব না একটা সফটওয়ার কোম্পানি কিভাবে রেভেনিউ করবে?

২০০৯ এ আমাদের দাদার বাড়িতে তখন ডেস্টিনির খুব রমরমা। চাচাতো ভাই সহ আরও অনেকের সাথে গভীর রাত পর্যন্ত তর্ক করলাম ডেস্টিনির "কমিশন" গুলা আসলে কোন ব্যবসা করে আসে? কয়জন ডেস্টিনি ফোন কিনে? কালোজিরা কিনে? ডেস্টিনি পেপার রাখে। নাকি একজনের টাকা আরেকজনকে দিতেছে? এইসব তর্কের শেষে আমার সাথে পাইড়া না উঠা একজন যখন সবাই ঘুমাইতে যাইতেছিল তখন মন্তব্য করল, "এত বড় ব্যাপার, এত মানুষকে দিতেছে, নিশ্চয়ই ওরা জাইনাই দিতেছে, আমরা বুঝতেছি না"।

অনেকগুলা মানুষ একযায়গায় দেখলেই আমাদের মনে একটা স্বস্তি চলে আসে।

আমরা ভুলে যাই এক লাখ মানুষ মিলে যদি ১১ তলা বিল্ডিং থেকে লাফ দেই, তাহলে আরও ৯৯,৯৯৯ জন মানুষ আমার সাথে লাফ দিছে এই জন্যে আমি বেচে যাবো না। সবারই নিচে পরে মাথা ফেটে মগজ বেড়িয়ে যাবে।

প্রথাগত প্রকাশনা!লিখেছেন: Kabir Uddin*১৮ কোটি মানুষের জনসংখ্যার দেশ, অথচ প্রকাশকরা একটি বইয়ের মুদ্রণে ৫০০ কপির বেশী ছাপা...
20/09/2021

প্রথাগত প্রকাশনা!
লিখেছেন: Kabir Uddin

*

১৮ কোটি মানুষের জনসংখ্যার দেশ, অথচ প্রকাশকরা একটি বইয়ের মুদ্রণে ৫০০ কপির বেশী ছাপাতে সাহস পায় না!!!

এই জাতির অন্তঃসারশূন্যতা এই একটি ঘটনাতে স্পষ্টভাবে প্রকাশ। হয়তো কেউ যুক্তি দেখাবে নতুন লেখক কিংবা আজেবাজে বইয়ের কাটতি কম বিধায় এমনটি করে থাকে প্রকাশকরা। এটিও ভুল কথা, অনেক বিখ্যাত সাহিত্যিকদের ক্ষেত্রে প্রকাশকরা বেশী কপি ছাপান না। আমিও এমনও দেখেছি, একটি প্রিয়ডিক নভেল ১ম মুদ্রণের স্টক শেষ হয়ে যাবার পরও প্রকাশকরা ২য় মুদ্রণে যাননি? অথচ ভাল মানের প্রিয়ডিক নভেল লিখেছেন তিনি। একটি প্রিয়ডিক নভেল লিখতে কত পড়াশোনা আর শ্রম দিতে হয়, সেটি কেবল লেখকেরাই জানে। এর উপর রয়েছে লেখকরা পারিশ্রমিক পান না। একপ্রকার ফ্রি ফ্রি লিখিয়ে নেয় প্রকাশকরা। আবার বই না চললে উল্টো ভাব মারায় লেখকদের উপর।

যে দেশে ১৮ কোটি মানুষ রয়েছে অথচ লেখকেরা পারিশ্রমিক পান না স্রেফ বইয়ের কাটতি নেই বলে, সেই দেশের মানুষ আসলে কি নিয়ে গর্ব করে? যখন দেখি এই দেশের কোন নাগরিক গর্ব করছে আমার কাছে ঐ নাগরিকটিকে পার্ভাট ছাড়া আর কিছু মনে হয় না।

খোঁজ দ্যা সার্চ! রূপবান: গ্রাফিক নভেল (কালেক্টর’স এডিশন)[প্রথম দলের কাজের স্যাম্পল]*NFSC বাংলার অমর গল্প “রূপবান”-এর গ্র...
20/09/2021

খোঁজ দ্যা সার্চ!
রূপবান: গ্রাফিক নভেল (কালেক্টর’স এডিশন)
[প্রথম দলের কাজের স্যাম্পল]
*

NFSC বাংলার অমর গল্প “রূপবান”-এর গ্রাফিক নভেল করতে চায়! আপনি যদি রূপবান গল্পের ২০০ পৃষ্ঠার একটি গ্রাফিক নভেল তৈরি করে দিতে সক্ষম হন, তবে NFSC আপনাকে ১ লক্ষ টাকা প্রকাশের আগেই সম্মানী দেবে এবং পরবর্তী প্রতিটি পেপারব্যাকের জন্য ১০ টাকা সম্মানী প্রদান করতে থাকবে! ক্লাব জানে কীভাবে রূপবানের লাখ কপি বন্টন সম্ভব; গল্পের গ্রাফিক নভেল রূপান্তর এবং আঁকার মান হতে হবে প্রফেশনাল স্তরের!

দায়িত্ব গ্রহণের জন্য নিচের সংযুক্ত গল্পটুকুর ৫ পৃষ্ঠার গ্রাফিক রূপান্তরকে টেষ্ট কপি হিসাবে দেখা হবে!

=====

জংলিরাজা রূপবানের দুঃখ-কষ্টের কথা শুনে বনের মধ্যে রূপবান ও রহিমের বসবাসের জন্য একটি ঘর তৈরি করে দেন। সে-ঘরেই রূপবান বসবাস করতে শুরু করে। একদিন ঘরের উঠোনে শিশু রহিমকে ঘুম পাড়িয়ে রূপবান পানি আনতে ঘাটে যায়। এসে দেখে একটি হিংস্র বাঘ রহিমের দিকে এগোচ্ছে। রূপবান ভয়ংকর ওই দৃশ্য প্রত্যক্ষ করে গান ধরে:

খেয়ো না খেয়ো না বাঘ-রে,
ও বাঘ খেয়ো না মোর পতি-রে
বনের বাঘ বাঘ-রে!

হাতে ধরি পায়ে ধরি-রে,
ও বাঘ ছেড়ে দাও মোর পতি-রে
বনের বাঘ বাঘ-রে!

গান গাইতে গাইতে রূপবান তার ধর্মের বাবা জংলিরাজাকে ডাকে; রূপবানের আর্তনাদ শুনে জংলিরাজা ছুটে এসে বাঘের সঙ্গে লড়াই শুরু করেন। কিছুক্ষণ জংলিরাজা ও বাঘের যুদ্ধ চলে এবং একসময় বাঘ জংলিরাজার হাতে মারা পড়ে।

=====

বিঃদ্রঃ
পুরো গল্পের রূপরেখার জন্য ১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত লোককাহিনী নির্ভর বাংলাদেশী চলচ্চিত্র রূপবানের সহয়তা নিতে পারেন। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সালাউদ্দিন। এতে রূপবান ভূমিকায় অভিনয় করেন সুজাতা।

স্যাম্পল জমা দেবার শেষ তারিখ:
৩০ অক্টোবর, ২০২১

বুদ্ধ: গ্রাফিক গাইড (কালেক্টর’স এডিশন)*বাংলাদেশের সর্বপ্রথম ৫০ পর্বের জীবনী/বিষয়ভিত্তিক ধারাবাহিক বইয়ের প্রথম পর্ব “বুদ্...
19/09/2021

বুদ্ধ: গ্রাফিক গাইড (কালেক্টর’স এডিশন)

*

বাংলাদেশের সর্বপ্রথম ৫০ পর্বের জীবনী/বিষয়ভিত্তিক ধারাবাহিক বইয়ের প্রথম পর্ব “বুদ্ধ”-এর সম্পাদনা টেবিল থেকে ছবিগুলো চুরি করে আনা!

সিরিজের প্রথম বই, মানে ৫০:০১ এটি!

পাঠক VS বিক্রেতা*ভেবে বের করুন, আপনি কার দলে?!
19/09/2021

পাঠক VS বিক্রেতা

*ভেবে বের করুন, আপনি কার দলে?!

মধু পূর্ণিমা……*যাহা যাইতেছেবুদ্ধ: গ্রাফিক গাইড (কালেক্টর’স এডিশন)আনবক্স টিমের কাছে……!!
19/09/2021

মধু পূর্ণিমা……

*

যাহা যাইতেছে
বুদ্ধ: গ্রাফিক গাইড (কালেক্টর’স এডিশন)
আনবক্স টিমের কাছে……!!

19/09/2021
Not For Sale Club*“ক্রয় নয়, অর্জন করুন!”বীভৎস বিপ্লবে স্বাগতম!
19/09/2021

Not For Sale Club

*

“ক্রয় নয়, অর্জন করুন!”
বীভৎস বিপ্লবে স্বাগতম!

19/09/2021

ধন্যবাদ ৭১ টিভি!

==========

বুদ্ধ আসছেন!

খোঁজ দ্যা সার্চ!রূপবান: গ্রাফিক নভেল (কালেক্টর’স এডিশন)*NFSC বাংলার অমর গল্প “রূপবান”-এর গ্রাফিক নভেল করতে চায়! আপনি যদি...
31/08/2021

খোঁজ দ্যা সার্চ!
রূপবান: গ্রাফিক নভেল (কালেক্টর’স এডিশন)

*

NFSC বাংলার অমর গল্প “রূপবান”-এর গ্রাফিক নভেল করতে চায়! আপনি যদি রূপবান গল্পের ২০০ পৃষ্ঠার একটি গ্রাফিক নভেল তৈরি করে দিতে সক্ষম হন, তবে NFSC আপনাকে ১ লক্ষ টাকা প্রকাশের আগেই সম্মানী দেবে এবং পরবর্তী প্রতিটি পেপারব্যাকের জন্য ১০ টাকা সম্মানী প্রদান করতে থাকবে! ক্লাব জানে কীভাবে রূপবানের লাখ কপি বন্টন সম্ভব; গল্পের গ্রাফিক নভেল রূপান্তর এবং আঁকার মান হতে হবে প্রফেশনাল স্তরের!

দায়িত্ব গ্রহণের জন্য নিচের সংযুক্ত গল্পটুকুর ৫ পৃষ্ঠার গ্রাফিক রূপান্তরকে টেষ্ট কপি হিসাবে দেখা হবে!

=====

জংলিরাজা রূপবানের দুঃখ-কষ্টের কথা শুনে বনের মধ্যে রূপবান ও রহিমের বসবাসের জন্য একটি ঘর তৈরি করে দেন। সে-ঘরেই রূপবান বসবাস করতে শুরু করে। একদিন ঘরের উঠোনে শিশু রহিমকে ঘুম পাড়িয়ে রূপবান পানি আনতে ঘাটে যায়। এসে দেখে একটি হিংস্র বাঘ রহিমের দিকে এগোচ্ছে। রূপবান ভয়ংকর ওই দৃশ্য প্রত্যক্ষ করে গান ধরে:

খেয়ো না খেয়ো না বাঘ-রে,
ও বাঘ খেয়ো না মোর পতি-রে
বনের বাঘ বাঘ-রে!

হাতে ধরি পায়ে ধরি-রে,
ও বাঘ ছেড়ে দাও মোর পতি-রে
বনের বাঘ বাঘ-রে!

গান গাইতে গাইতে রূপবান তার ধর্মের বাবা জংলিরাজাকে ডাকে; রূপবানের আর্তনাদ শুনে জংলিরাজা ছুটে এসে বাঘের সঙ্গে লড়াই শুরু করেন। কিছুক্ষণ জংলিরাজা ও বাঘের যুদ্ধ চলে এবং একসময় বাঘ জংলিরাজার হাতে মারা পড়ে।

=====

বিঃদ্রঃ
পুরো গল্পের রূপরেখার জন্য ১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত লোককাহিনী নির্ভর বাংলাদেশী চলচ্চিত্র রূপবানের সহয়তা নিতে পারেন। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সালাউদ্দিন। এতে রূপবান ভূমিকায় অভিনয় করেন সুজাতা।

ঈভের ডায়েরি (কালেক্টর'স এডিশন: হ্যান্ডরাইটিং সংস্করণ)মূলঃ মার্ক টোয়েনভাষান্তরঃ ফরিদ আহমেদ "এই পৃথিবীতে আমার বয়স এখন প্রা...
30/08/2021

ঈভের ডায়েরি
(কালেক্টর'স এডিশন: হ্যান্ডরাইটিং সংস্করণ)

মূলঃ মার্ক টোয়েন
ভাষান্তরঃ ফরিদ আহমেদ


"এই পৃথিবীতে আমার বয়স এখন প্রায় একদিন। আমার মনে হয় আমি গতকাল এখানে এসেছি। এমন মনে হওয়াটা সঠিক হবারই কথা। কারণ, গতকালের আগে যদি কোনো দিন থেকেও থাকে, আমি সেখানে ছিলাম না; থাকলে, আমার তা অবশ্যই মনে থাকতো। অথবা এমনও হতে পারে গতকালের আগের দিনটা আসলেই ছিলো। কিন্তু, আমি সেটা খেয়াল করি নাই। যাই হোক, এখন থেকে এ ব্যাপারে আমি খুব সচেতন থাকবো। যদি গত দিনের আগের দিনের কোনো স্মৃতি আমার মনে আসে, আমি সেটার বর্ণনা নিশ্চিত টুকে রাখবো। সবচেয়ে ভালো হবে টুকে রাখার বিষয়টা এখন থেকেই শুরু করলে; এতে করে ভুলে যাবার সম্ভাবনা তেমন থাকবে না। আমার কেনো যেনো মনে হচ্ছে একদিন এই বর্ণনাগুলো ভবিষ্যতের ঐতিহাসিকদের কাছে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।" - ঈভ

১১৫ বছর পর বাংলা ভাষায় প্রকাশিত হতে যাচ্ছে, "নট ফর সেল ক্লাব" থেকে, মার্ক টোয়েনের কালজয়ী রচনা "ঈভের ডায়েরি"-এর (কালেক্টর'স এডিশন: হ্যান্ডরাইটিং সংস্করণ)! আমরা আশাবাদী প্রকাশনার জগতে এটি আরও একটি মাইলফলক হতে যাচ্ছে!

বুদ্ধ: গ্রাফিক গাইড (কালেক্টর’স এডিশন)*গৌতম বুদ্ধ ছিলেন একজন তপস্বী। খ্রিস্টপূর্ব আনুমানিক পঞ্চম বা ষষ্ঠ শতকে নেপালের লু...
30/08/2021

বুদ্ধ: গ্রাফিক গাইড (কালেক্টর’স এডিশন)

*

গৌতম বুদ্ধ ছিলেন একজন তপস্বী। খ্রিস্টপূর্ব আনুমানিক পঞ্চম বা ষষ্ঠ শতকে নেপালের লুম্বিনীতে তিনি জন্মগ্রহণ করেন। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ মানব সভ্যতার একজন ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। মানব জীবনের দুঃখ, কষ্ট ও যন্ত্রণা থেকে মুক্তির উপায় হিসেবে তিনি তাঁর অনুগামীদের পথ-নির্দেশিকা দিয়ে গেছেন।

গৌতম বুদ্ধ বলেন: নির্বাণ লাভ কিংবা কামনা-বাসনা থেকে মুক্তি লাভে দুঃখের অবসান ঘটে; এতে দূর হয় অজ্ঞানতা, মেলে পূর্ণ শান্তি!

হিংসায় উন্মত্ত পৃথিবীতে জীবন, সুখ, শান্তি, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, ধ্যান, আধ্যাত্মিকতা, জ্ঞান ও অনুপ্রেরণা বিষয়ে গৌতম বুদ্ধের যাপিত জীবন মানুষকে পথ দেখাতে পারে।

===

“বুদ্ধ: গ্রাফিক গাইড“ সম্পর্কে NFSC বলতে চায়; সম্ভবত বাংলাভাষায় বুদ্ধ’কে নিয়ে এই মানের কাজ প্রথমবার হতে যাচ্ছে! ভবিষ্যতবাণী লিখে রাখুন: “বুদ্ধ: গ্রাফিক গাইড”-এর এক কপি পেপারব্যাকের জন্য লাইন দাঁড়িয়ে যাবে!

একতায় স্বাগতম!

মক্কায় মুহাম্মদ(সঃ): কালেক্টর’স এডিশন!মূল: ডব্লিউ. এম. ওয়াটভাষান্তর: প্রান্ত হাসান!ঘোষণা আসবে “বুদ্ধ” গ্রাফিক গাইড প্রকা...
25/08/2021

মক্কায় মুহাম্মদ(সঃ): কালেক্টর’স এডিশন!
মূল: ডব্লিউ. এম. ওয়াট
ভাষান্তর: প্রান্ত হাসান!

ঘোষণা আসবে “বুদ্ধ” গ্রাফিক গাইড প্রকাশের পরেই! (প্রচ্ছদটি সাময়িক)

কালেক্টর’স এডিশন কাহাকে বলে?*এবাদুর রহমানের তৃতীয় উপন্যাস মজনু শাহ ফকিরা মুদ্রিত হবে মাত্র ১৭ কপি। ইউরোপে প্রতি কপি বইয়ে...
22/08/2021

কালেক্টর’স এডিশন কাহাকে বলে?
*
এবাদুর রহমানের তৃতীয় উপন্যাস মজনু শাহ ফকিরা মুদ্রিত হবে মাত্র ১৭ কপি। ইউরোপে প্রতি কপি বইয়ের দাম হবে ৩ লাখ টাকা। ইতালির এক শিল্পী মরক্কো চামড়ায় এটি বাঁধাই করবেন। লেখক, গবেষক ও আর্ট কিউরেটর এবাদুর রহমান তার তৃতীয় উপন্যাস মজনু শাহ ফকিরা লিখেছেন প্রায় ১৬ বছর ধরে। উপন্যাসটির কাহিনী গড়ে উঠেছে ব্রিটিশ শাসনপূর্ব উত্তর ভারতের রাজ্য আওয়াধের শেষ নবাব ওয়াজিদ আলী খাঁর রান্নাঘরে কাজ করা একজন তরুণ ফরাসি বাবুর্চিকে ঘিরে।

এবাদুর রহমান তার এক ফেসবুক পোস্টে ঘোষণা দিয়েছেন এই উপন্যাসটি ছাপা হবে মাত্র ১৭ কপি। প্রতি কপির আন্তর্জাতিক দাম ধরা হয়েছে ৩ লাখ টাকা। আর বাংলাদেশের কেউ কিনতে চাইলে দাম পড়বে ১ লাখ ১০ হাজার টাকা।

একটি বিশেষ প্রদর্শনী করে এ বই উন্মোচন করবেন তিনি। শুধু সীমিত মুদ্রণই নয়, বইটির বাঁধাই ও অঙ্গসৌষ্ঠবেও অভিনবত্ব থাকবে। এটি নিজেই হয়ে উঠবে একটি শিল্পকর্ম। এবাদুর রহমান তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, সাধারণ কোনো প্রেসে ছাপা হবে না বইটি। এর ফন্টের নকশাও করা হয়েছে বিশেষভাবে।

এবাদ লিখেছেন, হাতে বানানো এসিড-ফ্রি কাগজে, জাফরান ও মধু মেশানো তাবিজ লেখার একটি বিশেষ কালিতে বইটি ছাপা হবে। রেনেসাঁস আমলে উত্তর ইউরোপীয় পন্ডিতেরা, আলেপ্পো থেকে আসা বইকে যে মরক্কো লেদারের পুট খোলা বিশেষ বাঁধাইতে আবদ্ধ করতেন, তা প্রয়োগ করে বইটি বাঁধাই করবেন ইতালিতে বসবাসকারী এমন একজন শিল্পী, যার পরিবার ৬০০ বছর ধরে বাঁধাই পেশায় নিয়োজিত আছেন।

তবে উপন্যাসটির শেষ তিনটি পাতা এখনও লেখা হয়নি বলে জানিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে জানিয়েছেন, বছরের একটি বিশেষ দিনে তিনি ‘মজনু শাহ ফকিরা’র শেষ তিনটি পাতা লিখবেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে এবাদুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘শেষ তিন পাতা লিখব ৭ সেপ্টেম্বর, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন। এই বইয়ের শেষ শব্দ ও প্রথম শব্দ এক। কিন্তু শব্দের ওজন আলাদা রাখতে ৭ সেপ্টেম্বরই লিখে শেষ করতে হবে।’

বই বিক্রির শর্তও জুড়ে দিয়েছেন এবাদ। তিনি লিখেছেন, ‘কাউকে ২ কপির বেশি বহি দিবো না। ভারতীয় নাগরিকদের কাছে বহি বেঁচবো না। যাঁরা বই কিনবেন তাঁরা যদি আমার অপরিচিত হন, আমি আপনাদের সাথে আলাপ করবো, অন্তত একবার একসাথে বসে খাওয়াদাওয়া করবো, তারপর যদি আমার ইচ্ছা না হয়, তাইলে বহি দিবো না।’ এই ১৭ কপির পরে আর কখনও বইটি ছাপা হবে না বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

লেখকের পোস্ট লিংক:
https://

স্যার!আপনার চিন্তার মতই নতুন একটি আধুনিক চিন্তা বিকাশ করতে NFSC-এর ২০২৩ সালে ২০ কোটি টাকা দরকার; তবে সেটি আমরা অন্যদের অ...
21/08/2021

স্যার!

আপনার চিন্তার মতই নতুন একটি আধুনিক চিন্তা বিকাশ করতে NFSC-এর ২০২৩ সালে ২০ কোটি টাকা দরকার; তবে সেটি আমরা অন্যদের অনুদান হিসাবে গ্রহণ করবো না; আমরা ক্লাব মেম্বারগণ তাদের সম্মিলিত শক্তিতে নির্মাণ করবো!

আপনি কেবল আমাদের মাথার ওপর আপনার আলোর হাতটি ধরে রাখার জন্য ততদিন পর্যন্ত অপেক্ষারত থাকবেন!

ইতি,
আপনারই এক ছাত্র!
(হয়ত আলোকিত মানুষ)

জেনেসিস: সৃষ্টি থেকে বন্যা পর্যন্ত! (গ্রাফিক গাইড কালেক্টর’স এডিশন)* "নট ফর সেল ক্লাব" কতৃক প্রকাশিত ৫০ পর্বের গ্রাফিক গ...
20/08/2021

জেনেসিস: সৃষ্টি থেকে বন্যা পর্যন্ত!
(গ্রাফিক গাইড কালেক্টর’স এডিশন)

* "নট ফর সেল ক্লাব" কতৃক প্রকাশিত ৫০ পর্বের গ্রাফিক গাইড সিরিজের দ্বিতীয় বই এটি! মূলত আব্রাহামিক ধর্মমতের প্রথম ধর্মমত ঈহুদী বাইবেলের সৃষ্টিতত্ত্ব সংক্রান্ত রুপরেখার সাধারণ বোধগত বর্ণনা থাকছে এখানে! এটি বাংলাদেশের ৯১ শতাংশ মুসলিম জনগণকে বুঝতে সাহায্য করবে, ঈহুদী ধর্মমতের সাথে ইসলাম ধর্মমতের মিল বা অমিল কতটুকু; এবং NFSC আশাবাদী বইটি "বুদ্ধ: গ্রাফিক গাইড" থেকেও বেশী পাঠক প্রিয়তা পাবে!

কাজ শুরু হয়েছে;
ঘোষণাও পাবেন দ্রুত!
(বিঃদ্রঃ প্রচ্ছদটি সাময়িক)

ঈভের ডায়েরি (কালেক্টর'স এডিশন: হ্যান্ডরাইটিং সংস্করণ)মূলঃ মার্ক টোয়েনভাষান্তরঃ ফরিদ আহমেদ "এই পৃথিবীতে আমার বয়স এখন প্রা...
20/08/2021

ঈভের ডায়েরি
(কালেক্টর'স এডিশন: হ্যান্ডরাইটিং সংস্করণ)

মূলঃ মার্ক টোয়েন
ভাষান্তরঃ ফরিদ আহমেদ


"এই পৃথিবীতে আমার বয়স এখন প্রায় একদিন। আমার মনে হয় আমি গতকাল এখানে এসেছি। এমন মনে হওয়াটা সঠিক হবারই কথা। কারণ, গতকালের আগে যদি কোনো দিন থেকেও থাকে, আমি সেখানে ছিলাম না; থাকলে, আমার তা অবশ্যই মনে থাকতো। অথবা এমনও হতে পারে গতকালের আগের দিনটা আসলেই ছিলো। কিন্তু, আমি সেটা খেয়াল করি নাই। যাই হোক, এখন থেকে এ ব্যাপারে আমি খুব সচেতন থাকবো। যদি গত দিনের আগের দিনের কোনো স্মৃতি আমার মনে আসে, আমি সেটার বর্ণনা নিশ্চিত টুকে রাখবো। সবচেয়ে ভালো হবে টুকে রাখার বিষয়টা এখন থেকেই শুরু করলে; এতে করে ভুলে যাবার সম্ভাবনা তেমন থাকবে না। আমার কেনো যেনো মনে হচ্ছে একদিন এই বর্ণনাগুলো ভবিষ্যতের ঐতিহাসিকদের কাছে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।" - ঈভ

১১৫ বছর পর বাংলা ভাষায় প্রকাশিত হতে যাচ্ছে, "নট ফর সেল ক্লাব" থেকে, মার্ক টোয়েনের কালজয়ী রচনা "ঈভের ডায়েরি"-এর (কালেক্টর'স এডিশন: হ্যান্ডরাইটিং সংস্করণ)! আমরা আশাবাদী প্রকাশনার জগতে এটি আরও একটি মাইলফলক হতে যাচ্ছে!

(প্রচ্ছদটি সাময়িক)

পাগলের সুখ মনে মনে!*বর্তমানে ক্লাবের কাছে জমা আছে প্রায় ২ লক্ষ টাকার বই; সেইসাথে বুক-রিসোর্টে আসার প্রথম শর্ত হচ্ছে সকলক...
20/08/2021

পাগলের সুখ মনে মনে!

*

বর্তমানে ক্লাবের কাছে জমা আছে প্রায় ২ লক্ষ টাকার বই; সেইসাথে বুক-রিসোর্টে আসার প্রথম শর্ত হচ্ছে সকলকে আসার সময় বাধ্যতামূলকভাবে একটি বই সাথে করে নিয়ে আসতে হবে রেখে যাবার জন্য; আমরা ক্লাবের সকল সদস্যদের জন্য একটি বই-স্বর্গ নির্মাণ করতে বদ্ধপরিকর!

জেনে রাখা ভালো বর্তমান পর্যন্ত ক্লাবের ২ লাখ টাকার লভ্যাংশ বই হিসাবে রূপান্তর করা হয়েছে; আমরা আশাবাদি ক্রমশ এই বই রূপান্তর কোটি টাকায় গিয়ে পৌছাবে!

জ্ঞানের বিপ্লবে স্বাগতম!

কোনটা?*iPhone 12 pro maxঅথবাবুদ্ধ: গ্রাফিক গাইড (কালেক্টর'স এডিশন)প্রথমটির বর্তমান মূল্য ১৩০,০০০/- টাকা!দ্বিতীয়টির নির্ম...
19/08/2021

কোনটা?

*

iPhone 12 pro max
অথবা
বুদ্ধ: গ্রাফিক গাইড (কালেক্টর'স এডিশন)

প্রথমটির বর্তমান মূল্য ১৩০,০০০/- টাকা!
দ্বিতীয়টির নির্মাণ দায় ৮০০/- টাকা!

প্রথমটি পৃথিবীতে আছে ৩৫ লাখ কপি!
দ্বিতীয়টি তৈরি হবে ১০০১ কপি!

প্রথমটি ২০ বছর পর ৮০০ টাকাতেও বিক্রি হবে না!
দ্বিতীয়টি ২০ বছর পর লাখ টাকাতেও পাবেন না!

বই সর্বদাই অমূল্য সম্পদ; কেবল বিক্রেতাগুলো বইকেও পণ্য তৈরি করে ফেলেছে; আমরা বইয়ের পাঠক; তাই বুঝি, বই কীভাবে এন্টিক হয়!
সহযাত্রায় স্বাগতম!

নট ফর সেল ক্লাব নামের একটা ক্লাব আছে।বেশ কয়েকবার এই ক্লাবের নাম শুনেছি।কত নামই ত শুনি। পাত্তা দেই নাই। আমার একটা পর্যবেক...
19/08/2021

নট ফর সেল ক্লাব নামের একটা ক্লাব আছে।
বেশ কয়েকবার এই ক্লাবের নাম শুনেছি।

কত নামই ত শুনি। পাত্তা দেই নাই। আমার একটা পর্যবেক্ষন হচ্ছে যারাই বলে ব্যবসা আমাদের উদ্দেশ্য না তাদের উদ্দেশ্য আরো ভয়ংকর কিছু।

আমার আরেকটা পর্যবেক্ষণ হচ্ছে, যারাই ফ্রি তে কিছু দেয় তারা ব্যবসায়ীদের চেয়ে ভয়ংকর।

এই যে ফেসবুক ইউটিউব আমাদের ফ্রি তে ব্যবহার করতে দেয়। ফ্রি তে ব্যবহার করতে দিয়ে আমাদের কোটি কোটি মানুষের সময়ের পু** মেরে দিচ্ছে।

নট ফর সেল ক্লাব কেও ফ্রি বই টাইপ কিছুই ভাবছিলাম প্রথমে।

ফ্রি বই দিবে ভেবে বিরক্ত লাগছে, আর জানার আগ্রহ হয় নাই।

আমাদের কয়েকজন মিশোপাতা নট ফর সেল ক্লাবের সদস্য। তাদের কাছে ভাসা ভাসা তথ্য পেলাম। বুঝলাম সবাই মিলে মিশে ভালো মানের বই প্রকাশ করে।

স্যাপিয়েন্স প্রকাশ করছে, গ্রাফিক নভেল বের করবে। যেহেতু আমি নিজেই বইয়ের ব্যবসা করি, ঘর ভরা বই তাই ক্লাবের সদস্য হওয়ার ব্যাপারে আগ্রহ পাই নাই।

গতকাল আমাদের এক মিশোপাতা বাসায় এসে বই নিচ্ছিল। সে নট ফর সেল ক্লাবেরও সদস্য।

সে কথা প্রসঙ্গে বলল, নট ফর সেল ক্লাব যদি চায় তাহলে সে দশ/বিশ হাজার টাকা এখনই দিতে রাজি আছে।

তার এই কথা আমার চোখ খুলে দিল।

তার মানে প্রচুর ধান্দা আছে। ধান্দা শব্দটা খারাপ ভাবে নিয়েন না। আমার ১০০ একরের ক্যাম্পাসের স্বপ্নটাও ধান্দা। 😬

আমি আমার বইয়ের ব্যাবসার ১০০০ শেয়ারের মাঝে ১০০ টা শেয়ার বেচে দিতে চাই, প্রতি শেয়ারের দাম মাত্র দশ হাজার টাকা, এইডা পাবলিক কিনে না, আর নট ফর সেল ক্লাব চাইলেই নাকি দশ বিশ হাজার টাকা অনায়াসে দিয়ে দিবে।

ব্যাপক আগ্রহ নিয়ে পুরো এক ঘন্টা সদস্য হওয়ার প্রক্রিয়া শুনলাম।

সদস্য হওয়ার জন্য না। ধান্দাটা বোঝার জন্য।

চমৎকার আইডিয়া।

নিষিক্ত যে সে বলে ভালো, সুন্দর করে গুছিয়ে বলতে পারে।

বড় স্বপ্ন আছে।

এই মুহূর্তে সদস্য না হলে বড় কিছু মিস হয়ে যাচ্ছে শ্রোতার মনে এই ভাব তৈরির ক্ষমতা আছে।

এবং আছে রহস্য। তারা আসলে কী করতে চায় এটা স্পষ্ট ভাবে বলছে না। মানুষ রহস্য পছন্দ করে।

আমি মূলত তাদের মার্কেটিং টা দেখতেছিলাম।

অসাধারণ।

আর তারা যে বই গুলো প্রকাশ করেছে সেগুলোর মান অসাধারণ মনে হয়েছে। হাতে নিয়ে দেখিনি, তবে ছবি/ভিডিও দেখে মনে হয়েছে।

খুবই ভালো কাজ করছে। সদস্যদের কাছে বেশ ভালো পরিমাণ টাকা নিচ্ছে সেই টাকা থেকে সদস্য, লেখক, অনুবাদক, পাঠক সবাই উপকৃত হচ্ছে।

খালি আমাদের বই বিক্রেতাদের

যুদ্ধনীতি চলমান………কোনো বই একশো বছর টিকে থাকলে, সেটাকে ক্লাসিক বলা যায়; আর যে বই আড়াই হাজার বছর ধরে চলছে, বুঝতে হবে সেটা ...
19/08/2021

যুদ্ধনীতি চলমান………

কোনো বই একশো বছর টিকে থাকলে, সেটাকে ক্লাসিক বলা যায়; আর যে বই আড়াই হাজার বছর ধরে চলছে, বুঝতে হবে সেটা কালজয়ী! এত বছর ধরে এই বইটি মানুষের সম্মান ও আকর্ষণ টেনে নেওয়ার পেছনে বিশেষ কিছু নিশ্চয় আছে; হয়ত তাই, আধুনিক বোদ্ধাগণ একে যুদ্ধের বাইবেল হিসাবে অভিহিত করেন!

‘দ্য আর্ট অব ওয়ার’ বিশ্ব ইতিহাসে একটি চিরায়ত গ্রন্থ। এজন্য আদিকালের রাজা-বাদশা থেকে শুরু করে আধুনিক কর্পোরেট জগতেও ব্যাপকভাবে পঠিত হচ্ছে এটি!

NFSC বাংলাদেশে প্রথম এই যুদ্ধের বাইবেলটিকে নিয়ে আসতে যাচ্ছে “কালেক্টর’স এডিশন: গ্রাফিক নভেল” হিসাবে!

*

দ্য আর্ট অব ওয়ার:সান জু
গ্রাফিক নভেল (বাংলা)

দ্য অ্যালকেমিস্ট: স্বপ্নের পেছনে ছুটে চলাদ্য অ্যালকেমিস্ট (The Alchemist) বইটা পড়েছেন? না পড়লে পড়ে ফেলুন। একজন মানুষের জ...
18/08/2021

দ্য অ্যালকেমিস্ট: স্বপ্নের পেছনে ছুটে চলা

দ্য অ্যালকেমিস্ট (The Alchemist) বইটা পড়েছেন? না পড়লে পড়ে ফেলুন। একজন মানুষের জীবনের লক্ষ্য ঠিক করার জন্য যতগুলো ভালো বই পড়া প্রয়োজন- ‘দ্য অ্যালকেমিস্ট’ তার মধ্যে অন্যতম। একদম বাড়িয়ে বলছি না। সময় করে পড়ে ফেলুন। এরপর বুঝবেন, একজন লেখক কতটা গভীরভাবে মানুষের জীবনবোধকে তুলে আনতে পারে। কতটা সহজ ভাষায় পাঠকের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়- তুমি ঠিক কি কারণে কখনোই সফল হতে পার না।

খুব আফসোস হচ্ছে, বইটা যদি ছাত্রজীবনে পড়ার সুযোগ পেতাম। বিশেষ করে যখন স্কুলে পড়ি বা আরও পরে বিশ্ববিদ্যালয়ে- তখন এমন একটা বই হয়তো দৃষ্টিভঙ্গিটাকে বদলে দিত। আরও অনেক বিষয়ে সুন্দর সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করত। যা হবার তাতো হয়েই গেছে। এটাকে বরং বইয়ের ‘ইংলিশম্যানের’ মতো করে বলি, ‘তাও ভালো যে এটা এখন পড়তে পেরেছি। এমনওতো হতে পারত যে এটা আরো দশ বা পনের বছর পরে পড়ার সুযোগ পেতাম। অথবা কখনোই পেতাম না। এটা কি বিরাট ব্যাপার না?’

মানুষ কেন সফল হয়? অথবা মানুষ কেন তার গন্তব্যে পৌঁছুতে পারে না? উহু। এটা ফুটপাতে ‘আপনিও সফল হবেন’, ‘সাফল্য লাভের একশ উপায়’, ‘সহজে কোটিপতি হবার কৌশল’– এ টাইপের কিছু না। কারণ, পাওলো কোয়েলহো দেখিয়েছেন যে, ‘সাফল্যের কোন শর্টকার্ট নাই।’ শর্টকার্টে লাভবান হওয়া যায় চুরি করে, ডাকাতি করে, জুয়া খেলে। যাবেন সে পথে? যাবেন না।

উপন্যাসের নায়ক এক কিশোর। স্পেনের আন্দালুসিয়ায় তার বাস। একটু বড় হবার পর সে চাইল ভ্রমণে বের হবে। তার বাবা বলল, ঘুরে বেড়ানোর জন্য মেষপালক হওয়াই বুদ্ধিমানের কাজ। কিছু ভেড়া কিনে সে হয়ে গেল মেষপালক। তার ভেড়ার পাল নিয়ে সে ঘুরে বেড়াতে লাগল এখান থেকে সেখানে। ভেড়ার সাথে থাকতে থাকতে একসময় সে তাদের ভাষা বুঝতে পারে- তাদের চাহিদা, অভাব, অভিযোগ সে উপলদ্ধি করে। বিনিময়ে সে পায় ধৈর্য্যের শিক্ষা। তার সময় কাটে কিছুদিন আগেই পরিচয় হওয়া ব্যবসায়ীর কন্যাকে নতুন কি গল্প শোনাবে তার চিন্তার আর স্বপ্নিল চোখে সমুদ্রের অপর পাড়ের মূর দেশের দিকে চেয়ে। স্পেনের উপকূল থেকে জাহাজে মাত্র দু’ঘন্টার পথ। অথচ তার মতো আর কোন মেষপালকই ওখানে যাবার ইচ্ছা করেনি।

হঠাৎ করে একদিন সে স্বপ্ন দেখে গুপ্তধনের। এরপর থেকে তার ছুটে চলা সেই গুপ্তধনের রহস্যের সন্ধানে। সমুদ্র পাড়ি দিয়ে কিশোর যায় অচেনা মূর দেশে। স্পেনে আরব মুসলমানদের মূর নামেই ডাকা হয়। এক সময়কার স্পেন বিজয়ী মুসলমানরা এসেছিল সমুদ

যুদ্ধ সমাগত!“নট ফর সেল ক্লাব” গ্রাফিক নভেল সিরিজের দ্বিতীয় বই এটি! ২৫০০ বছর আগের কালজয়ী রচনা আসবে “কালেক্টর’স এডিশন” হিস...
17/08/2021

যুদ্ধ সমাগত!

“নট ফর সেল ক্লাব” গ্রাফিক নভেল সিরিজের দ্বিতীয় বই এটি! ২৫০০ বছর আগের কালজয়ী রচনা আসবে “কালেক্টর’স এডিশন” হিসাবে! যুদ্ধ শুরুর আগে প্রকাশিত হবে আরও একটি বই: “ঈভের ডায়েরি!

কথায় বলে স্বর্গ থেকে বিতাড়িত না হলে মানব জীবন যুদ্ধহীন হতো; তাই ঈভের দিনলিপি পড়াও জরুরী!

একতার যুদ্ধে স্বাগতম!

মতামত: অর্জন!লিখেছেন: জি এইচ হাবিব*প্রকাশনা খুবই গুরুতর একটি বিষয়। ইদানীং দেখছি নতুন কেউ কেউ প্রকাশনায় আসছেন, ভালো কিছূ ...
15/08/2021

মতামত: অর্জন!

লিখেছেন: জি এইচ হাবিব

*

প্রকাশনা খুবই গুরুতর একটি বিষয়। ইদানীং দেখছি নতুন কেউ কেউ প্রকাশনায় আসছেন, ভালো কিছূ বই প্রকাশের কথা ঘোষণাও করছেন।
ভালো খবর। আমি তাদের সাফল্য কামনা করি।

কিন্তু সনাতনী বিপণন, গ্ৰন্থাগার, আর প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় এসব প্রকাশনা লেখক, অনুবাদক, পাঠকের ওপর তেমন কোনো প্রভাব ফেলবে কিনা সন্দেহ।

নতুন নতুন পাঠকের কাছে ভালো বইয়ের খবর পৌঁছানো, সেসব বই তাদের কাছে সহজলভ্য করা, বই পাঠের সংস্কৃতির রক্তশূন্যতা দূর করা, এসব না হলে কী লাভ?

সম্প্রতি ‘নট ফর সেল ক্লাব’ নামের একটি স্থান থেকে বইপ্রকাশ ও বিপণন-এর একটি অভিনব ধারণা কথা জানতে পারলাম। জানিনা কত টুকু কাজ করবে সেটা। তাদের ভিডিও দেখে যতটুকু বুঝেছি, ১০০০ জন বই পাগল মানুষের কাছ থেকে ১০০০ টাকা ক’রে নিয়ে ১০ লক্ষ টাকার একটা পুঁজি সংগ্রহ ক’রে একটি ভালো বইয়ের ১০০০ কপি কালেক্টরস এডিশন (হার্ড বাউন্ড) ছাপিয়ে লেখক/অনুবাদককে ১ লক্ষটাকা সম্মানী বুঝিয়ে দিয়ে সেই ১০০০ জন বই পাগলের প্রত্যেককে একটি ক’রে কালেক্টরস এডিশন দিতে চান তাঁরা। তারপর উদ্বৃত্ত টাকা দিয়ে সেই বইটির অত্যন্ত মানসম্পন্ন পেপারব্যাক সংস্করণ বের ক’রে সেই ১০০০ জনকে ৫টি ক’রে বই বিনামূল্যে সরবরাহ করতে চান (তার মানে মোট ৫০০০ কপি), যেগুলোর প্রতিটি সেই বই পাগল ২৫০ টাকায় বিক্রি করবেন (যদিও সাধারণভাবে সেটার দাম হওয়ার কথা ৫০০/ +)। তো, সেই পাঁচ কপি চমৎকার পেপপার ব্যাক বিক্রির ১২৫০/ টাকা বই পাগলরা নিজেদের কাছে রেখে দেবেন। তার মানে, তাদের দেয়া ১০০০ টাকার বদলে তারা পেলেন একটি বইয়ের কালেক্টরস এডিশন, আর ১২৫০ টাকা।

জানি না, আরেকটি বইয়ের কালেক্টরস এডিশন বের করবার জন্য আরো ১০০০ বই পাগল তারা কিভাবে পাবেন (হয়ত, আগের ১০০০ জনের মধ্যে কেউ কেউ নতুন প্রজেক্টে টাকা দেবেন; তারপরেও নতুন বেশ কিছূ বই পাগল জোগাড় করতে হবে তাদের, যারা একই প্রক্রিয়ায় আরো একটি বইয়ের কালেক্টরস এডিশন আর ৫টি বিক্রয়যোগ্য পেপার ব্যাক পাবেন)। ইতিমধ্যে তারা সেপিয়েন্সের একটি বাংলা অনুবাদের কালেক্টরস এডিশন তৈরি করেছেন, সঙ্গে পেপারব্যাক তৈরি করেছেন। সেই সঙ্গে সেপেয়েন্সের গ্রাফিক সংসকরণটির বাংলঅ ক’রে সেটার কালেক্টরস এডিশন-ও তৈরি করেছেন। মুদ্রণের মান ভিডিওতে দেখে চমৎকৃত হয়েছি । আশা করি শিগগিরিই সামনাসামনি দেখতে পাবো। ...জানি, ইউপিএল সেপিয়েন্স বইটির অনুবাদের সত্ত কিনে সেটা প্রকাশ করেছেন। ফলে নট ফর সেল ক্লাবের সঙ্গে এটা নিয়ে তাদের একটা দ্বন্দ তৈরি হয়েছে। জানি না এটা কিভাবে মিমাংসীত হবে। তবে, অন্য বইয়ের ক্ষেত্রেও এই নট ফর সেল ক্লাবের এই উদ্যোগ সফল হলে বেশ নতুন একটা ব্যাপার হবে বলে মনে হয়।

দেখা যাক।
কমেন্টে নট ফর সেল ক্লাবের কর্মকাণ্ড সম্পর্কে তাদের কয়েকটি ভিডিও এবং পোস্ট দেয়া হলো।

=========

NFSC মন্তব্য...
আপনার মতামতে আমরা আবেগকাতর! প্রসঙ্গত আমরা ১০০১ জন অতিক্রম করেছি গত মাসেই এবং “নট ফর সেল ক্লাব” তার বিকাশকে গতিশীল করতে প্রায় ২ কোটি টাকার একটি ফান্ড ক্রিয়েট করে ফেলেছে করে ইতিমধ্যেই! আমরা কিছু জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে যাচ্ছি আগামী ২ মাসে! আমাদের যাত্রায় আপানাকে পাশে পেলে আমরা প্রবল আনন্দিত হবো!

ধন্যবাদ!

ভাষান্তর চলমান...*সৌদি যুবরাজমোহাম্মদ বিন সালমান-এর ক্ষমতা ও উত্থান কাহিনী "ব্লাড অ্যান্ড ওয়েল"আসছে NFSC থেকে!
13/08/2021

ভাষান্তর চলমান...

*সৌদি যুবরাজ
মোহাম্মদ বিন সালমান-এর
ক্ষমতা ও উত্থান কাহিনী
"ব্লাড অ্যান্ড ওয়েল"
আসছে NFSC থেকে!

08/08/2021
"বুদ্ধ" আসছে...!বাংলাদেশের একজন বিখ্যাত চারুশিল্পীর হাত ধরে "বুদ্ধ" আসছেন! NFSC সম্ভবত "বুদ্ধ" দিয়ে এমন একটি ৫০ পর্বের ব...
08/08/2021

"বুদ্ধ" আসছে...!

বাংলাদেশের একজন বিখ্যাত চারুশিল্পীর হাত ধরে "বুদ্ধ" আসছেন! NFSC সম্ভবত "বুদ্ধ" দিয়ে এমন একটি ৫০ পর্বের বই সিরিজের সূচনা করতে যাচ্ছে, যা বাংলাদেশে প্রথম!

Address

Rajshahi
6205

Alerts

Be the first to know and let us send you an email when NFSC - Rajshahi BookZone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NFSC - Rajshahi BookZone:

Share


Other Book & Magazine Distributors in Rajshahi

Show All