Shojib's Gallary

Shojib's Gallary শিক্ষামূলক পোস্ট করা হয় তাই এই ছোট্ট পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ
(10)

25/07/2023

Let's go
Shojib's Gallary Shojib Academy মধ্যবিত্ত Biker Momin Salim Hossain SAKIB Ismail Sheikh MK MousumiJHOD VLOG Polanguiñio TV HOME TV PHعارف ابن الرشيد

22/07/2023
19/07/2023

নদীর কুল

19/07/2023

Need 300 follower
Let's go
Follow SHojib's Academy Shojib's Gallary

অন্যদেশে শিক্ষকদের বেতন থাকে মাথার  উপরে আর আমাদের দেশে শিক্ষকদের বেতন থাকে হাঁটুর নিচেই। এই জন্যই শিক্ষকরা কোচিং বানিজ্...
18/07/2023

অন্যদেশে শিক্ষকদের বেতন থাকে মাথার উপরে আর আমাদের দেশে শিক্ষকদের বেতন থাকে হাঁটুর নিচেই।

এই জন্যই শিক্ষকরা কোচিং বানিজ্য করে। কারণ তাদেরও পরিবার আছে।

এদেশের শিক্ষকরা রাস্তা ঘাটে পি*টুনী খায় মাস্তানদের হাতে।

18/07/2023

Let's go
Shojib's Gallary JiarulVlog SHojib's Academy Islamic life Bipul vai Gaming BD 56

17/07/2023

Alhamdulillah
Let's go
Now my page Follower 4.5K
Please 🙏 Follow SShojib's GallaryGShojib's Gallary

17/07/2023

Alhamdulillah
4.4K Follower
Thanks everyone
Follow Shojib's Gallary

দুবাইতে নির্মাণাধীন একটি 5 বিলিয়ন ডলার, 224 মিটার লম্বা, চাঁদের আকৃতির রিসোর্টের ডিজাইন,,, 🥲সোর্স: CNN
17/07/2023

দুবাইতে নির্মাণাধীন একটি 5 বিলিয়ন ডলার, 224 মিটার লম্বা, চাঁদের আকৃতির রিসোর্টের ডিজাইন,,, 🥲

সোর্স: CNN

17/07/2023

প্রিয় Subject?

17/07/2023

ব্রেকিং_নিউজ
৫০ যাত্রী নিয়ে সদরঘাটে ওয়াটারবাস ডুবি 😪

16/07/2023

Let's go
4.3K member done ✅
Follow to Follow
Shojib's Gallary SHojib's Academy

15/07/2023

আলী গ্রাম টু চয়রা রোড। বর্ষার পানিতে আমরা🥺। অপরূপ সৌন্দর্যের জায়গা।

15/07/2023

Let's go
Follow Shojib's Gallary SHojib's Academy MK MousumiJiarulVlog Key Therapy Official M.A. Fadil HasanM.A. Fadil Hasan Fadil Hasan

15/07/2023

Let's go
4.2K follower done
Please follow Shojib's Gallary

14/07/2023

Thanks
4.1K Follower
Follow Shojib's Gallary

13/07/2023

বর্তমানে পড়াশোনা সবচেয়ে ক্ষতি করছে ফোন। ফোন থেকে রক্ষা পাওয়ার কয়েকটি টিপস। আশা করি উপকার আসবে। Phone Addiction & How to break it?

13/07/2023

Alhamdulillah 4K member done✅

Thanks everyone for Follow my Shojib's Gallary page

11/07/2023

আগামী বছরের এসএসসি পরীক্ষা ৩ ঘণ্টায়, ১০০ নম্বরে

11/07/2023

আমার আবেগের নাম গয়হাট্টা সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা আরেকটু আড্ডা

10/07/2023

৩ মিনিটে ইংরেজি শিখি। পর্ব 2। সবার জন্য।

০1. “যার হাতে কিছুই নেই, তার হাতেও সময় আছে। এটাই আসলে সবচেয়ে বড় সম্পদ”– ব্যালটাজার গার্সিয়ান ০2. “আমরা যদি সময়ের যত্ন নি...
06/07/2023

০1. “যার হাতে কিছুই নেই, তার হাতেও সময় আছে। এটাই আসলে সবচেয়ে বড় সম্পদ”
– ব্যালটাজার গার্সিয়ান

০2. “আমরা যদি সময়ের যত্ন নিই, তবে সময় আমাদের জীবনের যত্ন নেবে”
– মারিয়া এজগ্রোথ

০3. “আগের নষ্ট করা সময়ের জন্য এখন আফসোস করলে, এখনকার সময়ও নষ্ট হবে”
– মেসন কোলেই

04. “সময় = জীবন। তাই, সময় নষ্ট মানে জীবনের অংশ নষ্ট করা। সময়কে কাজে লাগাও, জীবনও অর্থপূর্ণ হবে”
– এ্যালান লাকেইন

০৫. “সময়ের সত্যিকার মূল্য দাও। প্রতিটি মূহুর্তকে দখল করো, উপভোগ করো। আলস্য করো না। যে কাজ আজ করতে পারো, তা কালকের জন্য ফেলে রেখো না”
– ফিলিপ স্ট্যানহোপ

০6. “তুমি যা কিছু খরচ করো, সময়ই তার মধ্যে সবচেয়ে দামী”
– থিওফ্রেসটাস

০7. “যারা সময়কে ঠিকমত ব্যবহার করতে পারে না, তারাই আসলে সময় নিয়ে অভিযোগ করে”
– যিন ডে লা ব্রুয়ের

০8. “আমার সময় নেই, হল ‘আমি করতে চাইনা’ কথাটা একটু ঘুরিয়ে বলা”
– লাও ঝু

09. “বেশিরভাগ মানুষ সমস্যা নিয়ে অভিযোগ করেই বেশি সময় নষ্ট করে, যা সত্যিকার কাজে লাগালে সমস্যার সমাধান হয়ে যেত”
– হেনরি ফোর্ড

10. “যে সময় হারিয়ে গেছে তাকে ফিরিয়ে আনা অসম্ভব। কিন্তু তুমি চাইলে যে সময় সামনে আসছে, তাকে সুন্দর করতে পারো”
– এ্যাশলি ওরমোন

11. “সময়ের অভাব কোনও সমস্যা নয়। আসল সমস্যা হল সদিচ্ছার অভাব। প্রতিটি মানুষের দিনই ২৪ ঘন্টার”
– যিক জিগলার

12. “কোনওকিছুর জন্যই তোমার হাতে যথেষ্ঠ সময় থাকবে না। যদি কোনওকিছু তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়, তবে অন্য জিনিস করা বাদ দিয়ে সময় বের করে নাও”
– চার্লস বক্সটন

13. “সাধারণ মানুষ সময়ের চলে যাওয়াকে তেমন গুরুত্ব দেয় না। বুদ্ধিমান মানুষ এর সাথে ছুটতে চায়”
– শপেনহ্যাওয়ার

14. “ক্যালেন্ডার দেখে ধোঁকা খেও না। যে দিনগুলোকে তুমি কাজে লাগাও, সেগুলোই শুধু হিসাবে পড়ে। কেউ পুরো এক বছরে মাত্র এক সপ্তাহের কাজ করে। আর কেউবা মাত্র এক সপ্তাহে পুরো এক বছরের সমমূল্যের কাজ করে”
– চার্লস রিচার্ড

15. “সময়কে যদি ঠিকমত ব্যবহার করা যায়, তবে কেউই সময় নিয়ে অভিযোগ করবে না। তুমি যদি সময়কে ঠিকমত ব্যবহার করো, তবে কাজের পরিমান দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে”
– থমাস জেফারসন

16. “যে লোক জীবনের একটি ঘন্টা নষ্ট করার সাহস করে, সে আসলে জীবনের মূল্য এখনও বোঝেনি”
– চার্লস ডারউইন

17. “সব সময়ে ব্যস্ত থাকাই শেষ কথা নয়। পিঁপড়ারাও সারাদিন ব্যস্ত থাকে। এমন কিছুর পেছনে সময় দাও যা আসলেই কাজে লাগে”
– হেনরি ডেভিড থোরেও

18. “এক সময়ে অনেক কাজ করা বোকামী। দুই হাত ব্যবহার করে একসাথে অনেক ফল পানিতে ধুতে গেলে কিছু ফল হাত ফসকে বেরিয়ে যায়”
– প্রাচীন চীনা প্রবাদ





প্রতিদিন একটা করে Word List পড়ে শেষ করবে আসলে Vocabulary এভাবেই পড়তে হয়.
02/07/2023

প্রতিদিন একটা করে Word List পড়ে শেষ করবে
আসলে Vocabulary এভাবেই পড়তে হয়.

02/07/2023

হট ব্রেকিং

২৫, ২৬ বা ২৭ শে জুলাই প্রকাশিত হতে পারে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল।
পাশের হার ৯০% থাকবে ইনশাআল্লাহ

ধন্যবাদ ❤️

02/07/2023

SSC র ফলাফল ২৫ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে।

আধা কেজি কাঁচা মরিচ নিয়ে ঢাকা টু চট্টগ্রাম রাতে যাওয়া কি সেইফ হবে?🙂
02/07/2023

আধা কেজি কাঁচা মরিচ নিয়ে ঢাকা টু চট্টগ্রাম রাতে যাওয়া কি সেইফ হবে?🙂

তার চেয়ে ব্লগ ই ভালো
02/07/2023

তার চেয়ে ব্লগ ই ভালো

01/07/2023

Follow Shojib's Gallary
প্রত্যাশা ও প্রাপ্তি
-------------

১। একজন কয়েদীর কথা জানি। কয়েদী নাম্বার ৪৬৬৬৪, ২৭ বছর জেলে থাকার পরেও তিনি নোবেল শান্তি পুরষ্কার জিতেছেন।
- তিনি নেলসন মেন্ডেলা

২। আরেক পিতৃপরিচয়হীন যুবকের কথা জানি। তার থাকার কোনো রুম ছিল না, বন্ধুদের রুমের মেঝেতে ঘুমাতেন। ব্যবহৃত কোকের বোতল ফেরত দিয়ে পাঁচ সেন্ট করে কামাই করতেন, যেটা দিয়ে খাবার কিনতেন। প্রতি রোববার রাতে তিনি সাত মাইল হেঁটে হরেকৃষ্ণ মন্দিরে যেতেন শুধু একবেলা ভালো খাবার খাওয়ার জন্য।
- তিনি অ্যাপল এবং পিক্সার অ্যানিমেশন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সিইও স্টিভ জবস

৩। আরেক যুবকের নাম জানি, মধ্যবিত্ত পরিবারে জন্ম। তাঁকে বলা হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সফল ড্রপ আউট। স্যাট পরীক্ষায় ১৬০০ নম্বরে ১৫৯০ পান তিনি। কিন্তু কম্পিউটার সফটওয়্যার তৈরির নেশায় তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে নাম কাটান। ড্রপ আউট হওয়ার ৩২ বছর পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন তিনি।
- তিনি বিল গেটস

৪। আরেক এতিমের কথা জানি। ১১ বছর বয়সে এতিম হন। ১২ বছর বয়সে ঘর থেকে পালিয়ে যান। হতাশ হয়ে ১৯ বছর বয়সে আত্মহত্যার চেষ্টা করেন।
অনেক বিখ্যাত বইয়ের লেখন তিনি তার মধ্যে “আমার বিশ্ববিদ্যালয়” একটি, যদিও তিনি কোনদিন কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করা সুযোগ পান নাই।
- তিনি বিখ্যাত লেখক, নাট্যকার আর রাজনীতিবিদ
-মাক্সিম গোর্কি

৫। আরেকজন, বাবার সাথে মুদি দোকান করতো। পরিবারে এতই অভাব ছিলো যে, স্কুল নাগাদ পড়েই তাকে থেমে যেতে হয়েছিলো। সেই ব্যক্তিই একসময় হয়ে উঠে বিরাট বিপ্লবী নেতা।
- তিনি চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুং

৬। এমন একজনকে জানি যিনি অভাবের তাড়নায় কুলিগিরি করতো। একদিন বাসের কন্ডাক্টরের
কাজের জন্য গেলে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। যে যুবকটি অংকে পারদর্শী নয় বলে বাসের কন্ডাক্টর হতে পারেনি, পরবর্তীতে সে-ই হন ব্রিটেনের অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী। নাম
- জন মেজর

৭। আরেক ছেলের বাবা-মা এতটাই গরিব ছিলো যে, তার জন্মের পর নাম রেজিস্ট্রি করতেই দু’দিন দেরি হয়। কে জানেন? সে-ই আজকের ফুটবল কিংবদন্তী! নাম
- রোনাল্ডো

৮। বাবা ছিলো জেলে। ছেলেকে সাথে করে বাবা মাছ ধরতো কারন অন্য স্বাভাবিক আর ১০ জন থেকে তিনি পানির নিচে মাছকে খুব ভালোভাবে দেখতে পেতেন। সেই জেলের ছেলে শ্রীলঙ্কার ক্রিকেট সুপারস্টার। নাম
-জয়সুরিয়া

৯। পড়ালেখায় মারাত্মক দুর্বল ছিলেন তিনি। কোনো কিছু মনে থাকত না। ক্লাসের শেষ বেঞ্চে বসে থাকতেন। ফেল করেছেন বারবার। ক্লার্ক এর চাকরিও করেছেন তিনি। পুরো পৃথিবীকে অবাক করেছেন তিনি তার থিউরি অফ রিলিটিভিটি দিয়ে। নোবেলও পেয়েছেন তিনি। তার নাম
- আলবার্ট আইনস্টাইন

১০। ক্লাসের সবচেয়ে দুর্বল ছাত্র ছিলেন তিনি। স্কুল থেকে বহিস্কারও করা হয়েছিলো তাকে। তিনি পৃথিবী আলোকিত করেছেন তাঁর আবিষ্কার দিয়ে। তাঁর নাম
-টমাস আলভা এডিসন

১১। শব্দগুলোকে তিনি উল্টা লিখতেন। পড়ালেখায় একদম শুন্য। উড়োজাহাজ আবিস্কারের ৪০০ বছর আগে তিনি উড়োজাহাজের মডেল এঁকে গেছেন। তিনি
- লিওনার্দো দা ভিঞ্চি

১২। পরীক্ষায় তিনি সবসময় ফেল। ২২টা একাডেমিক পুরষ্কার জিতেছেন জীবদ্দশায়। তিনি মিকি মাউস, ডোনাল্ড ডাক এর জন্মদাতা। মিকি মউসের গলার স্বর তার নিজের দেওয়া। তিনি
-ওয়াল্ট ডিজনি

১৩। শব্দের খেলা তিনি বুজতেন না। 7 নাম্বারকে তিনি বলতেন উল্টা নাক!! এই স্প্যানিশ ভদ্রলোক একজন কবি, লেখক, পেইন্টার, কেমিস্ট, স্টেজ ডিজাইনার, ভাস্কর। তিনি
- পাবলো পিকাসো।

পৃথিবীর প্রত্যেকটা মানুষই ইউনিক, তার ভাবনাগুলি তার মতই। সবাই যা পারে, আমাকেও তা-ই পারতে হবে, এমন কিছুতো নয়! শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে কেন? আমাদের সমস্যাটা ওইখানেই।

আমাদের প্রত্যেক ঘরে ঘরে Toppers আর Rankers চাই। জিপিএ ৫, গোল্ডেন পেতে হবে! সবাইকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট.... হতেই হবে!! আঙ্গুলকে টেনে লম্বা করতেই হবে, যেভাবেই হোক...! দরকার হলে আঙ্গুল ভেঙ্গে যাক!!

একটা কথা মনে রাখতে হবে, "পৃথিবীতে সবাই
জিনিয়াস, কিন্তু আপনি যদি একটি মাছকে তালগাছ বেয়ে ওঠার ক্ষমতা দিয়ে বিচার করেন, তবে সে সারাজীবন নিজেকে অপদার্থই ভেবে যাবে"... আলবার্ট আইনস্টাইন।

সহযোগিতায় :ইন্টারনেট

30/06/2023

#===পড়ালেখায় দ্রুত উন্নতি করার ১০টি কার্যকরী টিপস!🌿

১। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠুন। ফলে আপনি অন্যদের থেকে বেশি সময় পাবেন পড়াশোনার জন্য।

২। প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু শিখুন। এটি আপনাকে অন্যদের চেয়ে দিন দিন এগিয়ে নিয়ে যাবে।

৩। আগামীকাল কী পড়বেন তা আগের দিন প্ল্যান করে আলাদা খাতায় লিখে রাখুন এবং পরের দিন সেই প্ল্যান অনুযায়ী পড়ুন। ভাগ ভাগ করে পড়লে পড়তে ভালো লাগবে।
(খাতার নাম দিতে পারেন "স্টাডি প্ল্যান খাতা")

৪। প্রতি সপ্তাহ ও মাসে কোন কোন সাবজেক্ট বা বই শেষ করবেন তা প্ল্যান করে খাতায় লিখে রাখুন। এতে করে দ্রুত কোনো বই বা সাবজেক্ট শেষ করতে পারবেন।

৫। কঠিন বিষয়গুলো প্রতিদিন অল্প অল্প করে পড়ুন এবং লিখে লিখে হালকা শব্দ করে পড়ার চেষ্টা করুন। এতে করে কঠিন বিষয়গুলো খুব ভালো করে শেখা হবে এবং বেশি দিন মনে থাকবে।

৬। যে কোনো বিষয়ে কন্সেপ্ট ক্লিয়ার করে পড়ুন। নিজে নিজে না বুঝলে অন্যের সাহায্য নিন। না বুঝে কোনো কিছু মুখস্থ করবেন না এবং পড়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন।

৭। মোবাইল, ইন্টারনেট, ফেইসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইউটিউব, ইমোতে কম সময় ব্যয় করুন। এতে করে আপনার পড়ায় বেশি সময় দিতে পারবেন।

৮। অযথা আড্ডা বা ঘুরাফেরা করে সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। এতে করে আপনার মাথায় খারাপ ও অনর্থক চিন্তা কম আসবে এবং বেশি করে পড়ার সুযোগ পাবেন।

৯। প্রতিদিন আপনার স্বপ্নটাকে অন্তত সকাল, বিকাল, রাতে ঘুমানোর আগে একবার করে স্মরণ করুন। প্রয়োজনে আপনার স্বপ্নটিকে পড়ার টেবিলে উপর লিখে রাখতে পারেন। যেমন- " আমি বিসিএস ক্যাডার হবো", "আমি ব্যাংকার হবো"। এটি আপনাকে বেশি বেশি পড়তে উৎসাহ জোগাবে।

১০। নেতিবাচক চিন্তাশীল মানুষদের পরিহার করে চলুন এবং যতটুকু সম্ভব ইতিবাচক চিন্তাশীল মানুষদের সংস্পর্শে থাকার চেষ্টা করুন। এর ফলে করে আপনার ভিতরে ভালো কিছু করার অনুপ্রেরণা জাগবে।

কখনো হতাশ হবেন না। খারাপ সময়ে ধৈর্য ধারণ করে লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করে যান। ইনশাআল্লাহ, ভালো ফল পাবেন।

সকল সৎ-পরিশ্রমীর জন্য শুভ কামনা রইল।😊 's Gallary

পৃথিবীটাই এমন
30/06/2023

পৃথিবীটাই এমন

29/06/2023

গ্রামের ঈদ উদযাপন । শুধুমাত্রই স্মৃতি রক্ষার্থে ভিডিও।

এইচএসসি ২০২৩+২০২৪+২০২৫। কমনোপযোগী আইসিটি সাজেশন। Share your Timeline.
28/06/2023

এইচএসসি ২০২৩+২০২৪+২০২৫। কমনোপযোগী আইসিটি সাজেশন। Share your Timeline.

27/06/2023

সিমলা ব্রিজে বন্ধুদের সাথে আড্ডা 😌 সম্পূর্ণ কাল্পনিক কথাবাত্রা। এই গল্পের সাথে বাস্তবের কোন মিল নেই।

27/06/2023

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনার পেজটা ঘুরে এসে দেখলাম খুবই সুন্দরভাবে সাজিয়ে হচ্ছে তৈরি করেছেন আপনার পেজটা দেখে খুবই ভালো লাগলো দোয়া করি সামনে এগিয়ে যান সকালে সাপোর্ট করবে ইনশাল্লাহ

26/06/2023

Page intro

25/06/2023

আপনার পেজটি অনেক সুন্দর আশা করি সামনে ভালো কিছু করবেন সবাই পাশে থেকে সাপোর্ট দিবেন।।
আশা করছি ফলো এবং রিভিউ ব্যাক দিয়ে পাশে থাকবেন সবসময়।। ধন্যবাদ

24/06/2023

প্রকৃতির সৌন্দর্য
Follow Shojib's Gallary

Address

Ullapara
Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Shojib's Gallary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shojib's Gallary:

Videos

Share

Category

Nearby media companies



You may also like