Humaisha Taznin Roza

Humaisha Taznin Roza I am a normal person.My religion is Islam and I believe in Allah.

With Heyy Ohmeo. – I just got recognized as one of their top fans! 🎉
27/08/2024

With Heyy Ohmeo. – I just got recognized as one of their top fans! 🎉

22/08/2024
21/08/2024

একেই বলে গণতন্ত্র (Democracy)❗
কোন এক হোস্টেলে ১০০ জন ছাত্র ছিল। তাদের টিফিনে প্রতিদিন "সিঙ্গাড়া" দেওয়া হত। কিন্তু ১০০ জনের মধ্যে ৮০ জনই প্রতিদিন এই একই খাবার খেতে চাইতো না। তারা টিফিনে অন্য কিছু খাবারের জন্য হোস্টেল সুপারের কাছে আবেদন জানালো। কিন্তু বাকি ২০ জন প্রতিদিন সিঙ্গাড়াই খেতে চাইলো।

অবশেষে হোস্টেল সুপার ভোটের ব্যবস্থা করলেন এবং বললেন, যে খাবার সর্বাধিক ভোট পাবে সেই খাবারই প্রতিদিন টিফিনে দেওয়া হবে।

ভোটে দেখা গেলো, ওই ২০ জন ছাত্র প্রতিদিন সিঙ্গাড়ার পক্ষেই ভোট দিয়েছে।

বাকি ৮০ জন ভোট দিয়েছে ঠিক এভাবে -
ডালপুরি - ১৮ জন
পরোটা ও সবজি - ১৬ জন
রুটি ও ছোলার ডাল - ১৩ জন
মাখন পাউরুটি - ১১ জন
নুডুলস্ - ১০ জন
ভেজিটেবল রোল - ৭ জন
এগটোস্ট - ৫ জন

ফলাফল, সেই সিঙ্গাড়া সর্বাধিক ভোট পাওয়ায় টিফিনে প্রতিদিন সিঙ্গাড়া দেওয়াই চলতে লাগলো...!

¤ মরাল অফ দ‍্য স্টোরী হ'ল -
যতদিন ৮০ শতাংশ মানুষ নিজেদের স্বার্থপরতা নিয়ে দ্বিধাবিভক্ত থাকবে, ততদিন ২০ শতাংশ মানুষই তাদের শাসন করবে। 💯

সংগৃহীত পোস্ট

15/08/2024

"রাজনীতিবিদ হিসেবে, আমি কিছু করার চেষ্টা করেছি। পারিনি।" - মাশরাফি

| |

13/08/2024

সাবাস, এগিয়ে যান।

আলহামদুলিল্লাহ,বদলে গেল পুলিশের লোগো।
12/08/2024

আলহামদুলিল্লাহ,
বদলে গেল পুলিশের লোগো।

প্রকৃতির অপরূপ সৌন্দর্য।
12/08/2024

প্রকৃতির অপরূপ সৌন্দর্য।

12/08/2024

বেচারা ডাকাত!!!

12/08/2024

মানুষের বিবেক আজ কোথায়!!

11/08/2024

রাজধানীর শ্যামলীতে ট্রাফিকের দায়িত্ব পালনরত অবস্থায় ট্রাক চা*পায় নি*হ*ত শিক্ষার্থী।

ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

11/08/2024

ডাকাতের অবস্থা!!!!

10/08/2024

নিজের টাকায় কেনা ইন্টারনেটের কোন মেয়াদ থাকবে না। সবাই একসাথে আওয়াজ তুলুন।

09/08/2024

হেব্বি এনার্জি।

পুরা ইন্টারভিউ এর চোখ জুড়ানো পার্ট ছিলো কোনটা, জানেন?প্রফেসর ইউনূস পুরোটা সময় বাংলাদেশের মানুষকে প্রোটেক্ট করে গেছে। য...
07/08/2024

পুরা ইন্টারভিউ এর চোখ জুড়ানো পার্ট ছিলো কোনটা, জানেন?

প্রফেসর ইউনূস পুরোটা সময় বাংলাদেশের মানুষকে প্রোটেক্ট করে গেছে। যেইটা আমার জন্মে আর কোন ক্ষমতাবান মানুষের মুখে শুনি নাই।

সঞ্চালক জিগাইলো, মানুষ ঢাকাতে নৈরাজ্য করছে।

উনি উত্তর দিলেন, বহুদিন পর দেশের মানুষ সত্যিকারের স্বাধীনতা পেয়েছে। তারা এঞ্জয় করছে। আমরাও এই স্বাধীনতা এঞ্জয় করতেছি।

সঞ্চালক বললো, তাই বলে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙার কারণ কী?

স্যার বললেন, এর একমাত্র দায় শেখ হাসিনার। সে দুঃশাসনের মাধ্যমে পিতার ইমেজ ধ্বংস করছে। এর ফলে এই ভাঙচুর হচ্ছে।

সঞ্চালক এবার জানতে চাইলো, এই লুটতরাজের কারণ কী? এইটা কীভাবে দেখেন?

ইউনূস একবারও মানুষের দোষ দিলেন না।

বললেন, এইটা হাসিনার দুঃশাসনের ধারাবাহিকতা। মানুষ ভোট দিতে পারে নাই বহুবছর। এই ক্ষোভ তাদের মধ্যে থাকাটাই স্বাভাবিক। ডেমোক্রেসি আসলেই এসব বন্ধ হয়ে যাবে। মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়াই আইনের শাসন ফিরিয়ে আনার প্রথম এবং প্রধান পদক্ষেপ।

এরপর উনি ভারতকে হুমকি দিয়ে বলেছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার কোন চেষ্টা হলে ভারত, মায়ানমার, সেভেনসিস্টারও অক্ষত থাকবে না।

খেয়াল করেন, সে ভারত আর সেভেন সিস্টার আলাদা আলাদা উচ্চারণ করেছে। হুমকিটা কত ব্যাপক, বুঝতেসেন তো?

সারাজীবন যে কোন আন্দোলনে প্রধানমন্ত্রীর কাছে সন্ত্রাসী তকমা শুনে এসেছি।

আমার ভাইদের লাশ হাসপাতালে রেখে মেট্রোরেল ধরে খুনি স্বৈরাচারীর কান্নার নাটক দেখেছি।

বিদেশি সাংবাদিকদের সামনে দেশের মানুষকে সন্ত্রাসী বানানোর কুৎসিত চেষ্টা দেখে দেখে বড় হয়েছি।

আমাদের কখনও কেউ ডিফেন্ড করে নাই, ওউন করে নাই, এতো মায়া দিয়ে কথা বলে নাই আমার জন্য।

অথচ আজ প্রফেসর ইউনূস মানুষকে ভিলিফাই করেন নাই। আমাদের রাগটা বুঝেছেন। আমাদের ওউন করেছেন। আমাদের থ্রেটকে মোকাবিলা করেছেন পাল্টা থ্রেট দিয়ে।

এরপরে ডক্টর ইউনূসকে আমাদের ওউন করতে আর কোন বাঁধা নাই। আজ থেকেই আমি উনাকে মাননীয় প্রধানমন্ত্রী বলে সম্বোধন করলাম।

বিদেশের সাংবাদিকের কাছে যে মানুষ দেশের জনগণকে এভাবে প্রটেক্ট করে, তার হাতে বাংলাদেশ তুলে দিতে আমাদের আর কোন দ্বিধা নাই।

- সাদিক খান। ভিডিও লিংক কমেন্টে

13/08/2023

গাঁদা ফুল।
13/08/2023

গাঁদা ফুল।

Natural....
13/08/2023

Natural....

11/08/2023

প্রতিদিন সকালে পাঁচটি লাইন বলো:

১/আমি সেরা।
২/আমি করতে পারি।
৩/সৃষ্টিকর্তা সব সময় আমার পাশে আছে।
৪/আমি জয়ী।
৫/আজ দিনটা আমার।

( এ পি জে আব্দুল কালাম)

Address

Mohanpur Rajshahi
Rajshahi
6220

Telephone

+8801723306279

Website

Alerts

Be the first to know and let us send you an email when Humaisha Taznin Roza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Humaisha Taznin Roza:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Rajshahi

Show All