Tuhin Hossain

Tuhin Hossain বেঁচে আছি এই তো! তুমি তোমার হও, সবাই তোমাকে ভালোবাসবে।
(1)

 রিলেশনশিপ করে বিয়ে করে। ১.৫ বছরের মাথায় ইন্টারেস্ট চলে যায়। কেনো যায় ইন্টারেস্ট?  কারণ তার কাছে বিয়ে টক্সিক মনে হয়।বউ এ...
19/11/2023


রিলেশনশিপ করে বিয়ে করে। ১.৫ বছরের মাথায় ইন্টারেস্ট চলে যায়। কেনো যায় ইন্টারেস্ট? কারণ তার কাছে বিয়ে টক্সিক মনে হয়।
বউ এর প্যাক প্যাকানি টক্সিক মনে হয়। তাই তিনি ভোকাল হয়ে যায় বিয়ের ১.৫ বছরেই এবং একাধিক সম্পর্কে জড়ানো শুরু করেন। আর দাবি করছেন এটা নরমাল।

আবার কিছু খুব ফার্স্ট ওয়ার্ল্ড এর মানুষজন এটাকে বাহ বাহ করছেন।

বাপরে বাপ কত ফাস্ট মানুষজন আজকাল।
এই যে এতো আপডেট চিন্তাভাবনা নিয়ে যে আপনারা আছেন, বুকে হাত দিয়ে বলেন তো আপনাদের বাপ মা কি ঝগড়া ঝামেলা করে নাই সারাজীবন?
বাবা মা কি একজন আরেকজনের সাথে কম্প্রোমাইজ করে থাকেন নাই আপনাদের?

আমার মা প্রচুর চিল্লায় বাসায়। উনি ঘর ঝাড়ু দিয়ে মুছলে, তখন আব্বু বা আমরা ওখানে হাটলে আম্মুর গালির আর চিল্লানির ঝর বয়ে যায়। তখন আমরা আব্বুকে দেখতাম সুন্দর ফোনে ওয়াজ ছেড়ে রুমে শুয়ে থাকতে।
কারণ আমরা বুঝতাম আম্মু সারাদিন কষ্ট করসে মাথা গরম থাকা নরমাল।

একটা সময় আমিও ভাবতাম এগুলো হয়তো টক্সিক।
কিন্তু আম্মুর এপেন্ডিসাইটিস এর অপারেশন এর সময় আমি আমার আব্বাকে কান্না করতে দেখসি। উনি কাউকে চোখের পানি দেখাতে চায় নাই। হাসপাতালের কোনায় চুপ করে বসে ছিলো। কিন্তু চুরি করে চোখ ঠিকি মুছতেসিলো।

আমার মা যখন স্কয়ারে মৃত্যুর সাথে কয়েক বছর আগে লড়াই করতেসিলো আব্বু তখন পাগল হই গেসিলো।
বাসায় এসে উনি থাকতো না। হাসপাতালে চলে যেত। বাসায় এসে আব্বা বলতো- এতো শান্তি ভালো লাগতাসে না। তোর মা থাকলে ঘরটা গরম থাকে। উনি আম্মার ওই ত্যাড়া ত্যাড়া কথায় ভালোবাসা খুজে নিয়েছে যা বুঝলাম।


আব্বু যখন হার্ট এটাক করে। আম্মু হাসপাতাল চিনে না কিভাবে আসবে। আমি ছিলাম আব্বার সাথে স্কয়ারে। আর কেউ না।
আম্মুকে পাগলের মতো বাড়িওয়ালার ছেলেকে নিয়ে হাসপাতালে আসে। আমার মা খুব আস্তে হাটে। কারণ উনার হাড়ে সমস্যা।
কিন্তু ওইদিন আম্মাকে দেখেছি দৌড়াতে। আম্মা পাগলের মতো দৌড়াচ্ছিলো।
এঞ্জিওগ্রাম রুমের সামনে পাইচারি করতেসিলো আর কান্না করতেসিলো। আর বলতেসিলো আল্লাহ যেন এই যাত্রায় রক্ষা করেন।


তো এগুলো কিভাবে টক্সিক হয় বলেন।
আপনারা অনেক শিক্ষিত হয়ে গেছেন। অনেক ইংলিশ শব্দ শিখেছেন "টক্সিক" নামক। আপনাদের পার্টনাররা আপনাদের একটু কিছু বললেই খুব গায়ে লাগে। অপমানবোধ করেন আপনারা। কারণ খুব বেশি উচ্চ মানের শিক্ষিত তো আপনারা।
তাই চিটিং নামক জিনিসকেও আপনারা নরমাল ভাবেন।

ভালোবাসা যেখানে আছে, সেখানে বিশ্বাস যতই থাকুক। প্রিয় মানুষকে অন্যের সাথে দেখলে খারাপ টা লাগবেই। সেটা থেকে যদি সন্দেহ বা চিল্লাফাল্লা হয় এটা খুবই নরমাল।

যদি সেই পার্টনারকে বুঝানো বা আগলাই রাখার ক্ষমতা না রাখেন, প্লিজ বিয়ে কইরেন না। বিয়ে মানে হালাল রুম ডেট না। বিয়ে মানে বাচ্চা পয়দা করা না।
বিয়ে মানে একটা মানুষকে নিয়ে বাচা। সারাজীবন বাচা। এটা এতো সহজ না ভাউ।


এখন দুইজন ই যদি নিম্ন চরিত্রের হয় তখন ঠিকি সন্দেহ কাজ করবে না। কারণ দুইজন ই একি পথের পথিক। কে কাকে সন্দেহ করবে। তখন ওটাকে আপনারা শিক্ষিত সমাজ পারসোনাল স্পেস নামে চালাই দেন


ভালোবাসা, সম্পর্ক যদি এতোটাই ঠুনকো হতো, বিয়ে যদি খেলা হতো আজকে আপনারা সবাই বাবা-মা হীনতায় থাকতেন।

আপনাদের কাছে বউ অনেক প্যারা, জামাই অনেক প্যারা, সন্তান অনেক প্যারা।
তো কোনটা প্যারা না? ওপেন রিলেশনশিপ, ফ্রি মিক্সিং করতে দিলেই আপনার পার্টনার খুব ভালো?
বাপরে বাপ... জেনারেশন।

17/10/2023

১০ মিনিট স্কুল এমনিও আমার আগে থেকেই অসৎ উদ্দেশ্যে তৈরি করা প্লাটফর্ম মনে হয়েছে। কিন্তু এনায়েত ভাইয়ের ভিডিও গুলো ভালো লাগে। কিন্তু এভাবে হামাসকে নিয়ে এভাবে কথা বলা কতটুকু যুক্তিযুক্ত। সমালোচনা করতেই পারে ঠিক আছে। কিন্তু খোদ বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ফিলিস্তিনের এবং হামাসের পক্ষে সেখানে তারা বাংলাদেশে থেকে এমন ধরণের কথা কিভাবে বলে।

My work, you may appreciate 🍀
21/09/2023

My work, you may appreciate 🍀

" পরের জন্মে হাওয়া হবো "ছুঁতে না পারা মানুষ'কে ছুঁয়ে দেখব "🥀🖤
13/09/2023

" পরের জন্মে হাওয়া হবো "
ছুঁতে না পারা মানুষ'কে ছুঁয়ে দেখব "🥀🖤

28/08/2023

একটা মনের মানুষকেই বুক দিতে পারলাম না....

25/08/2023

দায়িত্ব কখনো ভালোবাসায় বাঁধা হতে পারে না।

কাছের মানুষগুলোর সাথে জেতার জন্য ঝগড়া করা মানে নিজে হেরে যাওয়া।এটা আমাদের ইগো। আর কিছু না।ইগোর জন্য প্রচন্ড ভালো বন্ধুত্...
17/08/2023

কাছের মানুষগুলোর সাথে জেতার জন্য ঝগড়া করা মানে নিজে হেরে যাওয়া।

এটা আমাদের ইগো। আর কিছু না।
ইগোর জন্য প্রচন্ড ভালো বন্ধুত্ব, ভাই বোনের ভরসার সম্পর্ক, স্বামীস্ত্রীর ভালোবাসার বন্ধন , বাবা মা সন্তানের পৃথিবীর সবচেয়ে মজবুত আস্থার সম্পর্কও চোখের পলকে ভেঙ্গে যায়। বা ধীরে ধীরে মরে যায়।

তাই নিজেকে এবং নিজের ইগোকে বুঝুন। নিজের ইগো নিয়ে কাজ করুন।

11/08/2023

আসলেই কি এমন হয়? স্বার্থ না থাকলে সবাই স্বার্থপর হয়ে যায়🍀

08/08/2023

Viral Song Hole hole 😉

এটা হিজাব নয়, এটা ইসলামকে উপহাস।  তার চুল শুধুমাত্র convered করা হয়েছে। তার পুরো শরীরের আকৃতি উন্মুক্ত এবং আরও বেশি। ম...
06/08/2023

এটা হিজাব নয়, এটা ইসলামকে উপহাস। তার চুল শুধুমাত্র convered করা হয়েছে। তার পুরো শরীরের আকৃতি উন্মুক্ত এবং আরও বেশি।

মুসলমানরা লাফিয়ে লাফিয়ে উঠছে। বাহ, বাহ, এমন আশ্চর্যজনক ব্যক্তি, এত উন্নতি ব্লা ব্লা।

আমি সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে এটি দেখে ক্লান্ত। এটা মুসলমানদের ব্যাপক অজ্ঞতা প্রদর্শন করে। এটি হিজাবের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে মুসলিমদের ভুল বোঝাবুঝির প্রতিফলন ঘটায়।

আমি সকল মুসলমানকে আমাদের ধর্ম সঠিকভাবে এবং গুরুত্ব সহকারে অধ্যয়ন করার আহ্বান জানাই যাতে আমরা এই ধরনের ফাঁদে না পড়ি। নিঃসন্দেহে এটি শয়তানের ফাঁদ এবং অনেকেই এর ফাঁদে পড়েছে।

মুসলিম উম্মাহকে শিক্ষিত করতে হবে। এটি অবশ্যই একটি অনেক বড় সমস্যার একটি উপসর্গ।

আল্লাহ এই উম্মতকে হেদায়েত দান করুন, মুসলমানদের উপকারী জ্ঞান বৃদ্ধি করুন। আমীন।

পুরাতন ৭০% সুন্দর হয়!😔
24/07/2023

পুরাতন ৭০% সুন্দর হয়!😔

15/07/2023

রাজশাহী কলেজ থেকে ফেরার পথে রাবির বাসে রুয়েট গেট অব্দি আসার সময় একটু ভিডিওগ্রাফি করে নিলাম।
রাবিয়ানদের থেকে ক্ষমা প্রার্থনা করছি 🍀

14/07/2023

ব্রেকাপ এর পরে যে শা'ন্ত'না দিতে আসে basically পরবর্তী রিলেশন টা তার সাথেই হয়.. 🙂
True🍀

21/06/2023

The tale of climbing up the hills, a beautiful chapter of travel in India.

04/06/2023

RAJSHAHI TO KHULNA TRAIN TRAVELLING

03/06/2023

Engineering Subject Review 😳
Guys please guess my subject 😎

29/05/2023

বাংলাদেশের সবচেয়ে বড় রেল সেতু যমুনা রেল ব্রিজ উরফে বঙ্গবন্ধু রেল সেতু দৃশ্যমান ❤️🥀

22/05/2023

RUET GYM AN OVERVIEW

রবীন্দ্রনাথ কিংবা নজরুল তারা এতো হাইপ পায় কেন বুঝি না? সাহিত্য লিখে আসলে লাভ কোথায়? আমি সাহিত্যের কোন উপকারী দিক খুঁজে...
21/05/2023

রবীন্দ্রনাথ কিংবা নজরুল তারা এতো হাইপ পায় কেন বুঝি না?
সাহিত্য লিখে আসলে লাভ কোথায়?
আমি সাহিত্যের কোন উপকারী দিক খুঁজে পাচ্ছি না।

16/05/2023

RUET Park

02/05/2023

মুক্তিযুদ্ধের আর্তনাদের কাহিনী যিনি স্বচক্ষে মুক্তিযুদ্ধের ভয়াবহতা ফেস করেছেন তার মুখে সেই কাহিনী 👣

~বঙ্গবাজারের আগুন শিখিয়ে দিলো, কোটিপতি থেকে নিঃস্ব হওয়া রাত আর দিনের ব্যবধান মাত্র..
05/04/2023

~বঙ্গবাজারের আগুন শিখিয়ে দিলো, কোটিপতি থেকে নিঃস্ব হওয়া রাত আর দিনের ব্যবধান মাত্র..

06/03/2023

"রুয়েট মানে আবেগের গল্প"

04/03/2023

প্রত্যেকের ভালোবাসার কোড ফ্লার্টিং হয় না। একজনের প্রতি অনুভূতি জন্মালে সেই ছেলে অন্য কোন মেয়ের দিকে তাকাতেই ভয় করে। এটা যদি না হয় তবে কখনো সেটা সত্যিকারের ভালবাসাই ছিল না।
_"Everyone's love-lines are not fake...Feeling remains forever."

26/02/2023

Travelling ❤️

05/02/2023

Siam Ahmed

"অপেক্ষা মায়াকে ভীত সন্ত্রস্ত করে"
12/01/2023

"অপেক্ষা মায়াকে ভীত সন্ত্রস্ত করে"

24/12/2022

A vibe you can't replace 💗
ভারতে কেমন ছিল দিনটা?
Let's see what's going on....

Tum Hein waqt chahiye? Jitna waqt Lage ga utna Lelo...Usi waqt ke liye jindegi var main intejar karun...
03/12/2022

Tum Hein waqt chahiye?
Jitna waqt Lage ga utna Lelo...
Usi waqt ke liye jindegi var main intejar karun...

কতো রকমের মানুষ এখানে,হাজার রকম সংস্কৃতি এই ভারতের। আর ছোট বেলা "রাঁচির" পাহাড় সম্পর্কে পড়েছিলাম কিছু। কিন্তু নিজের চো...
25/11/2022

কতো রকমের মানুষ এখানে,হাজার রকম সংস্কৃতি এই ভারতের। আর ছোট বেলা "রাঁচির" পাহাড় সম্পর্কে পড়েছিলাম কিছু। কিন্তু নিজের চোখে পাহাড় না দেখলে আসলে এতো কিছু জানতে পারতাম না। কাছে কাছে মনে হলেও সেই অল্প পথ পাড়ি দিতে অনেকটা সময় লেগে যায়! বিহারের পাহাড় গুলোতে আমি মুগ্ধ আর রাজস্থানের পাথরের পাহাড় গুলো খুব নিষ্ঠুর প্রকৃতির।
"Alhamdullah for everything"

Address

Shahidul Islam Hall
Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Tuhin Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Rajshahi

Show All